MINAS NWSTV

MINAS NWSTV Mystery International And Society''Your Trust is Our Trust, Your Trust is Our Strength''

✅ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস। বাকি সদস্যরা হলেন-১. ড. সলিমুল্লাহ খান২. ড. আসিফ নজরুল৩. বিচারপতি (অব....
07/08/2024

✅ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান: ড. মোহাম্মদ ইউনুস। বাকি সদস্যরা হলেন-
১. ড. সলিমুল্লাহ খান
২. ড. আসিফ নজরুল
৩. বিচারপতি (অব.) মোঃ আব্দুল ওয়াহাব মিঞা
৪. জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া
৫. মেজর জেনারেল (অব.) সৈয়দ ইফতেখার উদ্দিন
৬. ড. দেবপ্রিয় ভট্টাচার্য
৭. মতিউর রহমান চৌধুরী
৮. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন
৯. ড. হোসেন জিল্লুর রহমান
১০. বিচারপতি (অব.) এম এ মতিন।

প্রধানমন্ত্রীর বৈঠক আজ, আলোচনা হবে সচিবদের সঙ্গে ''''''''''''''প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী দিনের অনেকগুলো বিষয়...
27/11/2022

প্রধানমন্ত্রীর বৈঠক আজ, আলোচনা হবে সচিবদের সঙ্গে ''''''''''''''

প্রশাসনের গুরুত্বপূর্ণ এই বৈঠকে আগামী দিনের অনেকগুলো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।প্রশাসনিক বাস্তবায়ন কমিটির বৈঠকেও অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করা এবং জ্বালানি সংকট সমাধানের বিষয়ে আলোচনা হবে।বৈঠকে সচিবদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

ইউক্রেনের রুশ হামলা, নিহত ৩২'''''''''মস্কোপন্থি বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের খেসন অঞ্চলে রাশিয়ার হামলায়...
27/11/2022

ইউক্রেনের রুশ হামলা, নিহত ৩২'''''''''

মস্কোপন্থি বাহিনী প্রত্যাহারের পর থেকে দক্ষিণ ইউক্রেনের খেসন অঞ্চলে রাশিয়ার হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে বলে শনিবার ইউক্রেনের পুলিশ প্রধান জানিয়েছেন।
তবে রুশ বাহিনী বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো অত্যাচার চালানোর অভিযোগ নিয়মিতভাবেই অস্বীকার করে থাকে মস্কো।

ঝুলন্ত মরদেহ উদ্ধার''''''''''নরসিংদীর রায়পুরায় এক বৃদ্ধের মরদেহ গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা।পুলিশকে খবর দিলে ঘটনাস্থল...
27/11/2022

ঝুলন্ত মরদেহ উদ্ধার''''''''''

নরসিংদীর রায়পুরায় এক বৃদ্ধের মরদেহ গাছে ঝুলে থাকতে দেখে স্থানীয়রা।পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহ উদ্ধার করে।উদ্ধার করে মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠাব বলেন,থানার উপপরিদর্শক।
উত্তর বাখরনগর ইউনিয়নের জংগী শিবপুর এলাকা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করে।

উন্নয়ন নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়''''''''এই প্রকল্পের নির্মাণ সামগ্রীর উর্দ্ধমুখী বাজার মূল্...
27/11/2022

উন্নয়ন নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়''''''''

এই প্রকল্পের নির্মাণ সামগ্রীর উর্দ্ধমুখী বাজার মূল্যকে দুষছেন ঠিকাদার প্রতিষ্ঠান।অন্যদিকে কাজ বাস্তবায়নে ব্যয়বৃদ্ধি ছাড়াই বর্ধিত সময় চান ইবি প্রকৌশল বিভাগ।

তবে অভিযোগ অস্বীকার করেন ইবি প্রকৌশল বিভাগ।
পরিকল্পনা বিভাগ বলছে সময় মতো প্লানিং ড্রয়িং ডিজাইন সম্পন্ন করে দরপত্র প্রক্রিয়াসহ কার্যাদেশ চুক্তির সম্পন্নকরনে অদক্ষতার কারণেই প্রকল্পের নির্মান শুরুতে বিলম্ব।
সর্বশেষ প্রকল্প ব্যয় বৃদ্ধি না করার শর্ত মেনে প্রকল্প বাস্তবায়নে আরও ২বছর মেয়াদ বৃদ্ধির অনুমোদন চেয়ে মন্ত্রনালয়ে পত্র প্রেরণ করেছে ইবি প্রকৌশল বিভাগ।

মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে''''''''''''করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ...
27/11/2022

মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে''''''''''''

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্ত হিসাব রাখা ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ সংখ্যা অনুযায়ী,মৃতের সংখ্যা ৬৬ ,৩৫্,৭৫৩ জনে।নতুন করে আক্রান্ত হয়েছেন ৩, ১১্‌৩০২ জন ।আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ৬০% ।

সেতুর দাবি সাতক্ষীরার ১০ গ্রামের মানুষের'''''''''''''সেতু না থাকায় বাঁশের সাঁকোয় চলাচল করতে হচ্ছে ১০ গ্রামের মানুষকে।প্র...
27/11/2022

সেতুর দাবি সাতক্ষীরার ১০ গ্রামের মানুষের'''''''''''''

সেতু না থাকায় বাঁশের সাঁকোয় চলাচল করতে হচ্ছে ১০ গ্রামের মানুষকে।প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়েই চলতে হয়, জানিয়েছেন সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানায়দিয়ায় গ্রামের মানুষেরা।স্কুল-কলেজ থেকে ফেরার পথে, রোগীকে হাসপাতালে নিতে, প্রয়োজনীয় মালামাল পারাপারের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এক পথচারী বলেন,এটি সাতক্ষীরার কানায়দিয়া ও খুলনার কপিলমুনির সংযোগস্থল।এটা দুই জেলার সীমান্তবর্তী স্থান।এটি আন্তঃজেলা হওয়ার কারণে এখানে ব্রিজের বাস্তবায়ন হয়নি।এই সাঁকো দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।আমরা সকলে চাই এখানে দ্রুত একটি ব্রিজ করা হোক।

প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অধিদপ্তর প্রতিশ্রুতি পাঠানো হয়েছে না আসা পযন্ত পরবর্তীতে পদক্ষেপ নেওয়া যাবে না, বলেন সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মো. সুজায়েত হোসেন

সমাবেশ করবে বিএনপি''''''''''''রাজধানীতে বড় জমায়েত করার পূর্ব সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দেশের প্রত্যেকটি ব...
27/11/2022

সমাবেশ করবে বিএনপি''''''''''''

রাজধানীতে বড় জমায়েত করার পূর্ব সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।দেশের প্রত্যেকটি বিভাগে গণসমাবেশ শেষ করে ঢাকায় মহাসমাবেশ দলটির ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে ১০ ডিসেম্বর সমাবেশের জন্য অনুমতি দেওয়া হবে ,স্বরাষ্ট্রমন্ত্রীর ।

এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন বিএনপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা।কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করার কথা সাফ জানিয়েছেন বিএনপি ।

27/11/2022

সোনা দিয়ে তেল কিনবে ঘানা'''''''''''''

তেলজাত পণ্য কেনার জন্য নতুন একটি পরিকল্পনা প্রণয়নে কাজ করছে আফ্রিকার দেশ ঘানা।মার্কিন ডলারের পরিবর্তে সোনা দিয়ে তেল কিনবে ঘানা ।এই তথ্য জানিয়েছেন ঘানার ভাইস-প্রেসিডেন্ট মাহামাদু বাইউমিয়া।আন্তর্জাতিক বিনিময় মুদ্রা হিসেবে ব্যবহৃত ডলারের চাহিদা বেড়েছে যুক্ত হয়েছে উচ্চ মূল্যস্ফীতি।

প্রেসিডেন্ট মাহামুদু বাওউমিয়া বলেছেন, ‘সরকারের নেওয়া নতুন নীতি আমাদের বিনিময় ব্যবস্থায় পরিবর্তন আনবে। সোনা দিয়ে তেল আমদানি বিনিময়ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনবে।

27/11/2022

ত্বক ফর্সাকারী ক্রিম খুবই ক্ষতিকর'''''''''''''''''''

বিভিন্ন বিজ্ঞাপনে দ্রুত রং ফর্সা করার লোভনীয় অফার দেখে থাকবেন।বিশেষ করে কোরিয়ান সৌন্দর্য বর্ধক পণ্যগুলোর অনেক চাহিদা।এগুলো কোনটাই দীর্ঘ মেয়াদী নয়।এ ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম সাময়িকভাবে ফর্সা ভাব দিলেও আপনার ত্বকের জন্য এগুলো খুবই ক্ষতিকর।

ত্বক ফর্সাকারী ক্রিম ব্যবহারে কি কি ক্ষতি হতে পারে তা জেনে নেয়া যাক।

রোদে জ্বালা পোড়া
ত্বকে প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া
ব্রণ
চুলকানি
ত্বকের রং হারিয়ে যায়
মুখে লালচে ফুস্কুড়ি সৃষ্টি করে

ত্বক ফর্সাকারী ক্রিমে ধীরে ধীরে সমস্ত স্কিনে ফ্যাকাসে হয়ে যেতে শুরু করবে। এটি স্কিন ক্যান্সারের দিকে নিয়ে যায়।

27/11/2022

বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কু-নিজাম উদ্দিন কায়সারের ঠাঁই হয়নি মঞ্চে''''''''''''''''''''''''''

গত সিটি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় দলীয় পদ হারান এ দুই নেতা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মনিরুল হক সাক্কু গণসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন ।মনিরুল হক সাক্কু বলেন, দল আমাকে বহিষ্কার করলেও আমি দল ছাড়িনি। ৪৪ বছর ধরে বিএনপি করছি।দলের একজন কর্মী হিসেবে সমাবেশস্থলের হাজির হয়েছি।

স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সারও গণসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।
নিজাম উদ্দিন কায়সার বলেন,আপনারা সবাই জানেন যা করেছি দেশের মানুষের জন্যই করেছি। যে কোন পরিস্থিতিতে দলের কর্মী হয়ে থাকতে চাই।

27/11/2022

'' হাজতির মৃত্যু কারাগারে'''''''''''''''''''''''''''''

সেলিম ফরাজী (৭০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে বাগেরহাট জেলা কারাগারে বাগেরহাট ২৫০ শয্যার রাজিয়া নাসের হাসপাতালে গত শুক্রবার গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়
মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে সেলিমের মরদেহ হস্তান্তর করা হয়েছে গতকাল শনিবার দুপুরে
২১ নভেম্বর সেলিম ফরাজী একটি চুরি মামলায় গ্রেফতার হন । সেলিম ফরাজী বাগেরহাট শহরের হরিণখানা এলাকার মৃত কাশেম ফরাজীর ছেলে । একটি চুরির মামলায় পুলিশ গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে সেলিম ফরাজীকে কারাগারে পাঠায়।
তার শ্বাসকষ্ট বেড়ে গেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Address

MIRPUR
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when MINAS NWSTV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MINAS NWSTV:

Share