তমগ্ন

তমগ্ন Making plastic Eco friendly by using them in planting trees
(5)

জীবনটা একটা গল্প যেখানে দুঃখটাই বেশি সুখটা খুবই অল্প শুধু সুখ নয় ,দুঃখটাও  জীবনের একটি অংশ।।----সংগৃহীত লাইন সোশ্যাল মি...
03/09/2025

জীবনটা একটা গল্প
যেখানে দুঃখটাই বেশি
সুখটা খুবই অল্প
শুধু সুখ নয় ,দুঃখটাও
জীবনের একটি অংশ।।
----সংগৃহীত লাইন

সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি দেখি বিয়ে জন্মদিন, ঘোরাঘুরি, বিভিন্ন দিবস ঘটা করে উদযাপনের ছবি। বিভিন্ন দিবস উপলক্ষে কর্তা গিন্নির দেয়া গিফটের ছবি। আসলে আমি ঘোরাঘুরির ছবি দিলেও anniversary বা birthday ছবি বা কোনো দিবস উদযাপনের ছবি দিতে পারিনা।কারণ ঐ দিবসগুলো পালন হয়না আর হলেও সেভাবে হয়না। ফেসবুকে সবাই তো ভালোটাই দেখায়।ভালো ছবির আড়ালে লুকিয়ে থাকা অনেক খারাপ ছবি সেটা কিন্তু সামনে আসে না। যখন আসা তখন থলে থেকে বিড়াল বের হবার মতো অবস্থা হয়। আমি যে ছবিটি শেয়ার করছি সেটা আমার তৃতীয় প্রেগন্যান্সির সময়কার। আমার কর্তা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ।২৪ঘন্টার ১৮ঘন্টাই ওনাকে কর্মব্যস্ত থাকতে হয়। সাপ্তাহিক ছুটি নেই।এই ছবিটি কোনো এক ছুটির দিনের।আমি তখন ৪মাসের প্রেগন্যান্ট। প্রেগন্যান্ট অবস্থায় মেয়েদের অনেক কিছু খাওয়ার ইচ্ছা হয়। বাবারবাড়ি বা শ্বশুরবাড়ির কেউ কাছে না থাকায় আমার নিজের সেইসাথে অন্যদের খাবার নিজেকেই করতে হয়েছে।উনি আমার জন্য ডিমের চপ ভেজেছিলেন। প্রচুর ব্যস্ত এই মানুষটির কাছ থেকে এই প্রাপ্তিটুকু আমি যত্ন করে সোশ্যাল মিডিয়ায় রেখে দিয়েছি। জীবনের হাজার অপ্রাপ্তির মাঝে এই প্রাপ্তিটুকু আমি খুব যত্ন করে রেখেছি। মেয়েদের বাবা মা'র পরে স্বামীর কাছেই সবচেয়ে বেশি প্রত্যাশা থাকে। অর্থ প্রতিপত্তি না থাকলেও শুধুমাত্র স্বামী নামক ব্যক্তিটির ভালোবাসার জন্য মেয়েরা সবকিছু মেনে নিতে পারে। অর্থ প্রতিপত্তি বা বিলাস বিলাসিতা কিন্তু মেয়েদের স্বামী নামক ব্যক্তিটির অবজ্ঞা অবহেলা ভুলিয়ে দিতে পারে না।

শুভরাত্রি❤️

@everyone

03/09/2025

কাঁচাকলা দিয়ে আবার বেগুন দিয়েও ইলিশমাছের ঝোল বেশ জনপ্রিয়।দুইসবজিকে একসাথে করে এবারে ইলিশ মাছের ঝোল রান্না করেছি।চলো দেখো কিভাবে রান্না করলাম।
#কাঁচাকলাবেগুনদিয়েইলিশমাছ ্ন

নিরামিষ দিনে এই বড়ার ঝোল খেতে আমার খুব ভালো লাগে। শুধু ঝোল নয় যেকোনো পদ ডালের বড়া দিয়ে। মটর ডালের বড়া ভেজে ঝোল।আলু,...
03/09/2025

নিরামিষ দিনে এই বড়ার ঝোল খেতে আমার খুব ভালো লাগে। শুধু ঝোল নয় যেকোনো পদ ডালের বড়া দিয়ে। মটর ডালের বড়া ভেজে ঝোল।আলু, টমেটো দিয়ে।আদাজিরাবাটা,ধনে, মরিচ, হলুদ গুঁড়া আর পাঁচফোড়ন শুকনো মরিচ ও তেজপাতা ফোঁড়ন দিয়ে। শুকনা মরিচ ফোঁড়ন দিলে সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় তরকারীতে। যার জন্য নিরামিষ বা আমিষ রান্নাতেও দেয়া হয়। সেইসাথে গুঁড়া মরিচ কম খেতে হয় ।যেটা পেট ফ্রেন্ডলি। নিরামিষ তাই চিনি আর ঘিও দিয়েছি।একটু ঝাল ঝাল খেতে মন চায় তাই ফোঁড়নে চারটি মরিচ দিয়েছিলাম।
শুভ দুপুর ♥️




@everyone

কী পাই ,কী জমা করি, কী দেবে ,কে দেবে, দিন মিছে কেটে যায় এই ভেবে ভেবে ।চলে তো যেতেই হবে- কি যে দিয়ে যাবো বিদায় নেবার আ...
03/09/2025

কী পাই ,কী জমা করি,
কী দেবে ,কে দেবে,
দিন মিছে কেটে যায়
এই ভেবে ভেবে ।
চলে তো যেতেই হবে-
কি যে দিয়ে যাবো
বিদায় নেবার আগে
এই কথা ভাবো।।
-----রবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্রভাত ❤️

কিছুদিন হলো দেশি variety এই দ‌ইজবা ফুটতে শুরু করেছে। খুব সুন্দর।গাছটি এনেছি মার্চে।এখনো রিপট করতে পারিনি। বর্ষার শুরুতে ফোঁটা শুরু করেছে।

#দ‌ইজবা ্ন

একশত মূর্খ পুত্রের চেয়ে একটি গুণী পুত্র ভালো ।একটি চন্দ্র কিন্তু রাতের সব অন্ধকার দূর করে ।সব তারা মিলেও তা পারে না।---...
02/09/2025

একশত মূর্খ পুত্রের চেয়ে
একটি গুণী পুত্র ভালো ।
একটি চন্দ্র কিন্তু রাতের
সব অন্ধকার দূর করে ।
সব তারা মিলেও তা পারে না।
-----চাণক্য
শুভরাত্রি❤️

তিস্তা ব্যারেজ লালমনিরহাট,রংপুর । রংপুর তিনবছর থাকার সুবাদে এই আলোচিত বাঁধ দেখার সুযোগ হয়েছে।
ভীষণ ভালো লাগে যখন জল থাকে।ছোট ছেলের তখন ৩বছর বয়স।


্ন

02/09/2025

সয়ানাগেট দিয়ে পেঁপের ঘন্টো নিরামিষ এই রেসিপিটি ভাত রুটি সবকিছুর সাথেই ভালো লাগে।
#সয়ানাগেটদিয়েপেঁপেরঘন্টো ্ন

"বিষে বিষক্ষয়"এলার্জির ভয়ে অনেকেই এলার্জি হয় যে সবজি বা মাছ Total avoid করে।তাতে তাদের হয়ত এলার্জি হয়না। কিন্তু ঐ স...
02/09/2025

"বিষে বিষক্ষয়"
এলার্জির ভয়ে অনেকেই এলার্জি হয় যে সবজি বা মাছ Total avoid করে।তাতে তাদের হয়ত এলার্জি হয়না। কিন্তু ঐ সবজি বা মাছে এলার্জি ছাড়া যে পুষ্টি উপাদান, ভিটামিন, ফাইবারসহ যে উপকারী উপাদানগুলো থাকে তা কিন্তু তারা পায়না।শরীরে তার‌ও তো দরকার আছে।আর ঐ সবজি বা মাছে তাদের সমস্যাটা বাড়ে ,সখ্যতা তৈরি হয়না।তাই আমি বলবো একবারে বাদ না দিয়ে মাঝেমধ্যে একটু আধটু খেয়ে দেখা যেতে পারে। আমার এলার্জির পরিমাণ ১২০এর জায়গায় ১২৬০ ।আমি ফেব্রুয়ারি থেকে বেগুন, মিষ্টিকুমড়া শিমের বীজ, ইলিশ, চিংড়ি সব‌ই বাদ দিয়েছি। সম্প্রতি ইলিশ খাচ্ছি কেননা আমার ভীষণ প্রিয়। অনেক দিন পর কর্তামশাই এর কথায় পুঁইশাক এনেছি আর সবজি,কুমড়া বড়ি,আদা জিরা বাটা আর পাঁচফোড়ন, শুকনো মরিচ ফোঁড়ন দিয়ে রান্নাও করেছি। তৃপ্তি সহকারে খেয়েছি। একটু আধটু সমস্যাও হয়েছে। তারপরও একবারে বাদ দিলে বাদ পরে যাবে সখ্যতা তৈরি হবেনা।আর যাদের চুলকায় তাদের এমনেই চুলকায়।
শুভ দুপুর ❤️


্ন

আজ নিখিলের  আনন্দধারায় ধুইয়ে দাও মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে দাও।-----রবীন্দ্রনাথ ঠাকুর গুচ্ছ গুচ্ছ সুগন্ধি কামিন...
02/09/2025

আজ নিখিলের
আনন্দধারায় ধুইয়ে দাও
মনের কোণের সব দীনতা
মলিনতা ধুয়ে দাও।
-----রবীন্দ্রনাথ ঠাকুর

গুচ্ছ গুচ্ছ সুগন্ধি কামিনী।সাদার প্রশান্তিময় সৌন্দর্যে মুগ্ধ হয়ে যায় মন।
#কামিনী
্ন

শুভ জন্মদিন রাধারানী ♥️রাধাষ্টমীতে রাধামাধবের অভিষেক, পূজা ও ভোগ নিবেদন।শুভ রাত্রি❤️ #রাধাষ্টমী      ゚     ্ন
01/09/2025

শুভ জন্মদিন রাধারানী ♥️
রাধাষ্টমীতে রাধামাধবের অভিষেক, পূজা ও ভোগ নিবেদন।
শুভ রাত্রি❤️

#রাধাষ্টমী ゚
্ন

01/09/2025

রাধাষ্টমীতে অভিষেক, পূজা, ভোগ নিবেদন ও আরতি দর্শন করুন,জয় রাধে🙏🏻
#রাধাষ্টমী২০২৫ ゚
্ন

01/09/2025

রোগীর পথ্য হিসেবে এভাবে রান্না করা যেতে পারে মাগুর মাছের ঝোল।
#মাগুরমাছেরঝোল @everyone

আমার ঠাকুমা খেতো তিল শুক্তো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে শুক্তানি।আমি রান্না করেছিলাম ঝিঙার তিল শুক্তো।মটরডাল ভিজিয়ে বড়া...
01/09/2025

আমার ঠাকুমা খেতো তিল শুক্তো, আমাদের আঞ্চলিক ভাষায় বলে শুক্তানি।আমি রান্না করেছিলাম ঝিঙার তিল শুক্তো।মটরডাল ভিজিয়ে বড়া ভেজে নিয়েছিলাম। কাঁচামরিচ দেইনি। ফোঁড়নে পাঁচফোড়ন, শুকনো মরিচ ও তেজপাতা দিয়েছিলাম। সরিষার তেলে রান্না করেছি।ঝিঙার সাথে বেগুন,আলু আর তিতা করোলা ছিলো।তিল বেটে দিয়েছিলাম শেষে, লবণ আর হলুদ, পরিমাণমতো। সামান্য চিনি না দিলে আমার ঠিকঠাক লাগেনা।নামিয়ে যেহেতু নিরামিষ ঘি ছড়িয়ে দিয়েছিলাম ওপর থেকে।
শুভ দুপুর ♥️

#ঝিঙারতিলশুক্তো

Address

Bogura
Dhaka

Telephone

+8801823700200

Website

Alerts

Be the first to know and let us send you an email when তমগ্ন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তমগ্ন:

Share