Sports News

Sports News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sports News, Digital creator, Dhaka.
(94)

উনাকে তো আমরা সবাই চিনি, বলেন তো উনি কে!
26/07/2025

উনাকে তো আমরা সবাই চিনি, বলেন তো উনি কে!

অবশেষে সব নাটকীয়র পর ঢাকায় বসতে যাচ্ছে এসিসির সভা। শেষ মুহূর্তে ভারত ভারচুয়ালি যোগ দিবে। ভারতের সাথে থাকছে শ্রীলঙ্কা ও আ...
26/07/2025

অবশেষে সব নাটকীয়র পর ঢাকায় বসতে যাচ্ছে এসিসির সভা। শেষ মুহূর্তে ভারত ভারচুয়ালি যোগ দিবে।
ভারতের সাথে থাকছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। সবাই এখন ঢাকার উদ্দেশ্য। আমিনুল ইসলাম বুলবুল শেষ পযন্ত বাজিমাত করলো।ইনশাআল্লাহ ভালো কিছু হবে বাংলাদেশ ক্রিকেটের জন্য লাইভ আপডেট পেতে ফলো দিন। 💞💞

বিসিবি সভাপতি বুলবুল ও এসিসি সভাপতি নাকভির পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফকে স্মারক উপহার🎖️পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক আ...
26/07/2025

বিসিবি সভাপতি বুলবুল ও এসিসি সভাপতি নাকভির পক্ষ থেকে ক্রীড়া উপদেষ্টা আসিফকে স্মারক উপহার🎖️
পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক আরো সুন্দর হোক 💓

বাংলাদেশ ছাড়া অন্য কোনো টিম হলে অধিনায়ক তো দূরের কথা জাতীয় দলে সুযোগ পাবেন না।ব্যর্থতার একটা লিমিট থাকা উচিত।বছরে একটা ম...
26/07/2025

বাংলাদেশ ছাড়া অন্য কোনো টিম হলে অধিনায়ক তো দূরের কথা জাতীয় দলে সুযোগ পাবেন না।ব্যর্থতার একটা লিমিট থাকা উচিত।বছরে একটা ম্যাচ ভালো খেললে জাতীয় দলে টিকে থাকা যায়,সেই দেশের ক্রিকেটের ভবিষ্যত কাদামাটি ছাড়া কিছুই না।

শেষ পর্যন্ত একাই ল'ড়াই করলেন মোহাম্মদ সাইফুদ্দিন ! ৩৪ বলে ৩৫ রানে নট আউট থাকলেন সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ কে ৭৪ রানে ...
25/07/2025

শেষ পর্যন্ত একাই ল'ড়াই করলেন মোহাম্মদ সাইফুদ্দিন ! ৩৪ বলে ৩৫ রানে নট আউট থাকলেন
সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ কে ৭৪ রানে হারিয়েছে পাকিস্তান ! অভিনন্দন পাকিস্তান ! অভিনন্দন বাংলাদেশ সিরিজ জেতার জন্য
তবে এই ম্যাচ বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের চোখে আ'ঙুল দিয়ে দেখিয়ে দিলো, নাইম শেখ, মেহেদী মিরাজ-রা টিটোয়েন্টিতে চলে না

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।আপনি সৌম্য সরকারকে  ১০ ম্যা...
25/07/2025

আপনি লিটন দাসকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ২টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি সৌম্য সরকারকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা ফিফটি আর ৪টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে।

আপনি তানজিদ তামিমকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে!

আপনি পারভেজ হোসেন ইমনকে ১০ ম্যাচ খেলান, সে ১০ ম্যাচে ১টা সেঞ্চুরি ৩টা ফিফটি আর ৩টা ইম্প্যাক্টফুল ইনিংস উপহার দিবে!

আপনি নাঈম শেখকে ১০ ম্যাচ খেলান, আপনি নিজেই ক্রিকেট খেলা দেখা ছেড়ে দিবেন!

©csme

25/07/2025

আজকের পরেও যদি এই দুইটারে T20 স্কোয়াডে দেখা যায় তাইলে বিসিবি সিলেক্টরদের cdar জন্য গে ভাড়া করবো।

মিরাজকে শুধু ওডিআই টেস্টের জন্য বিবেচনা করা উচিত। শুধু শুধু টি-টোয়েন্টিতে খেলিয়ে মনোবল নষ্ট করার কোন কারণ দেখছি না মেহ...
25/07/2025

মিরাজকে শুধু ওডিআই টেস্টের জন্য বিবেচনা করা উচিত। শুধু শুধু টি-টোয়েন্টিতে খেলিয়ে মনোবল নষ্ট করার কোন কারণ দেখছি না

মেহেদী হাসান মিরাজ নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটার, বিশেষ করে টেস্ট এবং ওয়ানডেতে তার অবদান প্রশংসার যোগ্য। তবে বাস্তবতা হচ্ছে, টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি এখন পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেননি। এই ফরম্যাটে না ব্যাটিংয়ে ধার আছে, না বোলিংয়ে তেমন কার্যকারিতা দেখা যায়।

মিরাজ বিপিএলে মাঝেমধ্যে ভালো পারফর্ম করলেও, আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রেক্ষাপটে সেটা অনেক সময়ই যথেষ্ট মনে হয় না।
কি বলেন আপনি?

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ব্যাটিং করে প্লেয়ার অব সিরিজ হয়েছেন জাকের আলী অনিক।
24/07/2025

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অসাধারণ ব্যাটিং করে প্লেয়ার অব সিরিজ হয়েছেন জাকের আলী অনিক।

মুষলধারে বৃষ্টির মাঝে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি নিয়ে উল্লাস🏆😍🇧🇩
24/07/2025

মুষলধারে বৃষ্টির মাঝে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের ট্রফি নিয়ে উল্লাস🏆😍🇧🇩

📢 ব্রেকিং নিউজ সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক খবর।Max 60 T10 লিগের সবগুলো ম্যাচ হঠাৎ করে বাতিল ঘোষণা করা...
24/07/2025

📢 ব্রেকিং নিউজ
সাকিব ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে একটি দুঃখজনক খবর।
Max 60 T10 লিগের সবগুলো ম্যাচ হঠাৎ করে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এই টুর্নামেন্টে আর দেখা যাবে না বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ক্রিকেটপ্রেমীদের জন্য এটি একেবারেই হতাশার খবর। ক্যারিবিয়ান মাটিতে সাকিবের ব্যাট-বলের জাদু দেখার অপেক্ষায় ছিলেন হাজারো ভক্ত। তবে আকস্মিকভাবে পুরো লিগ বাতিল হওয়ায় সেই আশা অপূর্ণই থেকে গেল।

এখন সবার প্রার্থনা – শিগগিরই যেন সাকিব আবার মাঠে ফিরেন, এবং আগের মতো জ্বলে উঠেন তার অনন্য পারফরম্যান্সে।

🇧🇩❤️ বাংলার টাইগার সবসময় আমাদের গর্ব।

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন আন্দ্রে রাসেল।
24/07/2025

আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানালেন আন্দ্রে রাসেল।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sports News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share