Today's Bangladesh New

Today's Bangladesh New All kinds of Bangladesh News

06/09/2024
06/09/2024

I gained 20 followers, created 132 posts and received 99 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

22/08/2024

১. চিড়া
২. গুড়
৩. পানি
৪. স্যালাইন
৫. মোমবাতি
৬. গ্যাস লাইট
৭. রুটি
৮. বিস্কুট
৯. নাপা ট্যাবলেট
১০.স্যানিটারি প্যাড

22/08/2024

কয়েক ঘন্টা আগে মুসাপুর সুইস গেটের ২৩টা গেট খুলে দেওয়া হয়েছে পানি সাগরে নামতেছে। ফেনী, নোয়াখালীর, পানি কমে যাবে ইনশাআল্লাহ।

22/08/2024

সেখানে ওদের সারাদিন কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, চার্জার লাইটেরও চার্জ শেষ। আমরা যেসব রেসকিউ টিমের নাম্বার ফেসবুকে দিচ্ছি সেগুলোও তারা দেখতে পাচ্ছে না এখন আর। অনেক ভলেন্টিয়ারও এখন একই সিচুয়েশনে। কে কোথায় অন্ধকারে কেমনে আছে জানার কোনো উপায়ও নাই। স্রোত এর গতিবেগ আর উচ্চতাও সহজে ট্রেস করা যাচ্ছে না, কোন দিকে কি বুঝাই যাচ্ছে না। বাংলাদেশ আর্মি আর নেভি ছাড়া পসিবল না ভাই, অনেকেই জীবন বাজি রেখে চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। চার পাশে শুধু কান্নার আওয়াজ আর চিৎকার। পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী রুটে বড় লঞ্চগুলো ঢুকানোর ব্যবস্থা করা যায় কিনা দেখা উচিত। স্পিডবোট দিয়ে আটকে পড়া মানুষগুলো লঞ্চে এনে এনে রাখলে? একসাথে অনেক রেসকিউ সম্ভব হবে। লঞ্চ মালিকদের সাথে যোগাযোগ করতে পারবেন কেউ?

22/08/2024

ফেনীর ফাইনাল আপডেট হচ্ছে পুরা ফেনী তলিয়ে গেছে। ইলেক্ট্রিসিটি , মোবাইল নেটওয়ার্ক কিছুই নেই। দুয়েক ঘন্টা পরে ফেনীর ভেতর থেকে আর কোনো খবর মোটেও পাওয়া যাবেনা। এখনো যদি রাষ্ট্র সর্বসর্বশক্তি দিয়ে ঝাপিয়ে না পড়ে লক্ষাধিক প্রাণহানি ঘটে যাবে। কারো সাথে কারো যোগাযোগ নেই। ভলান্টারিং অনেকাংশে ভেঙে পড়েছে, সবাই প্রাণ বাচাতে ব্যস্ত। মূলত ভোর থেকে এখন অবধি টানা বৃষ্টি সব শেষ করে দিয়েছে। সবাই দোয়া করেন। প্রশিক্ষিত এবং সজ্জিত বাহিনী ছাড়া এই মুহুর্তে কেউ ওখানে খুব বেশি কিছু আর করতে পারবেনা।

22/08/2024

প্রথমে ওরা ফিরে এলো "তুমি কে আমি কে? বাঙালি, বাঙালি।"
তারপর ফিরে এলো "কোটার পক্ষে ছিলাম কিন্তু এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই।"
তারপর ফিরে এলো "সারা বাংলা খবর দে এক দফার কবর দে।"
তারপর ফিরে এলো "তোরা যদি রাজাকার হস,আমরা হব গেরিলা হয়ে।"
তারপর ওরা ফিরে এলো "এমন স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?"
তারপর ওরা ফেরত এলো ডাকাত হয়ে।
এরপর আজকে ওরা ফেরত এলো সংখ্যালঘু হয়ে।
এখন ফিরে এসেছে সুশীল হয়ে
আগামীতে কী হয়ে ফিরবে মতামত দিন আপনারা!

22/08/2024

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ৫০এর বেশি বোট এতক্ষণে ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছে। সারাদিনে আরও ২০০ বোট যাবে ইনশাআল্লাহ।

একসাথে বন্যা কবলিত এলাকায় ইন্টারনেট ও মিনিট ফ্রি করে দেওয়া হয়েছে।

আজ সারাদিন টিএসসিতে গণত্রাণ সংগ্রহ চলবে। শুকনা খাবার (মুড়ি, চিড়া, বিস্কিট), স্যালাইন বা অন্যান্য জরুরি জিনিস কেউ দিতে চাইলে সেসব নিয়ে আসতে পারেন।

সারাদেশ এক কাতারে এসে দাঁড়িয়েছে। এক থাকলেই মুক্তি!

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Today's Bangladesh New posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today's Bangladesh New:

Share

Category