21/03/2025
নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর সামনেই গোল করে 'সিউ' উদযাপন করলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রাসমুস হইলুন্দ। আর তাতে ভর করে রোনালদোর পর্তুগালকে হারিয়ে দিল হাইলুন্দের ডেনমার্ক।
নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগালের বিপক্ষে ১-০ গোলে জিতেছে ডেনিশরা। প্রথমে একটি সহজ সুযোগ মিস করলেও, পরের মিনিটেই আন্দ্রেস স্কোভ ওলসেনের ক্রস থেকে ঠাণ্ডা মাথায় দুর্দান্ত একটি গোল করে দলকে জিতিয়ে দেন হইলুন্দ।