06/10/2025
নর্থ সাউথের অপূর্ব পাল- ক্লাসরুমের বাইরে বসে ইচ্ছাকৃতভাবে পবিত্র কুরআন শরীফ মাটিতে রেখে, তাতে লাথি মেরে এবং এর পৃষ্ঠা ছিঁড়ে ফেলে একটি ভিডিও ধারণ করে।
ফলাফল,- ক্যাম্পাস সিকিউরিটি ঘটনাস্থলে এসে তাকে ক্যাম্পাস থেকে সরিয়ে নেয়।
লক্ষ্য করুন - এই কাজ যদি কোন দাড়ি টুপি ওয়ালা ছাত্র, অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থ নিয়ে করত তাহলে কী হত? পুরো সুশীল সমাজ আর মিডিয়া পাড়ার ঘুম হারাম হয়ে যেত! আমাদের অনুমান প্রধান উপদেষ্টাকে পর্যন্ত এর মধ্যে হস্তক্ষেপ করতে হত!
কিন্তু, as long as it is for the Muslim, Islam, Quran, our beloved Prophet Sallallahu alaihi wasallam .. who cares!
আমরা নির্লজ্জ! আমরা স্বার্থপর, কাপুরুষ! আমাদের শিরদাঁড়া থাকলে কুলাঙ্গার’রা আজ ইতিহাস হত!
রাখাল রাহা তো আমদের রব্ব’কে পর্যন্ত গালি দিয়েছে, বহাল তবিয়তেই আছে!
অপূর্ব পাল, কুরআনে লাথি দিয়ে কুরআন ছিঁড়েছে, পুলিশ জানিয়েছে, তাকে গ্রেফতার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। We know how the story goes!
আরো এক শ্রেনী আছে এখন সম্প্রীতির গান শোনাতে আসবে! We don’t blame them, we blame us!
আসুন তাদের নয়, নিজেদের ধিক্কার দেই! আমরা পারিনি আমাদের কুরআনের সম্মান রক্ষা করতে! এবং অপেক্ষা করি কবে আরেক কোন রাখাল, আরেক কোন অপূর্ব পাল আমাদের জন্য আবার জন্য নতুন কোন আক্রমণ নিয়ে হাজির হবে!
মনে রাখবেন - যদি কখনো আপনার সন্তান আপনাকে জিজ্ঞেস করে-
বাবা, রাখাল যখন আল্লাহ’র ব্যাপারে এমন কথা বলেছিল তখন তুমি কোথায় ছিলে?
বাবা, পাল যখন কুরআনে পা রেখে, কুরআন ছিড়ে ফেলেছিল তখন তুমি কোথায় ছিলে?
সাবাহাহ… ইয়া উম্মাতি!!!