23/04/2025
দূরত্ব তো একটা অজুহাত মাত্র,,
আমি মনে করি হাজার মাইল দূরত্বের ভালোবাসা গুলো অনেক সুন্দর হয়,,যদি দুজন দুজনের প্রতি আসক্ত থাকে,,কয়েক মাস, কয়েক সপ্তাহ পর দেখা হওয়া অনুভূতি, ভালো লাগা ভালোবাসা গুলো সুন্দর অনেক সুন্দর হয়,,প্রতিটা কল,মেসেজ,কথা গুলো যখন অপর প্রান্ত থেকে আসে তখনকার অনুভূতি গুলো খুব সুন্দর হয়,তাকে মিস করা কাছে পাওয়া, ইচ্ছেগুলো আর গভীরভাবে দুজন দুজনের প্রতি আসক্ত বাড়ায়,,সবসময় ভালোথাকুক আমার প্রিয় মানুষটা, অফুরন্ত ভালোবাসা,।।।