
05/09/2025
এস্তাদিও মাস মনুমেন্টালের সব আলো যেন আজ শুধু এক মানুষের জন্যই জ্বলে উঠেছিলো… 💔
সেই মানুষটা লিওনেল মেসি।
আর্জেন্টিনার মাটিতে শেষবারের মতো নেমে এলেন তিনি।
দু’টি গোল করে নিজের বিদায়ের রাতকে রাঙালেন জাদুকর, কিন্তু হৃদয়ে রয়ে গেলো এক অপূরণীয় শূন্যতা।
ধন্যবাদ মেসি—তুমি শুধু খেলোয়াড় নও, তুমি এক অনুভূতি। 🥲