10/06/2025
কর রেয়াত পেতে ৩০ জুনের মধ্যে নির্দিষ্ট খাতে বিনিয়োগ করুনঃ
আয়কর আইন-২০২৩ অনুযায়ী কর রেয়াত প্রাপ্তির জন্য অনুমোদিত বিনিয়োগ/দানের খাত সমূহ এবং রেয়াত নির্ণয়ঃ
প্রস্তাবিত আয়কর আইন ২০২৩ অনুসারে কোন ব্যক্তি করদাতা কর রেয়াত সুবিধা পেতে চাইলে তাঁকে নিচে উল্লেখিত এক/একাধিক খাতে বিনিয়োগ/দান করতে হবেঃ
১) নিজ/স্ত্রীর/নাবালক সন্তানের জীবন বীমা প্রিমিয়াম প্রদান (বীমা মূল্যর ১০% গ্রহণযোগ্য)।
২) হিন্দু অবিভক্ত পরিবারের ক্ষেত্রে পুরুষ সদস্য কিম্বা তার স্ত্রীর জীবন বিমার প্রিমিয়াম প্রদান।
৩) কোন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে "ডিপিএস " এ অর্থ জমা করা। (বার্ষিক ১২০,০০০/- গ্রহণযোগ্য)।
৪) ৫ লাখ টাকা পর্যন্ত সরকারি সিকিউরিটিজ/ইউনিট সার্টিফিকেট/মিউচুয়াল ফান্ড/ইটিএফ ক্ৰয়
৫) SEC এর অধীনে পরিচালিত কোন স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত সিকিউরিটিজ ক্রয়।
৬) ভবিষ্য তহবিলে নিয়োগকর্তা এবং কর্মচারীর সম্মিলত চাঁদা জমা।
৭) সরকারি কর্মকর্তা-কর্মচারী কতৃক তাদের প্রভিডেন্ড ফান্ডে জমা করা অর্থ।
৮) অনুমোদিত বার্ধক্য তহবিলে করদাতার দেয়া বার্ষিক চাঁদা।
৯) সরকারি কর্মচারীদের বার্ষিক বৃত্তি অথবা তার স্ত্রী/সন্তানদের নিরাপত্তার জন্য কর্তনকৃত অর্থ।
১০) স্ত্রী/ সন্তান/নির্ভরশীল কারো জন্য অনুমোদিত কল্যাণ তহবিল/যৌথ বিমা প্রিমিয়াম প্ৰদান
১১) যাকাত তহবিল/যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন-২০২৩ এ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে দেয়া অনুদান ।
১২) মুক্তিযুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত জাতীয় পর্যায়ের কোন প্রতিষ্ঠানে দেয়া অনুদান
১৩) প্রতিবন্ধীদের কল্যানে স্থাপিত অনুমোদিত কোন প্রতিষ্ঠানে অনুদান প্রদান।
১৪) অনুমোদিত দাতব্য হাসপাতালে দেয়া অনুদান যা সিটি কর্পোরেশন এলাকার বাহিরে অবস্থিত ।
১৫) সরকার অনুমোদিত জনকল্যাণমূলক/শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া অনুদান
✅ আয়কর রেয়াতের পরিমান নির্ধারিত হবে নিচের তিনটি বিষয়ের মধ্যে যেটি ছোট হবে:
১) মোট আয় (কর অব্যাহতি, হ্রাসকৃত কর হারের আয় ও নূন্যতম কর প্রযোজ্য আয় ব্যতিত) X ৩%
২) করদাতার প্রকৃত বিনিয়োগ এবং দান X ১৫%।
৩) ১০ লাখ টাকা।
বি.দ্রঃ- উপরোক্ত বিনিয়োগ/দানের কিছু কিছু ক্ষেত্রে অর্থ জমার সীমা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যথাযথ অনুমোদন এবং অবস্থানের বিষয়ে আইনে কিছু নির্দেশনা রয়েছে।
✅ আয়কর সংক্রান্ত এমন সব আপডেট পেতে পেইজের সাথেই থাকুন।
✅ আয়কর, ভ্যাট ও কোম্পানি সংক্রান্ত যে কোন পরামর্শ ও সেবা পেতে যোগাযোগ করুন।
মোহাম্মদ জামান
আয়কর পরামর্শক
01912-600600
#কররেয়াত #বিনিয়োগভাতা