Mulla Mahmud

Mulla Mahmud পশ্চিমা অপসংস্কৃতির ভয়াল থাবা থেকে মুসলিম উম্মাহকে হেফাজতের লক্ষ্যে আমাদের পথচলা�

পরিচালক ঃ বাদশাগঞ্জ আল-কাউসার ইসলামী পাঠাগার
সাধারণ সম্পাদক ঃঃ নাসিহাতু লিলমুসলিমীন ঐক্য পরিষদ ধর্মপাশা সুনামগঞ্জ।

22/01/2024

ভালোবাসার মানুষ গুলো এড হয়ে যান 👇

কুরআন সুন্নাহ মুতাবেক দ্বীন কায়েমের পথ ও পদ্ধতি , দাওয়াহ/ ইদাদ
/জি** হা * দ ইসলামের ১৪৫০ বছরের আকাবীর আসলাফদের মানহাজ।

https://www.facebook.com/profile.php?id=61555542044484&mibextid=ZbWKwL

22/01/2024

নতুন একটি আই'ডি খোলতে হবে।
প্রিয় মুহিব্বিন ভালোবাসার মানুষ গুলো এড হবেন তো??
যারা আমাকে ভালোবাসেন এবং আমি যাদের ভালোবাসি আল্লাহর জন্য সবাইকে নতুন আই'ডি তে অগ্রিম স্বাগত জানাচ্ছি।।

22/01/2024

বাবরি মসজিদ শহীদ করা হলো।
সেই স্থানে মন্দির নির্মাণ করে উদ্বোধন করা হলো।
এরপরেও কি ভারতের বিরুদ্ধে জেহাদের ফতুয়া আসবেনা?
আসলে দেওবন্দী চেতনার মৃত্যু ঘটেছে।
শাহ আব্দুল আজিজ এর এলেম হারিয়ে গেছে।
মাহমুদ হাসান দেওবন্দীর জজবা খুঁজে পাওয়া যাচ্ছে না।
হাজী এমদাদুল্লাহ মুহাজেরে মক্কির ব্রিটিশ বিরোধী জিহাদের নমুনা কোথায় গেল?
শহীদ নূর মোহাম্মদ জাঞ্জনাভীর উত্তরসূরীরা ঘুমিয়ে আছে।
কোথায় সৈয়দ আহমদ বেরলবী ও ইসমাইল শহীদের সন্তানেরা?
এরা বাস করে আফগানিস্তানে।
এরা বাস করে ফিলিস্তিনে ।
এরা বাস করে সোমালিয়ায়।
আমরা সরকারি, দরবারী, পীর বুজুর্গ হয়ে গিয়েছি।
অস্ত্র হাতে জিহাদ করা এখন আমাদের শান মান ও আত্মমর্যাদার বিপরীত হয়ে গিয়েছে।
আর আমাদের জেহাদ তো পীরালির মাঝে, তাবলীগের মাঝে ও রাজনীতির মাঝে লুকায়িত আছে।
জিহাদের কথা যারা বলে তারা তো খারেজি।
যেমন একসময়ে দেওবন্দীরা ছিল খারেজি।
আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত দেওবন্দিয়াতকে ধারণ করার তৌফিক দাও।

🖊️আব্দুল কাইয়্যুম হাফি. নেত্রকোনা

22/01/2024

আসো খেলা হবে

Ali Hasan Osama
ভার্চুয়াল ডিবেটের যেই চ্যালেঞ্জ শামিম মজুমদারকে দিয়েছি, একই চ্যালেঞ্জ ভূঁইফোড় সংগঠন 'মহিলা মাদরাসা ঐক্য পরিষদ নোয়াখালী'কেও দিচ্ছি। সৎসাহস থাকলে আর সমাধানে আগ্রহী হলে কাল এগারোটায় খালি ময়দানে গোল না দিয়ে ডিবেটে আসুন। যুক্তিতর্ক উপস্থাপন হোক।তারপর যারা দুর্বল, তারা নতি স্বীকার করুক। সহজ রাস্তা খোলা থাকতে অযথা জলঘোলা করার অর্থ হয় না।

আর হ্যাঁ, 'ভূঁইফোড় সংগঠন' শব্দটা ব্যবহার করলাম 'তথাকথিত মৌলবি' শব্দের বিপরীতে। আলোচনার দ্বার উন্মুক্ত করার পরও জলঘোলা করলে বোঝা যাবে, নিয়তে গড়মিল আছে এবং ফিতনা ভালোমতোই ঝেঁকে বসেছে।

22/01/2024

শেখ হা* সিনা রূপক অর্থে আমাদের আমিরুল মু'মিনীন ব
কারন আমাদের রাষ্ট্র রূপক অর্থে ইসলামীক রাষ্ট্র-ই শাসন ব্যবস্থাকে তা*গুত বলা যাবে না
👉বাণী: আকাবের
কিচ্ছু কইতাম না এহন

21/01/2024

শাইখ জসীমউদ্দিন রাহমানী হাফি এখন মুক্ত 🖤
আলহামদুলিল্লাহ

21/01/2024

শাইখ জসীমউদ্দিন রাহমানী হাফি এখন মুক্তি 🖤
আলহামদুলিল্লাহ

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এ...
20/01/2024

আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উলামায়ে কেরামদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করা হয়।

মন্ত্রী তার মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামদেরকে আশ্বস্ত করেন এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন- ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।

বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আমাদের দারসুল কুরআন এর ভিডিও ও অডিও আলোচনা গুলো এই চ্যানেলে পাবেন। এবং আহলে হক উলামায়ে ইসলামের গুরুত্বপূর্ণ নাসীহা গুলো ...
19/01/2024

আমাদের দারসুল কুরআন এর ভিডিও ও অডিও আলোচনা গুলো এই চ্যানেলে পাবেন। এবং আহলে হক উলামায়ে ইসলামের গুরুত্বপূর্ণ নাসীহা গুলো পাবেন।।
দ্বীন বিজয়ের স্বপ্ন লালন কারীদেরকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকার আহ্বান করছি।।

মোল্লা মাহমুদ

আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ’স (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পক্ষ থেকে জনগণকে (আ.....

Address

Dhaka

Telephone

+8801754549831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mulla Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mulla Mahmud:

Share