Crush - ক্রাশ ツ

Crush - ক্রাশ ツ Welcome to our official page

Everybody keep support our page

06/07/2024

২০০

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।বছর ঘুরে আমাদের মাঝে আবারও ফিরে এলো ঈদ উল আযহা।ঈদ উল আজহার শিক্ষা বুকে ধারণ করে, ত্...
16/06/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
বছর ঘুরে আমাদের মাঝে আবারও ফিরে এলো ঈদ উল আযহা।
ঈদ উল আজহার শিক্ষা বুকে ধারণ করে, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে সকলের মাঝে সুন্দর মুহূর্ত গুলো ভাগাভাগি করে নিই।
সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা রইলো।
ঈদ মোবারক 🌹

'ফিমেল 4' নাটকের জন্য শুভ কামনা রইল ❤️
12/06/2024

'ফিমেল 4' নাটকের জন্য শুভ কামনা রইল ❤️

আমি কখনো আমার বাবা ভাই কে ছেঁড়া লুঙ্গি পড়তে দেখিনি।কিন্তু আমার স্বামীকে দেখেছি ছেঁড়া লুঙ্গি কিভাবে পেঁচিয়ে আড়াল করে পড়তে...
12/06/2024

আমি কখনো আমার বাবা ভাই কে ছেঁড়া লুঙ্গি পড়তে দেখিনি।
কিন্তু আমার স্বামীকে দেখেছি ছেঁড়া লুঙ্গি কিভাবে পেঁচিয়ে আড়াল করে পড়তে হয়।

সেইদিন গুলোতে আত্মীয়রা সবাই হারিয়ে গিয়েছিলো। চিরচেনা মুখগুলো ঝাপসা হয়েছিলো।

যেদিন ঘরে রান্না করার মতো কিছু থাকতো না, সেদিন কাঁচা মরিচ আর পেয়াজ ভেজে ভর্তা করে গরম ভাত মাখিয়ে খেতাম।

আমার ভাইয়েরা তখন খোঁজ নিতে ভয় পেতো।

মাস্টার্স শেষ করা ছেলেটা যখন চাকরি না পেয়ে গার্মেন্টসে অল্প বেতনের চাকরিতে ঝুঁকেছিলো, আমার বাবার বাড়ির আত্মীয়রা তার জন্য লজ্জায় কুঁকড়ে যেতো।

সেবার ঈদের পরদিন বাবার বাড়ি বেড়াতে গিয়েছিলাম। আমার স্বামীর অবহেলা পরিমাণে এতটায় বেশি ছিলো যে সে বাড়িতে এক বছরের মতো আর পা রাখিনি।

আমার তিন বছরের ছেলেটা ভাসুরের ছেলের সাথে খেলতে গিয়ে ধা ক্কা খেয়ে বাম পায়ে প্রচন্ড আঘাত পেয়েছিলো। আমাদের নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ডাক্তার, ঔষুধ ভালো চিকিৎসা করার মতো সামর্থ্য ছিলো না। বাধ্য হয়ে আমার স্বামী ভাসুরের কাছে হাত পেতেছিলো। কিন্তু কিঞ্চিৎ সাহায্যও কেউ করেনি। নিরুপায় হয়ে অবশিষ্ট কানের দুল জোড়া বিক্রি করেছিলাম।


আলহামদুলিল্লাহ আজ আমাদের সব আছে। দূর্দিন কাটিয়ে উঠেছি। প্রিয় থেকে প্রিয় মানুষগুলোর মুখ চিনে রেখেছি।
গত সপ্তাহে আমার ভাই এক জোড়া ইলিশ মাছ নিয়ে বাসায় এসেছিলো। ভাইয়ের বউ প্রায়শই কল দিয়ে বলে কবে যাবো বেড়াতে।

ভাসুরের শরীরে নানা ধরনের রোগের উৎপাত। চিকিৎসার জন্য গত মাসেও টাকা পাঠানো হয়েছে।

সৃষ্টিকর্তার রহমতে আমার স্বামীর ব্যবসাটাও বেশ বড়-সড় হয়েছে। সাথে মান-মর্যাদা, প্রতিপত্তির বুঝি কমতি নেই। আত্মীয়রা আমাদের নিয়ে এখনও কানাঘুঁষা করে তবে হয়ত ইতিবাচক কিছু।

আমার স্বামীর সেই ছেঁড়া লুঙ্গিটা আজও আমি আলমারিতে অনেক যত্নে তুলে রেখেছি৷ সেদিনও লুঙ্গিটা দেখলে যতটা কষ্ট হতো আজও ঠিক ততোটাই কষ্ট হয়।
ব্যবধানটা শুধু দুর্দিন আর সুদিনের।

এইটা হাজারো জীবনের গল্প
লেখা: Abu Rayhan Nayeem

আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন।'🙂- তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ...
12/06/2024

আমি যখন বারবার কল করে ভালোবাসি ভালোবাসি বলতাম, তুমি বলতে 'অতি ভক্তি কিন্তু চোরের লক্ষন।'🙂

- তাই আমি অতিরিক্ত কথা বলা বন্ধ করলাম।

~ আমি যখন কথা বলতে চাইতাম সময় দিতে বলতাম, তুমি বলতে 'সময়ের দাম দিতে শেখো!'🙂

- তাই আবেগ কন্ট্রোল করে সময়ের দাম দিতে শিখে নিলাম।🙂❤

- আমি যখন তোমার একটা কল বা ম্যাসেজ এর জন্য দীর্ঘ অপেক্ষা করতাম,তুমি বলতে 'বেশি আশা ভালো না!'🥰🖤

- তাই আমি আশা করা ছেড়ে দিয়ে অপেক্ষা করতে ভুলে গেলাম।🖤

~ আমি যখন তোমাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে,সবার আগে ফোন করে তোমার খোঁজ নিতাম, তুমি ঠিক আছো কিনা? তুমি বলতে 'পাগলামী টা একটু কমাও!'❤

- নিজেকে তাই সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে গড়ে তুললাম।🙂

~ আমি যখন না খেয়ে অপেক্ষা করতাম এটা জানার জন্য তুমি খেয়েছো কিনা?
তুমি বলতে 'এতো ন্যাকামি ভাল্লাগেনা।'

তাই ন্যাকামি ছেড়ে নিজের মতামত কে তখন গুরুত্ব দিতে শিখলাম।

~ আমি যখন মন খারাপ করতাম তোমার অবহেলায়!
তুমি বলতে 'এত দূর্বল কেনো তুমি?'

তাই মন খারাপ ছেড়ে নিজেকে শক্ত করে নিলাম।

কিছু দিন পর তুমি যখন চলে যেতে চাইলে
আমি বললাম যেতে পারো আটকাবো না!

তখন তুমি বুঝতে পারলে আমি বাস্তবতা শিখে গেছি।

হ্যাঁ, তুমি আমায় অনেক কিছু শিখিয়েছো,
এর জন্য ধন্যবাদ।

তবে তুমি হয়তো জানতে না,এই ন্যাকামি গুলোই
একটা সুন্দর ভালোবাসার ইতিহাস গড়ে তোলে।

তুমি জানতে না,এই পাগল মানুষগুলো মন থেকে ভালোবাসতে জানে।

তুমি হয়তো জানতে না,এই ছোট্ট ছোট্ট আবেগ গুলো থেকেই ভালোবাসা তৈরি হয়।

তুমি হয়তো জানতে না,আমি ভালোবাসি বলেই আমার অতি গুরুত্বপূর্ণ সময় টুকু তোমায় দিতাম।

আজ আমিও একটা জিনিষ তোমাকে শেখালাম,
"সময় থাকতে মূল্য দিতে শিখো
কারন
অতিরিক্ত অভিমান নিয়ে যারা হারিয়ে যায়
তারা কখনো ফিরে আসে নাহ।"💔🥀

লেখক : Abu Rayhan Nayeem Crush - ক্রাশ ツ Abu Rayhan Nayeem fan's Club

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত, ১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু  হবার মতোও ক...
12/06/2024

ছেলেদের জীবন বড়ই অদ্ভুত,
১৬ বছর বয়সে ক্লাসমেট মেয়ে দের পাশে যখন শত প্রেমের অফার আসে তখন ছেলেদের জাস্ট বন্ধু হবার মতোও কেউ জুটে না,
১৮ বছরে ক্লাস মেট মেয়েরা বিয়ের যোগ্য হলেও ছেলেরা বাল্যকালের উপাধি পায়,
২০ বছর বয়সে একটা রিলেশনশিপের জন্য কি অধীর আকুলতা অথচ ক্লাসমেট মেয়েরা হাসতে হাসতে তার সামনেই ৫ বছরের সিনিয়র ভাইয়ের প্রশংসা করে।
২২ বছর বয়সে যখন বান্ধবীদের বিয়ের সিরিয়াল চলতে থাকে তখনো সমাজ ছেলেদের বলে অনার্স এর " বাচ্চা ছেলে"।
২৪ বছরে মেয়েরা যখন পড়াশোনা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তখন ছেলেটার যেন যুদ্ধ শুরু।
নেশাগ্রস্ত হতাশ গস্ত যাই হোক না কেন,যে ছেলেটার নিজেরই চালচুলা নেই তাঁকেও যেন বহুবার ভাবতে হয় ইনকাম না করলে বিয়ে হবে না,তাকেও দায়িত্ব নিতে হবে," সংসার, বউ,বাচ্চা " র
নীরব কান্নায় কাউকে খুঁজে না পেলেও একটা কথা সমাজ, আত্মীয়, স্বজন,পরিবার ঠিকই মনে করিয়ে দিবে" ছেলে কি করে?"
অনার্স- মাস্টার্স শেষ মেয়েটার জন্য শত বিয়ের অপশন দিলেও,ছেলেটার সামনে একটাই অপশন, " কিরে আর কবে চাকরি পাবি!"
বিশ্ববিদ্যালয়ের আগুন ঝরা দিন গুলোতে প্রফেসর লেকচারে বলতেন " রিযিক আল্লাহ র" হাতে, এটা নিয়ে দুঃচিন্তা করবে না,অথচ, তিনি ও মেয়ের জন্য সরকারি চাকরিওয়ালা ছেলে চান,
চাকরি করে ভাইবোনদের সেটেল করতে বা বাবার হাতকে শক্তিশালী করে বাসা- বাড়ি একটু সাজাতে বয়স পেরিয়ে যায় ছেলেটার খেয়াল থাকে না
এতোদিন পরে একটু সচ্ছল! সুন্দরী মেয়ে খুঁজলেও যেন অনেকেই বলে এই বুইড়া ব্যাটা সম্পদ লোভী আবার অল্প বয়স্ক মাইয়া ও খুঁজে!
বিয়ের পর পরিবার আর বাচ্চাদের কথা ভেবেই পাড়ি দেয় বিদেশে একা!
কিংবা সন্তানের শহরের " স্কুল কলেজের " কথা ভেবে নিজেই একা মেসে থাকে, হয়তো পরিবার থেকে চাকরিস্হল অনেক দুরে।
কাজের বুয়ার রান্না, একাকী বিষন্নতা আর কোন জেলা/ উপজেলায় সারা মাসের জার্নি করতে করতে কখন যে,একাধিক অসুখ বাঁধে খেয়ালও থাকে না,
বাবা মার মুখ উজ্জ্বল করতে যে ছেলেটার ছোট বেলার সপ্ন শুরু, সংগ্রামের, যৌবনকাল আর শেষ বয়সে এসেও সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করতে যুদ্ধ যেন আর শেষ হয় না,
তবু্ও এই সমাজ বলে আহ! ছেলেরা কত স্বাধীন এতো কিছু করার পরও মেয়েরা বলে ছেলেরা ভালোবাসতে জানে না।
বিঃদ্রঃ এই লেখা টা সব ছেলেদের জন্য প্রযোজ্য নয়,

লেখক : Abu Rayhan Nayeem

Follow : Crush - ক্রাশ ツ Abu Rayhan Nayeem fan's Club

12/06/2024

অসাধারণ খেলেও ২-০ গোলে হেরেগেল বাংলাদেশ
হারলেও আজকের বাংলাদেশ ছিল এক অন্য রকম বাংলাদেশ এগিয়ে যাও ফুটবলে

🎉 Facebook recognized me as a top rising creator this week!Thanks Meta  company for Rising creator 🌸
11/06/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Thanks Meta company for Rising creator 🌸

07/06/2024

এমন বাবা থাকলে আর কিছু লাগে না
Follow: Crush - ক্রাশ ツ Abu Rayhan Nayeem fan's Club

07/06/2024

-পুরুষ মানুষ 🌸

07/06/2024

Address

Jamalpur District
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Crush - ক্রাশ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category