Darul Fikr দারুল ফিকর

Darul Fikr দারুল ফিকর বিশুদ্ধ ইসলামি বইয়ের বিশ্বস্ত প্রকাশনা। হাদীস, আকীদা, ফিকহ ও সমসাময়িক বিষয়ের ওপর মানসম্মত গ্রন্থ প্রকাশ ও সরবরাহ করি।

🌐 https://bento.me/darulfikr
(2)

দারুল ফিকর একটি ইসলামিক বই প্রকাশনা প্রতিষ্ঠান, যা কুরআন, হাদীস, আকীদা, ফিকহ, আদব এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ভিত্তিক নির্ভরযোগ্য ও গবেষণাধর্মী বই প্রকাশ করে। আমাদের লক্ষ্য হল বিশুদ্ধ ইসলামি জ্ঞান ছড়িয়ে দেয়া, পাঠকের চিন্তা ও আমলকে কুরআন-সুন্নাহর আলোকে গঠিত করা।

আমরা বাংলা ভাষায় সহজবোধ্য ও প্রাঞ্জল ইসলামিক বই প্রকাশ করে থাকি, যা কেবল ধর্মচর্চার জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনে ইসলামকে বাস্তবায়নের পথ দেখা

য়।

📚 আমাদের বইয়ের ধরণ:
হাদীস ও তার ব্যাখ্যা
তাওহীদ ও আকীদা
ফিকহ ও মাসায়েল
ইসলামী ইতিহাস
শিশু ও কিশোরদের জন্য বই
সমসাময়িক বিষয়ভিত্তিক গবেষণাগ্রন্থ

🎯 আমাদের লক্ষ্য:
বিশুদ্ধ ইসলামি জ্ঞানের প্রসার
তরুণ প্রজন্মের কাছে দ্বীনের সঠিক ব্যাখ্যা পৌঁছে দেয়া
পাঠকের হাতে পৌঁছে দেয়া সুন্দর মুদ্রণে ও মানসম্মত বই

🚚 সারাদেশে ডেলিভারি:
বিভিন্ন জনপ্রিয় অনলাইন বুকশপে আমাদের বই পাওয়া যায়। নির্ভরযোগ্য ডেলিভারি সেবা ও আকর্ষণীয় ছাড়ে বই ঘরে বসেই পাচ্ছেন।

📲 যোগাযোগ করুন:
📞 ফোন: +880 1757-597724
📧 ইমেইল: [email protected]
🌐 ওয়েব: umedprokash.com/pub/darulfikr
📍 ফেসবুক: fb.com/darulfikr.bn

ফেসবুক পেজ ইনবক্স অথবা কমেন্টে অর্ডার করতে পারেন। অফার, ছাড় ও নতুন প্রকাশনার জন্য আমাদের পেজে নিয়মিত চোখ রাখুন।

15/10/2025

উসমান রাযি. বলেছেন, দুনিয়াবি চিন্তার কারণে অন্তর অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। পক্ষান্তরে আখেরাতের চিন্তার মাধ্যমে অন্তর আলোকিত হয়।

[বই : প্রশান্ত অন্তর লাভের ১০০ উপায়]

জীবন হলো আমাদের যাবতীয় কাজকর্মের উদ্দেশ্য যাচাই করার জন্য পূর্বনির্ধারিত এক পরীক্ষা। অর্থাৎ আমরা কি আত্মতৃপ্তিকে অগ্রাধি...
06/10/2025

জীবন হলো আমাদের যাবতীয় কাজকর্মের উদ্দেশ্য যাচাই করার জন্য পূর্বনির্ধারিত এক পরীক্ষা। অর্থাৎ আমরা কি আত্মতৃপ্তিকে অগ্রাধিকার দিই এবং ক্ষণস্থায়ী ও একেবারেই সীমিত (সময়, শক্তি ও ক্ষমতার) এই পার্থিব জগতে মগ্ন হয়ে যাই, নাকি এই জগতের ওপারের জগৎকেও (আখেরাত) দেখতে পাই? আল্লাহ আমাকে সব সময় দেখছেন, এই বিষয়টি উপলব্ধি করে (সমস্ত কাজেকর্মে) তাঁর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় ব্রত হই কি না।

[অন্তরযাত্রা : ১৫]

29/09/2025

আমাদের মতে বর্তমানে উম্মতের আসল রোগ হলো দ্বীনের তলব ও মান-মর্যাদা থেকে অন্তর খালি হয়ে যাওয়া। যদি দ্বীনের ফিকির ও তলব তাদের অন্তরে তৈরি হয় এবং দ্বীনের আবশ্যকতার অনুভূতি ও শিহরণ

তাদের মধ্যে সজীব হয়ে ওঠে, তাহলে দেখতে দেখতে তাদের ইসলাম ও ইসলামী কাজও সজীব হয়ে উঠবে। আমাদের এই আন্দোলনের আসল উদ্দেশ্য এই সময়ে দ্বীনের তলব ও কদর তৈরি করার জন্য চেষ্টা ও কষ্ট করা। শুধু কালেমা-নামাজ শুদ্ধ করা ও শিক্ষা দেয়া নয়।

বই : মালফুযাতে হযরত ইলিয়াস রহ.

উমেদ ও দারুল ফিকরের নতুন দুটো বই চলে এলো। বইগুলো মেলায় পাওয়া যাচ্ছে।
26/09/2025

উমেদ ও দারুল ফিকরের নতুন দুটো বই চলে এলো। বইগুলো মেলায় পাওয়া যাচ্ছে।

25/09/2025

জান্নাত শুধু বিনয়ীদের জন্য। মানুষের মধ্যে অহংকারের কিছু অংশ থাকলে তাকে প্রথমে জাহান্নামে নিয়ে জ্বালানো হবে। যখন শুধু বিনয় বাকি থাকবে, তখন তাকে জান্নাতে পাঠানো হবে। মোটের ওপর অহংকারের সাথে কাউকেই জান্নাতে পাঠানো হবে না।

-হযরত ইলিয়াস রহ.

বই : মালফুযাতে হযরত ইলিয়াস রহ.

25/09/2025

হাকীমুল উম্মত থানভী রহ. বলেন, 'অন্তরের প্রভাব মানুষের কথা এবং পোশাকের ওপর পড়ে থাকে। এ কারণেই আল্লাহওয়ালাদের তাবাররুক তথা স্পর্শধন্য জিনিসের প্রভাব পড়ে। সোহবতের মাধ্যমে প্রভাব পড়ে আরও বেশি।'

[বই : প্রশান্ত অন্তর লাভের ১০০ উপায়]

পাওয়া যাবে মেলাতেই, ইনশাআল্লাহ।
25/09/2025

পাওয়া যাবে মেলাতেই, ইনশাআল্লাহ।

23/09/2025

ইলম থেকে আমল আর আমল থেকে যিকির তৈরি হওয়া উচিত। তাহলে সেই ইলম প্রকৃত ইলম আর আমল খাঁটি আমলে পরিণত হবে। যদি ইলম থেকে আমল তৈরি না হয়, তাহলে তা অন্ধকারেরই নামান্তর। আমল থেকে অন্তরে আল্লাহর স্মরণ না আসলে সেটা কেবল বাহ্যিক জিনিস মাত্র। আবার ইলম ব্যতীত যিকিরও ফিতনা।

-হযরত ইলিয়াস রহ.

বই : মালফুযাতে হযরত ইলিয়াস রহ.

22/09/2025

দৈহিক রোগের জন্য অনির্ভরযোগ্য ওষুধ খাওয়া জীবনের জন্য ঝুঁকিপূর্ণ মনে করা হয়। তাহলে নির্ভরযোগ্য আলিমের নির্দেশনা ছাড়া ধর্মীয় বই পড়া ঈমানের জন্য কেন ঝুঁকিপূর্ণ হবে না? ভুল ওষুধে বড়জোর ইহকালীন জীবনের ক্ষতি হবে। পক্ষান্তরে ঈমান-বিধ্বংসী বইপত্র পড়ার কারণে জীবনের দৃষ্টিভঙ্গি এবং আমল প্রভাবিত হয়ে ক্ষতিগ্রস্ত হবে পরকালীন জীবন।

হাকীমুল উম্মত থানভী রহ. বলেছেন, 'সন্দেহ বা দ্বিধার উদ্রেক করে এমন কিছু দেখা উচিত নয়। এমন কিছু অনিচ্ছাকৃত কানে আসলে সেদিকে ভ্রুক্ষেপ করা অনুচিত। মনে এমন অনেক কিছুর ওয়াসওয়াসা আসে। সেসব পাত্তা দিতে নেই।'

হাকীমুল ইসলাম কারী মুহাম্মাদ তাইয়িব রহ. বলেন, 'অনির্ভরযোগ্য লোকদের কথায় মস্তিষ্কে সুখ অনুভূত হয় বটে; কিন্তু আত্মিক আর আন্তরিক প্রশান্তি এবং আখেরাতের মহব্বত উবে যায়।'

বই : প্রশান্ত অন্তর লাভের ১০০ উপায়

21/09/2025

Address

2nd Floor, Islami Tower, 11/1 Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801757597724

Alerts

Be the first to know and let us send you an email when Darul Fikr দারুল ফিকর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Darul Fikr দারুল ফিকর:

Share

Category