তমগ্ন

তমগ্ন Making plastic Eco friendly by using them in planting trees
(5)

চোখের আলোয় দেখেছিলেম  চোখের বাহিরে  অন্তরে আজ দেখবো যখন আলোক নাহি রে,,,, -----রবীন্দ্রনাথ ঠাকুরঅর্ধবঙ্গেশ্বরী রানী ভবান...
29/09/2025

চোখের আলোয় দেখেছিলেম
চোখের বাহিরে
অন্তরে আজ দেখবো
যখন আলোক নাহি রে,,,,
-----রবীন্দ্রনাথ ঠাকুর

অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানীর রাজপ্রাসাদের ছোট তরফের দুর্গাপূজা।বড় তরফেও পূজা হয়।সাবেকী প্রতিমা এখানে।আলোর আতিশয্য, সাউন্ড বক্সের কানের পর্দা ফাটানো আর হার্টের ধুকপুকানি হ‌ওয়া গানবাজনা নেই।
শুভ সপ্তমী 💗
শুভরাত্রি❤️


্ন

29/09/2025

ভীষণ ব্যস্ততায় এই রেসিপিটি কাজে আসবে, ডিম পোজ করে কষানো
#ডিমপোজকষা ্ন

মন জিনিসটা সজীব পদার্থ, নিমেষে-নিমেষে তাহার পরিণতি এবং পরিবর্তন।--- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরসুপ্রভাত ♥️ লজ্জাবতী ♥️    ...
29/09/2025

মন জিনিসটা সজীব পদার্থ,
নিমেষে-নিমেষে তাহার পরিণতি
এবং পরিবর্তন।
--- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্রভাত ♥️
লজ্জাবতী ♥️


্ন

তোমার হাতে  যা আছে  তা হয়তো কেউ কেড়ে নিতে পারবে, কিন্তু তোমার ভাগ্যে যা আছে সেটা নয় ।----সংগৃহীত লাইন শুভরাত্রি❤️মাতৃ...
28/09/2025

তোমার হাতে যা আছে
তা হয়তো কেউ কেড়ে নিতে পারবে,
কিন্তু তোমার ভাগ্যে যা আছে সেটা নয় ।
----সংগৃহীত লাইন
শুভরাত্রি❤️

মাতৃ মুখ দর্শন করে আসলাম।


্ন

28/09/2025

শাপলার নাইলের তরকারী।বেশ ভালো লাগে যদি চিংড়ি দিয়ে এভাবে রান্নাটা করা যায়।
#শাপলারনাইলচিংড়িদিয়ে ্ন

ল‌ইট্টার ঝাল❤️চালের গুঁড়া,লবণ, হলুদ দিয়ে মেখে ডুবো তেলে ভেজে তুলে নিয়ে তেলে জিরা, শুকনামরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি...
28/09/2025

ল‌ইট্টার ঝাল❤️
চালের গুঁড়া,লবণ, হলুদ দিয়ে মেখে ডুবো তেলে ভেজে তুলে নিয়ে তেলে জিরা, শুকনামরিচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি সেইসাথে দুকোয়া রসুন পেস্ট দিয়ে ভেজে, টমেটো টুকরো,আদা জিরা বাটা, মরিচ , রাঁধুনী রেডি মাছের মসলা গুঁড়া দিয়ে কষিয়ে অল্প পরিমাণ গরমজল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে গরমমসলা গুঁড়ো দিয়ে ভাজা ল‌ইট্টামাছ দিয়েই নামিয়ে নিতে হবে।
শুভ দুপুর ♥️
্ন

এসো হে এসোহৃদয়- ভরা,এসো হে এসো পিপাসাহরা,এসো হে আঁখি- শীতল- করা, ঘনায়ে এসো মনে ।।---রবীন্দ্রনাথ ঠাকুরসুপ্রভাত ♥️ সুগন্...
28/09/2025

এসো হে এসো
হৃদয়- ভরা,
এসো হে
এসো পিপাসাহরা,
এসো হে
আঁখি- শীতল- করা,
ঘনায়ে এসো মনে ।।
---রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্রভাত ♥️

সুগন্ধি শুভ্র সুন্দর কামিনী ❤️


্ন

জীবনে,,,,সমস্যার প্রয়োজন আছে ,সমস্যা আছে বলেই সাফল্যে এতো আনন্দ,,,,,।----এ,পি,জে আবদুল কালাম শুভরাত্রি❤️সকালে ৬টায় চট্...
27/09/2025

জীবনে,,,,
সমস্যার প্রয়োজন আছে ,
সমস্যা আছে বলেই
সাফল্যে এতো আনন্দ,,,,,।
----এ,পি,জে আবদুল কালাম
শুভরাত্রি❤️

সকালে ৬টায় চট্টগ্রাম থেকে বের হয়েছিলাম। ট্রেনে ঢাকা। আমার জীবনে দ্বিতীয়বার আর ছেলেমেয়েদের প্রথম ট্রেন জার্নি।ঢাকা থেকে নাটোর বাসে । সন্ধ্যা ৬.৩০ এ নেমেছি।টানা ১২ঘন্টা অবশেষে মায়ের কোলে।

27/09/2025

বাঙালির প্রিয় ইলিশ মাছ। ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে ঘন্টো,তোমরা রান্নাটা করো কিনা জানাতে পারো।
#ইলিশমাছেরমাথাআলুবেগুনদিয়েঘন্টো @followersতমগ্ন

খাবার যতই সুস্বাদু হোক না কেন, পচে গেলে যেমন তার মূল্য থাকে না, তেমনি এক ব্যক্তি যতই শিক্ষিত হোন, মনুষ্যত্ব না থাকলে তার...
27/09/2025

খাবার যতই সুস্বাদু হোক না কেন,
পচে গেলে যেমন তার মূল্য থাকে না,
তেমনি এক ব্যক্তি যতই শিক্ষিত হোন,
মনুষ্যত্ব না থাকলে
তার কোনো দাম নেই ।।
----চাণক্য

কাচকিমাছভাজা❤️
লবণ, হলুদ ও চালের গুঁড়া দিয়ে মেখে মাছগুলো মুচমুচে করে ভেজে তুলে নিয়েছি। কালোজিরা ফোঁড়ন দিয়ে একবাটি পরিমাণ পেঁয়াজকুচি দিয়ে একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে তার মধ্যে ভাজা কাচকিমাছ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে অল্প‌আঁচে কিছু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।
শুভ দুপুর ❤️

#কাচকিমাছভাজা

শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে  গ্রহণ করতে হয় তার জবাব দিতে নেই। ----শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সুপ্রভাত ❤️ ছোট চারাগা...
27/09/2025

শ্রদ্ধা ও স্নেহের অভিনন্দন মন দিয়ে
গ্রহণ করতে হয় তার জবাব দিতে নেই।
----শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সুপ্রভাত ❤️

ছোট চারাগাছে এভাবেই বেলী ফুটছে♥️
#বেলী ্ন

যতক্ষণ বেঁচে রয়েছো  শিখতে থাকো কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষক।---- স্বামী বিবেকানন্দ।শুভরাত্রি❤️ফেসবুকে শেয়ার করে...
26/09/2025

যতক্ষণ বেঁচে রয়েছো
শিখতে থাকো
কারণ অনুভব জীবনের
সবথেকে বড় শিক্ষক।
---- স্বামী বিবেকানন্দ।
শুভরাত্রি❤️

ফেসবুকে শেয়ার করেছিলাম খুব সুন্দর একটা ছবি। প্রতিটি মাতৃত্ব আমাকে শিখিয়েছে, বুঝিয়েছে,আপন পর চিনিয়েছে। সম্পর্ক না থাকলেও যে মানুষ আপন হয় তা বুঝিয়েছে।এই ছেলেমেয়েদের জন্য আমি জীবনে কিছু আপন মানুষ পেয়েছি।যারা আমার আপনার চেয়েও আপন।

্ন

Address

Bogura
Dhaka

Telephone

+8801823700200

Website

Alerts

Be the first to know and let us send you an email when তমগ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তমগ্ন:

Share