Science PreView By Asif SiR

Science PreView By Asif SiR AMAZING FACT OF SCIENCE

01/10/2024
আমরা যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াই। অনেকগুলো সংগঠন বন্যা দুর্গতদের উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণে উদ্যোগ গ্রহণ ক...
22/08/2024

আমরা যে যার জায়গা থেকে বন্যার্তদের পাশে দাঁড়াই। অনেকগুলো সংগঠন বন্যা দুর্গতদের উদ্ধারকাজ এবং ত্রাণ বিতরণে উদ্যোগ গ্রহণ করেছে। এসব কাজে পূর্ব অভিজ্ঞতা থাকায় এবং স্বচ্ছতার অতীত রেকর্ডের কারণে আমরা As sunnah Foundation কে বেছে নিয়েছি। এই পোস্টটা চোখে পড়লে ১০৳ হলেও ডোনেট করার অনুরোধ করছি।

বিকাশ এপ এর অন্যান্য সেবা অপশনে 'ডোনেশান' সিলেক্ট করলে কোথায় ডোনেট করতে চান সেরকম প্রতিষ্ঠান এর লিস্ট পাবেন।
Plz share this.....

05/08/2024

Ahamdulliah

সচেতন হই........সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌ংলাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি...
04/06/2023

সচেতন হই........
সোডিয়াম সাইক্লামেট নামের যৌগ যা 'ঘন চিনি' নামে পরিচিত বা‌ংলাদেশে। এই যৌগ চিনির চেয়ে ৫০ গুণ বেশি মিষ্টি। অর্থাৎ, ১ কেজি চিনি যতটা মিষ্টি স্বাদ আনতে পারে, মাত্র ২০ গ্রাম সোডিয়াম সাইক্লামেটের পক্ষেই খাবারকে ততটা মিষ্টি করে তোলা সম্ভব। কিন্তু এই সোডিয়াম সাইক্লামেট ভয়ঙ্কর বিষাক্ত।
দুঃখজনক হলেও সত্য যে বাজারের বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবার এখন এই ঘনচিনি ব্যাবহার করে তৈরী হচ্ছে এবং আমরা মহা সুখে তা খেয়ে যাচ্ছি,সবচেয়ে ভয়ের ব্যাপার হলো এই যে অধিকাংশ মানুষ এই ব্যাপারে প্রায় কিছুই জানেনা|

25/02/2023

#বিষাক্ত পোলট্রি খাদ্যে ঝুঁকিতে জনস্বাস্থ্য!

পোলট্রি মুরগিতে রয়েছে প্রচুর প্রোটিন। যা শরীরের জন্য খুব দরকার। কিন্তু সেই পোলট্রি মুরগির খাবারে মেশানো হচ্ছে বিষাক্ত বর্জ্য। এতে মুরগির মাংস ও ডিম দুটিই ক্ষতিকর হয়ে ওঠে। সম্প্রতি খুলনা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় ব্রয়লার মুরগির খাবারে ক্ষতিকর চারটি ভারী ধাতু পাওয়া গেছে। এগুলো হলো—নিকেল, ক্রোমিয়াম, সিসা ও আর্সেনিক। এসব ভারী ধাতুর কারণে মানুষের ক্লোন ক্যানসার, পাকস্থলী ক্যানসার ও খাদ্যনালিতে ক্যানসারের মারাত্মক ঝুঁকি রয়েছে। এ ছাড়া কিডনি সমস্যা, ডায়াবেটিস, হাবা-গোবা, ঠোঁট কাটাসহ শরীরের যে কোনো অঙ্গে নানা জটিল রোগ হওয়ার সম্ভাবনা প্রবল।

দৈনিক ইত্তেফাকের রিপোর্ট"

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয় বলে ত্বক ফর্সাকারী পণ্যগুলোতে দীর্ঘসময় যাবত মার্কারি ...
14/07/2022

সিএনএনের এক প্রতিবেদন থেকে জানা যায়, মেলানিনের উৎপাদন বন্ধ করে দেয় বলে ত্বক ফর্সাকারী পণ্যগুলোতে দীর্ঘসময় যাবত মার্কারি ব্যবহার করা হচ্ছে। মেলানিন এক ধরনের রঞ্জক পদার্থ যা আমাদের ত্বকের রঙ নির্ধারণে ভূমিকা রাখে। এর উৎপাদন বন্ধ হয়ে গেলে তা থেকে দেহে প্রচুর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science PreView By Asif SiR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Science PreView By Asif SiR:

Share

Category