Untold Stories

Untold Stories হাসুন, হাসিটাই আপনার ব্রান্ডিং।

07/07/2024

মিথ্যার উপর ভরসা করতে গিয়ে মানুষ তাঁর প্রকৃত সুখটাকে হারায়।

21/04/2024

মেসেজের রিপ্লাই যখন কিস্তির মতো দেরিতে আসে,
তখন বুঝে নিবেন আপনার প্রিয় মানুষটি অন্য কোথাও লোন নিয়েছে🤭

12/04/2024

ঈদের সব দেখা শেষ। এখন শুধু পিকাপ ভ্যান পার্টির কনসার্ট দেখাটাই বাকী আছে !

06/04/2024

স্বামীর টাকা মানে বউয়ের টাকা। বউয়ের টাকা মানে কি ভাবছেন স্বামীর টাকা ? না ভাই সেটা বউয়েরই !

26/03/2024

সারাজীবন সুদ-ঘুষ খাওয়ার পর মসজিদ মাজারে কিছু টাকা দিলে। কোন পীরের মুরিদ হলে, চিল্লা লাগালে বা ওমরাহ করলেই সব টাকা হালাল হয়ে যাবে না।

21/03/2024

আমাদের প্রত্যেক সমস্যাই সাময়িক। আজ না হয় কাল কেটে যাবে। প্রয়োজন শুধু মহান আল্লাহর উপর প্রবল বিশ্বাস আর ধৈর্য ধারণ করা।

16/03/2024

প্রোফাইল লক করা আইডিগুলো রমযান মাসের রেস্টুরেন্টের মতো। ভিতরে কাজ ঠিকই চলে কিন্তু পর্দার কারণে কিছু দেখা যায় না।

15/03/2024

পৃথিবীর শ্রেষ্ঠ ঘটক জুকারবার্গ। বহু তরুণ তরুণীর ঘর বাঁধিয়েছেন আবার ভেঙ্গেছেনও !

05/03/2024

২ টাকার একটা নাপা ট্যাবলেটের মেয়াদ থাকে দুই বছর। আর ৩৮ টাকার ১জিবি ইন্টারনেটের মেয়াদ হলো একদিন।

11/02/2024

১৪ ফেব্রুয়ারি ইচ্ছেমতো বৃষ্টি হোক। মেকাপ ধুয়ে ব্যাকআপ হোক।

28/01/2024

বাংলাদেশ এমন এক দেশ। যে দেশে গরীবরা ব্যাংক থেকে ঋণ নিলে নিজেরাই নিঃস্ব হয়ে যায়। আর বড়লোকরা ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংকই নিঃস্ব হয়ে যায়।

17/01/2024

মানুষের জীবনচক্রটা এমনই। দেখবেন একটা ইচ্ছে পূরণ হলে আরো কয়েকটা জেগে উঠে !

Address

Dhaka
1205

Telephone

+8801711907776

Website

Alerts

Be the first to know and let us send you an email when Untold Stories posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Untold Stories:

Share

Category