Rahman The Noob

Rahman The Noob �23�August
�BD�
�Am not bad boy�
�single
�No smoking
�Respect for Everyone���

18/06/2023

শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়

আর তোমাদেরকে অশ্লীল কাজ করতে তাগাদা দেয়।

[সূরা আল বাক্বারা-২৬৮]

16/06/2023

দিন দিন যত বড় হইতেসি, ততই বুঝতেসি, আমার বাপ মায়ের স্ট্রিক্টনেস, শাসন আর নিষেধ আমার জন্য কতটা ব্লেসিংস ছিলো।

যারা যারা এখনও ছোট আছেন, বাবা মা ট্যুরে যাইতে দেয় না, সন্ধ্যার পর বাইরে থাকতে দেয় না, ফোন টিপতে দেয় না বলে পাহাড় পরিমাণ অভিমান আর ক্ষোভের সাগর লুকাইয়া রাখসেন, আপনারা আরেকটু ওয়েট করেন প্লিজ!!

আরেকটু বড় হোন। দুনিয়াটা আরেকটু দেখেন। মানুষগুলোরে আরেকটু চেনেন। দেখবেন, মা বাবাদের বলা অনেক কথাই আপনি ধীরে ধীরে বুঝতে শিখে গেছেন। মা বাবারা কখনোই মিথ্যা বলে না, জাস্ট আমাদের ঐ সত্যটা বোঝার জন্য একটু ওয়েট করা লাগে।

একটা জিনিস মাথায় রাইখেন, স্ট্রিক্ট মা বাবা হইতেসে মেডিসিনের মতো। খাইতে তিতা, বিরক্তিকর এবং প্যারাদায়ক, বাট দিনশেষে এই প্যারাদায়ক জিনিসটাই আমাদের জীবনকে আশেপাশের হাজারটা প্যারা থেকে মুক্ত রাখে।
©©

16/06/2023

সত্যি কথা
বলতে গিয়ে যদি আপন মানুষ
পর হয়ে
যায় তবুও তুমি সত্যি কথাই
বলো কারণ কারো
কাছে পর হলেও আল্লাহর কাছে
হবে তুমি প্রিয়।💖

16/06/2023

মহান আল্লাহ বলেন,
হে মানুষ, যমীনে যা রয়েছে, তা থেকে হালাল পবিত্র বস্তু আহার কর এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয় সে তোমাদের জন্য সুস্পষ্ট শত্রু।
নিশ্চয় সে তোমাদেরকে আদেশ দেয় মন্দ ও অশ্লীল কাজের এবং আল্লাহর ব্যাপারে এমন কিছু বলতে, যা তোমরা জান না।

[সূরা আল বাক্বারাহ আয়াত ১৬৮-১৬৯]

15/06/2023

মানুষ যখন জিজ্ঞেস করে, আপনি কী কাজ করেন...?

আসলে সে তখন হিসেব করে নেয়, আপনাকে কতটুকু সন্মান দিতে হবে ।

15/06/2023

রাসূল ﷺ বলেছেন, মুমিনের জীবনে যত বড় বি*প*দ আসে, প্রতিটি বিপদের বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন। এমনকি কাঁটা ফুটলেও।

༎ সহীহ বুখারী : ৫৬৪০ ༎

14/06/2023

“আর তোমরা সত্যকে মিথ্যার জেনে বুঝে সত্য কে গোপন

সাথে মিশ্রিত করো না এবং

করো না।”

(আল বাকারা : ৪২)

14/06/2023

No One is Coming To Save You.

This Life is 100% Your

Responsibility......!

কেউ তোমাকে বাঁচাতে আসছে না।

এই জীবন 100% আপনার

দায়িত্ব......!

14/06/2023

যে মানুষগুলো শুধুমাত্র একটু আদর-যত্ন,ভালোবাসা এবং বিশ্বস্ততার কাঙ্গাল হয়,বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভাগ্যে এগুলোর কোনোটাই জুটে না!যে মানুষগুলো অল্পতেই সন্তুষ্ট থাকতে জানে,সেই মানুষগুলোর ভাগ্যে অল্পটুকুও জুটে না!

এমন মানুষগুলোর চাহিদা থাকে খুবই সীমিত,তবে তাদের সীমিত চাহিদা গুলোও পূরণ হয় না কখনো কখনো!তারা কারো সাথে প্রতারণা করে না ঠিকই,তবে তারাই বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণার শিকার হয়!

এমন মানুষগুলো তীব্র ভাবে ভালোবাসতে জানে।সামান্য একটু আদর-যত্ন কিংবা ভালোবাসা পেলে তারা নিজেকে বিলিয়ে দেয়!

এমন মানুষগুলো কারো না কারো কাছে নিজেকে জমা রাখতে চায়,কারো মাঝে প্রবল আসক্ত হতে চায়।তবে এমন মানুষগুলোর মাঝে সচরাচর কেউই আসক্ত হতে পারে না!তাদের মনটা বুঝার চেষ্টাটুকুও করে না কেউ!

দিনশেষে সামান্য একটু আদরযত্ন কিংবা ভালোবাসা চেয়েও যখন প্রাপ্তির খাতা শূন্য থাকে,ঠিক তখনই অভিমান করে।তবে এমন মানুষগুলোর অভিমান ভাঙ্গানোর কেউ থাকে না।এরা হুটহাট অভিমান করে।আর দিনশেষে নিজের প্রতি নিজের অভিমানের অনলে নিজেই পুড়তে থাকে!

এমন মানুষদের মন ভালো রাখারও কোনো অবলম্বন থাকে না,দিনশেষে এরা থাকে পুরোপুরি নিঃস্ব!

একটা সময় এমন মানুষগুলোই সবার থেকে নিজেকে গুটিয়ে নেয়।কেননা তারা জানে,পৃথিবীর কোনো সুখ তাদের জন্য নয়।তারা না কাউকে ভালো রাখতে পারে,আর না অন্য কেউ তাদের ভালো রাখার ক্ষমতা রাখে!তারা কেবল দিনশেষে নিজের অপ্রাপ্তির হিসাব এবং আক্ষেপগুলো জমা রাখে সৃষ্টিকর্তার দরবারে!

~মোঃ ফাহাদ মিয়া🌼

10/06/2023

"ভালোবাসা শেষ হয় মায়া না"!🖤🙂

�23�August
�BD�
�Am not bad boy�
�single
�No smoking
�Respect for Everyone���

10/06/2023

রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেন,

আমার কথা পৌঁছিয়ে দাও, প্রচার করো,তা যদি এক আয়াতও হয় -!!

[সহীহ বুখারী | হাদিস নং : ৩৪৬১]

09/06/2023

উত্তম কাজের প্রতিদান
উত্তম ছাড়া আর কি হতে পারে?
[সূরা আর-রহমান: ৬০]

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rahman The Noob posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share