আহামেদ শেহজাদ

আহামেদ শেহজাদ ⎯͢⎯⃝🩵 অহংকার বর্জন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন,সবার সাথে সুসম্পর্কই একদিন ভালো কিছু অর্জনের জন্য যথেষ্ট হবে ইন-শা-আল্লাহ ।🥀🥀🥀📆🗓️
(12)

সবার পরিশ্রম সার্থক হয় না 😢😢শুভ বিকেল  বন্ধুরা।
06/08/2025

সবার পরিশ্রম সার্থক হয় না 😢😢
শুভ বিকেল বন্ধুরা।

যদি ভরসা থাকে একমাত্র আল্লাহ তাআলা উপর,,,ভালো কিছু হবেই ইন-শা-আল্লাহ।       শুভ রাত্রি বন্ধুরা
05/08/2025

যদি ভরসা থাকে একমাত্র আল্লাহ তাআলা উপর,,,ভালো কিছু হবেই ইন-শা-আল্লাহ।
শুভ রাত্রি বন্ধুরা

শুভ সকাল প্রিয় বন্ধুরা,,,, কেমন আছেন সবাই???
02/08/2025

শুভ সকাল প্রিয় বন্ধুরা,,,, কেমন আছেন সবাই???

দুই ভাইয়ের জন্য কিছু  বলে যান।ভাই একটু ফর্সা আর আমি একটু কালো,,,,ভাইয়ের অনেক জনপ্রিয়তা,আমি জনপ্রিয়তা হীন।এটাই শুধু প...
01/08/2025

দুই ভাইয়ের জন্য কিছু বলে যান।
ভাই একটু ফর্সা আর আমি একটু কালো,,,,
ভাইয়ের অনেক জনপ্রিয়তা,
আমি জনপ্রিয়তা হীন।
এটাই শুধু পার্থক্য।

আমি যতবার মানুষের কথায় কান দিয়েছি,,,            ততবারই নিজের স্বপ্ন থেকে ছিটকে পড়ে গেছি।আমি যতবার কাউকে বেশি ভালোবাসা...
01/08/2025

আমি যতবার মানুষের কথায় কান দিয়েছি,,,
ততবারই নিজের স্বপ্ন থেকে ছিটকে পড়ে গেছি।
আমি যতবার কাউকে বেশি ভালোবাসা দেখিয়ে আপন মনে করেছি,,
ততবারই অবহেলা পেয়ে শত্রুতে পরিণত হয়েছি।

শুভ রাত্রি বন্ধুরা।

বেঁচে আছি,এর থেকে বড় আশ্চর্যের বিষয় আর কিছু নেই,,,,,,,,,,                     আলহামদুলিল্লাহ।এইমাত্র একটা অদ্ভুত ব্যাপ...
29/07/2025

বেঁচে আছি,এর থেকে বড় আশ্চর্যের বিষয় আর কিছু নেই,,,,,,,,,,
আলহামদুলিল্লাহ।
এইমাত্র একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল আমার সাথে,আমি খাওয়া দাওয়া সেরে ,সকল কাজের শেষে মোবাইল নিয়ে ফেসবুকে কিছু ভিডিও দেখি।
এবং, বিভিন্ন লেখা ছবি দেখি।
একসময় আমার চোখ ঘুমে আচ্ছন্ন হয়ে আসে।

তখন আমি মোবাইল টা রেখে ঘুমানোর উদ্দেশ্য চোখ টা বন্ধ করি
,এর পর কিছুক্ষণ কেটে যায়।
হঠাৎ করে আমি অনুভব করলাম,আমি চলে গেছি আমার বাড়ির পিছনে একটা জমি আছে ।
সকলে হয়তো জেনে থাকবেন,আমরা ক্ষেতে পানি সেচ দেবার জন্য ড্রেন তোলা হয়।

আমি চলে গেছি সেই ড্রেনের ভিতর, তো বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে ভিজে এঁটেল মাটি কিন্তু অনেক পিচ্ছিল হয়
তো সেখানে গিয়ে হঠাৎ কি মনে করে যেন দৌড়ে পিছলা খেতে খেতে অনেক দুর যাচ্ছি,
ধীরে ধীরে যাচ্ছি ড্রেন ছেড়ে জমি ছেড়ে বাড়ি ঘর পেয়রিয়ে যাচ্ছি,,,,
যাচ্ছি তো যাচ্ছি আর থামছি না,,,,

যেতে যেতে হঠাৎ জমি ছেড়ে আকাশে,যাচ্ছি তো যাচ্ছি আর শেষ হচ্ছে না,
কিন্তু আমর এতটা ভালো লাগছে বলে বোঝাতে পারবো না।

তো যেতে যেতে একসময় লোকালয় ছেড়ে মেঘের রাজ্যে পাড়ি দিয়ে যাচ্ছি,
ভালো লাগছে তো যাচ্ছি।

হঠাৎ করে আমার মনে হচ্ছে মাথাটা কেমন ফোন যেমন সাইলেন্ট মোডে থাকলে কাপাকাপি তেমন কাঁপছে।
আর কেমন একটা ঝী ঝী ভাব, এমন সময় কে যেন আমার গলা টিপে ধরল, ভাবতেই বুকটা কেমন করে উঠছে।

ধরেছে তো এমন ভারে ধরেছে একটু নড়াচড়া করতে চাইলে আরো জোড়ালো ভাবে ধরে।
আমি চিৎকার করে আমার আমার ওয়াইফ কে ডাকাছি কিন্তু শুনছে না। এদিকে একটু তাকানোর চেষ্টা করলাম করতেই দেখলাম,

আফসা কালো অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না,তবে হয়তোবা মেয়ে হবে আমার দিকে খুব ভয়ংকরভাবে তাকিয়ে আছে আর আমার গলা টিপে ধরে আছে।
এদিকে আমি আমার ওয়াইফ কে ডেকে যাচ্ছি কিন্তু কোন সাড়া নেই।

একবার একটু কমে তো নড়াচড়া করতে চাইলে আবার জোড়ালো ভাবে ধরে।
তখন আমার মনে হলো,

আমাকে একমাত্র আল্লাহ তাআলাই হেফাজত করতে পারেন। বউকে ডেকে লাভ নেই,
আমি কালিমা পরতে শুরু করলাম ।
এমন সময় আমার মনে হলো চোখের পাপড়ি গুলো একটু ঘন ঘন মেলাতে চেষ্টা করতে লাগলাম।

আশ্চর্যজনক ভাবে কিছুক্ষণের মধ্যেই আমার সেই ঘোরটা কেটে গেল।
আমি আমার ওয়াইফ কে ডেকে বললাম আমি তোমাকে এত ডাকলাম তুমি শুনলে না কেন???
সে বলল কোথায় ডাকছো, আমি তো শুনিনি,শুনলে অবশ্যই উঠতাম।

যাই হোক আলহামদুলিল্লাহ! ভালো আছি কোন সমস্যা হয়নি, আমি শুনেছি অনেকের ঘুমের মধ্যে এমন হয়। অনেকে না ফেরার দেশে ও চলে যায় এই কারনে।

এমনা আর কার সাথে হয়েছে একটু বলবেন।
আর কেন এমন হয় কারো জানা থাকলে বলবেন।
゚viralシ

শুভ সকাল বন্ধুরা,,, কেমন আছেন সবাই??
28/07/2025

শুভ সকাল বন্ধুরা,,, কেমন আছেন সবাই??

শুভ সকাল বন্ধুরা,,,,কিছু মানুষ নামের অমানুষ আছে,দেখতে মানুষের মত হলেও তাদের ব্যবহার খুব অদ্ভুত, তাদের কাজ শুধু অন্যের সম...
27/07/2025

শুভ সকাল বন্ধুরা,,,,
কিছু মানুষ নামের অমানুষ আছে,
দেখতে মানুষের মত হলেও তাদের ব্যবহার
খুব অদ্ভুত, তাদের কাজ শুধু অন্যের সমালোচনা করা,

হেরে যাওয়া মানুষ গুলোর সবথেকে বড় সমস্যা,, আজকে থাক কালকে আরো ভালো এবং সুন্দর ভাবে শুরু করবো।তাই যে কোনো কাজ শুরু করার ...
25/07/2025

হেরে যাওয়া মানুষ গুলোর
সবথেকে বড় সমস্যা,, আজকে থাক কালকে আরো ভালো এবং সুন্দর ভাবে শুরু করবো।
তাই যে কোনো কাজ শুরু করার আগে,
এতো না ভেবে, শুরু করে দিন,
একদিন খুব ভালো ও সবথেকে সুন্দর হবে
ইন-শা-আল্লাহ।

শুভ সকাল,,,,, জুম্মা মোবারক,,,,,আজকের এই দিনের উসিলায় হে আল্লাহ,আপনি সবাইকে ক্ষমা করে দিন এবং সবার মনকে উদার ও প্রশস্ত ...
25/07/2025

শুভ সকাল,,,,, জুম্মা মোবারক,,,,,
আজকের এই দিনের উসিলায় হে আল্লাহ,
আপনি সবাইকে ক্ষমা করে দিন
এবং সবার মনকে উদার ও প্রশস্ত করে দিন।

22/07/2025
এই ছবিটি কিসের স্মৃতি বহন করে??? 💐💐   ゚viralシ
21/07/2025

এই ছবিটি কিসের স্মৃতি বহন করে??? 💐💐

゚viralシ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when আহামেদ শেহজাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share