দারুল ফিকর Darul Fikr

দারুল ফিকর Darul Fikr বিশুদ্ধ ইসলামি বইয়ের বিশ্বস্ত প্রকাশনা। হাদীস, আকীদা, ফিকহ ও সমসাময়িক বিষয়ের ওপর মানসম্মত গ্রন্থ প্রকাশ ও সরবরাহ করি।

🌐 https://bento.me/darulfikr
(1)

দারুল ফিকর একটি ইসলামিক বই প্রকাশনা প্রতিষ্ঠান, যা কুরআন, হাদীস, আকীদা, ফিকহ, আদব এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ভিত্তিক নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী বই প্রকাশ করে। আমাদের লক্ষ্য হল বিশুদ্ধ ইসলামি জ্ঞান ছড়িয়ে দেয়া, পাঠকের চিন্তা ও আমলকে কুরআন-সুন্নাহর আলোকে গঠিত করা।

আমরা বাংলা ভাষায় সহজবোধ্য ও প্রাঞ্জল ইসলামিক বই প্রকাশ করে থাকি, যা কেবল ধর্মচর্চার জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনে ইসলামকে বাস্তবায়নের পথ দেখা

য়।

📚 আমাদের বইয়ের ধরণ:
হাদীস ও তার ব্যাখ্যা
তাওহীদ ও আকীদা
ফিকহ ও মাসায়েল
ইসলামী ইতিহাস
শিশু ও কিশোরদের জন্য বই
সমসাময়িক বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ

🎯 আমাদের লক্ষ্য:
বিশুদ্ধ ইসলামি জ্ঞানের প্রসার
তরুণ প্রজন্মের কাছে দ্বীনের সঠিক ব্যাখ্যা পৌঁছে দেয়া
পাঠকের হাতে পৌঁছে দেয়া সুন্দর মুদ্রণে ও মানসম্মত বই

🚚 সারাদেশে ডেলিভারি:
বিভিন্ন জনপ্রিয় অনলাইন বুকশপে আমাদের বই পাওয়া যায়। নির্ভরযোগ্য ডেলিভারি সেবা ও আকর্ষণীয় ছাড়ে বই ঘরে বসেই পাচ্ছেন।

📲 যোগাযোগ করুন:
📞 ফোন: +880 1757-597724
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েব: umedprokash.com/pub/darulfikr
📍 ফেসবুক: fb.com/darulfikr.bn

ফেসবুক পেজ ইনবক্স অথবা কমেন্টে অর্ডার করতে পারেন। অফার, ছাড় ও নতুন প্রকাশনার জন্য আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন।

আর মাত্র ১ দিন বাকি...
30/05/2025

আর মাত্র ১ দিন বাকি...

আলহামদুলিল্লাহ, উমেদ প্রকাশ দারুল ফিকরের বর্ষসেরা অফারের মেয়াদ বাড়ল আরও ৬ দিন।অফার চলবে ৩১ মে ২০২৫ পর্যন্ত!এ সময়ের মধ্যে...
26/05/2025

আলহামদুলিল্লাহ, উমেদ প্রকাশ দারুল ফিকরের বর্ষসেরা অফারের মেয়াদ বাড়ল আরও ৬ দিন।
অফার চলবে ৩১ মে ২০২৫ পর্যন্ত!
এ সময়ের মধ্যেই অফারমূল্যে লুটে নিন আপনার পছন্দের বইগুলো।
শুধু নিজের জন্যই কিনবেন না; আত্মীয়দেরও ঈদে বই উপহার দিন।

শিশুদের হৃদয়ে ঈমান জাগানো এক অনন্য সাহিত্যভ্রমণশিশুরা গল্প ভালোবাসে। আর সেই ভালোবাসার মাঝেই যদি জাগে ঈমানের আলো, নৈতিকতা...
22/05/2025

শিশুদের হৃদয়ে ঈমান জাগানো এক অনন্য সাহিত্যভ্রমণ

শিশুরা গল্প ভালোবাসে। আর সেই ভালোবাসার মাঝেই যদি জাগে ঈমানের আলো, নৈতিকতার বীজ, আর আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা—তবে সে গল্প হয়ে ওঠে জীবনঘনিষ্ঠ এক শিক্ষার বাতিঘর।
প্রখ্যাত শিশুসাহিত্যিক মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী সাহেবের লেখা এই অসাধারণ সিরিজটি ঠিক তেমনই এক দ্যুতিময় প্রয়াস। প্রাণবন্ত ভাষা, মর্মস্পর্শী উপমা, হাদীসের বাণী ও ঘটনার সাথে যুক্ত বাস্তব জীবনের শিক্ষা—সব মিলিয়ে এই সিরিজের প্রতিটি বই হয়ে উঠেছে ছোটদের মন ও মানস গঠনের জন্য এক নির্ভরযোগ্য সঙ্গী।
আসুন, আমরা আমাদের সন্তানদের হাতে তুলে দিই এমন কিছু বই, যা শুধু আনন্দই নয়, তাদের ভবিষ্যতের জন্য এক মূল্যবান পাথেয় হয়ে থাকবে।

শিশু-কিশোর সিরিজ
হাদীসের গল্প (১-১১)
লেখক : ইয়াহইয়া ইউসুফ নদভী
প্রকাশনায় : উমেদ প্রকাশ
মুদ্রিত মূল্য : ১৬৯৫
খুচরা মূল্য : ১১৮৬
অফার মূল্য : ১০১৭৳

উমেদ দারুল ফিকরের বর্ষসেরা অফারের সকল বইয়ের মূল্য তালিকা।
11/05/2025

উমেদ দারুল ফিকরের বর্ষসেরা অফারের সকল বইয়ের মূল্য তালিকা।

উমেদ দারুল ফিকরের বর্ষসেরা অফার শুরু হলো!সারা বছর যে অফারের অপেক্ষায় ছিলেন, এবার সেই সুবর্ণ সুযোগ নিয়ে এল উমেদ প্রকাশ দা...
10/05/2025

উমেদ দারুল ফিকরের বর্ষসেরা অফার শুরু হলো!

সারা বছর যে অফারের অপেক্ষায় ছিলেন, এবার সেই সুবর্ণ সুযোগ নিয়ে এল উমেদ প্রকাশ দারুল ফিকর!

ছাড়ে ছাড়ে চমক!

উমেদের সব বইয়ে ৪০% ছাড়!

দারুল ফিকরের যেকোনো বইয়ে ৫৫% ছাড়!

সাথে থাকছে উপহারের ধামাকা!

যে কোনো অর্ডারেই বয়কট চার্ট ফ্রি!

মাত্র ২৯৯৳ অর্ডারেই ১টি প্রায়োরিটি নোটবুক ফ্রি!

৪৯৯৳ অর্ডার করলে ১টি চাবির রিং ফ্রি!

৮৯৯৳ অর্ডারে ১টি প্রিমিয়াম নোটবুক ফ্রি!

আর ১৪৯৯৳ অর্ডারে উমেদের পক্ষ থেকে ১টি ‘ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রাম’ বই একেবারে ফ্রি!

অফার চলবে: ১০ মে – ২৫ মে ২০২৫
নতুন ১০টি বই আসছে এই অফার চলাকালেই!

এখনই অর্ডার করুন!

বছর শেষে আবারও আসছে...
05/05/2025

বছর শেষে আবারও আসছে...

হজের ফরয আমলসমূহহজের ফরয আমল তিনটি: ১. ইহরাম বাঁধা। ২. উকুফে আরাফা অর্থাৎ নির্দিষ্ট সময়ে আবাফার ময়দানে অবস্থান করা। ৩. ত...
01/05/2025

হজের ফরয আমলসমূহ

হজের ফরয আমল তিনটি: ১. ইহরাম বাঁধা। ২. উকুফে আরাফা অর্থাৎ নির্দিষ্ট সময়ে আবাফার ময়দানে অবস্থান করা। ৩. তাওয়াফে জিয়ারত করা। নিচে প্রত্যেকটির বিস্তারিত বিবরণ পেশ করা হলো-

১. ইহরাম

ইহরাম অর্থ হজের নিয়ত করে তালবিয়া পড়া। নামায যেমন নিয়ত এবং তাকবীরে তাহরীমা ছাড়া শুরু হয় না, তেমনই নিয়ত ও তালবিয়া ছাড়া হজ শুরু হয় না। তালবিয়া হচ্ছে-

لبيك، اللهمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ، وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا

شريك لك

তালবিয়ার উচ্চারণ: লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা, লাকা ওয়ালমুলক, লা শারীকা লাকা।

আমি হাজির। হে আল্লাহ, আমি হাজির! আপনার দরবারে আমি হাজির! আপনার কোনো অংশীদার নেই। আমি আপনার কাছেই হাজির! প্রশংসা আপনার, নিয়ামত আপনার, রাজত্বও আপনার, আপনার কোনো অংশীদার নেই।'

ইহরামের অবস্থায় পুরুষদের জন্য সেলাই করা কাপড় পরিধান করা জায়েয নেই, বরং সেলাই ছাড়া কাপড় পরা জরুরি।

২. উকুফে আরাফা

উকুফে আরাফা অর্থ আরাফার ময়দানে অবস্থান করা। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন। ৯ জিলহজ জোহরের সময় শুরু হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত উকুফের (আরাফায় অবস্থানের) সময়। সূর্যাস্তের আগে আরাফার ময়দান ত্যাগ করা জায়েয নয়। সূর্যাস্তের পূর্বে আরাফা অতিক্রম করলে জরিমানা দম আবশ্যক হবে। অবশ্য পুনরায় আরাফায় ফিরে এসে সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশে রওনা হলে দম রহিত হয়ে যাবে।'

৯ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত উকুফের মূল সময়। কিন্তু কেউ যদি এ সময়ের ভেতর আরাফায় পৌঁছাতে না পারে, তাহলে আগত রাতের সুবহে সাদিকের মধ্যে স্বল্প সময় আরাফার ময়দানে উপস্থিত থাকলেও এই ফরয আদায় হয়ে যাবে।
বই : ইসলামী জীবনবিধান
লেখক : মাওলানা মাহমুদুল্লাহ
দারুল ফিকর থেকে প্রকাশিত
খুচরা মূল্য : ৬০০৳ টাকা।

হজ-বিষয়ক প্রচলিত কিছু ভুল ধারণাহজ সম্পর্কে অনেকে মনে করেন যে, এটি বৃদ্ধ বয়সের আমল। ফলে জীবনের বিরাট একটি অংশ অতিক্রান্ত ...
27/04/2025

হজ-বিষয়ক প্রচলিত কিছু ভুল ধারণা

হজ সম্পর্কে অনেকে মনে করেন যে, এটি বৃদ্ধ বয়সের আমল। ফলে জীবনের বিরাট একটি অংশ অতিক্রান্ত না হওয়া পর্যন্ত এই ফরয বিধানটি আদায়ের প্রতি মানুষের মনোযোগই আকৃষ্ট হয় না। অথচ বয়সের সাথে হজের কোনো সম্পর্ক নেই। প্রাপ্তবয়স্ক হওয়ার পর যেমন তার ওপর নামায-রোযা আবশ্যক হয়ে যায়, নেসাব পরিমাণ মালের মালিক হলে যাকাত ফরয হয়ে যায়, ঠিক একইভাবে প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখনই হজ করার সামর্থ্য অর্জন করে, তখনই তার ওপর হজ ফরয হয়ে যায়।

হজ ফরয হলে মারাত্মক ওজর ছাড়া তা পালনে টালবাহানা করা বা দেরি করা মারাত্মক গুনাহের কাজ। তাছাড়া কে কতদিন বেঁচে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই হজ ফরয হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব তা আদায় করা জরুরি। কিন্তু আমাদের সমাজে বিভিন্ন অহেতুক মনগড়া অজুহাতে হজ আদায়ে বিলম্ব করা হয়। যেমন: ১. এখনো ছেলেমেয়েকে বিবাহ দেয়া হয়নি। অথচ ছেলেমেয়েকে বিবাহ দেয়া হজ আদায়ের কোনো শর্ত নয়। এবং এটার বিশেষ কোনো ফযীলতও নেই।

২. অনেকে এ আশঙ্কায় হজ আদায়ে বিলম্ব করে যে, হজ করার পর যদি কোনো গুনাহ হয় তাহলে হজ শেষ হয়ে যাবে। তাই এত তাড়াতাড়ি হজ করলে সেটাকে রক্ষা করা যাবে না। এটিও মনগড়া অজুহাত। একে তো হজের পর গুনাহ হয়ে গেলে হজ ভেঙে যায়-এমনটি ঠিক নয়। দ্বিতীয়ত, এ ক্ষেত্রে তিনি বর্তমানে যেসকল গুনাহে লিপ্ত রয়েছেন, যেমন: দাড়ি শেইভ করা, সুদ-ঘুষের সাথে লিপ্তা থাকা ইত্যাদি কাজ তিনি এখন ছাড়তে চাচ্ছেন না। মনোভাবটা এমন যে, এখন গুনাহ করে নেই, এরপর হজ করে সব ছেড়ে দেব। এটা যে একটা ভ্রান্ত চিন্তা তা বলাই বাহুল্য।

৩. কোনো কোনো পরিবারে এই রীতি রয়েছে যে, পরিবারের বড়জন হজ না করা পর্যন্ত ছোটরা হজ করা জরুরি মনে করে না। বরং অনেক ক্ষেত্রে বড়দের পূর্বে ছোটদের হজ করাকে দূষণীয় মনে করা হয়। অথচ নামায-রোযা ইত্যাদির মতো হজও এমন একটি ফরয ইবাদত, যা প্রত্যেকের ওপর পৃথকভাবে ফরয। পরিবারের ছোটদের সামর্থ্য হলে তাকে তা আদায় করতে হবে। এ ক্ষেত্রে বড়দের জন্য বিলম্ব করা যাবে না।

৪. আমাদের সমাজে অনেক সময় দেখা যায়, পিতার ওপর হজ ফরয নয়, পুত্রের ওপর ফরয। কিন্তু পুত্র হজ না করে পিতাকে হজ করার জন্য পাঠায়। কিংবা পিতাকে নিয়ে হজ করার সামর্থ্য হওয়া পর্যন্ত বিলম্ব করে। এমনটা করা ঠিক নয়। পিতাকে হজ করানো অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। কিন্তু এ জন্য নিজের ফরয বিলম্ব করা অনুচিত।
বই : ইসলামী জীবনবিধান
লেখক : মাওলানা মাহমুদুল্লাহ
দারুল ফিকর থেকে প্রকাশিত

বই : ইসলামী জীবনবিধান
26/04/2025

বই : ইসলামী জীবনবিধান

আল-ফিকহুল মুয়াসসার ১ম খণ্ড যেমন প্রাথমিক পর্যায়ের তালিবে ইলমদের জন্য ইবাদাত সংক্রান্ত মাসআলাগুলো মুখস্থ করা সহজ করে দিয়ে...
15/04/2025

আল-ফিকহুল মুয়াসসার ১ম খণ্ড যেমন প্রাথমিক পর্যায়ের তালিবে ইলমদের জন্য ইবাদাত সংক্রান্ত মাসআলাগুলো মুখস্থ করা সহজ করে দিয়েছে, তেমনি দ্বিতীয় খণ্ডের মাধ্যমে অতি গুরুত্বপূর্ণ মৌলিক ফিকহী বিষয়—মুআমালাত ও মুআশারাত সংক্রান্ত মাসআলাগুলো বোঝা ও আত্মস্থ করাও সহজ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

কিতাবটি যদি মাদানী নেসাবের তৃতীয় বর্ষ কিংবা হেদায়াতুন্নাহু জামাতে পাঠ্যভুক্ত করা হয়, তাহলে তালিবে ইলমগণ কুদূরীর পূর্বে সহজ ভাষায় এবং সুবিন্যস্তভাবে মুআমালাতের মাসআলাগুলো আত্মস্থ করতে পারবে। মাদরাসার কর্তৃপক্ষ বিষয়টি ফিকির করলে আশা করা যায়, তালিবে ইলমগণ বিশেষভাবে উপকৃত হবেন।

এছাড়া যারা কুদূরী কিতাব পড়বেন বা পড়াবেন—তাঁরাও যদি এই কিতাবটি সামনে রাখেন, তাহলে নিঃসন্দেহে বেহদ ফায়দা অর্জিত হবে, ইনশাআল্লাহ।

মূলত কিতাবটি এমনিতেই অনেক সুন্দর। এরপরও একে আরও পরিমার্জিত ও পরিপূর্ণ করতে মারকাযুল কুরআন, ঢাকার সিনিয়র উস্তাদ (উস্তাযুল হাদীস ওয়াল ফিকহ) মাওলানা মাহমুদুল্লাহ হাফিযাহুল্লাহ দীর্ঘ সময় ধরে নিরীক্ষণ ও পরিমার্জন করেছেন। তিনি মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়ায় ‘তাখাসসুস ফিল ফিকহ’ সমাপ্ত করে প্রায় এক যুগ ধরে ফিকহ ও ফাতওয়ার কিতাব পাঠদানে নিযুক্ত এবং সুনামের সঙ্গে পাঠদান করে যাচ্ছেন।

তাঁর সংশ্লিষ্টতায় নিঃসন্দেহে কিতাবটির উপকারিতা বহু গুণে বৃদ্ধি পেয়েছে।
আল-ফিকহুল মুয়াসসার (দ্বিতীয় খণ্ড: কিসমুল মুআশারাহ ওয়াল মুআমালাহ)
লেখক: মুফতী রাশেদ হোসাইন নদভী
তাহকীক ও তালীক: মাওলানা মাহমুদুল্লাহ হাফিযাহুল্লাহ
প্রকাশনায়: দারুল ফিকর
পৃষ্ঠা সংখ্যা: ৩৫২
খুচরা বিক্রয় মূল্য: ৩২০ টাকা

এই অফার সীমিত সময়ের জন্য...
22/03/2025

এই অফার সীমিত সময়ের জন্য...

ও ভাই, শোনেন। ঈদের আগে আমাদের কিছু একটা দেখাতে দেন। সেরা একটা ঈদ অফার থাকছে পাঠকদের জন্য!উমেদ প্রকাশের সদ্য প্রকাশিত তিন...
21/03/2025

ও ভাই, শোনেন। ঈদের আগে আমাদের কিছু একটা দেখাতে দেন। সেরা একটা ঈদ অফার থাকছে পাঠকদের জন্য!

উমেদ প্রকাশের সদ্য প্রকাশিত তিনটি বইয়ের প্রি-অর্ডার চলছে। এর পাশাপাশি প্রতিটি অর্ডারেই থাকছে আকর্ষণীয় পুরস্কার।

আগে বইয়ের বিবরণ শোনেন, এরপরে পুস্কারের আলাপে আসি।

বইয়ের অফারও তো আবার দুই পদের। কোনটা আগে কমু? আচ্ছা নতুনগুলোই আগে শোনেন।

০১.
ইতিকাফ : সুন্নাহর আলোকে রুহানী গোসল
মুফতী জিয়াউর রহমান
পৃষ্ঠা সংখ্যা : ৫৬
মুদ্রিত মূল্য : ৭৯ টাকা
প্রি-অর্ডার মূল্য : ৫০ টাকা

০২. উম্মাহর একজন দরদী দায়ী ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ.কে যেমন দেখেছি
লেখক : মুফতী যাকারিয়া বিন আব্দুল ওয়াহাব
পৃষ্ঠা সংখ্যা : ৪০
মুদ্রিত মূল্য : ৫৮ টাকা
প্রি-অর্ডার মূল্য : ৩৬ টাকা

০৩. কুরআনের গভীরে : কেন ও কীভাবে
লেখক : মুফতী আবদুল্লাহ নজীব
পৃষ্ঠা সংখ্যা : ১৭৬
মুদ্রিত মূল্য : ২৫৮ টাকা
প্রি-অর্ডার মূল্য : ১৬২ টাকা

এইবার আরেকটা চমক! মাওলানা সাঈদ আহমদ হাফিযাহুল্লাহর ঈমান-আকীদা ও মাওলানা মাহমুদুল্লাহ হাফিযাহুল্লাহ লিখিত ইসলামী জীবনবিধান বইতে চলছে সরাসরি ৫৫% ছাড়।
যা অর্ডার করতে চান, সবই কমেন্ট বক্সের গুগল ফর্মে করতে পারবেন।

তাহলে বিদায় নিই? ও না ! পুরস্কারের কাহিনি না কইলে তো দৌড়ানি দিবেন।

এই লন :
-আমাদের নতুন তিনটি বইয়ের যেকোনো একটি নিলে, "চল্লিশ নাসীহাহ" অথবা "আল্লাহর প্রিয় হওয়ার উপায়"—এই দুই বইয়ের যেকোনো একটি হাদিয়া পাবেন!

-নতুন তিনটি বইয়ের সাথে "ইসলামী জীবনবিধান" বা "ঈমান-আকীদা"—এই দুই বইয়ের যেকোনো একটি নিলে পাবেন একটি নোটবুক হাদিয়া!

-শুধু "ইসলামী জীবনবিধান" বা "ঈমান-আকীদা"—এই দুই বইয়ের যেকোনো একটি নিলে থাকছে একটি চারি রিং হাদিয়া!

- সবগুলো বই একত্রে নিলে যেকোনো তিনটি হাদিয়া নিতে পারবেন!

খুশি আছেন?

এইবার ধুমায়া অর্ডার করেন। নতুন বইগুলোর শর্ট পিডিএফ কমেন্ট বক্সে।

Address

2nd Floor, Islami Tower, 11/1 Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801757597724

Alerts

Be the first to know and let us send you an email when দারুল ফিকর Darul Fikr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দারুল ফিকর Darul Fikr:

Share

Category