06/10/2025
যারা আমার জুতা পরে আমার রাস্তায় হাঁটেন নাই, তারা কিভাবে জানবেন আমার রাস্তায় হাঁটার জার্নি টা কেমন ছিল? রাস্তা অমসৃন ছিল না মসৃন ছিল? রাস্তায় উঁচুনিচু ছিল কিনা, রাস্তায় আলো ছিল কিনা নাকি অন্ধকারে হাঁটতে হইছে? জুতার সাইজ কি পায়ের সমান ছিল নাকি ছোট বড় ছিল? পায়ে ফোস্কা পড়েছিল কিনা? কতটুকু uncomfortable ছিল সেই জার্নি?
শুনেন, গাড়ির ড্রাইভারের সিটে বসে গাড়ি ড্রাইভ করা, আর সেই একই গাড়িতে পাশের সিটে বসে অন্য কারো গাড়ি চালানো দেখা দুইটা দুই জিনিস।
ভয়ংকর একটা ব্যাপার হলো কারো সম্পর্কে না জেনে comment করা, এর থেকে ও ভয়ংকর হলো কারো সম্পর্কে অর্ধেক জেনে ধারণা পোষণ করা বা মন্তব্য করা।
কেউ ৫ কেজি বোঝা মাথায় নিয়ে আহ উহ করে।আবার কেউ ১ মন বোঝা নিয়ে হেটে যায় কোনো কমপ্লেইন ছাড়া। তার মানে এই না যে এক মন বোঝার ভার নাই, সেই মানুষটার কষ্ট হয়নাই সেই বোঝা টানতে।
শুনেন, জীবন যখন কাউকে বয়সের চেয়ে বেশি দেখায় ফেলে, তখন তার বয়সের চেয়ে বেশি wisdom থাকবে এটা স্বাভাবিক। আপনি যখন যেটা visible তার থেকে ও beyond দেখতে পাবেন সেটা scary.কেউ হাঁটুতে ঘা নিয়ে ভাবে মরে যাবে আবার কেউ গলায় ক্যান্সার নিয়ে ভাবে হয়তো বেঁচে যাবে।
মনে রাখবেন," যা কিছু সত্য, তার সবটুকু চোখে দেখা যায় না, যা চোখে দেখা যায় তার সবটা সত্য নয়।।"
কিছু সত্য আছে সেটা জানলে আপনি কাউকে jealous করার বদলে হয়তো kindness দেখাতেন। Downgrade করার বদলে তাকে দেখে inspire হতেন। তার এগিয়ে যাওয়া দেখে goosebump হতো আপনার।
ভুলে যাবেন না পাথর কিন্তু মাটি থেকে হয়।pain এর ভিতর দিয়ে গিয়ে মানুষ painproof হয়।জীবনে significant কিছু করতে গেলে ভিতরে speed, স্পিরিট এইগুলো থাকতে হয়,অমসৃন রাস্তায় হাঁটার জন্য রেডি থাকতে হয়।
কারো life জার্নি সম্পর্কে পুরো না জেনে কাউকে নিয়ে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন।
প্রব্লেম এর দিকে ফোকাস না করে সল্যুশন এর দিকে ফোকাস করুন।সব কিছুর ভিতরে নেগেটিভি ছড়ানো বন্ধ করুন।
সবাই সবার লাইফে যার যার মতো ভালো থাকুন, positive থাকুন।