05/11/2025
তুমি আমার মায়াবতী বউ — পর্ব ৩
তার মাথা এখনো আমার কাঁধে।
ঘরের নরম আলোয় মনে হচ্ছে সময় থেমে গেছে।
আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম—
চুলের গন্ধটা কেমন শান্ত লাগে… যেন বাড়ি ফিরে পাওয়া অনুভূতি।
হঠাৎ সে আস্তে বলল—
“তুমি কি সবসময় এমনই থাকবে?”
আমি একটু অবাক হলাম—
“কেমন?”
সে শ্বাস নিয়ে বলল—
“এত শান্ত… এত যত্নশীল… এত ভালো?”
আমি তার হাতটাকে আরো শক্ত করে ধরলাম।
“হ্যাঁ, থাকবো। কারণ তুমি আমার। আর নিজের মানুষকে তো এমনিই যত্ন করে রাখা হয়।”
সে চোখের কোণে জমে থাকা পানি আড়াল করতে ঘাড়টা নিচু করলো।
আমি আলতো করে তার মুখটা উপরে তুললাম।
“কেঁদো না… তোমার চোখ ভিজলে আমার বুক ব্যথা করে।”
সে ধীরে বলল—
“আজকে না… আমি অনেক দিন পর কারো কাছে নিজের মতো হয়ে বসে আছি…”
এই কথাটা শুনে আমি থেমে গেলাম।
তার ভিতরে হয়তো কত গল্প, কত কষ্ট, কত লুকানো ভয়…
কিন্তু আমি জানি—
সময় নিয়ে, ধীরে ধীরে…
সব কথা সে আমার কাছে বলবে।
আমি তার কাছে একটু এগিয়ে গিয়ে বললাম—
“যা কিছু তোমার ভিতরে জমে আছে… একদিন সব বলবে। আমি শোনার জন্যই আছি।”
সে এবার চোখ তুলে এমনভাবে তাকাল…
যেন বলছে—
আমাকে হারিয়ে দিও না।
আমি হাসলাম। খুব নরম, খুব সত্যি হাসি—
“এই হাতটা একবার যেভাবে ধরেছি… আর ছাড়বো না।”
সে আর কিছু বলল না।
শুধু মাথাটা আবার আমার বুকের উপর রাখল।
এবং সেই নিঃশব্দ মিলনে…
আমাদের মধ্যে একটা অদৃশ্য প্রতিশ্রুতি তৈরি হলো—
ভালোবাসার…
ভরসার…
একসাথে বাঁচার।
রাতটা আর কথায় কাটল না।
শুধু দুজন দুজনকে অনুভব করছিলাম।
খুব ধীরে…
খুব শান্তভাবে…
একটা ভালোবাসা জন্ম নিচ্ছিলো।
—চলবে…
পর্ব ৪ কি আরও মায়া আর রোমান্স রাখব? 💛✨