Ethics Tech Corporation

Ethics  Tech Corporation আমাদের যে কোনও ডিজাইন সংক্রান্ত সেবা?

1.অ্যাডভান্স 50% পেমেন্ট ছাড়া আমরা কোন কাজ করি না।
2.ইসলামিক ধর্ম কিংবা অন্য কোন ধর্মকে অসম্মান করে এমন কোন প্রকার কাজ থেকে বিরত থাকি।
3.ডেলিভারি ক্রেতা উপর নির্ভর করবে ।

09/06/2023

পরিকল্পনাবিহীন অনলাইন ব্যবসা - এটি একটি ডুবন্ত নৌকার মত; নির্দিষ্ট দিক না জানার ফলে চলতে চলতেই ডুবে যায়।
একটি অনলাইন ব্যবসার জন্য সঠিক পরিকল্পনা না থাকলে নিম্নরূপ সমস্যা সৃষ্টি হতে পারে:
নির্দিষ্ট লক্ষ্য অনুপস্থিতি: পরিকল্পনা না থাকলে আপনার ব্যবসা নির্দিষ্ট একটি লক্ষ্যে নির্দেশিত হবে না। এর ফলে, আপনি এবং আপনার টিম এমন কাজের দিকে অগ্রসর হতে পারে যা আপনার মূল উদ্দেশ্য অর্জন করতে সহায়তা করবে না।
অবিশ্বাস্য মার্কেটিং করণ: যদি আপনার কাছে স্পষ্ট একটি মার্কেটিং পরিকল্পনা না থাকে, আপনি ভুল গ্রাহক গ্রুপকে লক্ষ্য করতে পারেন, অথবা আপনার ব্যবসা সম্পর্কে ভুল মেসেজ প্রেরণ করতে পারেন।
অর্থনৈতিক ব্যবস্থাপনা সমস্যা: সঠিক পরিকল্পনা ছাড়া আপনি আপনার অর্থনৈতিক প্রস্তাবনা অবালম্বন করতে পারেন না। আপনি কোন ব্যয়ের উপর ফোকাস করবেন, কোথায় বিনিয়োগ করবেন এবং কিভাবে আপনি লাভ অর্জন করবেন - এই সব পরিকল্পনাই সঠিকভাবে তৈরি করা গুরুত্বপূর্ণ।
সম্প্রসারণের অবসর হারানো: পরিকল্পনায় আপনার ব্যবসার ভবিষ্যতের উন্নয়ন এবং সম্প্রসারণের উদ্দেশ্য অন্তর্ভুক্ত হওয়া উচিত। এটি না থাকলে, আপনি ব্যবসার সম্ভাব্য প্রসারের সুযোগ হারিয়ে ফেলতে পারেন।
রিস্ক ম্যানেজমেন্ট ব্যর্থতা: সঠিক পরিকল্পনা ব্যবসায় বিপদের সম্মুখীন হতে এবং তাদের প্রতিকার করার উপায় তৈরি করে। এর অভাবে, আপনি অনাকাঙ্ক্ষিত রিস্কের মুখোমুখি হতে পারেন যা আপনার ব্যবসা ক্ষতিগ্রস্ত করতে পারে।
পরিচালনা ও প্রশাসনিক সমস্যা: একটি সুসংগঠিত পরিকল্পনা ছাড়া, আপনি পরিচালনা ও প্রশাসনের ক্ষেত্রে সমস্যা সম্মুখীন হতে পারেন। কোন কর্মী কোন কাজ করবে, দায়িত্ব বিভাগের স্পষ্টতা অভাব, সময় ব্যবস্থাপনা এবং দলভুক্ত সমন্বয়ের সমস্যা হতে পারে।
কাস্টমার সেবা ব্যর্থতা: পরিকল্পনায় কাস্টমার সেবার সুবিধার কথা ভাবতে হবে। যদি আপনার কাছে স্পষ্ট একটি কাস্টমার সেবা পরিকল্পনা না থাকে, আপনি কাস্টমার সন্তুষ্টি নিশ্চিত করতে ব্যর্থ হতে পারেন।
সাপ্লাই চেইন ও লজিস্টিক সমস্যা: সঠিক পরিকল্পনা অনুযায়ী আপনার পণ্যের সরবরাহ, বিতরণ এবং সংরক্ষণ করার জন্য সঠিক পদ্ধতি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ।
সরবরাহকারী সম্পর্ক অস্থিরতা: যদি আপনার কাছে সরবরাহকারীদের সাথে সঠিক পরিকল্পনা না থাকে, তাহলে আপনি পণ্য সরবরাহে বিলম্ব বা অন্যান্য সমস্যা সম্মুখীন হতে পারেন।
নিয়ন্ত্রণ হারানো: সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, সঠিক পরিকল্পনা ছাড়া আপনি সম্পূর্ণ ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়ে দিতে পারেন। পরিকল্পনা হল একটি রোডম্যাপ, এটি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য সঠিক দিক নির্দেশনা দেয়।

একটি ফেসবুক অ্যাড দিতে একজন অ্যাডভার্টাইজারের কি কি করা উচিত১. যে পেইজের অ্যাড দিচ্ছেন সে পেইজ আগে ভালো মত স্টাডি করতে হ...
22/05/2023

একটি ফেসবুক অ্যাড দিতে একজন অ্যাডভার্টাইজারের কি কি করা উচিত
১. যে পেইজের অ্যাড দিচ্ছেন সে পেইজ আগে ভালো মত স্টাডি করতে হবে।
২. স্টাডি করে যে স্ট্রং পয়েন্ট অথবা উইক পয়েন্ট বেড়িয়ে আসবে সেটা লিস্ট করতে হবে।
৩. স্ট্রং পয়েন্ট অথবা উইক পয়েন্টের কথা ক্লায়েন্টকে জানাতে হবে।
৪. ক্লায়েন্টের কী কী করনীয় সেটা ক্লায়েন্টকে জানাতে হবে।
৫. প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী অ্যাড ডিজাইন করতে হবে।
৬. অডিয়েন্স বুঝে অ্যাড টার্গেটিং করতে হবে।
৭. ক্লায়েন্ট ফেসবুক অ্যাড এক্সপার্ট না তাই সে যা বলবে সব কিছু হুবুহু না করে ক্লায়েন্টের সাথে আলোচনা করতে হবে।
৮. মাল্টি টেস্টিং খুব গুরুত্বপূর্ণ একটি প্রধান পয়েন্ট অ্যাডের ক্ষেত্রে তাই অ্যাড সেটে, অ্যাড কপিতে বিভিন্ন প্যারামিটারে মাল্টিটেস্ট করতে হবে।
৯. বিভিন্ন অ্যাড অবজেক্টিভ দিয়ে নানা রকম ভাবে অ্যাড চালাতে হবে।
১০. অ্যাডের বাইরেও পেইজে বিভিন্ন কাজ থাকে, সেটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে না করালেও ক্লায়েন্টকে জানাতে হবে তার কি কি করা উচিত।
১১. সাবমিট করা প্রতিদিন মনিটর করতে হবে, তাই বলে প্রতিদিন এডিট না।
১২. অ্যাড কমপ্লিট হয়ে গেলে ক্লায়েন্টকে রিপোর্ট করতে হবে।

সেল ফানেল কিভাবে করবেন?  AIDA কনসেপ্ট সেল ফানেল এর জন্য বহুল ব্যবহৃত কনসেপ্ট। কিন্তু সমস্যা হলো একটি প্রোপার সেল ফানেল ক...
21/05/2023

সেল ফানেল কিভাবে করবেন?
AIDA কনসেপ্ট সেল ফানেল এর জন্য বহুল ব্যবহৃত কনসেপ্ট।
কিন্তু সমস্যা হলো একটি প্রোপার সেল ফানেল করতে প্রয়োজন একটি ওয়েবসাইট৷
AIDA কনসেপ্ট মাথায় রেখে ডাটা ড্রিভেন মার্কেটিং এর মাধ্যমে অডিয়েন্স ডাটা ট্রাক করে অডিয়েন্সকে ফিল্টারিংয়ের মাধ্যমে বৃহৎ অডিয়েন্স এর মধ্যে থেকে আপনার নিস অনুযায়ী টার্গেট অডিয়েন্স কে ফিল্টার করে নিতে পারবেন।
যেমন আপনার ওয়েবসাইটে ১ লাখ ট্রাফিক আসলো, কিন্তু পণ্য এড টু কার্ট জরলো ১০০০ জন, এখানে এই ১০০০ অডিয়েন্স আপনার জন্য মোস্টলি পটেনশিয়াল অডিয়েন্স, যে হয়তো আপনার ক্রেতা হবে৷ পরবর্তীতে এই ১০০০ জনকে রি টার্গেট করে এড চালালে আপনার এড কস্ট যেমন কমবে, সেল আশার সম্ভাবনা তেমন বাড়বে৷
যাদের ওয়েবসাইট নেই, তাদের জন্য এটা একটু কঠিন, তবে একমদই অসম্ভব নয়৷
পরিকল্পিত ভাবে প্রোপার কন্টেন্ট দিয়ে প্রথমে ব্রড অডিয়েন্সে এড চালিয়ে কাস্টম অডিয়েন্স তৈরি করে, পরবর্তীতে কাস্টম অডিয়েন্সকে টার্গেট করেও মোটামুটি ফলাফল পাওয়া যায়৷

20/05/2023

জেনে বুঝে অ্যাড না দিলে কি ক্ষতি হতে পারে
আমি অনেক সময়ই বলে থাকি, ফেসবুক অ্যাড যখন দিবেন সেটা জেনে বুঝে দেন, অনেকেই নিজের বিজনেসের অ্যাড নিজে দেন তাদের ক্ষেত্রেও একই কথা, আবার যারা মুখস্থভাবে কিছু টুলস শিখে ফেসবুক অ্যাড দিচ্ছেন তাদের জন্যও বলবো ফেসবুক অ্যাড এতোটা সহজ জিনিস না, জেনে বুঝে দেন।
জেনে বুঝে অ্যাড না দিলে যে সমস্যা হতে পারে
ফেসবুক টার্গেটিং এ সমস্যা-
ফেসবুক তাদের অ্যাড ম্যানেজারে সঠিক অডিয়েন্স ডিফাইন করার জন্য অনেক টার্গেটিং অপশন রেখেছে, তাই প্রথমেই আপনাকে শিখতে হবে কোন অপশন কি কাজ করে, কোথায় এবং কখন সেই অডিয়েন্স ব্যবহার করতে হবে। একটা টার্গেটিং এ গত সপ্তাহে ভালো রেজাল্ট এসেছিলো এখন কেন আসে না, এই চিন্তা করে বসে থাকলে হবে না, আপনাকে অন্য কিছু করতে হবে।
মানহীন কন্টেন্ট-
আপনি যখন চাইবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস ফেসবুকে বিক্রি হোক, তখন আপনাকে কন্টেন্টের মানের দিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, আর মানটা কেমন হওয়া দরকার সেটা যদি না থাকে তাহলে মানহীন কন্টেন্টে অ্যাড চলছে, হাজার হাজার ডলার স্পেন্ট হবে কিন্তু লাভ কিছু হবে না।
নেগেটিভ ফিডব্যাক আসা-
একটি অ্যাড থেকে নেগেটিভ ফিডব্যাক আসা সেটি সেই পেইজের জন্য অনেক ক্ষতিকর, এক হচ্ছে ফেসবুক এটাকে ভালো ভাবে দেখে না, ফলে অ্যাডের রেজাল্ট ডাউন করে দেয়, আরেক হচ্ছে আপনার পেইজের কমেন্টে যখন নেগেটিভ কমেন্ট আসতে থাকবে সেটি বিজনেসের রেপুটেশনের জন্য ক্ষতিকর।
আর যারা অ্যাড হাইড করে দেয়, রিপোর্ট করে, ইনবক্সে নেগেটিভ ম্যাসেজ করে সেগুলো হয়তো অডিয়েন্স দেখে না তবে এই ব্যাপারগুলোর ফলে আপনার অ্যাডের রেজাল্ট ডাউন হয়ে যেতে পারে, আপনার পেইজের র‍্যাংকিং ডাউন হয়ে যেতে পারে, যার ফলে অরগানিক রিচ কমে যায়, আরো বিভিন্ন সমস্যা হয়।
উপরের ৩টা পয়েন্ট থেকে বুঝতে পারছেন যে জেনে বুঝে অ্যাড দেয়া জরুরি। সেটা আপনি নিজের অ্যাড নিজে দেন। আর যারা অন্যের অ্যাড দিচ্ছেন তাদের বলবো আরো স্কিল হোন। ধন্যবাদ।

মনে রাখতে হবে ফেসবুক অ্যাডে অডিয়েন্স ডলার দেখে না, আপনি ডলারের মাধ্যমে অডিয়েন্সকে কিছু কন্টেন্ট দেখান, সেটি ছবি হতে পারে...
18/05/2023

মনে রাখতে হবে ফেসবুক অ্যাডে অডিয়েন্স ডলার দেখে না, আপনি ডলারের মাধ্যমে অডিয়েন্সকে কিছু কন্টেন্ট দেখান, সেটি ছবি হতে পারে, ভিডিও হতে পারে, আরো বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে।
আপনি মূলত কন্টেন্ট ডেলিভারি করছে অডিয়েন্সকে, এখন আপনি যদি সঠিক ভাবে টার্গেটিং করে সঠিক মানুষের কাছে অ্যাড ডেলিভারি করান, তারপরও আপনার সেল না আসতে পারে, না সার সম্ভাবনাই বেশি যদি আপনার কন্টেন্ট "উন্নত" মানের না হয়। উন্নত শব্দটার মধ্যে কোটেশন দিয়েছে কারন "উন্নত" আপেক্ষিক একটা ব্যাপার, গুলশানে বিলাশ বহুল মালিকের কাছে উন্নতির সংজ্ঞা এবং কোন গ্রামের একজন মানুষের কাছে উন্নতের সংজ্ঞা এক নয়। এখন প্রশ্ন আসে আপনি এখানে কি করবেন। কিভাবে "উন্নত" ডিফাইন করবেন।
খুব কঠিন কাজ কি?
আমার মনে হয় খুব সহজ কাজ কিন্তু যেটা করি না, সেটা হচ্ছে অডিয়েন্স এনালাইসিস আগে করতে হবে, এরপর উন্নত এর ডেফিনেশন বের করতে হবে, এরপর কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার অডিয়েন্স যদি গ্রামের একজন মানুষ হয়, তার পছন্দের সাথে অভিজাত এলাকার মানুষের পছন্দ মিলবে না এটা বলাই যায়, কিন্তু আপনি নিজে নিজে কোন ডেফিনেশন সেট করতে পারবেন না, নিজের জায়গা থেকেও না, কোন নির্দিষ্ট কারো কথা চিন্তা করেও না। আপনাকে অডিয়েন্স এনালাইসিস করতে হবে।
যাদের কাছে প্রোডাক্ট বা সার্ভিস পৌছাতে চান তারা কি পছন্দ করে, তারা কি প্রোডাক্ট অথবা সার্ভিসের ভ্যালু জানতে চায় নাকি দাম কম চায়। নাকি উল্টো। যারা দাম কম চায় তাদেরকে ভ্যালু দিয়ে বেশি দামে বিক্রি করতে পারবেন না, কারন তাদের বাজেট কম। আবার যারা ভ্যালু চায় তাদের কাছে আপনি কম দাম দিয়ে কিছু সেল করতে পারবেন না, কারন তাদের বাজেট আছে, এবং ভ্যালু সম্পর্কে তারা জানে।
তাই শুধু কিছু কমন টার্গেটিং কি ওয়ার্ড দিয়ে অ্যাড না দিয়ে, প্রোডাক্ট বা সার্ভিসের অডিয়েন্স এনালাইস করুন, এরপর সে অনুযায়ী কন্টেন্ট বানান, এরপর সেটি টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছান।
মনে রাখবেন হাতে একটি ডুয়াল কারেন্সি কার্ড, আর অ্যাড একাউন্টই আপনাকে বিজনেসে সফলতা এনে দিবে না, আপনাকে আরো কিছু জিনিস বুঝতে হবে, জানতে হবে।

বুস্টের কাজ রিচ করা। এবার কারও চোখের সামনে আসলেই সে কিনবে কিনা সেটা নির্ভর করে ব্রান্ড ভ্যালু আর কনটেন্ট এর উপর।‼ বুস্টে...
18/05/2023

বুস্টের কাজ রিচ করা। এবার কারও চোখের সামনে আসলেই সে কিনবে কিনা সেটা নির্ভর করে ব্রান্ড ভ্যালু আর কনটেন্ট এর উপর।
‼ বুস্টের ক্ষেত্রে আমরা যা যা খুব যত্ন সহকারে টিপস নিয়ে করে থাকি, একটু দেখি:
- টার্গেটিং সেটআপ, (সেল না হলে টার্গেটিং নিয়ে আরও কাজ করি)
- বুস্টের বাজেট বাড়াই (সেল পাচ্ছিনা, বুস্টের বাজেট আরও বাড়িয়ে দেই)
‼ এ কাজের মাধ্যমে যা রেজাল্ট পাচ্ছি:
- টার্গেটেড সম্ভাব্য কাস্টমারদের কাছে খুব ভালো ভাবে পৌছতে পারি।
- বাজেট বাড়ানোর কারনে আরও বেশি মানুষের কাছে পোস্ট পৌছাতে পারি।
‼ অথচ আমরা এ কাজ করে কি রেজাল্টের আশা করি:
- টার্গেটেড মানুষরা কিনার জন্য বসে আছে, সো, আমার কনটেন্ট তার চোখে পৌছলেই কিনা শুরু করে দিবে।
- বেশি মানুষের কাছে পৌছলে বেশি মানুষ প্রোডাক্ট কিনবে।
‼ সেল বাড়াতে কি করার দরকার ছিলো:
- যাদের পকেট থেকে টাকা বের করতে চাচ্ছি, তাদের আমার ব্রান্ডের সম্পর্কে যাতে পজিটিভ ভিউ তৈরি হয়, সেটার জন্য ব্রান্ড ভ্যালু বাড়াতে অ্যাফোর্ড দিতে হবে।
- টার্গেটেড অডিয়েন্সদের সাইকোলজ্যিকে টাচ করতে পারে, কোন কনটেন্ট দিয়ে, সেটাতে মনোযোগী হওয়া উচিত।
- টার্গেটেড অডিয়েন্স যাতে বোরড হয়ে না যায়, আমার কনটেন্টকে স্কীপ না করে, সেটা মাথাতে রেখে কনটেন্ট তৈরিতে ব্রেইন খাটানো উচিত।
দাদারা মনে রাখতে হবে, বুস্টের উপর বিজনেস নির্ভর করলে দ্রুত থেমে যাবেন।
মনে মনে জপতে থাকুন:
। হতে হলে বিজনেস কিং
। হতে হবে কনটেন্ট কিং

17/05/2023
সাইকোগ্রাফিক মার্কেটিং কি এবং কি ভাবে ডাটা কালেক্ট করবেন।সাইকোগ্রাফিক মার্কেটিং, নাম শুনেই বুঝা যাচ্ছে যে এখানে মানুষের ...
16/05/2023

সাইকোগ্রাফিক মার্কেটিং কি এবং কি ভাবে ডাটা কালেক্ট করবেন।

সাইকোগ্রাফিক মার্কেটিং, নাম শুনেই বুঝা যাচ্ছে যে এখানে মানুষের মনের কিছু ব্যাপারের কথা বলছি।

সাইকোগ্রাফিক মার্কেটিং কি
এটা বুস্ট পোস্ট, অ্যাড ম্যানেজার ইত্যাদি টুলের মতন কোন টুল নয়, যে টুলের মাধ্যমে আপনি মার্কেটিং করবেন, এটাকে কিছুটা অডিয়েন্স এনালাইসিস, মার্কেটিং প্ল্যানের মধ্যে রাখতে পারেন।

এখানে আপনার পসিবল কাস্টমারের বিভিন্ন আচরন নিয়ে অনেক গভীরভাবে চিন্তা করা হয় এবং সে অনুযায়ী মার্কেটিং প্ল্যান করা হয় এবং কাসস্টমারের এটিটিউড, ইমোশন, ভয়, আগ্রহ ইত্যাদি বিভিন্ন ব্যাপার চিন্তা করে এবং সেটার সাথে প্রোডাক্ট অথবা সার্ভিস কানেক্ট করে কন্টেন্ট প্ল্যানিং করা হয়।

তাই বুঝতেই পারছেন অডিয়েন্স টার্গেটিং এর আগে, পসিবল কাস্টমারকে নিয়ে গভীরভাবে এনালাইসিস করা অনেক গুরুত্বপূর্ণ। একটি ব্যাপার যে এটা যে শুধু ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে এমন নয়, সব মার্কেটিং এর ক্ষেত্রে সাইকোগ্রাফিক মার্কেটিং এর কার্যকর। অনেকে এটাকে ইমোশনাল মার্কেটিং বলতে পারেন, ইমোশনাল মার্কেটিং এর কিছু পার্ট এখানে আছে তবে সব কিছুই আবার ইমোশনাল না এখানে।

কিভাবে সাইকোগ্রাফিক মার্কেটিং এর মাধ্যমে ডাটা কালেক্ট করবেন

১। সার্ভে অথবা উত্তর জানার মাধ্যমে
কিছু প্রশ্ন সেট করুন, যার মাধ্যমে আপনি মনে করছেন প্রশ্নের উত্তরগুলো দিয়ে আপনি একটি সিদ্ধান্তে যেতে পারবেন। মনে রাখতে হবে প্রশ্নগুলো যেন আপনার টার্গেট ফিলাপ করতে পারে।

২। সোশ্যাল মিডিয়াতে যে অডিয়েন্স এনালাইস টুল থাকে সেটা ব্যবহার করে কাস্টমারের ইন্টারেস্ট সহ আরো অনেক কিছু বের করা আনা পসিবিল

৩। পারচেজিং হিস্টোরি এবং কি ধরনের প্রোডাক্ট তাদের পছন্দের- আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক অ্যাড রান করে, কাস্টমারের এক্টিভিটি এনালাইসিস করা খুব জটিল কাজ নয়, এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কি ধরনের প্রোডাক্ট কাস্টমার বেশি পছন্দ করছে, সে অনুযায়ী প্রোডাক্ট সিলেকশন হতে পারে।

৪। বিভিন্ন রকম কুইজ রান করতে পারেন, এর মাধ্যমে অডিয়েন্সের বিভিন্ন মতামত আপনি পাবেন, সেখান থেকে ফিল্টার করে অনেক সিদ্ধান্তে আসা সম্ভব।

৫। বিভিন্ন গ্রুপে জয়েন করে, বিভিন্ন ওয়েবসাইট থেকে কাস্টমার রিভিউ নিয়ে সেখান থেকেও প্রোডাক্ট অথবা অডিয়েন্স কি চিন্তা করছে, কিসে তারা খুশি, কিসে তারা অসন্তুষ্ট, আরো কি হলে ভালো হতো, এই ব্যাপার গুলো আপনি খুব সহজেই গ্রুপ, কাস্টমার রিভিউ, বিভিন্ন অ্যাডের কমেন্ট সেকশন থেকে এনালাইসিস করে বের করতে পারবেন।

এই লেখার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমরা যখন টার্গেটিং করি তখন কিছু কমন টেমপ্লেটের মধ্যে ফেলে করি, কিন্তু সেটার ফলে স্পেসিফিক প্রোডাক্ট অথবা সার্ভিসের কাস্টমার হারিয়ে ফেলার সম্ভাবনা থেকে যায়।

আবার কন্টেন্ট বানানোর সময়ও একই ব্যাপার, কিছু কমন লেখা আর কিছু কমন ডিজাইন সব কিছুর মধ্যেই এপ্লাই করার ব্যাপার দেখা যায় কিন্তু সবার পছন্দ তো একরকম নয়, সবাই একই ভাবে সিদ্ধান্ত নিয়ে থাকে না।

তাই প্রোডাক্ট এবং সার্ভিসের উপর পসিবিল অডিয়েন্স নিয়ে গভীর ভাবে এনালাইসিস ক্রয়া জরুরি, না হলে ডলার খরচ হবে কিন্তু সেল আসবে না।

নোট- "সাইকোগ্রাফিক মার্কেটিং" হয়তো অনেকেই অন্য নামে চিনে থাকবেন কিন্তু তার মানে মনে হয় এই না এই নামটা ভুল।

15/05/2023

দেখার কি কেউ নাই? কিছুই কি করার নাই?

ফেসবুক Temporary Hold এর নামে অতিরিক্ত ডলার নিয়ে নিচ্ছে।

হোল্ড করছে এটা সমস্যা নেই, কার্ডে পর্যাপ্ত ডলার রেখেই এড চালাচ্ছি, কিন্তু হোল্ডকৃত এমাউন্ট হিসাবমত রিফান্ড হচ্ছে না৷

এখন পর্যন্ত কোনো এড একাউন্টেই এই হিসাব মেলে নাই৷ সবসময় দেখছি আমার বেশি ডলার যাচ্ছে।

বিভিন্ন দেশে ফেসবুক এর নামে মামলা হয়৷ আমাদের দেশ থেকে এটা করার কোনো সুযোগ আছে কি?

13/05/2023

ফেইসবুক নিয়ে কিছু অজানা তথ্য, যা জানা বেশ প্রয়োজনঃ
৫৫% ফেইসবুক ব্যবহারকারী ব্রান্ড ও প্রোডাক্ট কে ফলো করে, রিসার্চ করে এবং পরবতীতে ক্রয় করে। অর্থাৎ ফলোআপ রাখে আরকি।
সোস্যাল মিডিয়া থেকে রেফারেলের মাধ্যমে ওয়েব সাইটে ৭১.৬৪% ট্রাফিক আসে ফেইসবুক থেকে।
ফেইসবুক এডস এর সম্ভাব্য রিচ ২.০৮ বিলিয়ন
ফেইসবুক এডস বৈশ্বিক জনসংখ্যার ৩৩.৩% রিচ হতে পারে
ফেইসবুক এডস অডিয়েন্সের ৫৬.৪% মেইল
ফেইসবুক এডস এর ১৮.৭% অডিয়েন্স সাউথ এশিয়ায় বিদ্যমান
গত দুইবছরে এশিয়া-প্যাসিফিক এ ফেইসবুক এডস এর ৬% রিভিনিউ বৃদ্ধি পেয়েছে (Hootsuite)
ফেইসবুক রিলস এডস এর জন্য সম্ভাব্য অডিয়েন্স ৬৯৭.১ মিলিয়ন
৪০% ফেইসবুক মার্কেটার এডস দেওয়ার জন্য Click to Message এই কল টু একশন ব্যবহার করে।
ফেইসবুকে প্রতিদিন ১৪০ বিলিয়ন বার Reels প্লে করা হয়।

সূত্রঃ AdEspresso, Hootsuite

Copy

প্রিয় মা।প্রিয় মমতাময়ী মা ও সন্তানের সবচেয়ে যত্ন বা মহিলা বা কষ্ট বহনকারী সকল মা দেরকে জানাই মা দিবসের শুভেচ্ছা।
13/05/2023

প্রিয় মা।
প্রিয় মমতাময়ী মা ও সন্তানের সবচেয়ে যত্ন বা মহিলা বা কষ্ট বহনকারী সকল মা দেরকে জানাই মা দিবসের শুভেচ্ছা।

Advantage lookalike মেটা অ্যাডভান্টেজ লুকলাইক (আগে লুকলাইক এক্সপেনশন নামে পরিচিত ছিলো) আপনার ক্যাম্পেইনের পারপর্মেন্স আর...
11/05/2023

Advantage lookalike
মেটা অ্যাডভান্টেজ লুকলাইক (আগে লুকলাইক এক্সপেনশন নামে পরিচিত ছিলো)
আপনার ক্যাম্পেইনের পারপর্মেন্স আরও ভালো করার জন্য লুকলাইক অডিয়েন্স ব্যবহার করা হয়। আপনার টার্গেটেড অডিয়েন্সের বাইরের লোকেদের কাছে বিজ্ঞাপন পৌছিয়ে পারপর্মেন্স আরও ভালো করা হয় এটা সম্পুর্ন অটোমেটিক ভাবে মেটা এডভান্টেজ এলগরিদম থেকে করা হয়।
কিভাবে Advantage lookalike কাজ করে ?
মেটা বিজ্ঞাপন ডেলিভারি সিস্টেম কাস্টম অডিয়েন্স ব্যবহার করে যা আপনি আপনার লুকলাইক অডিয়েন্সের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রচারের জন্য গাইড হিসাবে ব্যবহার করেন, পাশাপাশি (dynamically) গতিশীলভাবে পারপর্মেন্স নিয়ে আসার চেষ্টা করে।
যদি মেটা এলগরিদম সিস্টেম দেখে আপনার সিলেক্ট করা লুকলাইক অডিয়েন্স থেকে গড় অনুপাতে ভাল রেসপন্স আসতেছে বা আসার সম্ভাবনা রয়েছে তখন Advantage lookalike allows Meta system to dynamically make updates that reflect where we're seeing better performance and we may expand your audience further to include similar opportunities.
নোট: অডিয়েন্স টার্গেট করার ক্ষেত্রে বয়স সীমা নির্ধারন করা আছে যেখানে বেশিরভাগ দেশে 18 বছরের কম বয়সী, থাইল্যান্ডে 20 বছরের কম এবং ইন্দোনেশিয়ায় 21 বছরের কম বয়সী ব্যক্তিদের অন্তর্ভুক্ত রয়েছে৷ আপনি চাইলেও ১৮ বছরের কম কিশোর-কিশোরীদের টার্গেট করতে পারবেন না।
Advantage lookalike কীভাবে ব্যবহার করবেন ?
অ্যাডভান্টেজ লুকলাইক স্বয়ংক্রিয়ভাবে আপনার ক্রিয়েট করা নতুন, ডুব্লিকেট এবং ড্রাফট ক্যাম্পেইনের এডসেট গুলোতে এক্টিব থাকে এবং মোবাইল, ওয়েবসাইট বা কাষ্টমার তালিকা থেকে তৈরি করা লুকলাইক অডিয়েন্স সহ এড সেটগুলি নিম্নলিখিত অপ্টিমাইজেশন এবং অব্জেক্টিবগুলো ব্যবহার করে থাকে।
আমরা ধীরে ধীরে প্রচারণার জন্য ছয়টি অব্জেক্টিবের সাথে পরিচিত হবো।
(১) awareness, (২) traffic, (৩) engagement, (৪) leads, (৫) app promotion and (৬) sales.
আপনি একটি নতুন বিজ্ঞাপন তৈরি করার সময় যদি এই ছয়টি অব্জেক্টিব দেখতে পান, তাহলে নিম্নলিখিত অপ্টিমাইজেশনগুলি প্রযোজ্য হবে:
মনে রাখবেন
• “Conversion or app event” অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে “Leads” অব্জেক্টিব,
• Conversion, value or app event অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে “sale” অব্জেক্টিব।
• Conversion, app event or conversation অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে engagement অব্জেক্টিব।
উপরে বর্নণাকৃত সকল অপটিমাইজেশন গুলো ব্যবহার করবেন app promotion অব্জেক্টিবের জন্য।
নতুন বিজ্ঞাপন তৈরি করার সময় যদি ছয়টির বেশি অব্জেক্টিব দেখতে পান, তাহলে নিম্নলিখিত অপ্টিমাইজেশনগুলি প্রযোজ্য হবে:
• Conversion or app event” অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে “Lead generation” অব্জেক্টিব।
• Conversion, value or app event অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে “conversion” অব্জেক্টিব।
• Conversion, app event or conversation অপটিমাইজেশন করার জন্য ব্যবহার হবে engagement অব্জেক্টিব।
উপরে বর্নণাকৃত সকল অপটিমাইজেশন গুলো ব্যবহার করবেন app install অব্জেক্টিবের জন্য।
এটি অন্য সকল অব্জেক্টিবে চলবে না।
আপনার যে কোন এডসেট এডিট করে অপটিমাইজেশন পরিবর্তন করতে পারেন, value, conversion, conversation, app install or app event optimization তবে মনে রাখার বিষয় যখনি কোন এড সেট এডিট করা হয় তখন সেই ক্যাম্পেইন পুনরায় লার্নিং পাস বা রিভিউতে চলে যাবে।
Note: Advantage lookalike isn't available for campaigns that use special ad categories such as housing, employment and credit (HEC) and social issues, elections and politics (SIEP). Exclusions or other targeting selections (such as age, gender, language, location, interests and behaviours) continue to apply.
আপনি চাইলে আপনার লুকালাইক অডিয়েন্স থেকে নির্ধারিত কোন অডিয়েন্স যেমনঃ demographics, interests, behaviours and Custom Audience সেট করে বাদ রাখতে পারবেন, যদি আপনার লুকালাইক থেকে কোন অডিয়েন্স exclude রাখেন তাহলে এলগরিদম থেকে সেই অডিয়েন্স কে বিজ্ঞাপন পৌঁছানো হবে না।
আজকের জন্য এতটুকুই, যদি মনোযোগের সহিত পড়ে বুঝার চেষ্টা করেন তাহলে Advantage lookalike বুঝার জন্য এই লেখাই যথেষ্ট।

Address

6/61A Nadda Pragati Sharani, Baridhara
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Ethics Tech Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ethics Tech Corporation:

Share