Explore With Sifa

Explore With Sifa Career Tips is here to build your career by information with right path.

18/06/2023

বাবা দিবস, মা দিবস তখনই সার্থক হয় যখন আমরা আমাদের বাবা মার গর্বের কারন হতে পারি। নয়তো মৌখিক দিবস পালনে আসলেই কোন ভিক্তি নেই।

#বাবা_দিবস

04/06/2023

প্রবোধ তোমার ভুল হয় হোক মিথ্যা কল্প কাননে। তোমার ফিরে যাওয়া মায়া ফিরে যাক যেখানে নিজের ছায়ার সাথে নিজেকে দেখে ফিরিয়ে নিয়েছো মুখ।

ছায়া দেখে সুর্যের আলো মাপতে মাপতে ছায়া বড় হয়ে গেলে দেখো সূর্য অস্ত যায়, আর তুমিও বিলিন।

রেখে যাওয়া ঘোরে ফিরে দেখো আবার নিস্পৃহতা তোমাকে আঁকড়ে ধরেছে ঘন আঁধারে।

প্রবোধের বোধ হবেনা কোনদিন যেনো, মায়ার শহর নয়তো তোমার হৃদয়ে বয়ে চলেছে বুঝি নাফের মতন দ্বিধা।

তুমি বিবর্তন বোঝো, দূরে থাকা, পাশে থাকা বোঝ, ভালোবাসা বোঝ না বিলক্ষন!

Sifa

বলা হয় বেগম আখতারের তিনটি জন্ম।নামও তিনটি।বিব্বি, আখতারি বাই  ও বেগম আখতার।বিচিত্র জীবন।প্রথম জীবনে বাবা জ্যান্ত পুড়িয়ে ...
03/06/2023

বলা হয় বেগম আখতারের তিনটি জন্ম।নামও তিনটি।বিব্বি, আখতারি বাই ও বেগম আখতার।

বিচিত্র জীবন।প্রথম জীবনে বাবা জ্যান্ত পুড়িয়ে বা বিষ খাইয়ে মারতে চেয়েছিলেন।মধ্যে একজন ধর্ষকের ঔরসে সন্তানের জন্ম।তারপর বিয়ে এক রাজার কনিষ্ঠ সন্তান বালিকে।বালি আখতারিকে গান ছাড়তে বললে,আখতারি রাজি না হওয়াতে সেই যে ঘর ছাড়লেন, একটা আসরে গাইতে গিয়ে আখতারি বালির মৃত্যু সংবাদ পেলেন।এমনই ট্র্যাজিডির জীবন!

শেষে বেগম স্বীকৃতি দিলেন কাকোরির নবাব ইশতিয়াক আহমদ আব্বাসি।সঙ্গীত তাঁর সঙ্গ ছাড়েনি কখনও।এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে বসতি পেতেছেন তবুও।জীবন বারবার বিধ্বস্ত হয়েছে তবুও।লখনউয়ে তবায়েফের জীবন তাঁকে দমাতে পারেনি।সাধে কি ফৈয়জ খান সাহেব বলেছিলেন, দিলে চোট না লাগলে গজল গাওয়া যায় না।

আমির খান ও আখতারি বাই এক আসরে গাইবেন।আমির খান আগে গেয়ে নিক এমনটাই ইচ্ছা আয়োজকের।কিন্তু আখতারি এমন গুনাহ কীভাবে করবেন?আমির খান কিন্তু চমৎকার উত্তর দিয়েছিলেন।যখন আখতারি বাইয়ের সারা ভারত জুড়ে নাম তখন তো এই গওয়াইয়া আমির খান পয়দাই হননি।আহা দুজন শিল্পীর এই ঢেউ তোলা সংলাপ!

ব্যক্তিগত জীবনের সমান্তরাল ভাবনা পেলে বেগম আখতার তা নির্বাচনে আগ্রহী হতেন।আখতারি বাইয়ের অনেক গজলেই তাঁর জীবনের হাহাকার- যন্ত্রণা-অপ্রাপ্তি পাওয়া যায়।

তাঁর একটি খুব প্রিয় গজল গালিবের লেখা।

দিল হি তো হ্যায় না সঙ্গ-ও-খিস্ত
দর্দ সে ভরনা আঁখে কিউ।
রোয়েঙ্গে হম হাজারবার
কোই হামে রুলায়াগা কিউ।

আমার এই হৃদয় তো ইট-কাঠ-পাথর নয়
দুঃখ পেলে ব্যথায় ভরে উঠবে তো।
হাজারবার আমি কাঁদব
কিন্তু আমাকে কেউ কাঁদাবে কেন।

31/05/2023

মানুষ কি চায় তার অবসাদ গুলো মুখ থুবড়ে পড়ুক কোন অতীতে। কিসের মধ্যে বাঁচি সেতো কাজ আর চিন্তা ছাড়া আর কিছু না।

When selecting a profession, it is essential to consider its compatibility with AI technology for the next decade. AI ha...
27/05/2023

When selecting a profession, it is essential to consider its compatibility with AI technology for the next decade. AI has already replaced certain job functions in the past ten years, so evaluating whether your chosen profession can evolve alongside AI is crucial.

Making an intelligent decision can significantly impact your future and safeguard you from the rapidly changing IT industry. We must keep pace with the rest of the world. Let's explore the possibilities of AI together.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore With Sifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore With Sifa:

Share