Better Self Better Life

Better Self Better Life জীবনের সবচেয়ে সেরা কাজ হলো নিজের উপর নিজে কাজ করা..✨ নিজের উপর কাজ করুন, ফলাফল অবিশ্বাস্য..🥰

যদি আপনি নিজের জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
আর জানেন কি, জীবনের বেস্ট প্রজেক্ট হল নিজের উপর নিজে কাজ করা।
যদি আপনি ফিন্যান্সিয়ালি স্বাধীন হতে চান, নতুন নতুন স্কিল শিখতে চান, জীবন পরিবর্তনকারী অভ্যাসগুলো আয়ত্ব করতে চান, আত্মবিশ্বাসী ও অন্যান্য ক্ষেত্রে নিজেকে উন্নত করতে চান তাহলে এই পেইজটি আপনার জন্যই।
এখানে আমি ভালো ভালো বই থেকে কিছু মুল্যবান কথা আপনাদের কা

ছে শেয়ার করব যেন আপনারা অনেককিছু জানতে পারেন, আর বিভিন্ন অভ্যাসের উপকাররিতা ও অপকারিতা নিয়েও আলোচনা করব, যেন আপনারা বুঝতে পারেন কি আপনার জন্য সবচেয়ে ভালো, আমি এইসব আগে নিজে করেই আপনাদের বলছি বা বলব।
আর বই যে আমাদের সবদিকেই ভালো জিনিশ দেয় তা আমরা সবাই জানি, এই জন্য বলা হয় - "Readers are Leaders"
ইনশাআল্লাহ এই পেইজ থেকে আমরা সবাই অবশ্যই ভালো কিছু শিখবো।

Me reading my favourite book💛
11/06/2025

Me reading my favourite book💛

একজন নারী কীভাবে ‘স্ট্রং’ হয়ে ওঠেন?চোখে চোখ রেখে কথা বললে?কোনো কিছুতে ভয় না পেলে?নাকি কারো উপর ভরসা না করে নিজেই সব সামল...
08/06/2025

একজন নারী কীভাবে ‘স্ট্রং’ হয়ে ওঠেন?

চোখে চোখ রেখে কথা বললে?
কোনো কিছুতে ভয় না পেলে?
নাকি কারো উপর ভরসা না করে নিজেই সব সামলে নিলে?

না, তার চেয়েও বেশি কিছু লাগে।

একজন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন, যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে, চুপচাপ আবার নিজেকে গুছিয়ে নেন।
যখন চারপাশের না-শোনাগুলোকে হজম করে, একদিন ‘হ্যাঁ’ শোনানোর মতো হয়ে ওঠেন।
যখন সবাই বলে—তুমি পারবে না।
আর তিনি প্রমাণ করে দেন—আমি পারি।

কীভাবে আপনি সেই নারী হয়ে উঠবেন?

১. ‘না’ বলার সাহস রাখুন সব কিছুতে ‘হ্যাঁ’ বললে মানুষ আপনাকে ব্যবহার করবে।
‘না’ বলতে শিখুন—শান্ত কণ্ঠে, কিন্তু দৃঢ়তায় ভরা।
আপনার সময়, শক্তি আর সম্মান রক্ষার জন্য এটা জরুরি।

২. আর্থিকভাবে স্বনির্ভর হোন আপনার উপার্জন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি।
ছোট হোক, নিজের হোক।
সেই টাকাটা আপনার চোখের ভাষা বদলে দেবে—চিরতরে।

৩. নিজের যত্ন নিন, মন দিয়ে নিজেকে অবহেলা করে আপনি কাউকে সত্যিকার ভালোবাসতে পারবেন না।
নিজের চুল আঁচড়ান, আয়নায় তাকান, নিজেকে নিয়ে স‍্যাটিসফাইড হওয়ার মানসিকতা তৈরি করুন।
যত্ন নেওয়া মানে বিলাসিতা নয়—এটা নিজেকে সম্মান জানানোর বিষয়।

৪. মতামতের মূল্য দিন আপনার কথা বলার অধিকার আছে।
চুপ থেকে ভালো মানুষ হওয়া যায়, কিন্তু স্ট্রং মানুষ হওয়া যায় না।
তাই মতামত দিতে শিখুন।

৫. সম্পর্ক নয়, আত্মসম্মান আগে যে সম্পর্ক আপনাকে ছোট করে, তা সম্পর্ক নয়—আটকে থাকার শিকল।
ভালোবাসুন, ভরসা রাখুন, কিন্তু নিজের অবস্থান ভুলে নয়।
একটু ভেবে দেখুন…

নারী হওয়া কোনো দুর্বলতার নাম নয়।
আপনিই জন্ম দেন, গড়েন, আগলে রাখেন।
তবু এই সমাজ আপনাকে বোঝায়—তুমি তেমন কিছুই না। তোমার কোনো অবদান নাই কিছুতে।
আপনাকে ভয় দেখায়, বাঁধা দেয়, থামিয়ে রাখে।
কিন্তু আপনি থেমে গেলে তো সব থেমে যাবে।
স্ট্রং নারী মানে আবেগহীন মানুষ না।
তিনি কাঁদেন, হাসেন, ভালোবাসেন, প্রয়োজনে ছেড়েও দেন।
তবু নিজের সম্মান আর সীমানা আঁকড়ে ধরেন।
তিনি কারো করুণা চান না—চান সম্মান।
তিনি কারো সাপোর্ট চান না—চান সমতা, অধিকার।

আপনি নারী।
আপনি আগুনও—আলোর উৎসও।
আপনার ভেতরে এক বিশাল শক্তি আছে, যা জেগে উঠলে— যে কোনো কিছুই অর্জন করা সম্ভব।
তাই আজ থেকে নেমে পড়ুন নিজেকে গড়ার পথে।
কাউকে দেখানোর জন্য নয়—নিজের জন্য।

অল দ‍্যা বেস্ট।❤️

09/10/2024

আমরা সবাই সবসময় নিজের খুশি চাই, যদি কখনো অন্যের খুশি চাইতে পারতাম জীবন মনেহয় আরো সুন্দর হত!!🙂

13/09/2024

জীবনে কিছু কমতি থাকতে পারে তবুও জীবন সুন্দর!!✨
আলহামদুলিল্লাহ!!🥰

Favourite place❤️Favourite me..🥰
23/08/2024

Favourite place❤️
Favourite me..🥰

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
22/10/2023

I have reached 5.5K followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

ভাই সবাই বলে মেয়ে মানুষের মন বুঝা কঠিন কিন্তু আসল কাহিনি কি জানেন ছেলে মানুষের মন জিনিস টা নেই। ছেলেরা তাই কোন কিছু তেই ...
16/08/2023

ভাই সবাই বলে মেয়ে মানুষের মন বুঝা কঠিন কিন্তু আসল কাহিনি কি জানেন ছেলে মানুষের মন জিনিস টা নেই। ছেলেরা তাই কোন কিছু তেই আটকাই না,কোন কিছু বলতে ও আটকাই না,করতে ও না,আপনি চাকরি করবেন না সংসার সামলাবেন একটি হুট করে আপনার জামাই বলে বসবে সারাদিন বাসায় বসে থাকো,বাহিরের কাজের মর্ম বুঝবা কি। আবার চাকরি কিংবা ব্যবসা করেন, হুট করে শুনবেন সারাদিন ক্যারিয়ার নিয়েই থাকো জামাই বাচ্চাকে সময় দিতে হবে না।বেশি সাজগোজ করবেন শুনবেন আর্টিফিসিয়াল আবার সাদা মাটা হয়ে থাকবেন দেখবেন পৃথিবীর সব hot মেয়ে আপনার boyfriend কিংবা জামাইয়ের ফেইসবুকে আছে আর আপনাকে কিছু জিজ্ঞেস করলে শুনাবে আয়নায় নিজেকে দেখছো।
না সৌন্দর্যে আটকায়,না সহজ সরলতায়,না ন্যাকামিতে না আললাদে না বেশি straightforward মেয়ের উপর। কারো কাছে মন আটকানোর জন্য মন লাগে, পুরুষদের বিধাতা মন টা দেই নি। দিয়েছে একটা ক্যালকুলেটিভ মগজ ভর্তি মাথা তাই কোন কিছুর সাথে ইমোশনাল এটাছমেনট হয় না সহজে😊

Address

Jatrabari
Dhaka
1236

Alerts

Be the first to know and let us send you an email when Better Self Better Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share