Hasan Ahamad

Hasan Ahamad “Nobody Cares about your story until you win, so win.”

04/04/2025

কাল যে বাড়ি থেকে লাশ উঠিয়েছি। আজ সে বাড়ি থেকে পোলাও কোরমার ঘ্রাণ আসছে!
এই নিছক দুনিয়া আপনার কেউ না। আপনার জন্য কোন কিছুই অপেক্ষা করবেনা।

আহারে কিছুদিন আগেও একবার আগুনে পুড়েছিল এখন আবার😢
11/03/2025

আহারে কিছুদিন আগেও একবার আগুনে পুড়েছিল এখন আবার😢

___নাটোর শহরে অনেকের পরিচিত ছবির এ মানুষটির নাম মোঃ ইউনুস আলী। শহরের অদুরে রথবাড়ী হাফরাস্তায় তার বাড়ী। পেশায় কোয়েল পাখী ...
09/03/2025

___নাটোর শহরে অনেকের পরিচিত ছবির এ মানুষটির নাম মোঃ ইউনুস আলী। শহরের অদুরে রথবাড়ী হাফরাস্তায় তার বাড়ী। পেশায় কোয়েল পাখী বিক্রেতা। তার অবস্থান হচ্ছে নিচাবাজার মাছ বাজারে ঢোকার প্রবেশ পথের রাস্তায় পিলারের কোনে। অধিকাংশ দিনই বসে।
_____কোয়েল পাখি কেনার উদ্দেশ্যে আপনি তার সামনে দাঁড়ালে সে হয় মাথা নীচু করে থাকবে কিংবা বড় দু’চোখ বের করে আপনার মুখের দিকে তাকাবে। কথাবার্তা একেবারে স্বাভাবিক। দরদাম মিটে গেলে পাখি জবেহ করে পরিস্কারের দায়িত্ব তার। সে হয়তো আপনাকে ১৫ মিনিট ঘুরে আসতে বলবে। আপনি ফিরে দেখবেন, পাখি পরিস্কার করে ঝুড়ির সামনে রাখা আছে। আপনি টাকা দেয়ার সময় লক্ষ্য করবেন সে আপনার দিকে তাকিয়ে আছে কিন্তু হাত বাড়িয়ে টাকা নিচ্ছে না। আপনি টাকা নেয়ার জন্য আবারো তাগিদ দিলে সে হাত বাড়িয়ে দিয়ে বলবে ‘আমি অন্ধ’। কত দিলেন,… তখন আপনি কিছুটা হলেও হোচট খাবেন। আপনার বিস্ময় আরো ঘনীভুত হবে আপনি যখন দেখবেন, তার দুই হাত এবং দুই পা-টাও অকেজো।
____কথা বলছিলাম ইউনুস আলির সাথে। তাঁর ভাষ্যমতে- ৮ বছর বয়সে এক অজানা রোগে তার দুই চোখ অন্ধ হয়ে যায়। প্যারালাইসড হয় তার দুই পা এবং দুই হাত। শারিরিক প্রতিবন্ধীতার কারণে তার বিয়ে করা সম্ভব হয়ে উঠেনি। অভাবের সংসারে বাড়ীতে রয়েছে তার মা ও বোন।
___বয়স বাড়ার সাথে সাথে অন্যের কাছে হাত পাতার চেয়ে বেছে নিয়েছেন এ ব্যবসা। বাড়ীতে মা পাখির দেখাশোনা করে। একটি পরিচিত ভ্যানে করে সকাল ১০ টায় এখানে আসে, আবার দুপুর পর সে ভ্যানে করেই বাড়ী যায়। মাসিক ৬/৭ হাজার টাকা লাভ করে টেনে টুনে চালায় সংসার। বড় কোন প্রত্যাশা নেই, নেই স্রষ্টার প্রতি কোন অভিযোগ। আলহামদুলিল্লাহ........
আমি ইউনুস আলিকে কোন আর্থিক সাহায্য করার জন্য এ ষ্ট্যাটাসটি দিচ্ছি না। এটি লিখলাম- বিবেকের একটি দায়বদ্ধতা থেকে….
_____ইউনুস আলীর এই অন্ধত্বের সুযোগ নিয়ে কিছু মানুষ ক্রেতা সেজে পাখি পরিস্কার করতে বলে । এরপর ইউনুস আলী পাখি ছিলে সামনে রেখে দেয়। একসময় সেই কথিত ক্রেতা তার সামনে থেকেই টাকা না দিয়ে পাখি নিয়ে সরে পড়ে। অন্ধের চোখ অনেকক্ষণ পর খাচার উপরে রাখা পাখিগুলো হাতড়িয়ে আর পায় না।
____অনেকে পাখি কিনে নকল টাকা দেয়। ইউনুস আলী সে টাকা চিনতে পারে না। অন্ধদের জন্য টাকা চেনার জন্য ব্যাংক নোটের একপাশে ব্লাইন্ড ডট সংযোজিত থাকে যা স্পর্শ করলে বোঝা যায়। ইউনুস আলীকে সে পদ্ধতি কেউ শেখায়নি। ফলে সে প্রতারিত হয়েও চুপ থাকে, দীর্ঘনিশ্বাস ছাড়ে। মজলুমের সে নিশ্বাস প্রতারিত ক্রেতা পর্যন্ত পৌছে কি-না সেটিও তার অজানা…..

07/03/2025

আলহামদুলিল্লাহ
আজ রমজানের প্রথম জুম্মা
সবাইকে জানাই
জুম্মা মোবারক

05/03/2025

সব থেকে বেশি সময় রোজা রাখতে হয় যে দেশে

04/03/2025

বাবা ছাড়া এটা আপনার কততম রমজান?

04/03/2025

এতিম খানার দেয়ালে ইটের টুকরা দিয়ে লেখা ছিল, চাওয়ার ছিলো অনেক, কিন্তু পাইনি আমি কিছু, আরেকটি বার ফিরে এসো আব্বু কথা ছিলো কিছু।

18/02/2025

বিশ্বজয়ী হাফেজ তাকরিম ভালো আছে, বেচেঁ আছে আলহামদুলিল্লাহ। এটা অন্য তাকরিম ছিল। কেউ গুজবে কান না দেই। মিথ্যা পোস্ট না করি।

পুরুষ আটকায় তার চি'ন্তায়! চিন্তা আমার কাছ থেকে সব/কিছু কেড়ে নিয়েছে। 💔
17/02/2025

পুরুষ আটকায় তার চি'ন্তায়!
চিন্তা আমার কাছ থেকে সব/কিছু কেড়ে নিয়েছে। 💔

15/02/2025

এই পোস্টটা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করুন

13/02/2025

গলা কা'টা অবস্থায় ছাত্রলীকের ৬ ভাইকে পাওয়া গেছে।
😭
(প্রথম কমেন্টে ছবি)

11/02/2025

ফেসবুকে 'বিদায় বাংলাদেশ' লিখে নিজ বাড়িতে আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার! মানে কিয়েক্টা অবস্থা, পালিয়ে বেড়াইও শান্তি নাই!😬

Address

Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Ahamad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Ahamad:

Share

Category