Daily Ajker Shatabdi is a fearless and reliable news media in exposing the trust of the world humanity. Daily Ajker Shatabdi Biswa is a fearless and reliable news media expressing the confidence of humanity. Which is fearless in the pursuit of truth to every human being in the world and a voice for the voiceless. "Pledged to reveal the truth" Arabic 02 Jilhaj 1443 Hijri, Bengali 18 Ashad 1429 Beng
ali, English 02 July 2022 BC started the first journey in Bengali language. Economy, politics, social system, religion, public consciousness, art-literary history - tradition, new discoveries, sacrifices, dreams-sadh, meaning-longing, talks-discussions, promises of every continent of the world. , Pledge etc. in every case " Today's Shatabdi" magazine. We believe it will bring a unique experience to readers of all levels. "Ajak Shatabdi" magazine is not a producer of news or information, we are a spreader of news or information to reveal the truth. The next generation wants. Today's Shatabdi believes that "Ajak Shatabdi" is not just a media, but it will be a pasture of knowledge for the next generation. Keeping in mind the needs and importance of the youth, "Ajak Shatabdi" will be by their side at every moment. Want to inspire the future. Daily Today's Shatabdi magazine is a place that will illuminate the dark shadows and give voice to the voiceless. Daily Today Shatabdi is pushing the boundaries of free access to information, free thought and free expression in one of the most uncompromising parts of the world. We will continue to shed light on dark corners, and tell the stories that need to be told at www.ajkershatabdi.com
News e-mail [email protected]
Facebook www.facebook.com/ajkershatabdi
Facebook www.facebook.com/ajkershatabdi.bd
Twitter www.twitter.com/ajkershatabdi
Instagram www.Instagram.com/ajkershatabdi
YouTube www.youtube.com/ajkershatabdi
সকল প্রশংসা কেবল নিখিল জগতের মহান প্রতিপালকের প্রতি, যিনি সৃষ্টির স্রষ্টা।বিশ্ব মানবতার আস্থা,সত্য উন্মোচনে নির্ভীক ও বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম দৈনিক আজকের শতাব্দী ।দৈনিক আজকের শতাব্দী বিশ্ব মানবতার আস্থা প্রকাশে একটি নির্ভীক ও নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম। যা বিশ্বের প্রতিটি মানুষেরা কাছে সত্যের সাধনায় নির্ভীক এবং কণ্ঠহীনদের জন্য কণ্ঠস্বর।"সত্যের উন্মোচনে প্রতিজ্ঞাবদ্ধ "এই অঙ্গীকারে আরবি ০২ যিলহজ্ব ১৪৪৩ হিজরি, বাংলা ১৮ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, ইংরেজি ০২ই জুলাই ২০২২ খ্রিষ্টাব্দে প্রথম বাংলা ভাষায় যাত্রা শুরু করা হয় ।"আজকের শতাব্দী" পত্রিকা বিশ্ব মানব জাতির আদি হতে অন্ত পর্যন্ত ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি সহ উত্থান,প্রত্থান ও বিজয়ের সাক্ষী হিসেবে সদা বিরাজমান।বিশ্বের প্রতিটি ভূখন্ডের অর্থনীতি,রাজনীতি, সমাজব্যবস্থা,ধর্ম,গণচেতনা,শিল্প-সাহিত্য ইতিহাস -ঐতিহ্য,নতুন আবিষ্কার, ত্যাগ-তীতিক্ষা,স্বপ্ন-সাধ,অার্তি-আকুলতা,আলাপ-আলোচনা,প্রতিশ্রুতি,প্রতিজ্ঞা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই বিচরণ করে " আজকের শতাব্দী" পত্রিকা। যা সকল স্তরের পাঠকের কাছে অনন্য এক মাত্র নিয়ে আসবে বলে আমরা বিশ্বাস করি। "আজকের শতাব্দী" পত্রিকা আমরা সংবাদ বা তথ্য তৈরিকারী নই,আমরা সঠিক ও সত্য উন্মোচনে সংবাদ বা তথ্য প্রচারকারী।"আজকের শতাব্দী" পত্রিকা সেই সকল প্রান্তিক অসহায় মানুষের আপন দর্পন, যেই দর্পনে লুকায়িত প্রতিভা হবে উন্মুক্ত, জাগ্রত হবে অধিকার, প্রকাশিত হবে সেই নতুন প্রজন্মের আগামীর চাওয়া। "আজকের শতাব্দী " সুধুমাত্র একটি গণমাধ্যমই নয়, এটি আগামী প্রজন্মের জন্য জ্ঞান আহরণের চারণভূমি হবে বলে আজকের শতাব্দী বিশ্বাস করে।তারুণ্যের চাওয়া ও গুরুত্বকে মাথায় রেখে প্রতিটি মুহূর্তেই "আজকের শতাব্দী" থাকবে তাদের পাশে৷"আজকের শতাব্দী" পাঠকের আস্থা, বিশ্বাস ও বস্তুনিষ্ঠতায় অর্জন করতে চায় আগামী অনুপ্রেরণা।দৈনিক আজকের শতাব্দী পত্রিকা হল এমন একটি জায়গা যা অন্ধকার ছায়াকে আলোকিত করবে এবং সেই সকল কণ্ঠহীনকে মানুষোর কণ্ঠসর । দৈনিক আজকের শতাব্দী বিশ্বের অন্যতম আপোষহীন অংশে তথ্যের অবাধ প্রবেশাধিকার, মুক্ত চিন্তা এবং মুক্ত মত প্রকাশের সীমানা ঠেলে দিচ্ছে।
আমরা অন্ধকার কোণে আলো ফেলতে থাকব, এবং যে গল্পগুলি বলা দরকার তা বলবোওয়েবসাইট www.ajkershatabdi.com
নিউজ ই-মেইল [email protected]
ফেসবুক www.facebook.com/ajkershatabdi
ফেসবুক www.facebook.com/ajkershatabdi.bd
টুইটার www.twitter.com/ajkershatabdi
ইন্টাগ্রাম www.Instagram.com/ajkershatabdi
ইউটিউব www.youtube.com/ajkershatabdi