08/04/2024
আদিম যুগে কী বিড়াল কে আদৌও শুধুমাত্র মাছের কাঁটা খেতে দেওয়া হতো?
অবশ্যই নাহ!
কারণ বিড়াল মাংসাশী প্রাণী, তাই মাংসই ওদের খাবার। তবে বিড়াল ছোট প্রাণিদের খায়, তাই গরু, খাসী ইত্যাদি মাংস ওদের স্বাভাবিক খাবার নয়।
আমাদের বাংলাদেশের ট্র্যাডিশনাল চিন্তা-ভাবনা বা আমরা আমাদের শৈশব থেকে দেখে আসছি যে, আমাদের খাওয়ার এর পর যেসব ঝুটা বা উচ্ছিষ্ট
আমরা বা আমাদের পুর্বপুরুষরা প্রদান করতো বা বিড়ালদের খেতে দিতো বলে তারাও তাই খেয়ে নিতো।
সেই থেকে বলা হয়ে থাকে যে,
বিড়াল রা কাঁটা ই খায় বা এরা কাঁটা পেলেই খুশি।
আদৌও কী তাই বা এটাই কি সত্যি টা ছিলো????
নাহ!
আসেন
যৌক্তিক আলোচনা করি,
মূলত বিড়াল রা সত্যি অসহায় ছিলো বলেই আপনার বা আমার পূর্বপুরুষ রা বা এখনোও আমাদের মত অজ্ঞান কিছু মানুষ বা সেই ঐতিহাসিক থিওরী গুলো কে যারা মনেপ্রাণে পোষণ করে আসছি
যে, বিড়াল মাছ খায় না শুধু কাঁটা ই খায়!
ইহা কিঞ্চিৎ পরিমাণও সত্য নহে!
কারণ,
আমরা বিড়াল কে মাছ না দিয়ে শুধুমাত্র কাঁটা দেই বলেই তারাও মাছ না পেয়ে ক্ষুদার তীব্র জালায় নিরুপায় হয়ে কাঁটা গুলোই গলাধঃকরণ করে থাকে।
এর ফলশ্রুতিতে আমাদের দেশের অধিকাংশ বিড়ালেরই গলায় ইনফেকশন হয়ে তাদের চরম- বাস্তবতা মৃত্যুর সম্মুখীন হতে হয়।
তাই আসুন ওদের মাছ দিলেও
আমরা কাঁটা গুলো ছাড়িয়েই দিবো।