সুন্দর উপলব্ধি

সুন্দর উপলব্ধি Digital Creator
(21)

17/07/2025

চারদিকে আপন মানুষ,,,
তবে প্রত্যেকে নিজে স্বার্থে সীমাবদ্ধ...!!

12/07/2025

আপনার আত্মসম্মান বোধ আপনার আবেগ এর চেয়ে বেশি হওয়া উচিত!!

Thanks you ❤️
04/05/2025

Thanks you ❤️

27/04/2025

বুজিয়ে বলা কঠিন তাই চুপ থাকি ,,,

জীবনে এমন অনেক সময় আসে, যখন মনের কথা প্রকাশ করা কঠিন হয়ে পড়ে।
হয়তো কিছু অনুভূতি এতটা গভীর যে সেগুলো শব্দে প্রকাশ করা যায় না......।
কিংবা কিছু অভিজ্ঞতা এতটাই জটিল যে বুঝানোর জন্য যতই চেষ্টা করা হোক, শুনতে পাওয়া মানুষটি হয়তো কখনোই বুজবে না!!..

মেন্টালিল  স্টাং  হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন, কেউ যদি বলে 'বেশি কথা বলে 'তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন...
14/03/2025

মেন্টালিল স্টাং হতে চাইলে অযাচিত আগ্রহ কমিয়ে দিন। মেপে চলুন, কেউ যদি বলে 'বেশি কথা বলে 'তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন।যখন বুজবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে।
আপনার কথা কেবল মাএ অন্যের কাছে শব্দ দুষণ
তখন শুধু শুনবেন,বলতে চাইবেন না।
অন্যর কাছে গুড এডভাইস বজায় রাখতে রাখতে অনেকের মাঝবয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে।
আর যারা জীবন হারায়নি, তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে গিয়ে ও হাল ছাড়েনা।
নিজের মধ্যে প্রচন্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চার পাশটা নেগেটিভ তে ভরে গেছে।
পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তার স্ট্রাগেল বেশি।

অনুভূতি দিয়ে কিছু হয় না, মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন, বাক্য প্রয়োজন "।ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণ টা এইবার আয়ত্ব করে নিন। ঝগড়া ঝাটির স্কিলটা নিজে থেকে কমিয়ে দিন। শব্দ -ব্যাকোর ঘনঘটা কমে আসলে মন খারাপ গুলো থিতেয়ে যাবে।
নিজের কাছে পরাজিত হয়ে উঠে দাড়ানোটা ভয়ঙ্কর শক্ত। 💔

নারীরা  পুরোপুরি বিধ্বস্ত হয়েও নিজেকে খুব পরিপাটি ভাবেউপস্থাপন করতে পারে! সৃষ্টিকর্তা তাদের এক দৈবিক শক্তি দিয়েছেন,-যে শ...
12/03/2025

নারীরা পুরোপুরি বিধ্বস্ত হয়েও
নিজেকে খুব পরিপাটি ভাবে
উপস্থাপন করতে পারে!
সৃষ্টিকর্তা তাদের এক দৈবিক শক্তি দিয়েছেন,-
যে শক্তির জোড়ে মনের মধ্যে
ভূমিকম্প চেপে ও তারা হাসতে পারে!
আর বোকা মানুষ ভাবে-
নারীর মন নেই তাদের মনে দুঃখ নেই
নারীরা সব ভুলে যায়-!
একমাত্র নারীরাই যানে
জীবনে কতটা নিষ্ঠুরতা ছাপিয়ে
তাদের এই পৃথিবীতে টিকে থাকতে হয়।

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কে শেষ হয় ব্যাথাহীন।সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেগুলোই, যা কখনো বলা হয় না।ব্যাখা করা হ...
25/02/2025

কিছু বিদায় শব্দহীন হয়, কিছু সম্পর্কে শেষ হয়
ব্যাথাহীন।
সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেগুলোই,
যা কখনো বলা হয় না।
ব্যাখা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসে নিস্তব্ধতা, না বলা কথা উওরহীন প্রশ্নগুলো
যা সব কিছু বদলে দিলো!!

এই বছরের বড় শিক্ষা  হলো -যে আপনার জীবনে থাকবে না  তার জন্য আপনি পুরো দুনিয়া উজার করে দিলেও সে থাকবে না। তাই সুখটা মানুষে...
08/01/2025

এই বছরের বড় শিক্ষা হলো -
যে আপনার জীবনে থাকবে না তার জন্য আপনি পুরো দুনিয়া উজার করে দিলেও সে থাকবে না। তাই সুখটা মানুষের মাঝে না খুজে নিজের মাঝে খুঁজো ভালো। 🙂

06/01/2025

প্রিয় আপনি,

এই যে আমি রোজ আকাশ দেখি আমি ভাবি আপনি ও হয়তো আমার আকাশের পাণে চেয়ে আমাকে ভাবেন। কে জানে আপনার ভাবনার অন্তরালে থাকতে পারে অন্য কারো ও মস্ত বড় আকাশ। সেই আকাশে হয়ত আমি নেই। ডানা জাপটে উড়ে বেড়ায় অন্য কোনো পাখি।তাতে অবশ্য আমার অভিযোগ নেই তবে আভিমান আছে!

আমি চাই আপনার দিগন্ত ছোঁয়া সীমানা জুড়ে শুধু আমার বসতি থাকুক।আপনার আনমনে ভাবনায় যেন শুধু আমি মিশে থাকি। সকাল, বিকাল,রাত কিংবা আপনার ঘোরলাগা সময়গুলোতে ভীষণভাবে আপনি যেন শুধু আমাকেই অনুভব করেন, এটা আমি খুব করে চাই।হতে পারে আমার সবকিছুই ভুল কিংবা কাল্পনিক! হয়তো আপনার দৃষ্টি আটকিয়ে যায় অন্য কারোও চোখে। আপনার ভাবনা জুরে হয়তো সেই থাকে সারাক্ষণ। তাতে অবশ্য আমার কোনো অভিযোগ নেই তবে অভিমান আছে।

বিষন্ন বিকেল গুলোতে হাতের মুঠোয় আমি খুঁজে বেড়াই আপনার নির্ভরতার হাত।খুঁজে বেড়ায় একটু খানি স্বস্তি। অবাক দৃষ্টিতে চেয়ে রই পথের উপকরে;আপনি আসবেন! হতে পারে এই পথটা আপনার চেনাই হয়নি কখনো। আমার বিষন্ন বিকেল পেরিয়ে সন্ধ্যা আসে। আপনি আসেন না, হয়তো আসবেও না কখনো! তাতে অবশ্য আমার অভিযোগ নেই তবে অভিমান আছে। আমি সেই অভিমানের নাম দিয়েছি অপেক্ষা!

আমি আপনার আজন্ম অপেক্ষা!

ইতি

পরি

একা হও, একটা দীর্ঘ দুপুরের মতো একা। আরো শান্ত হয়ে সায়ানের গান শোনো, নোটখাতায় লিখে রাখো ছোটখাটো ভুল গুলো, পৃথিবীর সমস্ত অ...
03/01/2025

একা হও, একটা দীর্ঘ দুপুরের মতো একা। আরো শান্ত হয়ে সায়ানের গান শোনো, নোটখাতায় লিখে রাখো ছোটখাটো ভুল গুলো, পৃথিবীর সমস্ত অনিয়ম। আরো একা হও পুরনো প্রর্থানার মতো একা, পদ্মপুকুর চোখে যে দিকেই তাকাবে, সেখানেই ছায়া হোক জিরিয়ে নেওয়ার মতো, এখন তুমুল রোদ।

একা হও, যেনো যেকোনো অসুখে তুমি মায়ের ক্লান্ত মুখ।

আরো একা হও স্নানের শেষে ভেজা চুল নিয়ে বসে থাকা নির্জন কোনো অপেক্ষার মতো একা!!

নিজে ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক  আকাশ পরিমাণ অভিমান! 😔😔😔
31/12/2024

নিজে ভাগ্য আর বিশ্বাসের প্রতি, আমার এক আকাশ পরিমাণ অভিমান! 😔😔😔

ব্যাথা প্রকাশ করার পরো যদি ব্যাথাই পেতে হয় সে ব্যাথা প্রকাশ না করাই ভালো💔
30/12/2024

ব্যাথা প্রকাশ করার পরো যদি ব্যাথাই পেতে হয় সে ব্যাথা প্রকাশ না করাই ভালো💔

Address

Dhaka

Telephone

+8801725466260

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুন্দর উপলব্ধি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share