ইন্সপায়ার বুকশপ Inspire Bookshop

ইন্সপায়ার বুকশপ Inspire Bookshop সল্পমূল্যে ইসলামি বই কিনুন দেশের যেক?

💝 --  এই সময়ের সেরা তাফসির! --💝তাফসিরে মা'রিফুল কোরআন হলো জামানার জন্য, আমার দেখা সেরা তাফসির। এখানে রয়েছে কোরআন থেকে আল...
31/12/2022

💝 -- এই সময়ের সেরা তাফসির! --💝
তাফসিরে মা'রিফুল কোরআন হলো জামানার জন্য, আমার দেখা সেরা তাফসির। এখানে রয়েছে কোরআন থেকে আলোচনা, হাদিস থেকে আলোচনা, সালাফের উদ্ধৃতি, বর্তমান সময়ের জন্য গুরুত্বপূর্ণ মন্তব্য ইত্যাদি।

হাঁ! এরেচেয়ে তথ্যবহুল তাফসির আছে, তাফসিরে রাযি (তাফসিরে কাবির নামেও পরিচিত) তাফসিরে কুরতুবি - এগুলোতে অনেক অনেক কিছু আছে, কিন্তু এই সংক্ষিপ্ত কলেবরে মাত্র ৮খন্ডে এতগুলো গুরুত্বপূর্ণ তথ্য কোথাও নাই।

বর্তমান সময়ে উল্লেখযোগ্য আলেম মাওলানা আব্দুল মালেক (হাফিযাহুল্লাহু) হুজুর ৮ খন্ডের ব্যাপারেই পরামর্শ দিয়েছেন। সম্পূর্ণ ফায়দা পেতে ফুল ভার্শন পড়া উচিত।

📙 তাফসীরে মাআরিফুল কোরআন ১-৮ খন্ড) সেট
★লেখক: মুফতী শফি রহঃ
▪️ প্রকাশনী: আল কাউসার প্রকাশনী
🔹 (একদম অরিজিনাল কপি)
🔸 প্রচ্ছদ মূল্য-৯০০০৳
💵 ছাড়কৃত মূল্যঃ ৪৫০০ টাকা
ডেলিভারি ফ্রি

 #কিয়ামতের_পদধ্বনি[Milestones to Eternity]লেখক : শায়খ মুহাম্মদ আবু মুতাওয়াক্কিল হাফি.অনুবাদ : আমিনুল ইসলামপ্রকাশনায় : Bo...
28/12/2022

#কিয়ামতের_পদধ্বনি
[Milestones to Eternity]
লেখক : শায়খ মুহাম্মদ আবু মুতাওয়াক্কিল হাফি.
অনুবাদ : আমিনুল ইসলাম
প্রকাশনায় : Boipolli
নির্ধারিত মূল্য : 300 টাকা মাত্র।

কী রয়েছে বইটিতে :
১। আমরা কিয়ামতের কতটা নিকটবর্তী যুগে রয়েছি?
২। বিশ্বপরিস্থিতি, চলমান যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দা, দূর্ভিক্ষ প্রভৃতির সঙ্গে কি কিয়ামতের কোনো যোগসূত্র রয়েছে?
৩। সর্বশেষ বিশ্বযু-দ্ধ কি আসন্ন? কোথায় হবে এবং তীর-তরবারি
নাকি পারমাণবিক লড়াই হবে সেটি?
৪। সুপার পাওয়ারগুলোর পরিণতি কী হতে যাচ্ছে? ইউরোপের পতন কি ধেয়ে আসছে?
৫। ঈসা আ. এবং ইমাম মাহদি কখন আসবেন? কে আগে আর কে পরে আসবেন? তাঁদের কী দায়িত্ব? কারা তাঁদের সহযোগী হবেন?
৬। বর্তমানে দাজ্জাল কোথায় আছে? কখন প্রকাশ হবে? কারা তার সহযোগী হবে? তার শক্তির উৎস কী? মুসলমানরা তখন কোথায় থাকবে?
৭। ইয়াজুজ-মাজুজ কোথায় আছে? কখন প্রকাশ হবে? তারা কী কী ধ্বংসযজ্ঞ চালাবে? মুসলমানরা তখন কোথায় থাকবে? এর পরই কি কিয়ামত সংঘটিত হবে?
৮। মুসলমানরা কি আবারও বিশ্ব শাসন করবে?কিয়ামতের সময় পৃথিবীতে কাদের রাজত্ব থাকবে? এই পরিস্থিতিতে মুসলমানদের করণীয় কী?

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিতাবের তালিকামাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক হাফি.------------------------------------------...
25/12/2022

সাধারণ মানুষের অধ্যয়নযোগ্য কিতাবের তালিকা
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক হাফি.
------------------------------------------------------------
ইসলামিক বই দ্বীনের সঠিক বোধ ও জ্ঞান অর্জনের জন্য এবং দ্বীনের উপর অটল-অবিচল থাকার জন্য জরুরী হল,আহলে হক আলেমদের এবং আল্লাহ ওয়ালাদের সাথে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পরামর্শ অনুসারে চলা। এর পাশাপাশি তাদের পরামর্শ ও তত্ত্বাবধানে দ্বীনী গ্রন্থ ও বই-পুস্তক অধ্যয়ন করাও জরুরি। গ্রন্থ অধ্যয়নের ক্ষেত্রে কেবল ব্যক্তিগত অধ্যয়ন যথেষ্ট নয়। বরং বিশেষজ্ঞদের কাছ থেকে নিয়ম অনুযায়ী শিখতে হবে,এবং নিজস্ব ধারণার উপর তাদের সিদ্ধান্তকে অগ্রাধিকার দিতে হবে।..
আপনি দ্বীনী বই-পুস্তকের একটি বিস্তারিত তালিকা পেশ করতে বলেছেন।তো এই মুহূর্তে বিস্তারিত তালিকা পেশ করা কঠিন। এটি সময় সাপেক্ষ বিষয়। এছাড়া অধ্যয়নযোগ্য বিষয়াবলী তো অনেক। এরপর প্রতিটি বিষয়ে রয়েছে একাধিক কিতাব। আহলে হক ও বিশেষজ্ঞ আলিমদের রচিত নির্ভরযোগ্য গ্রন্থসমূহ বিভিন্ন ধরনের রয়েছে। প্রতি শ্রেণীর সকল পর্যায়ের পাঠক সকল গ্রন্থ আত্মস্থ করতে পারবে- এমনটি অপরিহার্য নয়। সর্বপরি অধ্যয়নকারীর যোগ্যতা, বয়স ও অবস্থার ভিন্নতা ইত্যাদি প্রতিটি বিষয়ই এমন,যে কারণে অধ্যয়নের ক্ষেত্রে প্রত্যেকের ব্যক্তিগত অবস্থা অনুযায়ী কোনো বিজ্ঞ আলেমের পরামর্শে গ্রন্থ নির্বাচন করা প্রয়োজন। তো এখন এখানে আপাতত সংক্ষেপে বিষয়ভিত্তিক কিছু গ্রন্থ ও
পুস্তিকার তালিকা পেশ করছি :
☛ তরজমা ও তাফসীর..................
১. এমদাদিয়া লাইব্রেরী থেকে
প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ,
যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব,
মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক
সম্পাদিত।
২. তাফসীরে তাওযীহুল কুরআন,
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী,
অনুবাদ : মাওলানা আবুল বাশার
মুহাম্মাদ সাইফুল ইসলাম।
৩. মাআরিফুল কুরআন,
মুফতী
মুহাম্মাদ শফী রাহ.
অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান রাহ.
(আট খণ্ডে)
৪. তাফসীরে উছমানী,
মাওলানা শাব্বির আহমদ উসমানী।
(৪ খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে
প্রকাশিত)
৫. সংক্ষিপ্ত তাফসীরে উছমানী,
অনুবাদ : প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন,
থানবী লাইব্রেরী।......................
☛ হাদীস বিষয়ক
১. মাআরিফুল হাদীস,
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী,
অনুবাদ : ইসলামিক ফাউন্ডেশন অথবা
এমদাদিয়া লাইব্রেরী।
২. আল আদাবুল মুফরাদ,
ইমাম বুখারী,
অনুবাদ : মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ
জালালাবাদী।......
☛ ফিকহ-মাসায়েল বিষয়ক
১. বেহেশতী জেওর,
অনুবাদ : মাওলানা আহমদ মায়মূন,
উস্তায, জামিয়া শারইয়্যাহ মালিবাগ।
২. ফাতাওয়া ও মাসাইল,
ইসলামিক ফাউন্ডেশন।
৩. হাদীস ও মাসায়েলে আহনাফ,
ইসলামিক ফাউন্ডেশন।
৪. নবীজীর নামাজ,
অনুবাদ : মাওলানা যাকারিয়া আবদুল্লাহ।
৫. দলীলসহ নামাযের মাসায়েল,
মাওলানা আবদুল মতীন।...
☛ আকাঈদ বিষয়ক
১. ফুরুউল ঈমান,
হাকীমুল উম্মত থানবী রাহ.,
অনুবাদ : মাওলানা মুহাম্মাদ জালালুদ্দীন,
মাকতাবাতুল আশরাফ থেকে প্রকাশিত।
২. ঈমান ও আকীদা,
হাকীমুল উম্মত থানভী রাহ.।
৩. ঈমান সবার আগে,
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।..
☛ সীরাত -শামায়েল বিষয়ক
১. সীরাতে খাতামুল আম্বিয়া,
মুফতী শফী রাহ.।
২. নবীয়ে রহমত,
আবুল হাসান আলী নদভী রাহ.।
৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ও সভ্য পৃথিবীর ঋণ স্বীকার,
আবুল হাসান আলী নদভী রাহ.।
৪. সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম,
ইদরীস কান্ধলভী রাহ.।
৫. আসাহহুস সিয়ার,
মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল
ইসলাম অনুদিত,
এমদাদিয়া থেকে প্রকাশিত।
৬. উসওয়ায়ে রাসূলে আকরাম,
ড. আবদুল হাই আরেফী।....
☛ বিবিধ বিষয়ক
১. তাযকিরাতুল আখেরাহ,
প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
২. তাসাওউফ : তত্ত্ব ও বিশ্লেষণ,
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
৩. কুরআনের ডাক ও আমাদের জীবন,
প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
৪. ইসলামকে জানতে হলে,
মাওলানা আবু তাহের মেসবাহ।
৫. ইসলামের ডাক,
প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
৬. প্রচলিত ভুল,
মারকাযুদ দাওয়াহ
আলইসলামিয়া ঢাকা থেকে মুদ্রিত।
৭. প্রচলিত জাল হাদীস,
মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত।
৮. উম্মাহর ঐক্য : পথ ও পন্থা,
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
৯. মাযহাব কী ও কেন?
মুফতী তাকী উসমানী,
অনুবাদক : মাওলানা আবু তাহের মেসবাহ।
১০. খেলাফত ও রাজনীতি : ইসলামী
দৃষ্টিকোণ,
মাওলানা আবু সাবের আব্দুল্লাহ।.....................
এছাড়া দ্বীনী বিভিন্ন বিষয়ের উপর আকাবিরে উলামায়ে কেরামের রচনাবলী
অধ্যয়ন করা বেশ উপকারী। যেমন:
হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রাহ.।
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ.,
আবুল হাসান আলী নদভী রাহ.
মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম প্রমূখের লিখিত বই-পুস্তক,মাওয়ায়েজ এবং বয়ানসমগ্র।..
এখানে নমুনাস্বরূপ কয়েকটি উল্লেখ করা
হলো :
আশরাফ আলী থানবী রাহ.-এর
১. ইসলাহী নেসাব, (দশটি কিতাবের
সংকলন)।
২. মাওয়ায়েজে আশরাফিয়া,
অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী,
চকবাজার।
৩. মাজালিসে হাকীমুল উম্মত,
মুফতী শফী রাহ. (সংকলিত)
৪. মুনাজাতে মাকবুল,
মাওলানা যাকারিয়া আবদুল্লাহ অনুদিত।
৫. বাসায়েরে হাকীমুল উম্মত।........................
মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ.-এর
১. ইসলাম কী ও কেন?
২. দ্বীন ও শরীয়ত।
৩. নামাজের হাকীকত।
৪. কুরআন আপনাকে কী বলে?.......................
মাওলানা আবুল হাসান আলী নদভী রাহ.-এর
১. আরকানে আরবাআহ,
অনুবাদ : মাওলানা আবু তাহের মিসবাহ।
২. ইসলামী জীবন বিধান,
অনুবাদ : মাওলানা ফরীদুদ্দীন মাসউদ।................
তাকী উসমানী দা. বা.-এর
১. ইসলাহী মাজালিস।
২. ইসলাম ও আমাদের জীবন,
(নির্বাচিত রচনা ও বয়ান সমগ্র, ১৪ খণ্ডে)।
৩. যিকর ও ফিকর।
৪. কুরআন সুন্নাহর আলোকে পরিবার
ব্যবস্থা ইত্যাদি।...................
সৌজন্যে: মাসিক আলকাউসার

 #নতুন_বইয়ের_প্রি_অর্ডার_ঘোষণা #পুতিনস_মাস্টারপ্লানএই বইটি ভ্লাদিমির পুতিনের সামগ্রিক গ্লোবাল  স্ট্র‍্যাটেজিকে সুশৃঙ্খল...
22/12/2022

#নতুন_বইয়ের_প্রি_অর্ডার_ঘোষণা

#পুতিনস_মাস্টারপ্লান
এই বইটি ভ্লাদিমির পুতিনের সামগ্রিক গ্লোবাল স্ট্র‍্যাটেজিকে সুশৃঙ্খলভাবে ব্যাখ্যা করার প্রথম বৃহৎ প্রচেষ্টা। ভ্লাদিমির পুতিনের কার্যক্রমের ফলে ইতিমধ্যেই ন্যাটো জোটে অনৈক্যের আভাস লক্ষ করা যাচ্ছে। চূড়ান্তভাবে পশ্চিমাদের সাথে রাশিয়ার সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনাকেও উড়িয়ে দেওয়া যায় না। পুতিনের মূল উদ্দেশ্য আমেরিকা ও তার ইউরোপীয় মিত্রদের মধ্যকার সম্পর্কে ভাঙন সৃষ্টি করা, ন্যাটো জোটে ও ইউরোপিয়ান ইউনিয়নকে অকার্যকর করে ফেলা, এবং সোভিয়েত ইউনিয়নের সীমানার মধ্যে এমনকি তার বাইরেও রাশিয়ার আধিপত্য প্রতিষ্ঠা করা। সর্বোপরি এসবের মাধ্যমে একটি নতুন বিশ্বব্যবস্থার সূচনা করা।

বই: পুতিন'স মাস্টারপ্লান
লেখক: ডগলাস শোয়েন ও ইভান স্মিথ
অনুবাদ: আবু বকর সিদ্দীক
পৃষ্ঠা: ২০০ (একস্ট্রা জ্যাকেট হার্ড কভার)
মুদ্রিত মূল্য: ৩৭৪ টাকা

#আফটার_ইউরোপ
২৭ টি ছোটোবড় রাষ্ট্রের সম্মিলিত শক্তি ইউরোপীয় ইউনিয়ন, যেন ইউরোপের প্রাণ। বাইরে থেকে ইউরোপকে যতটা চকচকে মনে হয়, ভেতর থেকে গোটা মহাদেশ ততোটাই জরাগ্রস্ত। অভিবাসন সমস্যা, ডানপন্থার উত্থান, জ্বালানি সংকট, ব্রেক্সিট, পূর্ব-পশ্চিম বিভাজন, উদিয়মান রাশিয়ার হুমকি ও নানা ধরনের রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত ইউরোপ। এতসব সমস্যা নিয়ে কয়দিন টিকতে পারবে ইউরোপ? নাকি দ্রুতই ভাঙনের পথে হাঁটবে? এইসব নিয়ে চাঞ্চল্যকর আলাপ করেছেন ইউরোপীয় রাষ্ট্রবিজ্ঞানী ইভান ক্রাস্তেভ।

বই: আফটার ইউরোপ
লেখক: ইভান ক্রাস্তেভ
অনুবাদ: শাহেদ হাসান
পৃষ্ঠা: ১১২ (এক্সট্রা জ্যাকেট হার্ড কভার)
মুদ্রিত মূল্য: ২০৬ টাকা

🟨 দুটি বই একত্রে ৩৫% ছাড়ে ৩৮০/- টাকা।
🟨 সারাদেশে কুরিয়ার ও ঢাকায় হোম ডেলিভারি ৫০/- টাকা।
🟨 ঢাকার বাইরে হোম ডেলিভারি ৮০/- টাকা
🟨 প্রি-অর্ডার অফার চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
🟨 শর্ট পিডিএফ দেখুন কমেন্টে দেওয়া লিংকে।

দুনিয়ার জীবন যদি পানির একটি ফোঁটা হয়, তবে আখিরাত কূলহীন বিশাল সমুদ্র। পানির একটি ফোঁটার জন্য কষ্ট তো অনেক করেছেন, আখিরাত...
22/12/2022

দুনিয়ার জীবন যদি পানির একটি ফোঁটা হয়, তবে আখিরাত কূলহীন বিশাল সমুদ্র। পানির একটি ফোঁটার জন্য কষ্ট তো অনেক করেছেন, আখিরাতের কী হবে, ভেবেছেন কি ভাই?

বই : আর ছাড়বো না নামায
মূল‌্য: ৫৫ টাকা

ইসলাম কি শুধুমাত্র নামাজ-রোজাতেই সীমাবদ্ধ? ইসলামে কি জীবনঘনিষ্ঠ বিষয়গুলোর কোনো নকশা বাতলে দেওয়া হয়নি? কখনো কি ভেবেছি?জি,...
20/12/2022

ইসলাম কি শুধুমাত্র নামাজ-রোজাতেই সীমাবদ্ধ? ইসলামে কি জীবনঘনিষ্ঠ বিষয়গুলোর কোনো নকশা বাতলে দেওয়া হয়নি? কখনো কি ভেবেছি?
জি, ইসলাম কার্যতভাবেই সম্পূর্ণ জীবন-ব্যবস্থার নাম। মানবজীবনের অত্যন্ত ঘনিষ্ঠ একটি বিষয় অর্থনীতি। আর ইসলামে এই নিয়ে রয়েছে ব্যাপক বস্তুনিষ্ঠ আলোচনা।
অর্থনীতি কতখানি জরুরি ব্যাপার! এত জরুরি ব্যাপার যে, পুরো দুনিয়া খাবি খাচ্ছে এই অর্থনীতি-ব্যবস্থার মধ্যে। আমাদের ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমানো পর্যন্ত প্রতিটি কাজ—পাক খাচ্ছে এই ব্যবস্থাপনায়।
তো, একজন মুসলিম কীভাবে বিশ্বব্যবস্থার এই খাত সম্পর্কে ইসলামের ধারণা থেকে বেখবর থাকতে পারে! ইসলামি অর্থনীতির জ্ঞান তাই ছড়িয়ে দিতে এলো—ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা সিরিজ...
সিরিজের বইসমূহ :
• ব্যবসা ও লেনদেনের ইসলামী বিধান
• ক্রয় বিক্রয়ের ইসলামী পদ্ধতি
• ইসলামের দৃষ্টিতে ক্রয়-বিক্রয়ের আধুনিক পদ্ধতি
• আধুনিক কিছু ব্যবসা ও তার শরয়ী বিধান
• ইসলামি ব্যাংকিং
• ইসলামের দৃষ্টিতে সুদ ও তার প্রতিকার
• পুঁজিবাদ সমাজতন্ত্র ও ইসলাম
• ইসলামের ভূমি ব্যবস্থাপনা
সিরিজটি সংগ্রহ করুন, পড়ুন, উপহার দিন।
বই—ইসলাম ও আধুনিক অর্থব্যবস্থা সিরিজ
লেখক—মুফতি তাকি উসমানি হা.
প্রকাশক—মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা—২৩৫২
মুদ্রিত মূল্য—৩০৯৪৳
বিক্রয়মূল্য—১৫৪৭৳ (৫০% ছাড়ে)

জান্নাতের দরোজায় প্রচণ্ড ভিড় হবে। অসংখ্য সৌভাগ্যবান বান্দা সেদিন দলে দলে জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। সহসা দেখা ...
18/12/2022

জান্নাতের দরোজায় প্রচণ্ড ভিড় হবে। অসংখ্য সৌভাগ্যবান বান্দা সেদিন দলে দলে জান্নাতে প্রবেশের অপেক্ষায় থাকবে। সহসা দেখা যাবে, সাইয়িদুন মুরসালিন তাশরিফ আনছেন। উম্মতের প্রতি তিনি বড়ই মেহেরবান। সব মানুষের হিসেব শেষ হওয়া পর্যন্ত তিনি হাশরের ময়দান ত্যাগ করবেন না।

অবশেষে তিনি আসবেন। দাঁড়াবেন জান্নাতের ফটকের সামনে। তারপর ধীরে ধীরে কড়া নাড়াবেন। জান্নাতের প্রধান দায়িত্বশীল ফেরেশতা রিদওয়ান ভেতর থেকে জানতে চাইবেন, ‘কে আপনি?'

তিনি উত্তর দেবেন, ‘আমি মুহাম্মাদ বিন আব্দুল্লাহ।'

ফেরেশতা বলবেন, ‘আমাকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে, আমি যেন আপনি ছাড়া আর কারও জন্য ফটক না খুলি।'

তারপর ধীরে ধীরে খুলে যাবে জান্নাতের দরোজা। প্রথমবারের মতো আপনি দেখবেন, জান্নাতের অপূর্ব নিয়ামতরাজি।

বই|| জান্নাতে একদিন
মূল|| ড.মুস্তফা হুসনি
অনুবাদক|| আমীমুল ইহসান
প্রকাশনী|| Ruhama Publication

বই : ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনারস (5 খণ্ড)লেখক : ইয়াহিয়া এমেরিকঅনুবাদ : আলী আহমাদ মাবরুরপৃষ্ঠা : ৯৬৮মূল্য : ৯৫...
09/12/2022

বই : ইসলাম : অ্যা কমপ্লিট কোর্স ফর বিগেনারস (5 খণ্ড)

লেখক : ইয়াহিয়া এমেরিক
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
পৃষ্ঠা : ৯৬৮
মূল্য : ৯৫০ টাকা (ফিক্সড)

অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।।

কাচের তৈরি যেকোনো জিনিসের প্রতি স্বাভাবিকভাবেই মানুষ আকর্ষণ বোধ করে। কাচনির্মিত জিনিস কেবল দেখতেই সুদৃশ্য নয়, এর রয়েছে আ...
06/12/2022

কাচের তৈরি যেকোনো জিনিসের প্রতি স্বাভাবিকভাবেই মানুষ আকর্ষণ বোধ করে। কাচনির্মিত জিনিস কেবল দেখতেই সুদৃশ্য নয়, এর রয়েছে আলাদা একটি আভিজাত্য। কাচের অভিনব বৈশিষ্ট্য হলো—এর স্বচ্ছতা। তবে, ইচ্ছে থাকলেও কাচের ভঙ্গুরতার কারণে মানুষ কাচের আসবাব ব্যবহার করতে পারে না। কিন্তু, আখিরাতে আল্লাহ মুমিনদের ক্ষুদ্রাতিক্ষুদ্র ইচ্ছেকেও পূর্ণতা দান করবেন, অবচেতন মনে উদয় হওয়া প্রতিটি ছোট্ট খেয়ালকেও বাস্তবতা দান করবেন।
জান্নাতে কাচনির্মিত এমন একটি প্রাসাদ থাকবে, যার অভ্যন্তরভাগ বাইরে থেকে এবং বাইরেরটা ভেতর থেকে পরিষ্কার দেখা যাবে। এর আবহাওয়া হবে অত্যন্ত আরামদায়ক।
আবু মালিক আশআরি ও আলি রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জান্নাতে এমন কতগুলো প্রাসাদ থাকবে, যেগুলোর ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরে স্পষ্ট দেখা যাবে। আল্লাহ এগুলো প্রস্তুত করে রেখেছেন তাদের জন্য, যারা—
» মানুষকে আহার দান করে।
» অন্যদের সাথে কোমল ভাষায় কথা বলে।
» নিয়মিত সিয়াম পালন করে।
» রাত জেগে সালাত আদায় করে, যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন।
[জামিউত তিরমিযি : ২৫২৭; মুসনাদু আহমাদ : ১৩৩৮—তিরমিযির সনদটি হাসান]

—শাইখ ড. উমার সুলাইমান আশকার রচিত ‘জান্নাত-জাহান্নাম’ বই থেকে একটুখানি।

বইটির অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।।

তাফসীরে উসমানি
04/12/2022

তাফসীরে উসমানি

আমরা কেন মুসলিম?আজ আমরা আসলে মুসলিম উত্তরাধিকারসূত্রে, এই দ্বীন ইসলামের বিশ্বাসের মূলনীতিগুলো জেনে নয়। এটা বাস্তবতা, আর ...
02/12/2022

আমরা কেন মুসলিম?
আজ আমরা আসলে মুসলিম উত্তরাধিকারসূত্রে, এই দ্বীন ইসলামের বিশ্বাসের মূলনীতিগুলো জেনে নয়। এটা বাস্তবতা, আর এই বাস্তবতা আমাদের স্বীকার করতে হবে, এবং এই দুঃখজনক বাস্তবতা থেকে বের হয়েও আসতে হবে। আমরা কেন মুসলিম? কারণ আমাদের কিছু নির্দিষ্ট আকিদা-বিশ্বাস আছে। এগুলোই আমাদের মুসলিম সত্তার বুনিয়াদ। এই বিশ্বাস অনুযায়ীই আমরা আমাদের কর্ম পরিচালিত করি। তাই যেসব বিশ্বাসের সমষ্টি একজন মানুষকে ইসলাম নামক দ্বীনের অন্তর্ভুক্ত করে, সেসব জানা প্রত্যেক মুসলিমের উপর ফরযে আইন, ব্যক্তিগত পর্যায়ের ফরয। পাঁচ ওয়াক্ত নামাজের মতোই।
এই বইতে মুসলিমদের আকিদা-বিশ্বাসকে সংক্ষিপ্ত এবং স্পষ্ট দলিল সহকারে উপস্থাপন করা হয়েছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে এখানে অনেককিছুই আপনি জানেন। কিন্তু আসলে জানেন না। এর পেছনের রেফারেন্সগুলো জানেন না। সুতরাং এই বইটিকে একেবারে সাধারণ মানুষের জন্য সহজভাবে আকিদার একটি প্রামাণ্য গ্রন্থ বলা যায়, যেটুকু আমাদের জানা আবশ্যক।
---
বই : আকিদার সহজ পাঠ
মূল : শাইখ হামুদ বিন উকলা আশ-শুয়াইবি (রহ.)
অনুবাদ : আল আমীন বিন তাজুল ইসলাম
নিরীক্ষণ : Salman Masrur
ভাষা সম্পাদনা : তাইব হাসান
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
প্রচ্ছদ মূল্য : ১৭৬ টাকা
সীরাত পাবলিকেশন

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।আদব সিরিজ, কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান ও যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান বইগুল...
29/11/2022

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

আদব সিরিজ, কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান ও যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান বইগুলো আমাদের কাছে চলে এসেছে।। অর্ডার করতে ইনবক্সে মেসেজ দিন।।।

১। আদব সিরিজ (১০টি বই)
মুদ্রিত মূল্য : ৭৫০/-

২। কীভাবে পাবেন একান্ত অনুগত সন্তান।
লেখক : ড. আবদুল্লাহ মুহাম্মাদ
(শিশুবিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ)
মুদ্রিত মূল্য : ১২০/-

৩। যেভাবে গড়বেন দায়িত্বশীল সন্তান।
লেখক : ড. আবদুল্লাহ মুহাম্মাদ
(শিশুবিষয়ক গবেষক ও বিশেষজ্ঞ)
মুদ্রিত মূল্য : ১৪০/-

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্সপায়ার বুকশপ Inspire Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইন্সপায়ার বুকশপ Inspire Bookshop:

Share