28/11/2025
এতো সুন্দর কেন! পুরো টা গাছ জুড়ে জীবন, উচ্ছ্বাস, সতেজতা। নিজের মতো করে সুন্দর। কতো কিছু শেখার আছে মানুষের এই গাছ থেকে। নিজের মতো বাঁচা। গাছ টার নাম "Garlic vine" নামের সাথে যদিও দেখতে মিল নেই। গাছ টা জুড়ে এই স্নিগ্ধ হালকা বেগুনি রঙের মিষ্টি ফুল। একবারে প্রানবন্ত, সবার থেকে আলাদা, যাকে বলে একদম "Full of life " 🌸🤍