Muhammad A. Hossain

Muhammad A. Hossain "Positive anything is better than negative nothing."

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদটাই সবচেয়ে কম! একসময় যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা না হলে ঘুম আসতো না, আজ তার নামট...
25/10/2025

মানুষের সাথে মানুষের সুসম্পর্কের মেয়াদটাই সবচেয়ে কম!

একসময় যার সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা কথা না হলে ঘুম আসতো না, আজ তার নামটা ফোনে দেখলে বুকের ভেতর কেমন অচেনা লাগে!

সময়, পরিস্থিতি, স্বার্থ- সব কিছুই বদলে দেয় সম্পর্কের রঙ। যেখানে একসময় ভালোবাসা ছিলো, এখন সেখানে নিঃশব্দ দূরত্ব!

হয়তো কারো দোষও নেই, তবু সম্পর্কগুলো ভেঙে যায়। ঠিক যেন ফুলের পাপড়ি ঝরে যাওয়ার মতো, নীরবে, ধীরে, অথচ চিরতরে...💔

25/10/2025

ধে-য়ে আসছে ঘূ-র্ণিঝড় "মন্থা", নামটি দিয়েছে থাইল্যান্ড। ২৮ অক্টোবর থেকে সারাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা!

কখনও কখনও জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তগুলো আসে একা বসে, বই হাতে, প্রকৃতির কোলে...  এখানে না আছে কোনো শব্দের কোলাহল, না আছ...
25/10/2025

কখনও কখনও জীবনের সবচেয়ে শান্ত মুহূর্তগুলো আসে একা বসে, বই হাতে, প্রকৃতির কোলে...

এখানে না আছে কোনো শব্দের কোলাহল, না আছে কোনো তাড়াহুড়া! আছে শুধু নিজের সাথে নিজের কথোপকথন...

জীবন আসলে এত জটিল নয়… একটু থেমে, একটু নিঃশব্দে তাকালেই দেখা যায়- সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই নীরবতার ভেতরেই...

যশোর শহরে বসবাস, ফেসবুক ব্যবহার করে, অথচ এই জায়গায় যায় নি, এমন লোক পাওয়াই যাবে না! 🙂
25/10/2025

যশোর শহরে বসবাস, ফেসবুক ব্যবহার করে, অথচ এই জায়গায় যায় নি, এমন লোক পাওয়াই যাবে না! 🙂

সেই ভাইরাল স্নেহা মণিকে আনুষ্ঠানিকভাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ব-হিষ্কার করা হয়েছে!
25/10/2025

সেই ভাইরাল স্নেহা মণিকে আনুষ্ঠানিকভাবে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ব-হিষ্কার করা হয়েছে!

পো/ড়া দেহ নিয়ে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে জাবির ইন্টারন্যাশনাল! 😌
25/10/2025

পো/ড়া দেহ নিয়ে এখনও ঠাঁই দাঁড়িয়ে আছে জাবির ইন্টারন্যাশনাল! 😌

সকল স্বামীদের জন্য এটা একটা বড় শিক্ষা!👴
24/10/2025

সকল স্বামীদের জন্য এটা একটা বড় শিক্ষা!👴

আজ থেকে অনেক বছর আগের কথা। তখন জীবনটা কত শান্ত, কত নির্ভেজাল ছিলো! সূর্য ডুবে গেলে গ্রামের উঠোনে ল্যাম্প বাতি জ্বলতো, বা...
24/10/2025

আজ থেকে অনেক বছর আগের কথা। তখন জীবনটা কত শান্ত, কত নির্ভেজাল ছিলো! সূর্য ডুবে গেলে গ্রামের উঠোনে ল্যাম্প বাতি জ্বলতো, বাতাসে ভেসে আসতো মানুষের ডাকাডাকি, আর দূর কোথাও বাজতো রেডিওর মিষ্টি সুর! মনে পড়ে?

রাত ৮টা মানেই ঘুমের ডাক। বাবা বাড়ি ফিরে আসতেন, মা বলতেন- "যাও, শুয়ে পড়ো।" বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেই ঘুম এসে যেতো।

কোনো দুশ্চিন্তা ছিলো না সেই জীবনে, কোনো দায় ছিলো না সেসময়! শুধু মায়ের আঁচলে মাথা রেখে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়ে ডুবে যেতাম...

আজকের আমি সেই ঘুমটাকে খুঁজে ফিরি। একটু আগেই সেই ৮টা বেজে গেলো! ঘড়ি চলে, কিন্তু ঘুম আসে না। বরং চিন্তা আসে, একের পর এক। জীবনের হিসাব, ভবিষ্যতের ভয়, প্রবাসের নির্জনতা- সব মিলে রাতগুলো হয়ে যায় ভারী। ঘুম নয়, জেগে থাকা যেন অভ্যাসে পরিণত হয়েছে আজ....

ভাবতে অবাক লাগে, যে আমি একদিন রাত ৮টায় ঘুমিয়ে পড়তাম,
আজ সেই আমি রাত জেগে স্মৃতির ভেতর ডুবে থাকি। তখন জীবনটা ছোট ছিলো, অথচ কত শান্ত! আর এখন জীবনটা বড়, অথচ কত অশান্ত!

আজ বুঝি- রাত ৮টার সেই ঘুমটা শুধু ঘুম ছিলো না, বরং সেটা ছিলো এক টুকরো স্বর্গ, এক নিঃশব্দ প্রশান্তি! যেখানে আমি ছিলাম নির্ভার, নির্ভাবনামুক্ত আর অসীম ভালোবাসায় ঘেরা। বড় হয়ে যাওয়ার মানেই হয়তো- সেই স্বর্গ থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়া...

(তাঙ নাঙের জীবন)
২৪/১০/২০২৫

24/10/2025

তুমি দূরে আছো দূরেই থাকো, কাছে আইসো না। আমার মায়ায় পইড়া যাইবা বন্ধুরে, বন্ধু মায়া হইলো দারুণ যন্ত্রণা! 💔

মনে হলো- আজ চোখের পলকেই দিনটা চলে গেলো! শুভ সন্ধ্যা... 💓
24/10/2025

মনে হলো- আজ চোখের পলকেই দিনটা চলে গেলো!

শুভ সন্ধ্যা... 💓

যশোর রেলওয়ে স্টেশন ওভার ব্রীজ। 💓
24/10/2025

যশোর রেলওয়ে স্টেশন ওভার ব্রীজ। 💓

24/10/2025

"স্যার: ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো।
স্টুডেন্ট: স্যার, আমরা ভবিষ্যতে ঢাকা থাকবো।"

ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য ৬জন শিক্ষার্থী নিজেরা মিলে একটা ব্যাচ তৈরি করেছে। সকলেই মানবিক শাখা থেকে এবার এইচএসসি পাশ করেছে। সবার টার্গেট স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়।

সকলেই স্থানীয় একটি কোচিংয়ে ভর্তি হয়েছে। তারপরও আলাদা ব্যাচ করছে নিজেরা। ঢাবির ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ইন্টেন্সিভ কেয়ারে তাদেরকে ওভারঅল প্রস্তুতিতে সহয়তা করা। এর জন্য আমাকে সম্মানী হিসেবে ১ লাখ দেওয়া হবে।

৬ জনের মধ্যে ৩জন সেনা কর্মকর্তার সন্তান, বাকি ৩ জন্য সরকারের ৬ষ্ঠ গ্রেডের কর্মকর্তাদের সন্তান। একজন স্থানীয় ছাড়া সকলেই ভিন্ন ভিন্ন জেলা থেকে আগত কিন্তু কলেজ ছিলো একই।

প্রথমদিন তাদের সাথে ইউনিভার্সিটি এডমিশন, ঢাবি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হলো। চলে আসার আগে তাদের নিজ জেলা সম্পর্কে আলোচনা হলো।

তাদের ভিতরে একজন ছিলো ব্রাহ্মণবাড়িয়া জেলার। তাকে জিজ্ঞেস করলাম- তোমার জেলার নাম বানান করো তো?

উত্তর দেয় না। চুপ থাকে আর মুচকি মুচকি হাসে! কয়েকবার বানান জিজ্ঞেস করায় সর্বশেষ উত্তর দিলো,- ''স্যার, ভবিষ্যতে আমরা ওখানে থাকুম না, ঢাকা থাকমু!"

আমি: 🙄

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad A. Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share