NITER Short Stories - নিটার ছোট গল্প

NITER Short Stories - নিটার ছোট গল্প Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NITER Short Stories - নিটার ছোট গল্প, Magazine, Nayarhat, Savar, Dhaka.

নিটার সাংবাদিক সমিতি-নিসাস এর সাংগঠনিক সরঞ্জাম ব্যাবহারে কিংবা হেফাজতে আরো দায়িত্বশীল হতে হবে। এই ধরনের কার্যকলাপ সাংগঠন...
08/05/2025

নিটার সাংবাদিক সমিতি-নিসাস এর সাংগঠনিক সরঞ্জাম ব্যাবহারে কিংবা হেফাজতে আরো দায়িত্বশীল হতে হবে। এই ধরনের কার্যকলাপ সাংগঠনিক কর্তব্য কে প্রশ্নবিদ্ধ করে।

10/03/2025

হোক সেইটা ছাত্রদল/ছাত্রশিবির/ছাত্রলীগ/নাগরিক পার্টি।
নিটারে ছাত্র রাজনীতি ঢোকানের চেষ্টা করলে স্যাটা ভেঙ্গে দিবো।

সম্মানিত নিটারিয়ান ভাই ও আপুরা,আসসালামু আলাইকুম।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নিটার টেক্সটাইল ডিপার্টমেন্ট আগা...
10/03/2025

সম্মানিত নিটারিয়ান ভাই ও আপুরা,

আসসালামু আলাইকুম।

আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, নিটার টেক্সটাইল ডিপার্টমেন্ট আগামী ১১ই মার্চ ২০২৫, মঙ্গলবার, বিকাল ৫ ঘটিকায় এক "গ্র্যান্ড ইফতার ২০২৫" অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এই পবিত্র রমজান মাসে, একসাথে ইফতার করার মাধ্যমে আমরা আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করতে চাই।

আমরা বিশ্বাস করি, আপনাদের উপস্থিতি এই অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তুলবে। তাই, আমরা আপনাকে এবং আপনার পরিবারের সদস্যদের এই অনুষ্ঠানে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

অনুষ্ঠানের বিবরণ:

তারিখ: ১১ই মার্চ ২০২৫, মঙ্গলবার
সময়: বিকাল ৫ ঘটিকা
স্থান: সেন্ট্রাল ফিল্ড, নিটার
আপনার উপস্থিতি আমাদের একান্ত কাম্য।

শুভেচ্ছান্তে,
নিটার টেক্সটাইল ডিপার্টমেন্ট

আগামীকাল নিটারের শিক্ষার্থী ও শিক্ষার নিয়তি নির্ধারন দিবস। আগামীকাল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন...
05/03/2025

আগামীকাল নিটারের শিক্ষার্থী ও শিক্ষার নিয়তি নির্ধারন দিবস। আগামীকাল গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন গুলো থেকে যায়,

১. অভিযুক্ত ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কি বেকসুর খালাস পেয়ে নিটারে ফিরে আসবে?
২. এদের মধ্যে কিছু আসবে, কিছু আসবে নাহ?
৩. নাকি কেউই ফিরে আসার সুযোগ পাবে না?

তৃতীয় প্রশ্ন দিয়ে শুরু করি, হ্যাঁ?

তৃতীয় প্রশ্নের উত্তর যদি হয় 'না' তাহলে অবশ্যই তা নিটার শিক্ষার্থী ও নিটারের শুভানুধ্যায়ীদের জন্য শোষনমুক্ত নতুন নিটারের প্রত্যাশিত প্রতিচ্ছবি হবে।

কেনো বলেছি এই কথা বেশ কিছু কারণ উপস্থাপন করে যাবো:

১. নিটারে মিজান সিন্ডিকেট এর নতুন করে দূর্নীতি ও শিক্ষার পরিবেশ কলুষিত করার সুযোগ থাকবে না।
২. নতুন করে শিক্ষক সিন্ডিকেট তৈরি করে নিটারের শিক্ষক-শিক্ষার্থী বর্তমানে সহাবস্থানের জায়গা গুলো বিনষ্ট করতে পারবে না।
৩. শিক্ষার্থীরা শিক্ষার যে উদ্দেশ্য নিয়ে নিটারে আসে তা বাস্তবায়ন করতে অযথা নিজের বাবার টাকায় পড়তে এসে আন্দোলন করতে হবে না।
৪. সর্বোপরি, শোষনমুক্ত শিক্ষা আন্দোলনের পরবর্তী নিটার তার শিক্ষক - শিক্ষার্থী নিয়ে নতুন উদ্যমে এগিয়ে চলা বলবৎ থাকবে।

এখন প্রশ্ন যদি হয় একবারে প্রথমটি তাহলে আসলেই সবার জন্য মাথা ব্যাথার বিষয়।

এই মাথা ব্যাথা আর যন্ত্রনা শুধু অধ্যয়নরত শিক্ষার্থীদেরেই না।
এই যন্ত্রনা হওয়া উচিত প্রাক্তন নিটারিয়ানদের;
এই যন্ত্রনা হওয়া উচিত নিটারের বর্তমান শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ;
এই যন্ত্রণা হওয়া উচিত নিটারের বর্তমান পরিচালক সম্মানিত আশেকুল আলম রানা স্যারের;
এই যন্ত্রনা হওয়া উচিত, সম্মানিত তদন্ত কমিটি, BTMA এর সম্মানিত ব্যাক্তিবর্গের এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয় স্যারের;
সব শেষে এই যন্ত্রনার ভাগিদার BTMC ও পাট ও বস্ত্র মন্ত্রণালয়।
কেনো যন্ত্রনা হওয়া উচিত, তা যদি মাথায় না আসে তাহলে বলবো দয়া করে আমরা অন্তত পূর্বের আন্দোলন গুলোর তিক্ত অভিজ্ঞতা আর মনে করতে চাই না।

প্রথম প্রশ্নের সূত্র ধরে আরেকটি প্রশ্ন করতে হয় যে, নিটার প্রশাসন, তদন্ত কমিটি, BTMA, গভর্নিং বডির চেয়ারম্যান সহ এত গুলো গুরুত্বপূর্ণ মানুষদের এই ১৪ জনকে কেনো আবার ফিরিয়ে আনতে চায়?
এই প্রশ্নের বেশ কিছু সম্ভাব্য উত্তর হতে পারে,

১. হয়তো এই ১৪ জনের দুর্নীতির সহায়ক এবং সাক্ষী ছিলেন এরা;
২. হয়তো এই ১৪ জনের ক্ষমতার দাম্ভিকতার কাছে এরা আসলে কিছুই না;
৩. সব শেষে ১৪ জনের বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তাঁরা আসলে আমলেই না নিয়ে হালকা ভাবে দেখছেন।

যদি প্রথম পয়েন্ট সত্যি হয়, তবে নিটারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এই দুর্নীতিগ্রস্থ পরিচালনা পর্ষদের বেড়াজাল থেকে বের হয়ে পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয়ের পথে সকলে মিলে এগিয়ে চলার সময় চলে এসেছে।

দ্বিতীয় পয়েন্টে উত্তরটা অযৌক্তিক। যেখানে প্রতিষ্ঠানের প্রধান অংশীদার শিক্ষার্থীরা চাচ্ছে না, সেখানে এই ভয় নিতান্তই অমূলক।
তৃতীয় পয়েন্টে যদি তারা ভাবতে থাকেন তাহলে এই ছোট্ট একটা ক্যাম্পাসে এত গুলো চোর-বাটপার পুষে রেখে এত গুলো শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাদের কেউ দেয় নি।
কথা বলতে চাইলে ১৪ বছরের অনেক কথা বলতে হয়। সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিবো কোথা?

এখন পঁচে যাওয়া পায়ে যখন ঔষধে কাজ হবে না, তখন পা কেটে ফেলায় বুদ্ধিমানের কাজ, নতুবা পুরো শরীরে পচন ধরতে সময় লাগবে না।
BTMA এর অনেক প্রতিষ্ঠান আছে, এই ১৪ জনের কর্মসংস্থান করে দিয়ে তাদের রাজার হালে রাখার সদিচ্ছা থাকলে তারা কিন্তু তা করতে পারে। কিন্তু নিজেদের প্রতিষ্ঠানে চোর-বাটপার কে রাজার হালে রাখার বোকামি হয়তো করবেন না!

কিন্তু আমাদের পক্ষ থেকে সোজা বাংলা ভাষায় একটাই আলাপ,
"১৪ জন নিটারে এলে,
জ্বলবে আগুন নিটার জুড়ে!"
"১৪ জনের দোষরেরা
হুঁশিয়ার - সাবধান "
"১৪ জনের কালো হাত,
ভেঙে দাও গুড়িয়ে দাও"
জনৈক কমরেডের ভাষায়, "এর আগে তো আমগোরে মাইরা ক্যাম্পাস থেকে পালাইসোস, মান সম্মান থাকলেও একটাও আসতি না! নেক্সট টাইম আসলে হাত পা জায়গায় থাকবো না; মব-জাস্টিস!
ইনকিলাব জিন্দাবাদ! "
শুভকামনা আগামীকালের জন্য। আশা করি নিটারের ভবিষ্যতের কথা চিন্তা করে ১৪ জনের কাউকেই আসতে দেওয়া হবে না।
জয়তু নিটার।

23/02/2025

মাননীয় ডিরেক্টর স্যারের কাছে বিনীত অনুরোধ হলের বারান্দাগুলোতে অতি শীঘ্রই সিসি ক্যামেরা লাগানোর ব্যাবস্থা করবেন।সেটি ২/৩ কার্য দিবসের মধ্যে হলে ভালো হয়।
হলের চোরের উৎপাত প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
স্যার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন।

এই আর্টের মেইন থিমের সাথে আর্টের কিছু ভুল বুঝাবুঝি আছে। প্রাইড ফ্ল্যাগের ক্ষেত্রে ৬ টা কালার ইউজ হয়। এইটায় ৭ টা দেওয়া আছ...
23/01/2025

এই আর্টের মেইন থিমের সাথে আর্টের কিছু ভুল বুঝাবুঝি আছে। প্রাইড ফ্ল্যাগের ক্ষেত্রে ৬ টা কালার ইউজ হয়। এইটায় ৭ টা দেওয়া আছে যেইটা বৃষ্টির পরের রংধনুর কালার।
তাই যেই বা যারা আর্ট টি করেছেন অতিশীঘ্রই সংশোধন করে নিবেন।

photo collected

21/12/2024

১৪ ই ডিসেম্বর রাতে নিটারের সাথে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্ত সিরিজ আকারে আসছে। আমাদের সাথেই থাকুন।

20/12/2024

তনু হত্যাকাণ্ড, পিলখানা ট্র‍্যাজেডি, বুয়েটের মুহতাসিম মাসুদ, নিটার শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা।

এরা ভাবে এদেশের সাধারণ উচ্চশিক্ষিত সবাই তাদের নিচু শ্রেণির। শেষ ঘটনায় আমার শ্রদ্ধেয় শিক্ষকদের সামনে মেট্রিক পাশ সৈনিকদের আচরণ বুঝিয়ে দেয় এই দেশে সুশিক্ষা চরম বিপর্যয়ের মুখে। রাষ্ট্রবিজ্ঞানের ‘ক্ষমতা’ শব্দটির পরিপূর্ণ ব্যাখ্যা যতদিন ক্ষমতাবান ব্যাক্তিরা বুঝবে না, ততোদিন এই দেশ ও পরিবর্তন হচ্ছে না।

সেনা আইনের ৯ নং অনুচ্ছেদের ৮০ নং ধারা নাহয় বিলুপ্তি ঘোষণা করুক, যেহুতু কোনো প্রয়োগ নেই।

- Sajjadul Islam Rakib ভাই

14/12/2024

আপডেট সময় : রাত ১ টা

আটকে পরা শিক্ষার্থীদের এখনো বের করা যায় নি।
স্যাররা কথা বলতে গেলে স্যারদের সামনে শিক্ষার্থীদের মারধর করে।

নিরাপরাধ শিক্ষার্থীর মেরে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে কি প্রমাণ করতে চাস? ১৪ই ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে চাস?ধিক্কার জানাই...
14/12/2024

নিরাপরাধ শিক্ষার্থীর মেরে চোখে কালো কাপড় দিয়ে ঢেকে কি প্রমাণ করতে চাস?
১৪ই ডিসেম্বরের পুনরাবৃত্তি করতে চাস?

ধিক্কার জানাই বাংলাদেশে সেনাবাহিনীকে।

Address

Nayarhat, Savar
Dhaka
1230

Website

Alerts

Be the first to know and let us send you an email when NITER Short Stories - নিটার ছোট গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category