20/01/2024
আজ বিকালে মুহতারাম শায়খ মুফতি Harun Izhar হাফিজাহুল্লাহ এর নেতৃত্বে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল এর সাথে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে উলামায়ে কেরামদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নতুন শিক্ষা কারিকুলাম এবং ট্রান্সজেন্ডার নিয়ে মন্ত্রীর কাছে কয়েকশত পৃষ্ঠার লিখিত প্রতিবেদন/পর্যালোচনা পেশ করা হয়।
মন্ত্রী তার মন্ত্রিত্বকালীন সময়ে কোন বিতর্কিত শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন হবে না বলে উলামায়ে কেরামদেরকে আশ্বস্ত করেন এবং ট্রান্সজেন্ডারের চরম বিরোধিতা করে বলেন- ট্রান্সজেন্ডার আর হিজড়া এক নয়।
বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা আশরাফ আলী নিজামপুরী, যুগ্ম মহাসচিব মাওলানা নাসীর উদ্দিন মুনির, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা কামরুল কাসেমী, হাটহাজারী উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আসাদুল্লাহ আসাদ, মাওলানা জিহাদুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান ফারুকী প্রমূখ ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।