06/12/2023
দেশটা আমাদের,দলটাও আমাদেরই 😇 এখানে বাহিরের দেশের কোনো কা*উয়া এসব নিয়ে মশকারি করবে এমন তো হয় না 😉 মনা তোমাদেরকে আইসিসি যে সুযোগ সুবিধা দেয় তা পুরো দুনিয়ার জানা.. আমরা এখন আহামরি ভালো দল না তা স্বীকার করি,কিন্তু তোমার আইসিসি আব্বার সাহায্য ছাড়া আইসো এই টিম দিয়েই দেখিয়ে দিতে পারবো ✌🏻 ২ বার তো টুর্নামেন্ট থেকে বিদায় করে দিলাম & পাকনামির বদলা নিতে তেমন সময়ও লাগেনি (Iykyk) 🥱 তোদের দলের উন্নতি হইছে,তবে তোরা ছাপড়ি ছাপড়িই রয়ে গেলি 😐