Daily life

Daily life Assalamualaikum Everyone, It's Aysha Welcome to my new page
(5)

It is online home delivery fashion house with an attractive and gorgeous Indian Salwar-Suits, at your home at reasonable price.

16/07/2025

আমাদের কানের লতিতে আমরা যত জোরে'ই চা"প দেইনা কেনো, আমাদের ব্য'থা লাগেনা, এর পেছনে কারণ কি?..

15/07/2025

Shifaaa

আল্লাহর এর সাথে একটি নবজাতকের কথোপকথন!একটি শিশুটি আল্লাহ কে জিজ্ঞাসা করেছিল, "তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথি...
10/07/2025

আল্লাহর এর সাথে একটি নবজাতকের কথোপকথন!
একটি শিশুটি আল্লাহ কে জিজ্ঞাসা করেছিল, "তারা আমাকে বলে যে আপনি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছেন কিন্তু আমি এত ছোট ও অসহায় হয়ে কীভাবে বাঁচব?"
আল্লাহ বললেন, "তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবে এবং তোমার যত্ন নেবে।"
শিশুটি আরও জিজ্ঞাসাবাদ করেছিল, "তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমাকে খুশী হতে গান ও হাসি ছাড়া কিছুই করার দরকার নেই .."
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমার জন্য গান করবেন এবং তোমার জন্য হাসবেন।
আবার ছোট বাচ্চাটি জিজ্ঞাসা করেছিল, "ভাষাটি না জানলে লোকেরা যখন আমার সাথে কথা বলে আমি কীভাবে বুঝতে সক্ষম হব?"
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শুনাবে যা তুমি শুনবে এবং খুব ধৈর্য ও যত্ন সহকারে তোমার ফেরেশতা তোমাকে কীভাবে কথা বলতে হবে তা শিখিয়ে দেবে।"
"এবং আমি যখন আপনার সাথে কথা বলতে চাই তখন আমি কী করব?"
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা রা তোমার হাত এক সাথে রাখবেন এবং তোমাকে কীভাবে প্রার্থনা করবে তা শিখিয়ে দেবেন।"
"কে আমাকে রক্ষা করবে?
আল্লাহ বললেন, "তোমার ফেরেশতা তোমাকে রক্ষা করবেন যদিও এর অর্থ হ'ল তার জীবন ঝুঁকিপূর্ণ।"
"তবে আমি সর্বদা দু: খিত থাকবো কারণ আপনাকে আর দেখতে পাব না।"
আল্লাহ বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদা তোমার পাশে থাকি।"
এই মুহুর্তে বেহেশতে অনেক শান্তি ছিল, কিন্তু পৃথিবী থেকে রব শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করল, "
মালিক, আমি যদি এখনই চলে যাই তবে দয়া করে আমাকে দুনিয়ার সেই ফেরেশতার নাম বলুন।"
আল্লাহ বললেন, "তুমি কেবল তাকে" মা "ডাকবে।
সৃষ্টিকর্তা নিজেই যখন একজন মাকে এতো সম্মান দিয়ে এবংএতো সুন্দর ভাষায় কথা বলেন তখন মা হওয়া টা নিসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার। ❤️~~সুবাহানআল্লাহ

10/07/2025
আমি বর্তমানে আমার পেইজে কোন ধরনের মিউজিক লাইসেন্স এখন পর্যন্ত পাই নাই,,, তারপরও ছোট্ট একটা টিপস অবলম্বন করে আমি আমার পেই...
06/07/2025

আমি বর্তমানে আমার পেইজে কোন ধরনের মিউজিক লাইসেন্স এখন পর্যন্ত পাই নাই,,, তারপরও ছোট্ট একটা টিপস অবলম্বন করে আমি আমার পেইজে যে কোন মিউজিক ব্যবহার করতে পারি কোন ধরনের কপিরাইট ইসু আসবেনা আশা করি,,, এই টেকনিকটা ব্যবহারের পিছনে শুধু জাস্ট মাথার ভিতরে একটু বুদ্ধি খাটালেই হয়,,, যেকোনো মিউজিক আমি অনায়াসে ব্যবহার করতে পারব এখন থেকে আমার কোন ধরনের সমস্যা হবে না।

ফেসবুক টেকনিক্যাল সমস্যার কারণে বড় সফটওয়্যার দিয়ে কারো পেজের ভিডিওর ভিউ দেখা যায় না। যদি ভিউ দেখতে হয় তাহলে ওয়ান ব...
06/07/2025

ফেসবুক টেকনিক্যাল সমস্যার কারণে বড় সফটওয়্যার দিয়ে কারো পেজের ভিডিওর ভিউ দেখা যায় না। যদি ভিউ দেখতে হয় তাহলে ওয়ান বাই ওয়ান একটা একটা করে প্লে করে করে দেখতে হয়। এটা টেকনিক্যাল সমস্যা। এটা নিয়ে মন খারাপ করার মতো কোনো কিছু নেই অটোমেটিকলি ঠিক হয়ে যাবে।

🔺মেহমানের খেয়ে রাখা খাবার বা গ্লাস/প্লেট ধুয়ে রাখার আগে কিছু করনীয়: কদিন পর পরই বাসায় এ ও আসে, দাওয়াত দিলে মেহমান আসে, প...
06/07/2025

🔺মেহমানের খেয়ে রাখা খাবার বা গ্লাস/প্লেট ধুয়ে রাখার আগে কিছু করনীয়:

কদিন পর পরই বাসায় এ ও আসে, দাওয়াত দিলে মেহমান আসে, প্রতিবেশিরা আসে, আত্মীয়রা আসে।
এসে আমাদের অনেক কিছুর প্রতিই তারা ইম্প্রেস হয়, তাদের ভাল লাগে, প্রশংসা করে। কেউ আমাদের বাচ্চাদের সুন্দর স্বাস্থ্য দেখে অবাক হয়, বাচ্চাদের খাওয়া অবস্থায় দেখে প্রশংসা করে, কিংবা আমাদের সুন্দর চুল, স্কিন, রূপ এসব দেখে অবাক হয়, প্রশংসা করে সাথে নিজের নষ্ট হয়ে যাওয়া চুল/রূপ নিয়ে আফসোস করে। আবার অনেকে রান্নার প্রশংসা করে, ফার্নিচারের প্রশংসা করে। অনেকে এসব প্রশংসার আড়ালে নিজের কষ্ট লুকিয়ে রাখে, মা শা আল্লাহ বলে না, বারাকাল্লাহ বলে না।

যার ফলে বদ নজর লেগে যায়, নষ্ট হতে থাকে চুল, রূপ, স্বাস্থ্য, বাচ্চাদের খাওয়াদাওয়া ইত্যাদি।
এরপর শুরু হয় পেরেশানি, মন খারাপ। দিনের পর দিন অবনতি। হবেই না কেন, বদনজর সত্য এবং বদনজর মৃত্যু পর্যন্ত নিয়ে যায়।

আমরা অনেকেই ধরতে পারি না এসব যে বদনজরের কারণে হতে পারে। ডক্টরের পিছু দৌড়াই, মেডিসিনের স্তুপ করি। তাও কোনো সুরাহা মেলেনা। অনেকে একটা পর্যায়ে বুঝতে পারি যে বদনজর লেগেছে, আবার অনেকে কখনওই বুঝতে পারি না। এভাবে সময়ের সাথে সমস্যাগুলো ভালমতো শেকড় মজবুদ করে গেড়ে বসে। তখন সমাধান করতেও লেগে যায় অনেকটুকু সময়।

বদনজর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে যত দ্রুত সম্ভব রুকইয়াহ করা। আর সবচেয়ে সহজ রুকইয়াহ হচ্ছে যার নজর লেগেছে বলে মনে হয় তার ওজুর পানি, কিংবা ঝুটা খাবার, কিংবা শরীরের কোনো স্পর্শ, ঘাম বা কাপড় ইত্যাদি। এসবের কোনো একটাও যদি পাওয়া যাওয়া তবে তা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে মুছে দিলে, বা খাওয়ালে ইন শা আল্লাহ নজর কেটে যাবে। আর যদি এসবের কোনোটিই না পাওয়া যায় তবে বদনজরের আয়াত ও দুয়া দিয়ে টানা নিজে নিজেই রুকইয়াহ করে যেতে হবে, যা সময়সাপেক্ষ ও কষ্টকর।

তো সবচেয়ে সহজ হচ্ছে ব্যক্তির ঝুটা দিয়ে ট্রিটমেন্ট করা। আর এই ঝুটা পাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ব্যক্তির খেয়ে রাখা গ্লাস, চামচ বা প্লেট।

যখনই ঘরে মেহমান আসবে, মেহমানের খেয়ে রাখা গ্লাস, চামচ, প্লেট, হাত-মুখ মুছে ফেলে রাখা টিস্যু বা টাওয়াল এসব আলাদা করে রাখবেন। ধুয়ে ফেলার জন্য বেসিনে রাখবেন না। মেহমান চলে গেলে সেসব ঝুটা ধুয়ে পানি নিয়ে তা খাওয়া গেলে একটু করে খেয়ে নিবেন, বাচ্চাদেরও খাওয়াবেন, কিংবা গায়ে মাখিয়ে নিবেন, বাচ্চাদেরও মাখিয়ে দিবেন, ঘর বাড়িতেও ছিটিয়ে দিবেন। এতে করে ইন শা আল্লাহ নজর লাগলে তা সহজেই কেটে যাবে।

~সংগৃহীত

শখের বয়সে আমারওএকটা রাজপুত্র আছে...😊🤍আলহামদুলিল্লাহ 🎀
05/07/2025

শখের বয়সে আমারও
একটা রাজপুত্র আছে...😊🤍
আলহামদুলিল্লাহ 🎀

তুমি আমার জীবনে আসার পর আমি অনেক কিছু ত্যাগ করেছি...আমার ঘুম,আমার শরীর,আমার ব্যক্তিগত স্থান,আমার সামাজিক জীবন.......এখনও...
01/07/2025

তুমি আমার জীবনে আসার পর আমি অনেক কিছু ত্যাগ করেছি...

আমার ঘুম,
আমার শরীর,
আমার ব্যক্তিগত স্থান,
আমার সামাজিক জীবন.......

এখনও, আমি তোমার সাথে অনেক কিছু হারাচ্ছি।
আমার ধৈর্য,
আমার স্মৃতি,
আমার মানসিক স্থিতি,
আমার শক্তি,

কিন্তু এখন, তোমার উপস্থিতিতে আমার কাছে অনেক কিছু আছে যা আমি লালন করি এবং হারাতে চাই না।
তুমি আমার পৃথিবী🥰
আমার হৃদয়❤️আমার সবকিছু😍
হ্যাঁ, তোমার আগমনে আমি অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমি কখনও এতটা সম্পূর্ণ অনুভব করিনি।
কারণ তুমি আমাকে খুঁজে পেয়েছো। 💖❤️‍🔥
কারণ তোমার কারণে আমার আবার জন্ম হয়েছে,,
একজন মা হিসেবে।।।
এটাই এখন আমার সবচেয়ে বড় প্রাপ্তি,, সবচেয়ে প্রিয় পরিচয় ❤️❤️ভালোবাসি কলিজার টুকরা❤️❤️❤️

তোমার বেলায় আম্মু কখনোই ক্লান্ত নয় ❤️‍🩹তোমাকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার মুহূর্ত আমি কখনোই ভুলতে পারিনা  ❤️  মনে হয়েছ...
22/06/2025

তোমার বেলায় আম্মু কখনোই ক্লান্ত নয় ❤️‍🩹

তোমাকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার মুহূর্ত আমি কখনোই ভুলতে পারিনা ❤️ মনে হয়েছিল এই ছোট্ট মানুষটা যেন আমার হৃদয়ের এক টুকরো ❣️ এতটাই আপন এতটাই প্রিয় 🥺 তুমি যখন ঘুমিয়ে থাকো তোমার নিঃশ্বাসের শব্দ ও আমাকে শান্তি দেয় 🥰 আর যখন তোমার ছোট আঙ্গুল দিয়ে আমার হাত ধরো তখন মনে হয় এই পৃথিবীর সব ক্লান্তি যেন মুহূর্তেই মিলিয়ে যায় 😌☺️
তোমার জন্য আমি কখনো ট্রেনিং নেই নি তবুও মায়ের মত নিখুঁত কেউ নেই ❣️ কারণ ভালোবাসা আমাকে সব শিখিয়ে দেয় তোমার বেলায় আসলেই কিছুই ক্লান্তিকর না 🥺 রাত জেগে থাকা খাওয়াতে বসা হাজার বার ড্রেস চেঞ্জ করা সবই ভালোবাসার এক একটা রং 💐🌺 মা হয়ে আমি বুঝেছি এই ক্লান্তি গুলো জীবনের সবচেয়ে মূল্যবান উপহার কারণ তুমি আছো তাই জীবন এত সুন্দর ❣️🌺

_তোমার মা ❤️‍🩹❤️

যাদের ছাড়া স্কুল ভালো লাগতো না,তাদের সাথে দেখা হয় না আজ বহুদিন🥺🫀 😭😭
21/06/2025

যাদের ছাড়া স্কুল ভালো লাগতো না,তাদের সাথে দেখা হয় না আজ বহুদিন🥺🫀 😭😭

Address

Dhaka

Telephone

+8801815890195

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily life:

Share