K Hamid

K Hamid Consistency is success.

সুখী হওয়া খুব সহজকিন্তু সহজ হওয়া খুব কঠিন।
24/06/2025

সুখী হওয়া খুব সহজ
কিন্তু সহজ হওয়া খুব কঠিন।

ChatGPT কে প্রশ্ন করেছিলাম।এনিম্যাশন সহ দেখিয়ে দিয়েছে ❤️ইরান যদি মিসাইল ছোড়ে, ইসরাইল তার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার মা...
17/06/2025

ChatGPT কে প্রশ্ন করেছিলাম।
এনিম্যাশন সহ দেখিয়ে দিয়েছে ❤️

ইরান যদি মিসাইল ছোড়ে, ইসরাইল তার রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে কীভাবে তা সনাক্ত করে তা বুঝতে হলে আধুনিক সামরিক প্রযুক্তির কয়েকটি মূল দিক জানতে হবে। নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো:

---

🔍 ইসরাইল কিভাবে ইরানি মিসাইল সনাক্ত করে:

১. রাডার সিস্টেম

ইসরাইলের রয়েছে উন্নত এরলি ওয়ার্নিং রাডার (Early Warning Radar)।

এই রাডারগুলো দূর থেকে উৎক্ষেপণ শনাক্ত করতে পারে (প্রায় ১০০০-৩০০০ কিমি পর্যন্ত)।

রাডার দিয়ে বোঝা যায়:

কোথা থেকে মিসাইলটি আসছে

কী ধরনের মিসাইল (বলিস্টিক, ক্রুজ, ড্রোন)

গতিবেগ ও গতিপথ

২. উপগ্রহ নজরদারি (Satellite Surveillance)

ইসরাইল ও তার মিত্র (বিশেষ করে যুক্তরাষ্ট্র) উপগ্রহ দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশ নজরদারি করে।

উৎক্ষেপণের আগেও মিসাইল প্রস্তুতির কিছু লক্ষণ শনাক্ত করা যায় (যেমন: লঞ্চ প্যাডে নড়াচড়া)।

৩. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense Systems)

ইসরাইলের রয়েছে বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা:

🛡️ Arrow 2 & 3: উচ্চ উচ্চতায় বলিস্টিক মিসাইল ধ্বংস করতে সক্ষম।

🛡️ David’s Sling: মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র থামাতে পারে।

🛡️ Iron Dome: স্বল্প পাল্লার রকেট বা মিসাইল ধ্বংস করে, বিশেষ করে হামাস বা হিজবুল্লাহর ছোট রকেট।

৪. কমান্ড ও কন্ট্রোল সেন্টার (C4I System)

এই সেন্টারগুলো রাডার ও সেন্সর থেকে তথ্য নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নেয় (মিলিসেকেন্ডের মধ্যে)।

কোন প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার হবে, কোন লক্ষ্য ধ্বংস করতে হবে—তা সঙ্গে সঙ্গে নির্ধারণ হয়।

৫. মিত্র দেশগুলোর সহায়তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের যৌথ রাডার ও ডেটা-শেয়ারিং চুক্তি আছে।

ইউএস স্যাটেলাইট ও রাডার সিস্টেম থেকেও তারা তথ্য পায়।

---

✅ উদাহরণ:

২০২৪ সালের এপ্রিল মাসে ইরান থেকে ইসরাইল লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল ছোড়া হয়েছিল।

ইসরাইল তখন রাডার + উপগ্রহ + Iron Dome + Arrow 3 + মিত্র দেশগুলোর সহযোগিতায় ৯৯% মিসাইল ভূপাতিত করে।

---

🔚 সংক্ষেপে:

ইরান মিসাইল ছুড়লে ইসরাইলের রাডার তা খুব দ্রুত শনাক্ত করে রাডার, উপগ্রহ, প্রতিরক্ষা সিস্টেম ও মিত্রদের সহায়তায়। এরপর সেই মিসাইলকে মাঝপথেই ধ্বংস করার ব্যবস্থা নেয়।

প্রয়োজনে চিত্র বা অ্যানিমেশন দিয়ে দেখাতে পারি। চান?

A I দিয়ে আমার মেয়ের ছবির এনিমেশন ছবি।খুবেই সাধারণ,শেখার আছে অনেক।
16/06/2025

A I দিয়ে আমার মেয়ের ছবির এনিমেশন ছবি।
খুবেই সাধারণ,শেখার আছে অনেক।

তপ্ত গরমের মধ্যে তৃপ্তি দিতে পারে এই একগ্লাস লেবুর শরবত😐
16/06/2025

তপ্ত গরমের মধ্যে তৃপ্তি দিতে পারে এই একগ্লাস লেবুর শরবত😐

13/06/2025

সমস্যাহীন পৃথিবী হয় না। তাই সমস্যাকে দৃড়ভাবে মোকাবেলা করুন।

11/06/2025

যদি বেচে থাকি সকাল,আর যদি মরে যাই পরকাল।
আসুন
ক্ষোভ হিংসা ঝেড়ে ফেলি।

সুখ খুব বেশীক্ষণ মনের ভেতর থাকে না। যেটুকু সময় থাকে অতটুকু সময়কে সে ফ্রেমে বন্ধী করে রাখে।এটাই তার মনের শান্তি,কি যে শান...
11/06/2025

সুখ খুব বেশীক্ষণ মনের ভেতর থাকে না। যেটুকু সময় থাকে অতটুকু সময়কে সে ফ্রেমে বন্ধী করে রাখে।
এটাই তার মনের শান্তি,কি যে শান্তি পায়, আমাকে মনের নায়ক বানায়। আমিও হই, আমিও একটু সুখ অনুভব করি🤩🤩

07/06/2025

ঈদের শুভেচ্ছা।
ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ আর সুখ😲

গ্রামে মানুষ ইদ করতে আসে একবুক আশা নিয়ে কিন্তু বেশিরভাগেই ফিরে যায় একবুক হতাসা নিয়ে।হাসপাতালে ক্ষতবিক্ষত রুগির সংখ্যা বে...
05/06/2025

গ্রামে মানুষ ইদ করতে আসে একবুক আশা নিয়ে কিন্তু বেশিরভাগেই ফিরে যায় একবুক হতাসা নিয়ে।
হাসপাতালে ক্ষতবিক্ষত রুগির সংখ্যা বেড়ে যায়।
অনেকে দলবদ্ধ হয় আবার অনেকে একা হয়ে যায়।
পরিবারের সাথে ঝগরা হয়,আবার বন্ধুদের মাঝে মনমালিন্য। ইদের তৃতীয় দিন থেকে বাবা চাচা,ভাই,বোন ও ফুপুদের মধ্যে সম্পদ নিয়ে দেন দরবার।
হ্যা,এটাই গ্রামের ইদ। অনেক আনন্দ মুখে বলি,আসলে না বলে উপায় নেই। কারণ আনন্দের দিন খুজে না পেয়ে এই দিন গুলোকে আনন্দে উপভোগ করার চেস্টা করি। আসলে এই সময় গুলোতে সামাজিক সমস্যা আরো বেড়ে যায়।

তাই যারা নিজনিজ কর্মস্থল থেকে যারা বাড়ি ফিরি প্লিজ টাকার গরম না দেখিয়ে সংযত থাকি না যেন,মুরগী বিক্রিকরা টাকা নিয়ে ঢাকা ফিরতে হয়।

ফরাইজের সম্পদ ভাগাভাগি এসময় এড়িয়ে চলুন

রাজনৈতিক নেতাদের উদ্দেশ্য হাসিলের জন্য মিটিং বা সৌজন্যে সাক্ষাৎ এড়িয়ে চলুন।

প্রতিবেশীর সাথে নিজে সেধে কথা বলুন,নয়তো আপনাকেই অগচরে গালমন্দ করবে এই বলে যে ঢাকায় থাকে বলে ভাব বেড়ে গেছে আরো অনেক কিছু।

বন্ধুদের সাথে হোটেলে খেতে বসলে ছোটো বেলার মত বিলের সমান ভাগ নিন।

এখনো বোনদের দাওয়াত না দিয়ে থাকলে,আজই দাওয়াত দিন,নয়তো পড়ে পচতাবেন।

সবাইকে ইদের অগ্রীম শুভেচ্ছা ❤️❤️🤩🤩

পুরুষের ইনকাম করাটা খুব জরুরী, শরীর খারাপ থাকলেও মনটা ভালো থাকে। পরিমানে কম হোক কিন্তু ননস্টপ হোক।নতুন রাস্তা তৈরী হয়ে য...
03/06/2025

পুরুষের ইনকাম করাটা খুব জরুরী, শরীর খারাপ থাকলেও মনটা ভালো থাকে। পরিমানে কম হোক কিন্তু ননস্টপ হোক।
নতুন রাস্তা তৈরী হয়ে যাবে। বড় কিছুর আসায় অনেকে বেকার বসে থাকে। এতে আপনার মুল্যবান সময় লস ছাড়া আর কিছুই হচ্ছে না। তাই কর্মব্যস্ত থাকুন।

এ পারেতে ছোটো খেত, আমি একেলা।     গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,     দেখে যেন মনে হয় চিনি উহারে।            ভরা-পালে চলে...
03/06/2025

এ পারেতে ছোটো খেত, আমি একেলা।
গান গেয়ে তরী বেয়ে কে আসে পারে,
দেখে যেন মনে হয় চিনি উহারে।
ভরা-পালে চলে যায়,
কোনো দিকে নাহি চায়,
ঢেউগুলি নিরুপায়
ভাঙে দু-ধারে--
দেখে যেন মনে হয় চিনি উহারে।

(সোনার তরী)

মনের যত্ন নিন।
01/06/2025

মনের যত্ন নিন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when K Hamid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share