The Meaw

The Meaw

hlw frnds.....
06/07/2025

hlw frnds.....

28/01/2025

😴Just sleep

08/04/2024

আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের কাঁটা খেতে দেওয়া হতো?
অবশ্যই নাহ!

কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খাবার। তবে বিড়াল ছোট প্রাণিদের খায়, তাই গরু, খাসী ইত্যাদি মাংস ওদের স্বাভাবিক খাবার নয়।

আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল চিন্তা-ভাবনা বা আমরা আমাদের শৈশব থেকে দেখে আসছি যে, আমাদের খাওয়ার এর পর যেসব ঝুটা বা উচ্ছিষ্ট
আমরা বা আমাদের পুর্বপুরুষরা প্রদান করতো বা বিড়ালদের খেতে দিতো বলে তারাও তাই খেয়ে নিতো।

সেই থেকে বলা হয়ে থাকে যে,
বিড়াল রা কাঁটা ই খায় বা এরা কাঁটা পেলেই খুশি।
আদৌও কী তাই বা এটাই কি সত্যি টা ছিলো????

নাহ!
আসেন
যৌক্তিক আলোচনা করি,
মূলত বিড়াল রা সত্যি অসহায় ছিলো বলেই আপনার বা আমার পূর্বপুরুষ রা বা এখনোও আমাদের মত অজ্ঞান কিছু মানুষ বা সেই ঐতিহাসিক থিওরী গুলো কে যারা মনেপ্রাণে পোষণ করে আসছি
যে, বিড়াল মাছ খায় না শুধু কাঁটা ই খায়!
ইহা কিঞ্চিৎ পরিমাণও সত্য নহে!

কারণ,
আমরা বিড়াল কে মাছ না দিয়ে শুধুমাত্র কাঁটা দেই বলেই তারাও মাছ না পেয়ে ক্ষুদার তীব্র জালায় নিরুপায় হয়ে কাঁটা গুলোই গলাধঃকরণ করে থাকে।

এর ফলশ্রুতিতে আমাদের দেশের অধিকাংশ বিড়ালেরই গলায় ইনফেকশন হয়ে তাদের চরম- বাস্তবতা মৃত্যুর সম্মুখীন হতে হয়।

তাই আসুন ওদের মাছ দিলেও
আমরা কাঁটা গুলো ছাড়িয়েই দিবো।

কোলে ঘুম 😴
30/01/2024

কোলে ঘুম 😴

29/01/2024

Tuku ❤

মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে লাভ কি?
16/01/2024

মানুষ সৃষ্টির সেরা জীব হয়ে লাভ কি?

এই বিড়ালটাকে আমি আর আমার ফেন্ড এডোপসনে নিয়েছি। বিড়ালটা কারো পালা বিড়াল ছিল। রাস্তায় ফেলে দিয়েছে। ওর লেজের কাছে ক্ষত। একট...
16/01/2024

এই বিড়ালটাকে আমি আর আমার ফেন্ড এডোপসনে নিয়েছি। বিড়ালটা কারো পালা বিড়াল ছিল। রাস্তায় ফেলে দিয়েছে। ওর লেজের কাছে ক্ষত। একটা গ্রুপ এ ওর পোস্ট দেখতে পায় দেন আমরা এডোপ করেছি। ফেন্ডের বাসায় রাখতে সুবিধা। কিনতু ওর ট্রিটমেন্ট আমরা দুজন মিলেই করব। আপনাদের সাথে একটা বিষয় বলি...
যখন আপনি কোন বিড়াল পালবেন, সে কিনতু আপনার ওপর ডিপেন্ড হয়ে যাবে। বাইরের পরিবেশ সে বুঝবে না। আপনি ওকে আপনার ওপর ডিপেন্ড বানিয়ে এরপর রাস্তায় ফেলে দিলেন। তখন সে খাওয়ার কষ্টে ভুগবে। ভয় পাবে। কান্নাকাটি করবে। অন্য কারো বাসার সামনে বসে থাকবে। ঘরে ঢুকতে চায়বে।।
বাইরের পরিবেশে তখন খাপখাওয়ানো তাদের জন্য কষ্টকর।
যদি আপনাদের পালিত বিড়াল সিক হয়ে যায়, খরচ চালাতে না পারেন ফান্ড পোস্ট দেন। অনেক বড় বড় পেজ আছে ফলোয়ার সহ, গ্রুপ আছে ওখানথেকে ফান্ড উঠে যায়। সেটাও না হলে শেল্টার আছে অনেক জায়গায় যারা অসুস্থ বিড়াল রাখে তাদের সাথে যোগাযোগ করেন।
কিন্তু একদম রাস্তায় ফেলে দিয়েন না।
ওদের ও জীবন আছে। কষ্ট ওদের ও হয়।।

আমি কখনো নির্বাচনে অংশগ্রহণ করলে নিজের মার্কা অবশ্যই বিড়াল মার্কা দিতাম! 🙄আমি আসলেই বুঝিনা! এতো জাতের মার্কা থাকতে বিলা...
08/01/2024

আমি কখনো নির্বাচনে অংশগ্রহণ করলে নিজের মার্কা অবশ্যই বিড়াল মার্কা দিতাম! 🙄আমি আসলেই বুঝিনা! এতো জাতের মার্কা থাকতে বিলাই মার্কা থাকেনা কেনো কখনো?! 😾
এই বিটলামির মানে আছে কোনো?!
বিলাই মার্কা থাকলে বিপুল ভোটে বিজয়ী হতাম আমার ধারণা!

প্রফ প্রিপারেসন নিয়ে বিজি 😴
05/01/2024

প্রফ প্রিপারেসন নিয়ে বিজি 😴

   # female ( 1 year )   + vaccine done 👍 নিতে চাইলে পেজে ইনবক্স করবেন 🌼
02/01/2024


# female ( 1 year )
+ vaccine done 👍
নিতে চাইলে পেজে ইনবক্স করবেন 🌼

   # female ( 1 year )   + vaccine done 👍 নিতে চাইলে পেজে ইনবক্স করবেন 🌼
01/01/2024


# female ( 1 year )
+ vaccine done 👍
নিতে চাইলে পেজে ইনবক্স করবেন 🌼

31/12/2023

বাইরে আতশবাজির শব্দে, বাসার নিচের কুকুর বিড়ালগুলো জোড়ে জোড়ে ডাকছে।
পৃথিবীটা শুধু মানুষের না এটা আমরা ভুলে যাই।

Address

Dhaka

Telephone

+8801304552768

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Meaw posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Meaw:

Share