
23/08/2025
বাদ পড়ার পর মাহমুদউল্লাহকে প্র্যাকটিস করতেও দেয়া হয় নাই, রাগে ক্ষোভে দেশ ছেড়ে চলে যাওয়ারও প্ল্যান করেছিলেন রিয়াদ..!!
মাহমুদউল্লাহ রিয়াদ পঞ্চপান্ডবের একজন। ক্যারিয়ারজুড়ে দলকে অনেক ম্যাচ জিতিয়েছেন, বিপদে দলকে টেনে তুলেছেন। তবে, যখন দল থেকে বাদ পড়েছিলেন তখন রিয়াদ প্র্যাকটিস করতে চাইলেও তাকে সেই সুযোগ দেয়া হয় নি। সেই ক্ষোভে দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ী হওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। গতকাল ক্রিকফ্রেন্জির এক পডকাস্টে রিয়াদের বন্ধু হিরা আগের বোর্ডের এই নোংরা সাইডটি তুলে এনেছেন৷
এই ব্যাপারে আপনার মতামত..?? রিয়াদকে ফিরতে না দিতে এত পরিকল্পনাই বা কে করেছিলো..??
|