Nazmul Amin Ishaan

Nazmul Amin Ishaan Motion-graphics & Video Editor | Storyteller আমাদের পূর্বের কাজ দেখুন এখানে ক্লিক করেঃ https://tinyurl.com/yckhayaa

এমন মেটিকুলাস ডিজাইনের ভিডিও এডিটিং কোর্স মডিউল আর কে দিবে আপনাকে?? 🙄 তবে হ্যাঁ, এই মডিউল দেখে অন্য কোন মেন্টর কপি করে ফ...
30/08/2025

এমন মেটিকুলাস ডিজাইনের ভিডিও এডিটিং কোর্স মডিউল আর কে দিবে আপনাকে?? 🙄 তবে হ্যাঁ, এই মডিউল দেখে অন্য কোন মেন্টর কপি করে ফেললে তো আর বলার কিছু নাই!!

বাট আমার মতো ২৪ ঘন্টা অনলাই লাইভ সাপোর্ট কে নিশ্চিত করবে? কিভাবে করবে??

নেক্সট ব্যাচ, অর্থাৎ ব্যাচ-০৩ (B3) আগের ব্যাচের থেকে বেশ আলাদা। চেক করে নিন কোর্স মডিউলঃ https://docs.google.com/spreadsheets/d/1VEzXIRGQHBTkvvnRCyFnH5XMkARMotw6kIMvn_r98O4/edit?usp=sharing

প্রতি রবি, বৃহষ্পতিবার মেইন লাইভ ক্লাস হবে।

দেখে নেন কি কি স্ক্যাম চলে আমার কোর্সে?? কোটি টাকা কামাই করার গল্প??প্রচুর মোটিভেশন?দেখে নিন নিজ চোখে!এই বছরের শুরুর দিক...
29/08/2025

দেখে নেন কি কি স্ক্যাম চলে আমার কোর্সে??

কোটি টাকা কামাই করার গল্প??
প্রচুর মোটিভেশন?

দেখে নিন নিজ চোখে!

এই বছরের শুরুর দিকে একটা ব্যাচের একটা ক্লাস!

মানুষ ক্যারেক্টারের হাঁটা (পার্ট ০১): https://youtu.be/qKf7KY3Fo88
মানুষ ক্যারেক্টারের হাঁটা (পার্ট ০২): https://youtu.be/KYIBxeuZiPM

29/08/2025

Video Editing Course বিক্রির ভিডিওর অবস্থা এমন কেন!! 😅

মূলতঃ এখানে যা দেখছেন,
এটা ভিডিও এডিটিং শুরু করার একেবারে First Step

এই স্টেপে Video Editor হিসেবে আপনি অনেক সময় PP0 ফুটেজ পেতে পারেন, মানে নরমালি যেমন আমরা কালার দেখে অভ্যস্ত, সেরকম নরমাল কালারের ফুটেজ।

আবার একটু ভালো প্রডাকশন কোয়ালিটি মেইনটেইন করলে, আপনি পেতে পারেন PP8 বা অন্য কোন Picture Profile এর ফুটেজ, যাকে সহজ বাংলায় বলে Log Footage. (Log Footage আবার অনেক রকম হয়, সেই আলাপ নেক্সট পোস্টে করবো।)

যাইহোক, তো এই Log Footage খালি চোখে দেখতে সুন্দর হয় না। আমার এই ভিডিওতে যা দেখতেসেন এটা এখনো Log Footage, কেমন যেন ঘোলা ঘোলা, রং নাই, ছন্নছাড়া অবস্থা!!

আসলে দেখতে এমন অসুন্দর হলেও, এই Log Footage এ নরমাল ফুটেজের চেয়ে অনেক বেশি Color Information থাকে। এই কালার ইনফরমেশন কাজে লাগিয়ে পরবর্তীতে এটার Color Correction/ Grading করে অনেক সুন্দর করে ফেলা হয়।

ভিডিও এডিটিং -এ কালার কারেকশন/ গ্রেডিং হলো Second Step!
First Step হলো 👉রাফকাট (Rough Cut)

মূলতঃ এখানে যেই ভিডিও দেখছেন, এটার জাস্ট ফার্স্ট স্টেপ (Rough Cut) কমপ্লিট করা হয়েছে। এবার চলেন 👉রাফকাট (Rough Cut) টা বুঝি!!

✅অনেক ভিডিও আমরা ২টা/ তার বেশি ক্যামেরা দিয়ে একাধিক এংগেলে শ্যুট করি। কিংবা আমরা ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় ভুল-ভাল বলে ফেলি।

রাফকাট step টায় এই সমস্ত ভুল কথা/ False Frame/ বা অন্যান্য প্রবলেমগুলো কেটে ফেলা হয়। এছাড়াও যদি একাধিক এঙ্গেলের ফ্রেম থাকে ভিডিওতে সেগুলো সেট করা হয়, মানে কোন জায়গায় কোন এঙ্গেলের ফুটেজ দেখানো হবে, সেটা ঠিক করা হয়।

এছাড়াও, যদি ভিডিও 100% স্ক্রিপ্টেড না হয়, তাহলে বিভিন্ন কথা/বক্তব্য আগে - পরে বসিয়ে Story Build-up করা হয়।

পুরো প্রসেসটা Adobe Premiere Pro- তে করে। আপনি চাইলে অবশ্য CapCut এ করতে পারেন। বা অনেকে যারা After Effects এ বেশি অভ্যস্থ মাঝে মাঝে After Effects এ-ই করে ফেলে এই স্টেপ!! যেটা করা উচিত না আর কি 😅

অনেকে রাফকাট স্টেপ-এ Framing ঠিক করে ফেলে, আবার অনেকে করে না। যেমনঃ আমার ভিডিওতে আমি Framing ঠিক করি নাই। আমার প্ল্যান যখন আমি Texts, Effects, B-roll ইত্যাদি বসাবো তখন Framing Finalization করবো, কারণ আমি ফ্রেমিং Dynamic এন্ড Interactive করবো।

রাফকাট ভিডিও ২-ভাবে Main Editing এর জন্য নেওয়া যায়
(১) এটা আলাদাভাবে Export করে ফেলে
(২) Pr এর সাথে Ae Dynamic Link করে

নেক্সট পোস্টে কালার কারেকশন/ গ্রেডিং এবং ডায়নামিক লিংক নিয়ে কথা বলবো। আপাততঃ আজ শেষ করি।

Btw, আমার ভিডিও এডিটিং কোর্সের নাম Advanced Editing Course। কারণ, এখানে এডিটিং, মোশনগ্রাফিক্স, এনিমেশন সবকিছু মিলিয়ে ফুল 360 degree angle এ যা যা দরকার একজন টপ ভিডিও এডিটর হতে, সবই থাকবে!!

মজার ব্যাপার, এইটার মধ্যেই Photoshop, Illustrator ও দেখাবো। কারণ, এগুলা না জানলে মোশনগ্রাফিক্স কেম্নে করবেন??

বিশ্বাস না হলে আমার Students' Group চেক করেন 👀https://www.facebook.com/groups/654261747697542/

Student's Review on class quality 😇
25/08/2025

Student's Review on class quality 😇

28/07/2025

❌ যদি আপনি কেবল ভিডিও এডিটিং শিখেন, তাহলে আপনার ক্যারিয়ার ঝুঁকিতে। ❌❌

✅ যদি আপনি স্টোরি টেলার হয়ে উঠেন- তাহলেই রাজত্ব্য করবেন আগামী দুনিয়া।

কারণ, স্টোরি একটা পাওয়ারফুল টুল। যে গল্প বলতে জানে, সে বেচতে জানে! আর যে বেচতে জানে তার জন্য সারা দুনিয়া পাগল! 🔥

তাই, বুদ্ধি কাজে লাগান। আজকের দুনিয়ায় শুধুমাত্র ভিডিও এডিটিং শিখবেন না, শিখুন কিভাবে ভিডিওর মাধ্যমে স্টোরি বিল্ড-আপ করা যায়। কিভাবে ভিডিও দিয়ে কোম্পানি/ ক্লায়েন্টের বিজনেসে শক্তিশালী ভূমিকা রাখা যায়।

আর সবকিছু Zero থেকে শিখে Advanced Video Editor হয়ে উঠতে ভর্তি হন আমার "জেনারেল এডভান্সড ভিডিও এডিটিং" কোর্সে।

যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কতটুকু শেখাতে পারি। যারা চেনেন না তাদের জন্য বলি- কোর্স নিয়ে অসন্তুষ্ট থাকলে 100% মানিব্যাক করে দিবো।

তাই চোখ বন্ধ করে ভর্তি হয়ে যান- এখানে আপনার হারানোর নেই কিছুই, বরং Gain করতে পারেন সলিড ফিউচারপ্রুফ ক্যারিয়ার

🌙✨ Eid Mubarak! ✨🌙Wishing you all a joyful and peaceful Eid ul Adha!May this beautiful day fill your heart with gratitud...
06/06/2025

🌙✨ Eid Mubarak! ✨🌙

Wishing you all a joyful and peaceful Eid ul Adha!
May this beautiful day fill your heart with gratitude, your soul with peace, and your life with countless blessings.
Keep learning, keep growing and never stop striving for your goals.
May Allah accept all your prayers and sacrifices. Ameen.

With love and duas,
— Ishaan Bhai 🌟

আমি যখন বলি মেন্টরিং-এ আমার থেকে ভালো আর কেউ নাই। তখন তো বিশ্বাস করেন না 😜 বিশ্বাস করেন খালি স্ক্রিনশট! এই নেন দিলাম স্ক...
17/11/2024

আমি যখন বলি মেন্টরিং-এ আমার থেকে ভালো আর কেউ নাই। তখন তো বিশ্বাস করেন না 😜 বিশ্বাস করেন খালি স্ক্রিনশট! এই নেন দিলাম স্ক্রিনশট। 🤣🤣

বাই দ্যা ওয়ে... এটা ওপেন থ্রেড। আমার ব্যাচ-০১ এর Student যারা ৬ নং ক্লাস (Color Correction) করসেন এখানেও ওপেন মতামত জানাইতে পারেন।

কারা জানেন না?? এটা মুখস্থ করেন।সাথে এটা মনে রাখবেন এখানে সবকিছু 1K এর হিসাব দেওয়া হইসে।দুইপাশেই 2 করে গুণ করতে থাকলে এট...
09/11/2024

কারা জানেন না?? এটা মুখস্থ করেন।
সাথে এটা মনে রাখবেন এখানে সবকিছু 1K এর হিসাব দেওয়া হইসে।
দুইপাশেই 2 করে গুণ করতে থাকলে এটা 4K করে বাড়বে।

এক্সাম্পলঃ

Youtuber এর 1080/1K এর জন্য- 1920x1080
Youtuber এর 4K এর জন্য- 3840x2160
Youtuber এর 8K এর জন্য- 7680x4320

Someone asked me: Why all that effort for?I replied: for the family
23/09/2024

Someone asked me: Why all that effort for?
I replied: for the family

"ভাইয়া আমি অনেক স্ট্রাগলের মধ্যে আছি, আমার এই বিপদ, ঐ বিপদ!" কেউ কেউ এ ধরণের কথা বলে আমাকে এবং Mostly আর্থিক দুর্গতির কথ...
14/06/2024

"ভাইয়া আমি অনেক স্ট্রাগলের মধ্যে আছি, আমার এই বিপদ, ঐ বিপদ!" কেউ কেউ এ ধরণের কথা বলে আমাকে এবং Mostly আর্থিক দুর্গতির কথা তুলে ধরে এবং বলে ভিডিও এডিটিং/ মোশনগ্রাফিক্স/ এনিমেশন ইত্যাদি শিখতেসি কিন্তু সুবিধা করতে পারতেসি না।

-"Proper প্ল্যানিং করে আগান, আর কঠোর পরিশ্রম করেন।"
-"ভাইয়া আমি তো কঠোর পরিশ্রম করি!"

-"কতক্ষন?"
-"ডেইলি ২/৪ ঘন্টা কাজ করি"

-"ডেইলি ১৮ ঘন্টা প্র্যাকটিস না করলে সেটাকে আমি পরিশ্রম-ই মনে করি না, আর আপনি বলতেসেন 'কঠোর' পরিশ্রম করেন??"

আসলে এভাবে হয় না...
আপনি যেই পথ ধরেই আগাতে চান না কেন,
পরিশ্রম করেই আগাতে হবে, পরিশ্রম করলেই সফল হবেন।
Success is no accident!

একটা কথা মাথায় রাখবেন- আপনার বয়স ২০-২৪ মধ্যে থাকতে থাকতেই একটা Core Skill অর্জন করে ফেলতে হবে, সেটা যেটাই হোক না কেন। বলতেসি না- এডিটিং, ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং ইত্যাদি কম্পিউটার নির্ভর কাজকর্ম হতে হবে,

হতে পারে আপনার পড়াশোনার লাইনের কিছু, বা আপনি যেদিকে ক্যারিয়ার নিতে চাচ্ছেন সেদিকের কিছু। বাট, Core Skill অর্জন করতেই হবে। কারণ- একজন ছেলে হিসেবে আপনি ২৬ বছর বয়সটা পার হলেই রিয়েলিটি'র উত্তাপ টের পাওয়া শুরু করবেন।

Don't worry হাড়ভাঙ্গা পরিশ্রম করেন,
সব ঠিক হয়ে যাবে।

AI হঠাও, জগত বাঁচাও!!! এত রাগারাগি, রেষারেষি কিসের আপনার AI এর সাথে? AI তো আপনার গার্ল্ফ্রেন্ডকে ভাগায়ে নিয়ে যাওয়া কোনো ...
03/06/2024

AI হঠাও, জগত বাঁচাও!!!

এত রাগারাগি, রেষারেষি কিসের আপনার AI এর সাথে? AI তো আপনার গার্ল্ফ্রেন্ডকে ভাগায়ে নিয়ে যাওয়া কোনো স্বত্ত্বা না, যে এর বিরুদ্ধে দাঁড়ায় আছেন।

কিংবা ধরেন এতো কি প্রেম Photoshop এর সাথে? যে, Canva যখন দুইদিন আগে বললো bye bye photoshop - তখন আপনি রেগে গেলেন? Canva যদি আরো পাওয়ারফুল টুল হিসেবে আসে আপনি গ্রাফিক ডিজাইনার হিসেবে তো খুশি হবার কথা। AI এর শক্তি লিমিটলেস হচ্ছে- আপনার তো খুশি হবার কথা!

কিন্তু আপনি খুশি হচ্ছেন না, আপনি ভয় পাচ্ছেন, প্রতিবাদ করছেন, কারণ:

(১) আপনার স্কিলের উপর কনফিডেন্স নাই

(২) আপনার ক্রিয়েটিভিটি নাই, আর্টের ডেপথ নলেজ নাই।

(৩) সফটওয়্যার এতদিন একটা বাধা হিসেবে কাজ করতো যা অন্যদের টপকায়ে এরপরে আপনার ফিল্ডে আসতে হইতো, এখন এটা নাই, সো, কম্পিটিটর বেশি
আপনার

(৪) আপনার আল্লাহ কর্তৃক নির্ধারিত রি্যিক এর উপর ভরসা নাই।

(৫) আপনার নতুন কিছু শেখার ক্ষমতা নাই।

তাহলে বলেন তো এখন আপনার কী করা উচিত? অবশ্যই শেখা উচিত, AI শিখবেন, ক্যানভা শিখবেন, ক্যাপকাট শিখবেন, Chatgpt, midjourney হাজার হাজার AI টুলস শিখবেন। ভাই শিখেন.... শেখার একটা মজার ব্যাপার হলো একটা নতুন কিছু শিখলে পুরানো কিছু ভুলে যাওয়া লাগে না!! Human brain এর একচুয়াল ক্যাপাসিটি অনেক!! আমাদের ধারণারও বাইরে!!! শা** AI এর চেয়ে ও অনেক বেশি! আপনার ব্রেইন বানাইসে আল্লাহতায়ালা- এই ব্রেইনের উপরে ভরসা নাই আপনার..??

শুরু করেন শেখা, প্রথম ৪/৬ মাস কষ্ট হবে, পরে দেখবেন কাজ করতে গেলে আপনার নিজেকে আরো পাওয়ারফুল লাগতেসে।

Don't worry এটা একটা ট্রাঞ্জিশন পিরিয়ড,
সব ঠিক হয়ে যাবে।

একটামাত্র পেশা ছাড়া আর কোনো পেশার লোককে দেখবেন না যে ওপেনলি বলে বেড়াচ্ছে আমি এই মাসে $$$ ইনকাম করেছি! বাংলা ৳৳৳ ইনকাম কর...
01/06/2024

একটামাত্র পেশা ছাড়া আর কোনো পেশার লোককে দেখবেন না যে ওপেনলি বলে বেড়াচ্ছে আমি এই মাসে $$$ ইনকাম করেছি! বাংলা ৳৳৳ ইনকাম করেছি।

অনেক সেলসে কাজ করা লোকও, যার বেইজ বেতন ১২ হাজার টাকা, কোনো মাসে ভালো সেল করে লাখ টাকা কমিশন পেতে পারে, বাট আমি কখনো দেখি নাই কোনো সেলসের লোককে এমন কোন বিষয় ওপেন প্ল্যাটফর্মে বলে বেড়াচ্ছে!'

কোনো ডাক্তারকে দেখি নাই স্ট্যাটাস দিতে "আজ! আজ একদিনে ১০০ রোগী দেখলাম, নেট প্রফিট ১ লাখ টাকা :D "

কোনো ব্যাবসায়ীকে দেখি নাই "১ কোটি ডিল ডান✌️"

কোনো রিকশাওয়ালা ও কি বলে? "আজ ঝড়ের দিনে অতিরিক্ত কামাই হলো ১০ হাজার টাকা! আরো ঝড় চাই 😴"

আপনারা সবাই জানেন আমি কোন পেশার কথা বলছি। শেষে এসে শুধু এইটুকু বলতে চাই:

(১) ভালো থাকা - মন্দ থাকা নির্ভর করে আল্লাহ তা'আলার উপরে। তো, রিযিক যাইহোক সেটা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করুন, তাঁর কাছেই চান।

(২) আপনার রিযিক ফলাও করে প্রচারণ করবেন না কারণ "রুহের হায়" বলে একটা কথা আছে। হতে পারে এভাবে অদরকারে আপনার রিযিক দেখায়ে বেড়ালে আপনার রিযিক চলে যেতে পারে অন্য কোন মানুষের কাছে, যার এটা আপনার থেকে বেশি দরকার।

(৩) এভাবে সামাজিক মর্যাদা বাড়ে না, বরং আপনার অপরিপক্ক মানসিকতা সামনে চলে আসে।

আপনার নতুন টাকা হচ্ছে, খুব আনন্দের সংবাদ! সেই টাকার মর্যাদা দিতে শিখুন। সারাদিন "আমার টাকা আছে" "টাকা আছে" ধরণের স্ট্যাটাস দিয়ে বেড়ালে সেই টাকার মর্যাদাটা ক্ষুন্ন করেন। অসংখ্য ব্যর্থ মানুষের আফসোস বাড়ানোর কারণ হয়ে উঠেন আপনি।

Address

Rampura, Hatirjheel
Dhaka
1217

Telephone

+8801850002467

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Amin Ishaan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Amin Ishaan:

Share

Category