Learn With Rezaul Karim

Learn With Rezaul Karim Digital Content creator.
(1)

06/10/2025

যারা আমার জুতা পরে আমার রাস্তায় হাঁটেন নাই, তারা কিভাবে জানবেন আমার রাস্তায় হাঁটার জার্নি টা কেমন ছিল? রাস্তা অমসৃন ছিল না মসৃন ছিল? রাস্তায় উঁচুনিচু ছিল কিনা, রাস্তায় আলো ছিল কিনা নাকি অন্ধকারে হাঁটতে হইছে? জুতার সাইজ কি পায়ের সমান ছিল নাকি ছোট বড় ছিল? পায়ে ফোস্কা পড়েছিল কিনা? কতটুকু uncomfortable ছিল সেই জার্নি?

শুনেন, গাড়ির ড্রাইভারের সিটে বসে গাড়ি ড্রাইভ করা, আর সেই একই গাড়িতে পাশের সিটে বসে অন্য কারো গাড়ি চালানো দেখা দুইটা দুই জিনিস।

ভয়ংকর একটা ব্যাপার হলো কারো সম্পর্কে না জেনে comment করা, এর থেকে ও ভয়ংকর হলো কারো সম্পর্কে অর্ধেক জেনে ধারণা পোষণ করা বা মন্তব্য করা।

কেউ ৫ কেজি বোঝা মাথায় নিয়ে আহ উহ করে।আবার কেউ ১ মন বোঝা নিয়ে হেটে যায় কোনো কমপ্লেইন ছাড়া। তার মানে এই না যে এক মন বোঝার ভার নাই, সেই মানুষটার কষ্ট হয়নাই সেই বোঝা টানতে।

শুনেন, জীবন যখন কাউকে বয়সের চেয়ে বেশি দেখায় ফেলে, তখন তার বয়সের চেয়ে বেশি wisdom থাকবে এটা স্বাভাবিক। আপনি যখন যেটা visible তার থেকে ও beyond দেখতে পাবেন সেটা scary.কেউ হাঁটুতে ঘা নিয়ে ভাবে মরে যাবে আবার কেউ গলায় ক্যান্সার নিয়ে ভাবে হয়তো বেঁচে যাবে।

মনে রাখবেন," যা কিছু সত্য, তার সবটুকু চোখে দেখা যায় না, যা চোখে দেখা যায় তার সবটা সত্য নয়।।"

কিছু সত্য আছে সেটা জানলে আপনি কাউকে jealous করার বদলে হয়তো kindness দেখাতেন। Downgrade করার বদলে তাকে দেখে inspire হতেন। তার এগিয়ে যাওয়া দেখে goosebump হতো আপনার।

ভুলে যাবেন না পাথর কিন্তু মাটি থেকে হয়।pain এর ভিতর দিয়ে গিয়ে মানুষ painproof হয়।জীবনে significant কিছু করতে গেলে ভিতরে speed, স্পিরিট এইগুলো থাকতে হয়,অমসৃন রাস্তায় হাঁটার জন্য রেডি থাকতে হয়।

কারো life জার্নি সম্পর্কে পুরো না জেনে কাউকে নিয়ে বাজে কমেন্ট করা থেকে বিরত থাকুন।

প্রব্লেম এর দিকে ফোকাস না করে সল্যুশন এর দিকে ফোকাস করুন।সব কিছুর ভিতরে নেগেটিভি ছড়ানো বন্ধ করুন।

সবাই সবার লাইফে যার যার মতো ভালো থাকুন, positive থাকুন।

03/10/2025

"৯০ সেকেন্ডে সেলস ডিল ক্লোজ –

প্রতিদিন আমরা সিগন্যালের পাশে দেখি— কেউ পানি, কেউ খেলনা, কেউ ছোটখাটো দরকারি জিনিস বেচে। অনেকে এটাকে শুধু জীবনের লড়াই বলে মনে করে। কিন্তু একজন সেলস পার্সনের চোখে এটা লাইভ সেলস মাস্টারক্লাস।

চলুন দেখি আমরা কি শিখতে পারিঃ

১️।.সঠিক কাস্টমার চিহ্নিত করাঃ

তারা সবার কাছে যায় না। মুখের এক্সপ্রেশন, চোখের যোগাযোগ, গাড়ির ধরন—সবকিছু মিলিয়ে মুহূর্তেই বোঝে কার কাছে বিক্রির সম্ভাবনা বেশি।

২️।.সময়ের মধ্যে অফার ডেলিভারঃ

তাদের হাতে মাত্র ৯০–১২০ সেকেন্ড।
সিগন্যাল সবুজ হলেই খেলা শেষ।
লম্বা গল্প নয় — এক কথার সরাসরি অফার!

৩️।.চাপ নয়, আত্মবিশ্বাসী পারসিস্টেন্সঃ

আপনি “না” বললেই তারা রাগ করে না।
তাৎক্ষণিকভাবে পরের প্রোসপেক্টে চলে যায়।
রিজেকশন তাদের কাছে বাধা নয়, বরং প্রক্রিয়ার অংশ।

৪️।.চোখের সামনে ভ্যালু দেখানোঃ

কোনো ব্রোশিওর বা স্লাইড নয়।সরাসরি হাতে তুলে দেখায় প্রোডাক্ট, যা তখনকার মুহূর্তেই দরকার তৃষ্ণা, গরম বা কাজে লাগা কিছু।

৫️।.দ্রুত ক্লোজ করার ক্ষমতাঃ

তারা জানে — কাস্টমারের সিদ্ধান্ত এই মুহূর্তেই নিতে হবে। হ্যাঁ বা না — সময়ই আসল কারেন্সি।

পরের বার সিগন্যালে দাঁড়ালে, শুধু ফেরিওয়ালাকে বিক্রেতা হিসেবে দেখবেন না।
দেখবেন - সময়ের বিরুদ্ধে লড়াই করা একজন প্রকৃত সেলস অ্যাথলিটকে।

Learn With Rezaul Karim

30/09/2025

এটাই বাস্তবতা।

৫০ কেজি চাল যে কিনতে পারে সে মাথায় নিতে পারে না।
আর যে ৫০ কেজি মাথায় নিতে পারে তার কিনার সামর্থ্য থাকে না।

30/09/2025

“সকলকে ভালোবাসো, কয়েকজনকে বিশ্বাস করো, কারো সাথেই অন্যায় করো না।”

>উইলিয়াম শেক্সপিয়ার

30/09/2025

আপনার সন্তানের বয়স কি ১৮+?

আপনার বাচ্চা আঠারো পার করেছে? অভিনন্দন। নিচের লেখাটি আপনার জন্য ।

সে একটি নতুন জগতে পা দিচ্ছে। যে জগত আরেকটু বড়দের জগত। ও আরেকটু বড় হয়ে যাচ্ছে। স্পুন ফিডিংয়ের সময় শেষ। ওকে এখন বাইরের দুনিয়ার জন্য তৈরি করতে হবে।

১। দায়িত্ব দিন।

কিছু দায়িত্ব ওকে দিন। যেমন ছোটো ভাইবোনদের দেখাশুনা, পড়ানো, বাসার টুকটাক সমস্যা সমাধান করা। এতে যে দায়িত্ববোধ তৈরি হবে, তা সারাজীবনের অমূল্য শিক্ষা হয়ে ওকে আলো দেখাবে।

২। বাজারে পাঠান।

সপ্তাহে একদিন অন্তত বাজারে পাঠান। আমাদের পুরো জীবন নানারকম বোঝাপড়ার মধ্যে যেতে হয়।নেগোসিয়েশন করতে হয়।বাজারে দরদাম করা হচ্ছে, সেই নেগোসিয়েশন শেখার প্রাইমারি স্কুল।

৩। অল্প রোজগার করুক।

সম্ভব হলে কিছু রোজগার করার দায়িত্ব দিন। যেমন টিউশনি।
টিউশনি না হলে অন্য কাজও করতে পারে। যেমন প্রোগ্রামিং, ফটোগ্রাফি ইত্যাদি। সংসারে হয়ত তার রোজগারের প্রয়োজন নেই, কিন্তু এটা তাকে স্বনির্ভরশীলতা শেখাবে।সবচে বড় কথা, নিজে আয় করলে টাকার মূল্য বুঝবে। এটি গুরুত্বপূর্ণ মৌলিক শিক্ষা।

৪। ওর উড়ু উড়ু মনকে বোঝান।

শুনতে ভালো না লাগলেও এটা সত্য যে, এসময় ওর মন উড়ু উড়ু হবে। বিপরীত লিঙ্গের প্রতি রোমান্টিকতা তৈরি হবে। এটা এ বয়সের ধর্ম। তাই ওকে খোলাখুলি বুঝিয়ে বলুন, এর কারণে ওর কী কী সমস্যা হতে পারে। লজ্জা পাওয়ার কারণ নেই। পরে হাতির সমান সমস্যা মোকাবেলার চাইতে লজ্জা বাদ দিয়ে ওকে বোঝানো অনেক ভালো।

৫। মতামত দিন।

বিভিন্ন ব্যাপারে ওর মতামত নিন। বিশেষ করে পারিবারিক সিদ্ধান্ত নেওয়ার সময়। এতে ও সিদ্ধান্ত নিতে শিখবে। যা ওর জীবনে অনেক কাজে লাগবে।

৬। মহৎ মানুষের সান্নিধ্যে নিন।

প্রকৃত বড় মানুষের সান্নিধ্যে নিয়ে যান। মহৎ সান্নিধ্য খুব ভালো টনিক। সাধারণ একজন মানুষ, কিন্তু আপনি মনে করেন তিনি অসাধারণ। তাঁর কাছে নিয়ে যান। দেখবেন এটি বাচ্চার মধ্যে খুব ভালো প্রভাব ফেলবে। মনে রাখবেন, বিখ্যাত মানুষ মানেই বড় মানুষ নন। আমার জীবনের শ্রেষ্ঠ মানুষগুলোর বেশির ভাগ বিখ্যাত ছিলেন না। সাধারণ ভালো মানুষ ছিলেন। এদের কাছেই আপনার বাচ্চা আলোকিত হোক।

৬। সেরা গল্পগুলো বলুন।

আপনার জীবনের শ্রেষ্ঠ ঘটনাগুলো ওকে বলুন। সেরা মুহূর্তগুলোর গল্প শোনান। রিয়েল লাইফ স্টোরির মতো মোটিভেশান আর কিছু নেই।

৭। বন্ধু/আত্মীয়দের সাথে ঘনিষ্ঠ করুন।

আপনার সবচে বিশ্বস্ত বন্ধু বা আত্মীয়ের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে ওকে সাহায্য করুন। কঠিন পৃথিবীতে এধরনের সম্পর্ক খুব দরকার। আপনার অকৃত্রিম বন্ধু/ আত্মীয়দের সাথে পরিচয় থাকলে সে দরকারে তাদের কাছে যেতে পারবে। আমার- আপনার অবর্তমানে সে গার্ডিয়ান ফিগার খুঁজে পাবে।

৮। সমস্যা শেয়ার করুন।

এখন ওর সাথে সমস্যা শেয়ার করার সময়। আমরা সন্তানদের কাছ থেকে সমস্যা গোপন রাখি। আমার মতে, এটা ঠিক নয়। ওদের আমাদের সমস্যার কথাও বলা উচিত। যাতে তারা সেটা অনুধাবণ করে। এটা হলে তারা সহজে পথভ্রষ্ট হবে না। মা-বাবার দুঃখ যারা বোঝে তারা খারাপ হয় না। ( তবে বলার মাত্রায় সীমা বজায় রাখতে হবে। সবকিছু বলবেন না, কিছু কিছু বলবেন।যাতে ও হতাশ না হয়ে পড়ে)

আপনার বাচ্চার চাইতে পাঁচ বছর কম বয়সে বাদশা আকবর মুঘল সাম্রাজ্যের দায়িত্ব নিয়েছিলেন। ওকে মুঘল সাম্রাজ্যের দায় নিতে হবে না। কিন্তু নিজের জীবনের দায়িত্ব নেওয়া শুরু করতে হবে। সেটা শুরু করার এটাই শ্রেষ্ঠ সময়।
With Rezaul Karim

28/09/2025

জীবনের কঠিন বাস্তবতার বাইরে গিয়ে একটু ভাবুন।

28/09/2025

আসসালামুআলাইকুম.শুভ সকাল.
আজ রবিবার.০৫ রবিউস সানি ১৪৪৭ হিজরী.
১৩ এ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ.২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রীষ্টাব্দ.
আনন্দময় কাটুক আপনার সারাদিন।

25/09/2025

25-09-25

25/09/2025

পঁচিশ নয় পঁচিশ!

25/09/2025

সাফল্য নির্ভর করে পূর্ব প্রস্ততির উপর। মনে রেখো, পরিকল্পনা ছাড়া ব্যর্থতা নিশ্চিত.!!

25/09/2025

যে ব্যাক্তি কখনো হাল ছাড়েনা তাকে হারানো অসম্ভব প্রায়.!

Address

Dhaka
1217

Telephone

+8801978002345

Website

https://www.youtube.com/channel/UCQxc9a1oUF7RzEYMp3JxFuw

Alerts

Be the first to know and let us send you an email when Learn With Rezaul Karim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Learn With Rezaul Karim:

Share