12/10/2023
কয়েক বছরের রিলেশন আপনার।তাই আপনি ভাবছেন এখন রিলেশন ভেঙে দিলে তার মন ভেঙে যাবে।
আবার এও মাথায় ঘুরছে_হারাম রিলেশন রাখা ঠিক না।বিয়ে ও করা সম্ভব না।কি করবেন আপনি???
আপনার অবস্থা ধরতে গেলে এমন" স্বাদের জন্য ছাড়তে পারছি না আবার কাটার জন্য গিলতে ও পারছি না "
তাহলে কি করার ??? ভাবছেন হয়তো তার অভিশাপ লাগবে।ছাড়তে গিয়ে বারবার চোখের সামনে ভেসে উঠছে , সে আপনার কোমল হাত ধরে বলছিল ,,,
* জান, কলিজা আমি তোমাকে ছাড়া বাচবো না , আমাকে কখনো ছেড়ে চলে যেও না,
বিশ্বাস ভঙ করো না *
আহ ! কতই না আকুতি, মায়া জড়ানো আবেগ,
এসব কিভাবে ছাড়বেন???
আসুন এবার যাই অন্য কথায়_____
💥আপনি তার বাঁচা, মরা নিয়ে ভাবছেন খুব!!!অথচ যে রবের অনুগ্রহে আপনি বেচে আছেন ,তার জন্য আপনার কোন কৃতজ্ঞতা নেই!!???
💥আপনি যার মন ভাঙার কথা চিন্তা করছেন ,,মনে রাখবেন তার মন রক্ষা করতে গিয়ে আপনি আপনার স্রষ্টার মন ভেঙে দিচ্ছেন ।আপনার রবের আমানত নষ্ট করছেন ।
💥আপনি যার অভিশাপের ভয়ে এই হারাম রিলেশন থেকে বের হতে পারছেন না মনে রাখবেন আপনার দিবারাত্রির পাহারায় যেসব ফেরেস্তা আছে তারা আপনাকে প্রতিনিয়ত অভিশাপ দিচ্ছে ।
💥 আপনি যে হারাম সম্পর্কের বিশ্বাস রক্ষা নিয়ে এতই চিন্তা করে যাচ্ছেন । ভুলে যাবেন না , এক অদৃশ্য স্রষ্টার উপর বিশ্বাস রেখেই আপনি কালেমায়ে শাহাদাত উচচারণ করেছিলেন , তাওহিদের বানি ঠোঁটে নিয়ে , দ্বীনের ভেতর প্রবেশ করেছেন ।আপনাকে এখানে হালাল হারাম চিনিয়ে দেয়া হয়েছে। তাহলে কিভাবে রবের বিশ্বাস ভেঙে দিতে পারেন??
💥 এই যে বারবার পিছিয়ে যাচ্ছেন এই রিলেশন রাখা না রাখার দোটানায় , ভুলে যাবেন না আপনার কাছে আপনি নিজেই রবের আমানত ।আপনার মন,চিন্তা, চেতনা কেবল রবের সাথে রিলেশন রাখার জন্য ।
💥সামান্য একটা মানুষের ভয়ে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন !আপনার কি সেই মহান প্রভু কে ভয় লাগে না,যিনি আপনাকে তৈরি করেছেন আবার শেষ করে দিবেন???রবের ভয়ে কি আপনার মন কাপে না??
💥আপনার আবেগী মনে একজন হারাম নারী/পুরুষের জন্য এতই প্রেম??সে রবের প্রেম কি আপনার চোখে পরে না????এত ভালোবেসে পরম যত্নে যিনি আপনাকে তৈরী করেছেন , তার এ প্রেম কি আপনার অনুভব হয় না!!??
যদি বুঝতে পারেন ,আপনার রবের প্রেম। তাহলে এখনই সময় হারাম রিলেশনের দুয়ারে দেয়াল তুলে দিয়ে ফিরে আসুন দ্বীনের পথে ।
ভাববেন না ওই মানুষের অভিশাপ লেগে আপনার জীবন ছাড়খাড় হয়ে যাবে। যিনি আপনার মালিক তাকে সন্তুষ্ট করুন, পুরো দুনিয়া আপনার পায়ের তলায় লুটিয়ে পড়বে।
যে রিলেশনের হালাল ভিত্তি নেই তার জন্য বিশ্বাস রক্ষা করার কথা চিন্তা করাও হারামের মধ্যে পরে ।
হতাশ হবেন না, দুনিয়ার জমিনে মানুষের মনে ক্ষমা না থাকলে ও আরশের মালিকের কাছে ক্ষমার অভাব নেই।
আল্লাহকে খুশি করতে গিয়ে যদি কারো মন ভঙ্গ করতে হয় তাহলে সেই মন ভাঙ্গা ফরজ
মানে এটা রবের হুকুম আর তুমি রবের হুকুম ভঙ্গ করে পোস্ট কর আল্লাহই আমার জন্য যথেষ্ঠ এটা কেমন জানি রবের সাথে মসকরা হয়ে গেল না?
ফিরে আসুন রবের দিকে,,,,,,,!