Naimur Bijoy

Naimur Bijoy BAFSK | BAFSC | BAFSD | DU-103 | MIS-19 | FBS-30

CEO & Founder, ProcademiX

14/08/2025

If you smell what Procademix is cooking.........

03/08/2025
21/07/2025

রাজনীতি করে আমানুষেরা!!

21/07/2025

মিডিয়া বলতেছে, ভবনের পাশে বিধ্বস্ত হয়েছে। আবার এদিকে মাইলস্টোন কর্তৃপক্ষ মৃত্যুর প্রকৃতি সংখ্যা জানাতে চাইলেও বাংলাদেশ আর্মি তা জানাতে দিচ্ছে না। আবার রিক্সা ভাড়া ১০০টাকা চাইতেছে যেই ভাড়া হয়তো ৩০-৪০টাকা আবার সিএনজি ভাড়া চাচ্ছে ১০০০ টাকা যেই ভাড়া হয়তো ১০০ ২০০ টাকা।
বাংলাদেশ ২.০?
বাংলাদেশ dhon*

16/07/2025

HSC + Admission Accounting

কমার্সের পোলাপান, ক্লাস কেমন হচ্ছে জানিয়ো আর এরকম আরো ক্লাস ProcademiX এর পেইজে আছে অইখান থেকে ঘুরে আসতে পারো ।

26/02/2025

অন্তত এটুকু নিশ্চিত হওয়া গেল, ডক্টর ইউনূসের উপর কেউ সন্তুষ্ট না।

এর আরেকটা অর্থ, ইউনূস মাথা নোয়াননি কারো কাছে।

কাজেই, ইউনূস থাকতে পারবেন না। তাকে থাকতে দেওয়া হবে না, এইটা ফাইনাল।

ভারতকে গতকালও ইউনূস সরকার সুখরঞ্জন বালির কথা মনে করাইয়া দিছে। বিবৃতিতে লিখছে, বাংলাদেশ থেকে গুম হওয়া ব্যক্তি যখন ভারত থেকে উদ্ধার হয়, তখন সেটা আমাদের ব্যথিত করে।

কাজেই, ভারত চায় ইলেকশন দিয়ে ইউনূস সরে যাক।

পুলিশও তাই চায়।

খুব সম্ভবত আর্মিও তাই চায়।

অনেকেই বলতেছেন, আর্মি চিফ রাজনৈতিক দলগুলোকে হুমকি দিছেন।

না। রাজনৈতিক দলগুলোকে হুমকি দেওয়া হয় নাই। হুমকি দেওয়া হয়েছে ডক্টর ইউনূসকে। কারণ র‌্যাব আর ডিজিএফআই এর আয়নাঘরের তথ্য তিনিই ফাঁস করেছেন।

এই দেশের সবকিছুই আসলে সাজানো গোছানো সেট আপ।

কে কেমনে দুর্নীতি করবে, কে কোনদিকের চাঁদা নিবে, কে কেমনে বাটপারি করবে, এইগুলা সেটল হওয়া ইস্যু। আওয়ামীলীগের আমলে আওয়ামীলীগ খাবে। বিএনপি জামায়াতের আমলে বিএনপি জামায়াত। লস নাই কারো। সবার লাভ।

অনেকেই বলেন, ইলেকশন হলেই সবকিছু সুন্দর হয়ে যাবে। কিসসু হবে না। এই দেশে ৪ টা ইলেকশন সুষ্ঠু হয়েছে। মানুষের লাভ কিছুই হয় নাই। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। পুলিশ আমলাদের লাভ ঠিকই হয়েছে।

এই পুরো সিস্টেম এখন এমন অচল কেন হয়ে গেল?

কারণ, ডক্টর ইউনূস।

ডক্টর ইউনূস এখানে এসে বাগড়া দিয়ে ফেলেছেন। একমাত্র উনিই এখানে আনফিট। শুনলাম প্রজেক্টগুলো নিয়ে বারবার বসে টাকা কমাচ্ছেন। তাহলে আমলারা খাবে কী?

এই না খেতে পাওয়ার রাগ থেকেই কেউ কিছুই করতেছে না।

এরা রাজনৈতিক নেতাদের সামলাইয়া অভ্যস্ত, ইউনূসকে সামলাইয়া অভ্যস্ত না।

সো, ইউনূসকে সরাইয়া দেওয়ার এই সিদ্ধান্ত মিলিত সিদ্ধান্ত।

ভেদাভেদ করবেন না মানে সংস্কার করবেন না। কারণ সংস্কার করতে গেলে ভেদাভেদ আসবেই। দ্বিমত আসবে। ঐটা না করে স্থিতিশীলতা এনে নির্বাচন দিয়ে সরে যান,এইটাই খুব সম্ভবত আজকের মেসেজ।

এখন বাকিটা ইউনূসের উপরেই নির্ভর করবে।

ইউনূস লড়াই এ যাবেন নাকি সারেন্ডার করবেন সেইটা তিনিই জানেন। তবে এইখানে তিনিও যদি আর না আগান, আমি অন্তত দোষ দেবো না।

কারণ বিএনপি তো দূরের কথা, ইভেন জামাতের একটা জেলা পর্যায়ের নেতা বিপদে পড়লে যে কজন লোক আসবে,,ইউনূসের কোন বিপদ হলে কেউ আগাবে না।

আর যতদিন এমন মেধাবী মানুষকে জনগণ ধারণ করতে না পারবে, ততদিন এমন মানুষের পক্ষে এই নোংরা রাজনীতিতে আসাও সম্ভব না, থাকাও সম্ভব হবে না।
©️

25/02/2025

সবচেয়ে সস্তা হচ্ছে এই বাংলাদেশের মানুষের প্রাণ । প্রতিনিয়ত খুব তুচ্ছ কারণে মানুষ মারা যাচ্ছে সেখানে একটু সচেতন অথবা আইনের কঠোর প্রয়োগ থাকলে এগুলা রোধ করা সম্ভব । পুলিশ তো আগেই কিছু করতো টাকা খায়া চুপ থাকতো আর এহন টাকা পায়া চুপ থাকে | একটা জিনিস হচ্ছে সারজিস ভাই হাসনাত ভাইয়ের উপর কয়েকবার হামলায় যেমন আমরা পুরো বাংলাদেশ ফেসবুকে কাপায় দিছিলাম আর সেই আমরাই ডাকাতি,রেপ,ছিনতাই এগুলা ব্যাপারে চুপ কারণ এগুলো তো প্রতিদিনের ঘটনা । যেদিনের নিজেদের পরিবারের সাথে হবে বিচার পাবো না হয়তো সেদিন উপলব্ধি হবে । বলা যায় না নিজের সাথে এমন হবে আর হয়তো উপলব্ধি করার সুযোগ পাবো না।

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Naimur Bijoy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Naimur Bijoy:

Share