23/10/2025
একটা নিঃশব্দ অন্ধকার রাত। চারপাশে শুধু কালো নিস্তব্ধতা। হঠাৎই একফোঁটা আলো ! — একটা জোনাকি।
প্রতিদিন রাত আসে, অন্ধকার ছড়িয়ে পড়ে — আর সেই অন্ধকারে জোনাকি তার আলো জ্বালায়। হয়তো সে পৃথিবী আলোকিত করতে পারে না, কিন্তু সে প্রমাণ দেয় — অন্ধকার যত গভীরই হোক, এক ফোঁটা আলোও তার জায়গা করে নিতে পারে।
জোনাকি শেখায় - জীবন মানে নিজের মতো করে জ্বলে থাকা।