
24/03/2025
বই পড়লে শুধু যে জ্ঞানবাড়ে তাই নয়। মানুষের চিন্তা ভাবনা অ অনেক উন্নত হয়। অনেকেই আছে চারপাশের পরিবেশের জন্য নিয়ে চিন্তাকে উন্নত করতে পারেনা। কিন্তু শুধু বই পড়লে সে শুধু জানবে বা শিখবে না, তার মানসিকতাও উন্নত হবে।তাই বই পড়ুন ও অন্যকে বই পড়তে উৎসাহিত করুন।
একারনে রকমারির এই দারুণ এই উদ্যোগে আমিও আছি। আপনারাও এগিয়ে আসুন।