02/05/2025
ঢাকা টু গাইবান্ধা রুটের একমাত্র ফুল স্লিপার কোচ। সর্বপ্রথম চালু করেছে আরাফাত পরিবহন। নিয়মিত চলাচল করিতেছে রাত্রিকালীন।
( ঢাকা বগুড়া গোবিন্দগঞ্জ পলাশবাড়ী গাইবান্ধা)
📸 সুন্দর ভিডিওটি ক্যামেরা বন্দি করেছেন :Tamim Afrididi ভাই
✅☑️দেশের বিভিন্ন অঞ্চলের বাস সম্পর্কে যে কোনো তথ্য জানতে ও জানাতে অথবা সুন্দর সুন্দর ছবি পেতে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন।
📛বাস সম্পর্কিত আপনার যেকোনো তথ্য,মতামত কিংবা আপনার নিজের হাতের তোলা ছবি পোস্ট করতে পারেন আমাদের গ্রুপে। আপনার এই ভালবাসার শখ ও মূহুর্তগুলোকে সবার সামনে উপস্থাপন করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুBuses Of Dhaka076/
🚫 ভ্রমনকালীন অপরিচিত কারো কাছ থেকে কিছু খাবেন না কিংবা কিছু নিবেন না।
🚫 ভ্রমনের সময় জানালা থেকে হাত বাহির করা থেকে বিরত থাকুন।
⛔ আপনার চারদিকের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন।
✅ এছাড়া নিরাপদ দূরত্ব বজায় রেখে বাস লাভিং করুন,একটি ছবি থেকে আপনার জীবনের মূল্য অনেক দামি।