Brands 24

Brands 24 ব্যবসাকে ব্রান্ড করার সমস্ত সার্ভিস ও গাইডলাইন
We increase Sales for your Business
by Setups, Contents, Designs & Marketing To increase sales we need to do:
1.
(9)

Why we need more sales in Business?
ব্যবসায় সবার আগে দরকার 'বিক্রি' কিভাবে করবো এই চিন্তা। কারণ, ব্যবসায় টিকে থাকাটা অনেক শক্তিশালী একটা ভিত্তি। আর টিকে থাকতে গেলে মুনাফা লাগবেই। এছাড়াও কোন প্রোডাক্টকে ব্রান্ড করতে গেলে খরচ আছে। এবং সেই খরচটা তুলতে গেলেও অবশ্যই বেশি বেশি সেল দরকার।
To survive more, to grow more. A good plan.
2. Some intensive research.
3. Focus on networking.
4. Plan for marketing

.
5. Post good contents.

১. খুব ভালো একটা প্ল্যান।
যেখানে সম্ভাব্য বিপদ আপদ সম্পর্কে সলুশন আগে থেকে আছে।

২. অনেক অনেক রিসার্চ। ব্যবসা কি চলবে? প্রোডাক্টটি কি চলবে? কারা পছন্দ করবে? কেন পছন্দ করবে?

৩. যোগাযোগ ও সম্পর্ক তৈরিতে সময় দেয়া।

৪. ভালো ও শক্তিশালী মার্কেটিং প্ল্যান।
যেন অন্য অনেক প্রোডাক্ট ও সার্ভিসের ভীড়ে আমাকে চেনা যায়, বোঝা যায়।

৫. দারুন দারুন কন্টেন্ট জোগাড় করা ও পোস্ট করা।


6. Create Perfect Designs.
7. Build awesome website.
8. Severely active on Social Media.
9. Increase your online presence.
10. Maintain your business security. We can help you on those & many more

23/05/2025

দাতা হওয়া খুব জরুরী, খুব খুব খুব জরুরী
কিন্তু গাভী হওয়া যাবে না, যে কেউ যেন ইচ্ছা মতো দুইয়ে নিতে পারে। প্লিজ

ঘুম ভেঙে উঠে দৌড়ে গেলাম চেক করতে, কাজের কতদূর?দেখি ডক্স খালি। মানে কিছু লেখা হয় নাই। ডিজাইনাররাও কিছু আঁকেনি।ব্যাটাদের ক...
23/05/2025

ঘুম ভেঙে উঠে দৌড়ে গেলাম চেক করতে, কাজের কতদূর?
দেখি ডক্স খালি। মানে কিছু লেখা হয় নাই। ডিজাইনাররাও কিছু আঁকেনি।
ব্যাটাদের কল দিতে যাবো, তখন মনে পড়লো আজকে শুক্রবার। শুক্রবার সকালে কাউকে কল দেয়াটা মারাত্মক আকারের ক্রাইম। আমার কয়টা দিন কাজের চাপে ঘুম হচ্ছে না, তাই বলে আরেকজনকে খোচানো যায়?
এদিকে ফরেন ক্লায়েন্টের সামনে ফার্স্ট ইমপ্রেশনটা গেলো কি না চুলোয়, আল্লাহ ভালো জানে!

দুশ্চিন্তার সময়টা কাটতে চায় না, কোন কাজেও মন বসছে না। তাই ফেসবুক স্ক্রোল করতে আসছি... ফেসবুক ইউটিউব সিরিয়াসলি একটা নেশার মতো, টাইম হাওয়া করে দিতে ওস্তাদ!

তবে এখন আসলে কিছু টাইম হাওয়া করা জরুরী, বেহুদা প্যালপিটিশন নিতে পারছি না!
আপনারা স্ট্রেস সামলান কেমনে?

22/05/2025

ব্যর্থতা জরুরী, ব্যর্থতা উপকারী, ব্যর্থতা দরকার!
যে যত বেশি ব্যর্থ হয়, তারা তত বেশি তত দ্রুত ভালো করে

গরীবের আবার পেডিকিউর মেনিকিউর,গরীবের হলো ফুডিকিউর! খাবার হতে হবে সেরা 🥱
22/05/2025

গরীবের আবার পেডিকিউর মেনিকিউর,
গরীবের হলো ফুডিকিউর! খাবার হতে হবে সেরা 🥱

21/05/2025

ট্রাস্ট নিয়ে একখান পোস্ট দিছিলাম 😇
নজর কারছে শুধু স্ক্যামারদের 😂
কমেন্টে শুধু স্ক্যামাররাই আসছে!

আমাদের ফুড সার্ভিস বেজ ক্লায়েন্টদের বিক্রিতে ভাটা লেগেছে! 😰যখনই কোন 'ইয়াক' টাইপ ঘিনঘিনে জিনিস ভাইরাল হয়, তখনই এই ঘটনা ঘট...
21/05/2025

আমাদের ফুড সার্ভিস বেজ ক্লায়েন্টদের বিক্রিতে ভাটা লেগেছে! 😰

যখনই কোন 'ইয়াক' টাইপ ঘিনঘিনে জিনিস ভাইরাল হয়, তখনই এই ঘটনা ঘটে।
মাঝখানে যখন ঘোড়ার মাংস ভাইরাল হয়েছিলো,
তখনও বিক্রি কমে গিয়েছিলো অনেকখানি...

এমনকি রান্নার ভিডিওর রিচ কমে গেছে অনেকখানি। এই পেজগুলোতে এবার আয়ও হবে কম কম। অথচ কিছু কিছু ভিডিও শ্যুট করার জন্য হাজার হাজার টাকার প্রস্তুতি লাগে!

ফুড ব্যবসায় যারা আছেন, তাদের সতর্ক থাকতে হবে, নজর রাখতে হবে ভাইরাল ট্রেন্ডে। পরবর্তীতে এই ধরণের কোন কিছু ভাইরাল হলে অবশ্যই বুস্টে, ভিডিওতে ইনভেস্ট করার আগে ১০ বার ভেবে চিন্তে নিতে হবে

"ভালো কন্টেন্ট, ভালো কানেকশন"আজকাল মানুষ প্রোডাক্ট না, ভ্যালু খোঁজে। মানুষ কিনছে ট্রাস্ট, ফিলিংস, আর গল্প।তুমি যত দামী প...
20/05/2025

"ভালো কন্টেন্ট, ভালো কানেকশন"

আজকাল মানুষ প্রোডাক্ট না, ভ্যালু খোঁজে। মানুষ কিনছে ট্রাস্ট, ফিলিংস, আর গল্প।

তুমি যত দামী প্রোডাক্টই বানাও না কেন বাবাজী, যদি সেটা তুলে ধরার ভাষা ঠিক না হয়, কেউ বুঝবেই না তুমি কতটা স্পেশাল।
তোমার প্রোডাক্টের পিছনের গল্পটা যদি কেউ না জানে, তাহলে তারা কেন তোমার থেকে কিনবে?

ভালো কন্টেন্ট মানে শুধু সুন্দর ক্যাপশন না।
ভালো কন্টেন্ট মানে—
// এমন একটা গল্প, যা মানুষকে ছুঁয়ে যায়।
// এমন একটা পোস্ট, যা স্ক্রল থামাতে বাধ্য করে।
// এমন কিছু লাইন, যা মানুষ মনে রাখে।
// এমন একটা vibe, যা দেখে মানুষ বলে, "এই ব্র্যান্ডটা একটু আলাদা!"

সব কিছু এক দিনে হয় না। But কন্টেন্ট দিয়েই একটা ব্র্যান্ড মানুষের মনে জায়গা করে নেয়।
তাই কন্টেন্টকে অবহেলা করা যাবে না।
Content is not extra—
Content is the King!
Content is everything.

আপনার গল্পটা বলুন,
আপনার স্বপ্ন- আপনার ভিশনটা দেখান আমাদেরকে,
আপনার কানেকশন তৈরি করে নিন।

আমাদের কাস্টমাররা যদি আমাদের ফিল করতে পারে—তাহলেই শুরু হবে ট্রাস্ট।
আর ট্রাস্ট মানেই বিজনেস।

#ভালো_কন্টেন্ট #ব্র্যান্ডিং

13/05/2025

সম্পূর্ন অপরিচিত মানুষকে ক্রেতা বানাবেন কিভাবে?
= সেলস কৌশলে
প্রোডাক্টের দাম ও সেলস দুইটাই বাড়িয়ে নিবেন কিভাবে?
= ব্রান্ডিংয়ের মাধ্যমে

13/05/2025

কিভাবে ডিসাউড করবেন কোন ব্যবসা করবেন?
মাশাআল্লাহ! ব্যবসার জগতে এসেছেন বলে শুকরিয়া 💚

(নিচের স্টেপস গুলো শুধু ধার্মিক কনফিউজড মানুষদের জন্য)

১. নিজের পছন্দের সবচাইতে প্রিয় ৫টা প্রোডাক্ট বাছাই করুন। যেগুলো আপনার পার্সোনালি পছন্দ, যেগুলোর প্রসেস আপনার পছন্দ!

২. একজন ভালো আমলওয়ালা আলেমের সাথে দেখা করুন, ওখান থেকে প্রথম তিনটা নিয়ে তাকে দেখান। তিনটাই দেখাবেন, বেশি না।

৩. হুজুর যেটা বেছে দেয় সেটা নিয়ে কাজ শুরু করবেন

৪. ইনশাআল্লাহ ৪০ দিনের মধ্যে প্রোফিট চলে আসবে। তবে অন্তত ৪ মাস লেগে থাকতেই হবে।

৫. চারমাস পর উল্লেখযোগ্য একজন বিজনেস বা ব্রান্ড এক্সপার্টকে পে করে সিদ্ধান্ত নিবেন, ব্যবসা চালিয়ে যাবে না, অথবা বন্ধ করবেন।
পে করার মতো অ্যাবিলিটি না থাকলে Businessian কে নক করবেন ওরা ফ্রি পরামর্শ দেয়।

৩. এক্সপার্ট ব্যবসা ক্লোজ করে দিতে বললে, পুনরায় ১-৪ স্টেপগুলো ফলো করুন।
সফল হবার আগ পর্যন্ত চালিয়ে যান

ফি আমানিল্লাহ

(যদি মনে প্রশ্ন আসে, 'এক্সপার্টের কাছে আগে কেন যাবো না? আগে ধর্ম বিশারদ কেন? লস হলেই বা ধর্ম বিশারদ না কেন?- তাহলে কমেন্ট করতে পারেন)

12/05/2025

মাশাআল্লাহ সেই সব উদ্যোক্তা ও কর্মীদের জন্য দুআ করতেই হবে, যারা ফজর আদায় করে যুহর পর্যন্ত একমনে কাজ করবে! আপনার প্রিয় সবাই এই তালিকায় তো?

গত সপ্তাহে এক ছোট উদ্যোক্তা পেইজআমাদের ইনবক্সে লিখলো:"আপু, আমি কি আর শুরু করতে পারবো? অনেক ভয় লাগছে..."আমরা শুধু একটাই ক...
11/05/2025

গত সপ্তাহে এক ছোট উদ্যোক্তা পেইজ
আমাদের ইনবক্সে লিখলো:

"আপু, আমি কি আর শুরু করতে পারবো? অনেক ভয় লাগছে..."

আমরা শুধু একটাই কথা বলেছি:
"আপনি শুরু করেন, ভয়টা আমরা সামলাবো!"

৩ সেকেন্ডে চোখে পড়ে এমন কন্টেন্ট বানান।না হলে, স্ক্রল করে চলে যাবে।টিপস:বড় হেডলাইনইমোশনাল টোনভিজ্যুয়াল ক্লারিটিছোট করে ল...
10/05/2025

৩ সেকেন্ডে চোখে পড়ে এমন কন্টেন্ট বানান।
না হলে, স্ক্রল করে চলে যাবে।

টিপস:

বড় হেডলাইন

ইমোশনাল টোন

ভিজ্যুয়াল ক্লারিটি

ছোট করে লিখুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Brands 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brands 24:

Share