29/08/2025
Video Editing Course বিক্রির ভিডিওর অবস্থা এমন কেন!! 😅
মূলতঃ এখানে যা দেখছেন,
এটা ভিডিও এডিটিং শুরু করার একেবারে First Step
এই স্টেপে Video Editor হিসেবে আপনি অনেক সময় PP0 ফুটেজ পেতে পারেন, মানে নরমালি যেমন আমরা কালার দেখে অভ্যস্ত, সেরকম নরমাল কালারের ফুটেজ।
আবার একটু ভালো প্রডাকশন কোয়ালিটি মেইনটেইন করলে, আপনি পেতে পারেন PP8 বা অন্য কোন Picture Profile এর ফুটেজ, যাকে সহজ বাংলায় বলে Log Footage. (Log Footage আবার অনেক রকম হয়, সেই আলাপ নেক্সট পোস্টে করবো।)
যাইহোক, তো এই Log Footage খালি চোখে দেখতে সুন্দর হয় না। আমার এই ভিডিওতে যা দেখতেসেন এটা এখনো Log Footage, কেমন যেন ঘোলা ঘোলা, রং নাই, ছন্নছাড়া অবস্থা!!
আসলে দেখতে এমন অসুন্দর হলেও, এই Log Footage এ নরমাল ফুটেজের চেয়ে অনেক বেশি Color Information থাকে। এই কালার ইনফরমেশন কাজে লাগিয়ে পরবর্তীতে এটার Color Correction/ Grading করে অনেক সুন্দর করে ফেলা হয়।
ভিডিও এডিটিং -এ কালার কারেকশন/ গ্রেডিং হলো Second Step!
First Step হলো 👉রাফকাট (Rough Cut)
মূলতঃ এখানে যেই ভিডিও দেখছেন, এটার জাস্ট ফার্স্ট স্টেপ (Rough Cut) কমপ্লিট করা হয়েছে। এবার চলেন 👉রাফকাট (Rough Cut) টা বুঝি!!
✅অনেক ভিডিও আমরা ২টা/ তার বেশি ক্যামেরা দিয়ে একাধিক এংগেলে শ্যুট করি। কিংবা আমরা ভিডিও শ্যুট করতে গেলে অনেক সময় ভুল-ভাল বলে ফেলি।
রাফকাট step টায় এই সমস্ত ভুল কথা/ False Frame/ বা অন্যান্য প্রবলেমগুলো কেটে ফেলা হয়। এছাড়াও যদি একাধিক এঙ্গেলের ফ্রেম থাকে ভিডিওতে সেগুলো সেট করা হয়, মানে কোন জায়গায় কোন এঙ্গেলের ফুটেজ দেখানো হবে, সেটা ঠিক করা হয়।
এছাড়াও, যদি ভিডিও 100% স্ক্রিপ্টেড না হয়, তাহলে বিভিন্ন কথা/বক্তব্য আগে - পরে বসিয়ে Story Build-up করা হয়।
পুরো প্রসেসটা Adobe Premiere Pro- তে করে। আপনি চাইলে অবশ্য CapCut এ করতে পারেন। বা অনেকে যারা After Effects এ বেশি অভ্যস্থ মাঝে মাঝে After Effects এ-ই করে ফেলে এই স্টেপ!! যেটা করা উচিত না আর কি 😅
অনেকে রাফকাট স্টেপ-এ Framing ঠিক করে ফেলে, আবার অনেকে করে না। যেমনঃ আমার ভিডিওতে আমি Framing ঠিক করি নাই। আমার প্ল্যান যখন আমি Texts, Effects, B-roll ইত্যাদি বসাবো তখন Framing Finalization করবো, কারণ আমি ফ্রেমিং Dynamic এন্ড Interactive করবো।
রাফকাট ভিডিও ২-ভাবে Main Editing এর জন্য নেওয়া যায়
(১) এটা আলাদাভাবে Export করে ফেলে
(২) Pr এর সাথে Ae Dynamic Link করে
নেক্সট পোস্টে কালার কারেকশন/ গ্রেডিং এবং ডায়নামিক লিংক নিয়ে কথা বলবো। আপাততঃ আজ শেষ করি।
Btw, আমার ভিডিও এডিটিং কোর্সের নাম Advanced Editing Course। কারণ, এখানে এডিটিং, মোশনগ্রাফিক্স, এনিমেশন সবকিছু মিলিয়ে ফুল 360 degree angle এ যা যা দরকার একজন টপ ভিডিও এডিটর হতে, সবই থাকবে!!
মজার ব্যাপার, এইটার মধ্যেই Photoshop, Illustrator ও দেখাবো। কারণ, এগুলা না জানলে মোশনগ্রাফিক্স কেম্নে করবেন??
বিশ্বাস না হলে আমার Students' Group চেক করেন 👀https://www.facebook.com/groups/654261747697542/