
09/04/2025
'মামাতো বোন নেহাকে বেশ পছন্দ করি কিন্তু ভয়ের কারনে বলতে পারিনা।
আজ যখন বাড়িতে কেউ ছিলোনা তখন ,
নেহার রুমে গিয়ে বললাম।
'নেহা তোমাকে কিছু বলতে চাই আমি।
যদি কথাটি মামা-মামিকে না বলো।
'ঠিক আছে বলবো না।
কি বলতে চাও বলো।
'কথাটি কিভাবে বলবো তোমাকে বুজতে পাচ্ছিনা।
কেমন একটা ভয় ভয় লাখতেছে।
'ছেলে মানুষ আবার ভয় করে নাকি।
নিরভয়ে বলো তুমি।
'আমি তোমাকে পছন্দ করি।
ভালোবেসে ফেলেছি।
'এই কথা?
কিন্তু আমার তো Boyfriend আছে।
'কথাটি শোনা মাত্রই হাসিবের মুখটা মলিন হয়ে গেলো।
কি বলবে এখন ভেবে পাচ্ছেনা।
'ঠিক আছে সরি।
আমি জানতাম না তোমার boyfriend আছে।
'যদি জানতে তাহলে।
'হয়তো ভালোবাসা কথাটি প্রকাশ করতাম না।
আচ্ছা আমার রুমে যাচ্ছি আমি।
'কথাটি বলে যেইনা এগোতে যাবে।
এমন মুহূর্তে নেহা বললো।
'ওখানেই দারাও।
তোমার সঙ্গে কিছু কথা আছে।
'হ্যাঁ বলো কি বলবা।
'কতোদিন ধরে আমাকে পছন্দ করো।
জানতে পারি।
'এই সব জেনে কি করবা।
'তোমাকে যেইটা বলতে বলেছি সেইটা বলো।
নাহলে বাবা মাকে সব বলে দিবো।
'ছোট্ট থেকেই পছন্দ করি।
ভয়ের কারনে কখনো বলতে পারিনি।
'তাহলে আজ ভয় কোথায় গেলো।
'বাড়িতে কেউ নেই যার করনে বললাম।
যদি থাকতো কখনোই বলতাম না।
'ভয় করলে কি ভালোবাসা যায়।
'সেইটা জানিনা।
কারন কখনো সম্পর্কে যাইনি।
'ওহ।
'আচ্ছা তাহলে আসি এখন।
'কোথায় যাবে।
'রুমে।
'কেনো।
'এমনি গিয়ে বই পরবো।
'তুমি কি আমার জন্যেই প্রতিমাসে একবার করে আমাদের বাড়িতে আসতে।
নাকি অন্য কারনে।
'তোমার জন্যেই আসতাম।
কেনো জানি তোমাকে না দেখতে থাকতে পাত্তাম না।
মনটা ছট-পট করতো।
'প্রপোজ করো আমাকে।
'মানে।
'আমাকে সুন্দর ভাবে প্রপোজ করো।
যেনো আমি অনেক খুশি হই।
'তোমার তো boyfriend আছে।
তাহলে আমাকে কি দরকার।
'ওরে বলদ তুমি কেনো বোঝনা তোমাকে আমি সেই ছোট্ট থেকে পছন্দ করি ভালোবাসি।
'তাহলে কখনো বলোনাই কেনো।
'তুমি যানোনা মেয়েদের বোক ফোটে
তবুও মুখ ফোটেনা।
'তাই।
'হ্যাঁ এখন সুন্দর ভাবে প্রপোজ করো।
'তুমি অপরুপ সুন্দরী!
তুলনাহীন ভালো মন তোমার।
আমি রুপের প্রেমে পড়তেই পারতাম , তোমার রুপ প্রেমে পড়ার মতোই।
তবে আমি প্রেমে পড়েছি তোমার মনের।
তোমার মনের শুদ্ধতা আমাকে আষ্টেপৃষ্টে বেধে
চলেছে কেবল।
তোমার প্রেমের শুদ্ধ অনলেই পুড়তে চাই সারাটি জীবন। সুযোগ দিও মনের ঘরের বাসিন্দা হতে মন-সুন্দরী।”
'ভালবাসা বলতে আমি জানি একধরণের আকর্ষণ যাকে সে নিজের সুখে-দুঃখে কাছে রাখতে চায়।
আমি যখন এমন কাউকে ভাবি শুধু তোমার ছবি
ভেসে উঠে হৃদয়ে।
'গভীর রাতে রোজ ঘুম ভেঙে যায়,
তোমার ছবি ভেসে উঠে চোখের আঙিনায়।
মন জুড়ে এসে বসো তুমি অপরুপা সুন্দরী দেবী হয়ে। একেকটা দিন যায় আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে।
তোমার মাঝে হারিয়ে ফেলছি নিজেকে,
নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন।
'তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম,
সেদিনই জেনেছিলাম তুমি আমার।
সময়ের বোবা টানেলের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাড়িয়েছি তোমার সামনে।
আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস। ভালবেসে গ্রহণ করো এ অধমে, তোমার জন্যেই দেওয়ানা রয়ে যাবে এই দিল আজীবন।
'নাটোরের বনলতা সেন কেও হার মানায় তোমার সৌন্দর্য, স্বর্গের কোনো হুর যেনো মর্তে নেমে এসেছে। প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়েছি,
তুমি এখন আমার কল্পনা বাস্তব সবটা জুড়ে আছো। তোমাকে সামনাসামনি একটি কথাই বলবো।
আমি হাসিব তোমাকে অসম্ভব ভালোবাসি।
I Love you ❤
'I Love you To হাসিব।
আমিও তোমাকে অসম্ভব ভালোবাসি।
তোমার প্রপোজটা পৃথিবীর শ্রেষ্ট প্রপোজ ছিলো।
সত্যি তুমি অসাধারণ।
'কথাটি বলেই হাসিবকে জরিয়ে ধরে।
হয়তো মামাতো বোন বোনের ভালোবাসা গুলা
এভাবেই সৃষ্টি হয়ে থাকে।
'প্রপোজটি কেমন হয়েছে কমেন্ট করুন।
অনুগল্প: মামাতো বোন।
#অনুগল্প #সমাপ্ত
ভালো লাগলে ফলো করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ আপনাকে 🙂