
03/09/2025
জীবনটা একটা গল্প
যেখানে দুঃখটাই বেশি
সুখটা খুবই অল্প
শুধু সুখ নয় ,দুঃখটাও
জীবনের একটি অংশ।।
----সংগৃহীত লাইন
সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখি বিয়ে জন্মদিন, ঘোরাঘুরি, বিভিন্ন দিবস ঘটা করে উদযাপনের ছবি। বিভিন্ন দিবস উপলক্ষে কর্তা গিন্নির দেয়া গিফটের ছবি। আসলে আমি ঘোরাঘুরির ছবি দিলেও anniversary বা birthday ছবি বা কোনো দিবস উদযাপনের ছবি দিতে পারিনা।কারণ ঐ দিবসগুলো পালন হয়না আর হলেও সেভাবে হয়না। ফেসবুকে সবাই তো ভালোটাই দেখায়।ভালো ছবির আড়ালে লুকিয়ে থাকা অনেক খারাপ ছবি সেটা কিন্তু সামনে আসে না। যখন আসা তখন থলে থেকে বিড়াল বের হবার মতো অবস্থা হয়। আমি যে ছবিটি শেয়ার করছি সেটা আমার তৃতীয় প্রেগন্যান্সির সময়কার। আমার কর্তা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।২৪ঘন্টার ১৮ঘন্টাই ওনাকে কর্মব্যস্ত থাকতে হয়। সাপ্তাহিক ছুটি নেই।এই ছবিটি কোনো এক ছুটির দিনের।আমি তখন ৪মাসের প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট অবস্থায় মেয়েদের অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়। বাবারবাড়ি বা শ্বশুরবাড়ির কেউ কাছে না থাকায় আমার নিজের সেইসাথে অন্যদের খাবার নিজেকেই করতে হয়েছে।উনি আমার জন্য ডিমের চপ ভেজেছিলেন। প্রচুর ব্যস্ত এই মানুষটির কাছ থেকে এই প্রাপ্তিটুকু আমি যত্ন করে সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছি। জীবনের হাজার অপ্রাপ্তির মাঝে এই প্রাপ্তিটুকু আমি খুব যত্ন করে রেখেছি। মেয়েদের বাবা মা'র পরে স্বামীর কাছেই সবচেয়ে বেশি প্রত্যাশা থাকে। অর্থ প্রতিপত্তি না থাকলেও শুধুমাত্র স্বামী নামক ব্যক্তিটির ভালোবাসার জন্য মেয়েরা সবকিছু মেনে নিতে পারে। অর্থ প্রতিপত্তি বা বিলাস বিলাসিতা কিন্তু মেয়েদের স্বামী নামক ব্যক্তিটির অবজ্ঞা অবহেলা ভুলিয়ে দিতে পারে না।
শুভরাত্রি❤️
@everyone