Quality TV

Quality TV Quality video content

14/06/2023
Honesty is strength ♥️
12/06/2023

Honesty is strength ♥️

ড. বিলাল ফিলিপ্স এর উক্তি গুলো এতই সুন্দর ও আশা জাগানো যে, পড়লে আপনার উপর এর প্রভাব অনিবার্য। উনার কিছু উক্তি ঃ-🖊১/ 'আপন...
12/06/2023

ড. বিলাল ফিলিপ্স এর উক্তি গুলো এতই সুন্দর ও আশা জাগানো যে, পড়লে আপনার উপর এর প্রভাব অনিবার্য।

উনার কিছু উক্তি ঃ-

🖊১/ 'আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই উত্তম।
🖊২/ 'যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা...।'
🖊৩/ 'আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা'আলাকেই ভুলে গেছেন।'
🖊৪/ 'আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।'
🖊৫/ 'ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।'
🖊৬/ 'আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।'
🖊৭/ 'আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ ততোবেশি সহজ হবে।'
🖊৮/ 'একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।'
🖊৯/ 'মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।'
🖊১০/ 'এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেননা।'
🖊১১/ 'আমরা অনেক সময় ধরে কোন মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি যে কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।'
🖊১২/ 'সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু
বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন।'
🖊১৩/ 'এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।'
🖊১৪/ 'যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।'
🖊১৫/ 'যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।'
🖊১৬/ 'নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।'
🖊১৭/ 'যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোন প্রশ্নই আসে না । প্রয়োজন শুধু সত্যকে মেনে নেয়ার সৎসাহস।'
🖊১৮/ 'যেখানে রসূলুল্লাহ্ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই-একবার করছিতো?'
🖊১৯/ 'যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না।'
🖊২০/ 'সত্যিকার সফল তখনই হবেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।'

শ্রেষ্ঠ বাঙ্গালীর একাংশ
12/06/2023

শ্রেষ্ঠ বাঙ্গালীর একাংশ

 #মাধবীলতা 🍂🍁
11/06/2023

#মাধবীলতা 🍂🍁

লোডশেডিংয়ের ১০টি ফজিলত পড়ুন।১. কারেন্ট বিল কম আসে। লাইট, ফ্যান, টিভি ইত্যাদির ব্যবহার কম হওয়ায় টেকে বেশিদিন।২. অন্ধকার থ...
05/06/2023

লোডশেডিংয়ের ১০টি ফজিলত পড়ুন।

১. কারেন্ট বিল কম আসে। লাইট, ফ্যান, টিভি ইত্যাদির ব্যবহার কম হওয়ায় টেকে বেশিদিন।

২. অন্ধকার থাকলে জোছনা দেখার সুবিধা হয়।

৩. গরমে ঘেমে গেলে শরীর থেকে বর্জ্য পদার্থ বের হয়ে যায়। যার কারণে রোগবালাই কম হয়।

৪. হাতপাখা ব্যবহার করায় হাতের ব্যায়াম হয়।

৫. খালি গায়ে থাকার কারণে কাপড়চোপড় কম ময়লা হয়।

৬. লোডশেডিংয়ে সহজে ঘুম আসে না, এতে বাড়িতে চুরির আশংকা কমে যায়।

৭. চাইলেও গরমের কারণে অনেক বেলা পর্যন্ত ঘুমানো যায় না। লোডশেডিং আছে বলেই সকালের আলোবাতাস গায়ে লাগে।

৮. পড়তে বসা লাগে না।

৯. কারেন্টের জন্য অনেক কাজই থেমে থাকে। কারেন্ট আসতে না আসতেই তড়িঘড়ি করে সবাই কাজগুলো করতে থাকে। এতে কাজ ফেলে রাখার প্রবণতা কমে, মানুষ পরিশ্রমী ও কর্মঠ হয়।

১০. লোডশেডিং আছে বলেই আবারও কারেন্ট আসে😎

01/06/2023
Hapiness
31/05/2023

Hapiness

Address

Dhaka , Tejgaon , Middle Kunipara 22/5-ka (beside Hateerjil)
Dhaka
1208

Telephone

+8801712123249

Website

Alerts

Be the first to know and let us send you an email when Quality TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category