নাজাতের বার্তা

নাজাতের বার্তা কোরআন সুন্নাহর বাণী তথা ইসলামের সঠিক তথ্য সবার মাঝে ছড়িয়ে দেয়াই নাজাতের বার্তা পেইজটির মূল উদ্দেশ্য।
(8)

04/11/2024









 #জুম_আর_দিনের_আমল!আসুন এক নজরে জেনে নেই জুম‘আর দিনের ফজিলত, করনীয় ও বর্জনীয় সমূহ সম্পর্কে।❏ফজিলতঃ১। সর্বশ্রেষ্ঠ দিন হল ...
01/11/2024

#জুম_আর_দিনের_আমল!
আসুন এক নজরে জেনে নেই জুম‘আর দিনের ফজিলত, করনীয় ও বর্জনীয় সমূহ সম্পর্কে।
❏ফজিলতঃ
১। সর্বশ্রেষ্ঠ দিন হল জুম’আর দিন। এই দিনে
আদম (আ.)কে সৃষ্টি করা হয়েছে, এই দিনে
তাকে জান্নাতে প্রবেশ করান হয়েছে, এই
দিনেই তাকে জান্নাত থেকে বাহির করা হয়।
আর এই দিন ছাড়া অন্য কোন দিনে ক্বিয়ামত
সংঘটিত হবে না।[মুসলিম, মিশকাত হা/ ১৩৫৬]

২। জুম’আর দিন সূরা কাহফ পড়া। এতে পাঠকের
জন্য আল্লাহ তায়ালা দুই জুম’আর মধ্যবর্তী
সময়কে আলোকিত করে দেন। (হাকেম ২/৩৬৮;
বায়হাকী ৩/২৪৯)

৩। আগে আগে জুমার সালাতে উপস্থিত
মুসল্লির জন্য রয়েছে যথাক্রমে
আল্লাহর রাস্তায় উট, গরু, দুম্বা, মুরগী এবং
ডিম দান করার সাওয়াব। (মুসনাদে শাফী
হা/৬২; জামে লি ইবনে ওহাব হা/ ২২৯, মুসনাদে
হুমাইদি হা/৯৬৩ )

৪। যথাযথভাবে জুম’আর সালাত আদায় কারী ও
চুপ করে খুতবা শ্রবণকারীর দুই জুমার মধ্যবর্তী
সময়ে তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
(মুসনাদে আবু দাউদ হা/৪৭৯)
❏করনীয়ঃ
১। জুম’আর দিন গোসল করা। যাদের উপর জুম’আ ফরজ তাদের জন্য এ দিনে গোসল করাকে রাসুল (ﷺ )ওয়াজিব করেছন।(বুখারীঃ ৮৭৭, ৮৭৮, ৮৮০,৮৯৭, ৮৯৮)

#পরিচ্ছন্নতার অংশ হিসাবে সেদিন
নখ ও চুল কাটা একটি ভাল কাজ।

২। জুম’আর সালাতের জন্য সুগন্ধি ব্যবহার করা।
(বুখারীঃ ৮৮০)

৩। মিস্ওয়াক করা।
(ইবনে মাজাহঃ ১০৯৮,
বুখারীঃ৮৮৭, ইঃফাঃ৮৪৩)

৪। গায়ে তেল ব্যবহার করা।
(বুখারীঃ৮৮৩)

৫। উত্তম পোশাক পরিধান করে জুম’আ আদায় করা। (ইবনে মাজাহঃ১০৯৭)

৬। মুসুল্লীদের ইমামের দিকে মুখ করে বসা।
(তিরমিযীঃ৫০৯, ইবনে মাজাহঃ১১৩৬)

৭। মনোযোগ সহ খুৎবা শোনা ও চুপ থাকা- এটা ওয়াজিব।
(বুখারীঃ ৯৩৪, মুসলিমঃ৮৫৭, আবু
দাউদঃ১১১৩, আহমাদঃ১/২৩০)

৮। আগে ভাগে মসজিদে যাওয়া।
(বুখারী হা/৮৮১; মুসলিম হা/৮৫০)

৯। পায়ে হেঁটে মসজিদে গমন।
(আবু দাউদঃ হা/৩৪৫)

১০। জুম’আর দিন ও জুম’আর রাতে বেশী বেশী দুরুদ পাঠ।
(আবু দাউদঃ ১০৪৭)

১১। এ দিন বেশী বেশী দোয়া করা।।
(বুখারীঃ ৯৩৫)

১২। ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার
জায়গা বদল করে বসা।
(আবু দাউদ হা/১১১৯)

১৩। খুৎবার সময় ইমামের কাছাকাছি বসা।
জান্নাতে প্রবেশের উপযুক্ত হলেও ইমাম
থেকে দূরে উপবেশনকারীরা বিলম্বে
জান্নাতে প্রবেশ করবে।
(আবু দাউদ হা/১১০৮)

১৪। জুম’আর আযান দেওয়া। অর্থাৎ ইমাম
মিম্বরে বসার পর যে আযান দেওয়া হয় তা।
(বুখারী হা/৯১২

 #নাম ডিজাইন (মোবাইল দিয়ে করা) #কারো নাম/পেইজের নাম/প্রতিষ্ঠানের নাম ডিজাইন করাতে চাইলে যোগাযোগ করুন।
25/10/2024

#নাম ডিজাইন (মোবাইল দিয়ে করা)

#কারো নাম/পেইজের নাম/প্রতিষ্ঠানের নাম ডিজাইন করাতে চাইলে যোগাযোগ করুন।

23/10/2024
 #লোগো ডিজাইন (সম্পুর্ন কাজ মোবাইল দিয়ে করা)  #কারো নাম/ পেইজের নাম/ প্রতিষ্ঠান এর নাম ডিজাইন করাতে চাইলে যোগাযোগ করুন।
22/10/2024

#লোগো ডিজাইন
(সম্পুর্ন কাজ মোবাইল দিয়ে করা)

#কারো নাম/ পেইজের নাম/ প্রতিষ্ঠান এর নাম ডিজাইন করাতে চাইলে যোগাযোগ করুন।

 #ইনফো-গ্রাফিক ইসলামিক দাওয়াহ  ডিজাইন (মোবাইল দিয়ে করা) #কারো নাম/ পেইজের নাম / প্রতিষ্ঠান এর জন্য দরকার হলে যোগাযোগ করু...
10/10/2024

#ইনফো-গ্রাফিক ইসলামিক দাওয়াহ ডিজাইন (মোবাইল দিয়ে করা)

#কারো নাম/ পেইজের নাম / প্রতিষ্ঠান এর জন্য দরকার হলে যোগাযোগ করুন।

09/10/2024
অনলাইন শপের জন্য লোগো ডিজাইন করলাম (মোবাইলে পিক্সেল্যাব দিয়ে) কারো নাম/প্রতিষ্ঠানের নাম/কারো কোন কার্ড বানাতে হলে যোগাযো...
25/09/2024

অনলাইন শপের জন্য লোগো ডিজাইন করলাম (মোবাইলে পিক্সেল্যাব দিয়ে)

কারো নাম/প্রতিষ্ঠানের নাম/কারো কোন কার্ড বানাতে হলে যোগাযোগ করুন।

02/09/2024

🔴নজরের লক্ষন:-

১.চোখে সর্বদায় তন্দ্রাচ্ছন থাকা।
২.শরীরের বিভিন্ন স্থানে মাংস লাফানো।(এটা গিটের কারনেও হয়)
৩.চোখ গরম হয়ে যাওয়া।
৪.অতিরিক্ত ভয় কাজ করা।
৫.স্বলাত পড়তে গেলে চোখ সিজদার স্থানে বেশিক্ষন স্থির না রাখা এবং চোখে বেশি ঘুমঘুম ভাব পাওয়া।

৬.কুরআন পড়তে গেলে চোখে ঘুম চলে আসা।
৭.হার্টের স্পন্দন বেশি হওয়া।
৮.হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল মাঝে মাঝে অটোমেটিক নড়াচড়া করা।
৯.রুকইয়াহ এর অডিও শুনা কালীন সময়ে প্রচুর হাই আসা ও সালাতে দাড়ালে বেশি হাই আসা,কুরআন পড়তে গেলে বেশি হাই হওয়া।
১০.কাধ ভারি ভারি লাগা।
১১.কোনো কাজ করতে গেলেই বাধা পাওয়া।
১২.চোখে সবসময় পানি টলমল করা।
১৩.চোখ দিয়ে প্রায়ই কোনো কারন ছাড়া পানি বের হওয়া।
১৪.চোখ হলুদ হয়ে থাকা(শত ট্রিটমেন্ট করলেও সুস্থ না হওয়া)
১৫.কাজ করতে গেলেই প্রচুর অলস লাগা।
১৬.ঘুম থেকে উঠার পর শরীর প্রচুর ভার ভার লাগে এমন অনুভব হওয়া।
১৭.সারাদিনে একটু পর পর ঘুম চলে আসা (অথচ সুস্থ অবস্থা এমনটা ছিল না)।
১৮.শরীর প্রচুর দুর্বল লাগা।
১৯.সকালে ঘুম থেকে উঠতে না পারা।(মনে হয় চোখে প্রচুর ঘুম জমে আছে..ঘুমের তীব্রতায় উঠতে না পারা)
২০.সকালে ঘুম থেকে উঠে মনে হয় অনেক শক্ত কাজ করে ফেলেছি, মনে হয় যেনো অনেক পরিশ্রম করেছি।
২১.ঘুমিয়েও তৃপ্তি পায় না।

❤️লক্ষনগুলো মিললে ধরে নিবেন শরীরে জিন আছে এবং শারীরিক ও মানসিক বিভিন্ন রোগের পয়েন্টে জিন কন্ট্রোল নিয়ে রেখেছে

✅যাদের সাথে এই জিন ও যাদুর লক্ষনগুলো মিলবে তারা এই পোস্টে কমেন্ট করবেন সবাইকে রুকাইয়া পরামর্শ দেওয়া হবে ।

01/09/2024

জীবনের কঠিন সমীকরণ, পাপের বোঝা, গুনাহ থেকে তওবার অনুভূতি- বিভিন্ন কারণে মানুষ হতাশ হয়ে পড়ে। হতাশা অনেক সময় অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি করে। কোরআন ও হাদিসে যেকোনো মুহুর্তে ও যেকোনো পরিস্থিতিতে হতাশ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এক হাদিসে বর্ণিত হয়েছে, মক্কার কিছু মানুষ প্রচুর হত্যা ও ব্যভিচারে লিপ্ত থাকতো। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল যে, আপনার দাওয়াত তো সঠিক, কিন্তু আমরা অনেক পাপের পাপী। যদি আমরা ঈমান আনি, তবে এই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি?

তাদের এই প্রশ্নের ভিত্তিতে কোরআনে একটি আয়াত নাজিল করে আল্লাহ তায়ালা বলেন,

قُلۡ یٰعِبَادِیَ الَّذِیۡنَ اَسۡرَفُوۡا عَلٰۤی اَنۡفُسِهِمۡ لَا تَقۡنَطُوۡا مِنۡ رَّحۡمَۃِ اللّٰهِ ؕ اِنَّ اللّٰهَ یَغۡفِرُ الذُّنُوۡبَ جَمِیۡعًا ؕ اِنَّهٗ هُوَ الۡغَفُوۡرُ الرَّحِیۡمُ
বলুন, হে আমার বান্দাগণ! তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ; আল্লাহ্‌র অনুগ্রহ থেকে হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা যুমার, (৩৯), আয়াত, ৫৩)

আল্লাহ তায়ালা বলেছেন,

وَ لَا تَایۡـَٔسُوۡا مِنۡ رَّوۡحِ اللّٰهِ ؕ اِنَّهٗ لَا یَایۡـَٔسُ مِنۡ رَّوۡحِ اللّٰهِ اِلَّا الۡقَوۡمُ الۡکٰفِرُوۡنَ ﴿۸۷

আর তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, কেননা কাফির কওম ছাড়া কেউই আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না’। (সূরা ইউসুফ, (১২), আয়াত,৮৭)

আরও বর্ণিত হয়েছে,

قَالَ وَ مَنۡ یَّقۡنَطُ مِنۡ رَّحۡمَۃِ رَبِّهٖۤ اِلَّا الضَّآلُّوۡنَ

সে বলল, ‘পথভ্রষ্টরা ছাড়া, কে তার রবের রহমত থেকে নিরাশ হয়’ ? (সূরা হিজর, (১৫), আয়াত, ৫৬)

আল্লাহ তায়ালা আরও বলেন,

اِنَّ رَحۡمَتَ اللّٰهِ قَرِیۡبٌ مِّنَ الۡمُحۡسِنِیۡنَ

অবশ্যই আল্লাহর রহমত সংকর্মশীলদের নিকটবর্তী। (সূরা আল আরাফ, (৭), আয়াত, ৫৬)

অপর আয়াতে আল্লাহ তায়ালা বলেন,

اَللّٰهُ لَطِیۡفٌۢ بِعِبَادِهٖ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ ۚ وَ هُوَ الۡقَوِیُّ الۡعَزِیۡزُ

আল্লাহ্‌ তার বান্দাদের প্রতি অত্যন্ত কোমল; তিনি যাকে ইচ্ছে রিযিক দান করেন।আর তিনি সর্বশক্তিমান, প্ৰবল পরাক্রমশালী। (সূরা আশ শূরা, (৪২), আয়াত, ১৯)

আরও বর্ণিত হয়েছে,

قَالَ عَذَابِیۡۤ اُصِیۡبُ بِهٖ مَنۡ اَشَآءُ ۚ وَ رَحۡمَتِیۡ وَسِعَتۡ کُلَّ شَیۡءٍ ؕ فَسَاَکۡتُبُهَا لِلَّذِیۡنَ یَتَّقُوۡنَ وَ یُؤۡتُوۡنَ

Address

Mymensingh Baghara
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নাজাতের বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাজাতের বার্তা:

Share