Filhal Bangla। ফিলহাল বাংলা

Filhal Bangla। ফিলহাল বাংলা তথ্যই শক্তি।

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘো...
30/05/2025

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘোর বিরোধী এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নেহাত ভাগ্যের জুরে বেঁচে এসেছেন; নইলে গলায় দড়ি পরতেই হতো। কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো এক্টিভিটি নেই! যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন-যৌবনের বড় একটা সময় কারাগারে চলে গেল, সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারে চুপ! অথচ, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয়! একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁ সির দড়ির অপেক্ষা করছেন, ফ্যাসিবাদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি। এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে, আর ডিসপ্লেতে শো করা হয়েছে সালাহুদ্দিন সাহেবকে। ভারতের কারণে ১৭ বছর যেই নেতা ফাঁ সির আসামি ছিলেন, তাকে সাইডে রেখে ১১ বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত রিসোর্টে জামাইআদরে ছিলেন তাকেই এখন সর্বেসর্বা বানিয়ে নেওয়া হয়েছে। এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বোঝে আসবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতীয় আধিপত্যের ঘোর বিরোধী ড. খলিলুর রহমানকে নিয়ে বিএনপির কেন এত আপত্তি! ©

ড. ইউনুস অসম্মান সহ্য করবেন না। সেল্ফ-রেস্পেক্টেড মানুষদের এটাই সমস্যা। তাই তার এই দুর্বল জায়গাটায় হিট করছে জেনারেল ওয়াক...
24/05/2025

ড. ইউনুস অসম্মান সহ্য করবেন না। সেল্ফ-রেস্পেক্টেড মানুষদের এটাই সমস্যা। তাই তার এই দুর্বল জায়গাটায় হিট করছে জেনারেল ওয়াকার। তার সাথে তাল দিচ্ছে বিএনপি।

উদ্দেশ্য একটাই, উনাকে সরানো। বিএনপি যখন ভুল করে তখন এই দেশ র/ ক্ত দিয়ে তার মাশুল দেয়। এক জেনারেল মইন ১/১১ ঘটিয়ে ১৭ বছর খেয়েছে। তার নিমক হারামির কারণে হাজার হাজার প্রাণ গিয়েছে। এবার জেনারেল ওয়াকার। ড. ইউনুস যদি সত্যিই সরে যান তবে সফট প্রোটেকশনটা মুহুর্তে ভ্যানিশ হয়ে যাবে। তখন দেখবেন লীগের খু/ নের মহোৎসব কাহাকে বলে। ইন্টারন্যাশনাল পাওয়ার প্লেয়ারদের কারণে ডান্ডিয়া সেই খু/ নি টিমকে পুরোপুরি কাজে লাগাতে পারছেনা। কিন্তু উনি সরে যাওয়া মাত্রই ইব্লিশি নৃত্য শুরু হবে। তখন বিএনপিও বুঝবে মজা, জামাতও ঠ্যালা টের পাবে। তাদের পুন্দালুন্দির মজা চাখবে!

আর হ্যাঁ, খাসিনা যখন চৌদ্দ পয়েন্টে ডান্ডিয়াকে রেল যোগাযোগ, ফ্রি তে বন্দর, আর্মিতে ডিরেক্ট র এজেন্ট ঢুকানো সহ চূড়ান্ত দেশবিরোধী কাজ করেছে তখন জেনারেল ওয়াকারের এত দেশপ্রেম কোথায় ছিলো!? তখন তো তিনি সেনাবাহিনীর সেকেন্ড মোস্ট পাওয়ারফুল পোস্টে ছিলেন। খাসিনা তার পারিবারিক সদস্য, আলোচনার খাতিরেও তো বলতে পারতেন যে এগুলো ডিরেক্ট সার্বভৌমত্বের বিরোধী। বলেছিলেন?

গত ১৫ বছরে যেহেতু আমাদের শিক্ষা হয়নি, তবে আর দরকারও নেই!!

**************

06/04/2025

আপনার সাফল্য কি অন্যের চোখে বিষ? | Tall Poppy Syndrome Explained

আজকের ভিডিওতে আমরা আলোচনা করব Tall Poppy Syndrome নিয়ে— কেন কিছু মানুষ সফল ব্যক্তিদের নিচে নামানোর চেষ্টা করে, এবং এর বাস্তব উদাহরণসহ বাংলাদেশি প্রেক্ষাপটে এর বিশ্লেষণ করব!

🎯 এই ভিডিওতে যা পাবেন:
✔️ টল পপি সিন্ড্রোম কী?
✔️ ইতিহাস থেকে বিস্মৃত বাস্তব ঘটনা
✔️ কেন মানুষ সফলদের অপমান করে?
✔️ কীভাবে আপনি নিজেকে রক্ষা করতে পারেন?
✔️ সোশ্যাল মিডিয়ায় কেন এই প্রবণতা ভয়ঙ্কর?

📌 আপনি যদি মনে করেন সমাজের এই মানসিকতা পরিবর্তন দরকার, তাহলে শেয়ার করুন!
📌 কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না!

#সাফল্যেরমূল্য #বাংলাদেশেরইতিহাস #সফলতারগল্প

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে। - ইন্...
12/03/2025

অনেক হতাশা নিরাশার মধ্যে লাস্ট তিন-চারদিনের কয়েকটা সুখবর আপনাগো শুনাই। দেশের ভালো শুনাইতে এবং শুনতে ভালোই তো লাগে।

- ইন্টেরিম লাস্ট ৬ মাসে দেশী বিদেশী ঋণ পরিশোধ করেছে ৬২ হাজার কোটি টাকা।

- দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়ে ১৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা গতবছরের এই সময়ের তুলনায় ৪ বিলিয়ন বেশি।

- দেশের রিজার্ভ বেড়ে হয়েছে ২ হাজার ১৪০ কোটি টাকা।

- হাসিনা ও তার পরিবারের একাউন্ট থেকেই উদ্ধার করেছে ৬৩৫ কোটি টাকা।

- দেশের খাদ্যপণ্যে ভর্তুকি বেড়েছে প্রায় ১২ শতাংশ।

- রমজানে খাদ্যপণ্যের দাম বাড়ার আশংকাকে আশ্চর্যজনকভাবে হ্যান্ডেল করেছে ইন্টেরিম।

- গত ২২ মাসের তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই ফেব্রুয়ারিতে।

- ধর্ষণের তদন্ত ১৫ দিন এবং বিচার ৯০ দিনের মধ্যে করার সিদ্ধান্ত হয়েছে।

- আওয়ামী আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিলো৷ বাফুফের উপর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা।

- জাতিসংঘের মহাসচিব ৪ দিনের জন্য বাংলাদেশ সফরে আসতেছে। ইমাজিন! যেটা কেউ পারে নাই, সেটা ইউনুস পারতেছে। গুতেরেসের সফর এই সরকারের ওয়ার্ল্ডওয়াইড রিকগনিশন বাড়াবে৷

অনেক কিছু বলা সহজ। গাইলানো সহজ৷ নির্বাচন দ্রুত চাওয়াও সহজ৷ বিএনপি সবসময় নির্বাচন চাইতেছে জাস্ট একটু চাপে রাখার জন্য এবং পলিটিক্যাল এক্টিভিজম হিসেবে৷ বিএনপির হাই-কমান্ড জানে যে, হাসিনার রেখে যাওয়া ধ্বজভঙ্গ অর্থনীতিকে বিএনপি আইসা সোজা করতে ঘাম ছুইটা যাবে। উপরন্তু, অর্থনীতি, দ্রব্যমূল্য, মুদ্রাস্ফীতি ঠিক রাখতে না পারলে বিএনপির ক্ষমতায় আসলেও যে টিকতে মুশকিল হবে, এটা ভালো করেই জানে।

ইউনুস সাব হিমশিম খাইতেছে অনেক কিছু করতে। ধ্বজভঙ্গ একটা দেশ এবং চুতিয়া একটা জাতিকে ঠিক করতে। তারপরও, অনেক কিছু করতেছে এবং করবে। একটু ক্ল্যাপ দেন লোকটারে। ইন্টেরিমকে একটু সাহস দেন।

লিখেছেন: Mustafa al hossain akil

Happy New Year 2025.
01/01/2025

Happy New Year 2025.

ওকে😕
14/12/2024

ওকে😕

মোরা আকাশের মতো বাধাহীন।বিপিলের নতুন মাসকট❤️
14/11/2024

মোরা আকাশের মতো বাধাহীন।

বিপিলের নতুন মাসকট❤️

বর্তমান পৃথিবীর বুকে ঈমান বিধ্বংসী, শরীয়ত পরিপন্থী, অযৌক্তিক, অবাস্তব, মানবতার জন্য ভয়ংকর এক কুফুরি মতবাদের নাম হলো, (...
28/09/2024

বর্তমান পৃথিবীর বুকে ঈমান বিধ্বংসী, শরীয়ত পরিপন্থী, অযৌক্তিক, অবাস্তব, মানবতার জন্য ভয়ংকর এক কুফুরি মতবাদের নাম হলো, ( Transgender ) ট্রান্সজেন্ডার মতবাদ। Transgender মূলত LGBT (এলজিবিটি ) আন্দোলনের একটি অংশ। যে আন্দোলনটা পরিপূর্ণ শুরু হয়েছিল ১৯৯০ সাল থেকে। সামগ্রিকভাবে “এলজিবিটি” বলতে বোঝায়, “লেসবিয়ান(lesbian), গে(gay), বাইসেক্সুয়াল(bisexual) ও ট্রান্সজেন্ডার(Transgender)” অর্থাৎ, নারী ও পুরুষ সমকামী, উভকামী ও রূপান্তরকামী।

12/08/2024

অন্তর্বর্তীকালীন সরকারের কোন মন্ত্রণালয়ের দায়িত্ব কার হাতে?

স্বপরিবারে ভারত যাওয়ার সময় আখাউড়ায় আটক শ্যামল দত্ত
07/08/2024

স্বপরিবারে ভারত যাওয়ার সময় আখাউড়ায় আটক শ্যামল দত্ত

07/08/2024

জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে হারুনকে । Filhal Bangla । Bangla Khobro | Ajker News | আজকের খবর

জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে হারুনকে। সে এখন নিজের বাসাতেই আছেন। বিস্তারিত কমেন্ট থেকে পড়ে নিন।
06/08/2024

জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে হারুনকে। সে এখন নিজের বাসাতেই আছেন।

বিস্তারিত কমেন্ট থেকে পড়ে নিন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Filhal Bangla। ফিলহাল বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Filhal Bangla। ফিলহাল বাংলা:

Share

Category