Beautiful Bangladesh

Beautiful Bangladesh মজার মজার ভিডিও দেখতে লাইক এবং ফলো দিয়

11/06/2023

চোর মোবাইল চুরি করে দৌড়াচ্ছে আর আব্বু তার পিছু পিছু ছুটছে!🏃‍♂️🏃‍♂️
চোর: আর দৌড়াতে পারছিনা ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছি, আপনার মোবাইল নিয়ে যান!
আব্বু: ও কথা মুখেও আনবি না, এই মোবাইলের কারণে আমার মেয়ের পড়ালেখা গোল্লায় গেছে!
চোর: তাহলে আপনি আমার পিছু পিছু দৌড়াচ্ছেন কেন?
আব্বু: হেডফোন আর চার্জারটা না নিলে মোবাইল চার্জ দিবি কীভাবে? তা-ই দিতে দৌড়াচ্ছি!


06/06/2023


27/05/2023

12/05/2023

গিরগিটি রং বদলায় আত্ম রক্ষার্থে।
আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার্থে।

12/05/2023

নতুন ছাত্রীকে জিজ্ঞেস করলাম...😊
আমিঃ" বাবু তোমার কোন কোন সাবজেক্টে প্রব্লেম আছে??"🙂
ছাত্রীঃ"কি? শুনতে পেলাম না। আবার একটু বলবেন?"🤨
আমিঃ"বললাম,তোমার কোন কোন সাবজেক্টে প্রব্লেম আছে?"🙂
ছাত্রীঃ "না না তার আগে কি বললেন?"😐
আমিঃ"বাবু???"😜
ছাত্রীঃ "এক্স্যাক্টলি।আমারে আপনার বাবু লাগে???"😑
আমিঃ"ক্লাস সিক্সে পড় তুমিতো বাবুই।"😬
ছাত্রী "আপনি জানেন আমার বয়ফ্রেন্ড আপনার থেকে বয়সে বড়। "😒😒
রুমার মুখ থেকে এই কথাটা শুনে আমার হাত থেকে চা এর কাপটা ঠাস করে নিচে পড়ে গেল। আমি শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। ওর মা তাড়াতাড়ি রুমে দৌড়ে চলে এল।🥹🥹
আন্টিঃ"কি হয়েছে বাবা?? চা এর কাপটা পড়ল কিভাবে🙄
রুমাঃ"না মা কিছু হয় নি, চা টা একটু বেশি গরম ছিলতো তাই স্যার নিতে পারে নাই।"😊
আমিঃ"জি আন্টি, সত্যিই আমি নিতে পারলাম না এইটা।😮‍💨"
আন্টিঃ"কোনটা?"
আমিঃ"চা…. চা…..চা এর কাপ.."
আন্টিঃ"ওহ আচ্ছা ঠিক আছে।আমি তাহলে সখিনাকে পাঠিয়ে দিচ্ছি, ও এগুলো পরিষ্কার করে তোমাকে আরেক কাপ চা দিয়ে যাবে। কেমন?"
এই বলে আন্টি বেরিয়ে গেল। আমি তখনও ঘামছি, হাত কাঁপছে। আস্তে আস্তে রুমা কে জিজ্ঞেস করলাম,
-"তাহলে তোমাকে কি বলে ডাকব? নাম ধরেই"
-"আচ্ছা স্যার আপনি যেন কোন ইয়ার এ পড়েন?"
-"সেকেন্ড ইয়ার।"
-"আচ্ছা, আর ও থার্ড ইয়ারে পড়ে,আপনার ভার্সিটিতেই। সে ক্ষেত্রে ও আপনার ভার্সিটির বড় ভাই,আর সেই হিসেবে আমি আপনার ভাবী হই ভাবী!!🥴🥴

একটি মুরগিকে কিভাবে বোকা বানানো যায় দেখুন!😗
10/05/2023

একটি মুরগিকে কিভাবে বোকা বানানো যায় দেখুন!😗

08/05/2023

কোন এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা টিফিনে অন্য কিছু খাবারের জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানালো। কিন্তু বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়াই খেতে চাইলো।
অবশেষে হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে খাবার সর্বাধিক ভোট পাবে সেই খাবারই প্রতিদিন টিফিনে দেওয়া হবে।
ভোটে দেখা গেলো, ওই ২০ জন ছাত্র প্রতিদিন সিঙ্গাড়ার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি ৮০ জন ভোট দিয়েছে ঠিক এইভাবে -
ডালপুরি - ১৮ জন
পরোটা ও সবজি - ১৬ জন
রুটি ও ছোলার ডাল - ১৩ জন
মাখন পাউরুটি - ১১ জন
নুডুলস্ - ১০ জন
ভেজিটেবল রোল - ৭ জন
এগটোস্ট - ৫ জন
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে লাগলো...
¤ মরাল অফ দ‍্য স্টোরী হ'ল -
যতদিন ৮০ শতাংশ মানুষ নিজেদের স্বার্থপরতা নিয়ে দ্বিধাবিভক্ত থাকবে, ততদিন ২০ শতাংশ মানুষই তাদের শাসন করবে।

07/05/2023

(বিয়ে ও বর্তমান সমাজ)
নরমালি ছেলেরা সেক্সুয়ালি এডাল্ট হয় ১৬/১৭ এর মধ্যেই বা তার আগেই।
আর মেয়েরা ১৫ এর আগেই।
সেখানে আজকের সমাজ মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছে ১৮ বছর ও ছেলেদের ২১ বছর।
অন্য দিকে ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭।
গড় আয়ু যদি ৬০ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে ফ্যামিলির টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।
যে ছেলেটা সেক্সুয়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে!?
সমাজ কি তা জানেনা?
অবশ্যই জানে। তারা ভালো করেই জানে।
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য!?
যেহেতু মানুষ জীব কোনো পাথর না। মানুষের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?
আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছে। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারছে না।
আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে।
আপনি কি ততো দিন অপেক্ষা করবেন!
মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?
অবশ্য সমাজের কিছু মানুষ করতেও পরে।
কারণ তাদের কাছে মেয়ের থেকে টাকা অলা হাসবেন্ড এর গুরুত্ব খুব বেশি ।এতে মেয়ে বাসায় থেকে মানুষিক ভাবে পাথর হয়ে যাক আর বিয়ের সময় হাসবেন্ড এর বয়স ৫০/৬০ হক তাতে তাদের কিছু যায় আসে না ।
আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হও তার পর বিয়ে করো!
কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হইলেই বিয়ে দিয়ে দাও।
সমাজের মূর্খ লোকদের কিছু কথা
( "বউ কে খাওয়াবি কি? )
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
আরে বউ কি হাতি?
নাকি ঘোড়া?
তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

06/05/2023

তিনটি কাজে বিলম্ব করিও না
🔳১. নামাজের ওয়াক্ত হলে।
🔳২. মেয়ে-ছেলে বিয়ের উপযুক্ত হলে।
🔳৩. লাশ এর জানাযা হয়ে গেলে।
তিনটি জিনিস একবার আসে
🔳১. মাতা-পিতা।
🔳২. সৌন্দর্য্য।
🔳৩. যৌবন।
তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে
🔳১. সু-সন্তান।
🔳২. সদকা।
🔳৩. ইসলাম।
তিনটি জিনিস সম্মান নষ্ট করে
🔳১. চুরি করা।
🔳২. মিথ্যা কথা বলা।
🔳৩. চোগোলখুরি করা।
তিনটি জিনিস চিন্তায় রাখে
🔳১. হিংসা।
🔳২. অভাব।
🔳৩. সন্দেহ।
তিনটি জিনিসকে সব সময় মনে রেখো
🔳১. উপদেশ।
🔳২. উপকার।
🔳৩. মৃত্যু।
তিনটি জিনিস অভ্যাস করো
🔳১. নামাজ পড়া।
🔳২. সত্য বলা।
🔳৩. হালাল রিযিক।
তিনটি জিনিস থেকে দূরে থাকো
🔳১. মিথ্যা।
🔳২. অহংকার।
🔳৩. অভিশাপ।
তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো
🔳১. দেশ।
🔳২. জাতি।
🔳৩. সত্য।
তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো
🔳১. কলম।
🔳২. কসম।
🔳৩. কদম।
তিনটি জিনিসে ধ্বংস হয়ে যায়
🔳১. লোভ।
🔳২. হিংসা।
🔳৩. অহংকার।
আল্লাহ আমাদের সবাইকে এগুলোর উপর আমল করার তাওফীক দান করুন!
আমিন।🤲🤲
©

06/05/2023

hole girlfriend how,sisters to hospital er nurse o hoy.🙂

04/05/2023

Address

Mirerbag, South Keranigonj
Dhaka
1311

Telephone

+880153517846

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Beautiful Bangladesh:

Share

Category