World Defence News

World Defence News worl defence news is a defence news page,we will give all tha 100 percent real news in this page.conected with us

09/07/2025

🇮🇳⚡- BREAKING: রাজেস্থানে ভারতের জাগুয়ার যুদ্ধ বিমান বিধ্বস্ত পাইলট সহ ২ জন নিহত।

সোর্স। NDTV

বাংলাদেশ সফরে তুরস্কের প্রতিনিধি দলতুরস্কের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছে। এই সফরে দলটি দেশের নিরাপত্তা...
09/07/2025

বাংলাদেশ সফরে তুরস্কের প্রতিনিধি দল

তুরস্কের একটি প্রতিনিধি দল সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছে। এই সফরে দলটি দেশের নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত তুরস্কের তৈরি জাতীয় প্রতিরক্ষা প্রযুক্তি সরাসরি ঘুরে দেখেছেন।

তারা বায়রাক্তার TB-2 ড্রোন ব্যবহৃত একটি ঘাঁটি পরিদর্শন করেন এবং বাংলাদেশি ব্যবহারকারীদের কাছ থেকে সরাসরি মতামত ও অভিজ্ঞতা জানতে পারেন।

এসময় প্রতিনিধি দলটি জানায়, তারা শুধু প্রযুক্তি বিক্রি করছে না, বরং বিক্রির পরেও সেবা, দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও আস্থা গড়ে তোলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। তাই এই ভিশনের কারণে তুরস্ক ধীরে ধীরে বিশ্বের সবচেয়ে সম্মানজনক প্রতিরক্ষা রপ্তানিকারক দেশগুলোর একটি হয়ে উঠছে।
[mh]

ইসরাইলের সাথে যুদ্ধ বিরতির পর, চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যাটারি পেয়েছে ইরান। ১২ দিনের যুদ্ধে ...
09/07/2025

ইসরাইলের সাথে যুদ্ধ বিরতির পর, চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যাটারি পেয়েছে ইরান।

১২ দিনের যুদ্ধে ইসরাইল ইরানের যে সব সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছে সেগুলোর দ্রুত মেরামত এবং স্থানান্তরে কাজ দিবে এগুলো।

খবর MEE এর।

যদিও চীনের কাছ থেকে এখনো পর্যন্ত কতগুলো মিসাইল ইরান পেয়েছে সে ব্যাপারে কোন তথ্য দিতে পারে নি পত্রিকাটি। তবে কিছু আরব সোর্সের বরাত দিয়ে বলেছে, ইরান এই মিসাইলের মূল্য তেল দিয়ে পরিশোধ করেছে।

আমেরিকার এক সাম্প্রতিক রিপোর্টে বলা হয়েছে ইরানের অপরিশোধিত তেলের ৯০ ভাগই চিনে যায়।

অস্ত্রে ভরে উঠছে ইউরোপ! প্রশ্ন হলো, হুমকি কে বা কারা?ইউরোপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে সামরিক প্রস্তুতি নিচ্ছে।...
09/07/2025

অস্ত্রে ভরে উঠছে ইউরোপ! প্রশ্ন হলো, হুমকি কে বা কারা?

ইউরোপ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি হারে সামরিক প্রস্তুতি নিচ্ছে। প্রতিরক্ষা খাতে ব্যয় এবং অস্ত্র উৎপাদনের অর্ডার এতটাই বেড়েছে যে, বড় বড় প্রতিরক্ষা কোম্পানিগুলো তা সামাল দিতেই হিমশিম খাচ্ছে।

বর্তমানে ইউরোপজুড়ে প্রতিরক্ষা খাতে অসম্পূর্ণ অর্ডারের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬৫ বিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ১০৩% বেশি।

ইউরোপীয় ইউনিয়নের মোট প্রতিরক্ষা ব্যয় ২০২১ সালে যেখানে ছিল ২৬৭ বিলিয়ন ডলার, ২০২৪ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ বিলিয়নে। শুধু জার্মানির রাইনমেটাল কোম্পানির বকেয়া অর্ডারই ২০২১ সালের ২৬.২ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে পৌঁছেছে ৬৭.৪ বিলিয়নে।

ফ্রান্স ও জার্মানির যৌথ প্রতিষ্ঠান KNDS-এর বকেয়া অর্ডার ২০২১ সালে ছিল ১১.৩ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালে বেড়ে হয়েছে ২৫.১ বিলিয়ন। প্রতিষ্ঠানটির বার্ষিক বিক্রিও বেড়েছে প্রায় ৪০ শতাংশ।

এই পুরো সামরিক প্রস্তুতির খরচ ইতোমধ্যে পৌঁছেছে ৮৬০ বিলিয়ন ডলারে। এখন প্রশ্ন উঠছে—এই বিপুল সামরিক ব্যয়ের পেছনে আসল হুমকি কে? ইউরোপ কি সত্যিই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, নাকি কেউ তাদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?(na)

জব্দ করা রাশিয়ার শাহেদ ড্রোনের সাথে একজন ইউক্রেনিয়ান সৈনিক।😎
09/07/2025

জব্দ করা রাশিয়ার শাহেদ ড্রোনের সাথে একজন ইউক্রেনিয়ান সৈনিক।😎

07/07/2025

গাজায় আরো একটি স্কুল ধ্বংস করে দিলো ইসরায়েল।

আন্তর্জাতিক আইন!!!

রাশিয়া ভারতকে দুই ধরনের যুদ্ধবিমানের প্রস্তাব দিয়েছে:Su-57E স্টেলথ ফাইটার: এই অত্যাধুনিক বিমানটি ভারতের নাসিকের HAL (হ...
07/07/2025

রাশিয়া ভারতকে দুই ধরনের যুদ্ধবিমানের প্রস্তাব দিয়েছে:

Su-57E স্টেলথ ফাইটার:
এই অত্যাধুনিক বিমানটি ভারতের নাসিকের HAL (হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড) কারখানায় তৈরি করার সুযোগ থাকবে। রাশিয়া সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে, যাতে ভারত নিজেরাই বিমানটি তৈরি ও রক্ষণাবেক্ষণ করতে পারে।

Su-35M যুদ্ধবিমান:
এই বিমানগুলো সরাসরি রাশিয়া থেকে পাঠানো হবে। এটি ভারতের MRFA (Multi-Role Fighter Aircraft) টেন্ডারের অংশ, যেখানে ভারত ১১৭টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে।

সূত্র: ডিফেন্স ব্লগ
[mh]

সারা বিশ্বে ছড়িয়ে থাকা চীনের দূতাবাসগুলো নাকি ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের বাজার খেয়ে দিচ্ছে। এমন চাঞ্চল্যকর তথ্য নাকি ...
07/07/2025

সারা বিশ্বে ছড়িয়ে থাকা চীনের দূতাবাসগুলো নাকি ফ্রান্সের রাফাল যুদ্ধ বিমানের বাজার খেয়ে দিচ্ছে। এমন চাঞ্চল্যকর তথ্য নাকি উঠে এসেছে ফ্রান্সের গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক রিপোর্টে। বার্তা সংস্থা AP সে রিপোর্ট দেখে এই খবরটি করেছে।

ভারতের কাছে থাকা রাফাল যুদ্ধ বিমান চীনের অস্ত্র দিয়ে পাকিস্তান ভূপাতিত করার পর নাকি চীন এবার উঠে পরে লেগেছে ফ্রান্সের এই বিমানের বিরুদ্ধে প্রচার প্রচারণা করতে। আর তাতেই বারোটা বেজে গেছে ফ্রান্সের এই বিমানের। এখন নাকি কেউ কিনতেই চায়না। কিছুদিন আগেও যারা কিনতে আগ্রহ দেখিয়েছে তারাও নাকি এখন আর আগ্রহ দেখাচ্ছে না।

06/07/2025

//HQ-19: যুক্তরাষ্ট্রের THAAD-কে টেক্কা দিলো চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা//

ইরান-ইসরায়েল যুদ্ধের পর আবারও প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের THAAD সিস্টেমের কার্যকারিতা নিয়ে।

১২ দিনব্যাপী যুদ্ধে যুক্তরাষ্ট্রের তৈরি এই ABM (Anti-Ballistic Missile) সিস্টেম মোতায়েন থাকলেও, অনেক ইরানি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।

★ THAAD-এর সমস্যা কোথায়?

এটা শুধু টার্মিনাল ফেজ-এ (শেষ ধাপে) ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে — যদি একবার মিস করে, আর কোনো ব্যাকআপ নেই

রেঞ্জ কম — প্রায় ২০০ কিলোমিটার

ধীরগতির ইন্টারসেপ্টর — ২.৮ কিমি/সেকেন্ড, যা ইরানের ফাত্তাহ বা হুথিদের প্যালেস্টাইন-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র থামানোর জন্য যথেষ্ট নয়

★ HQ-19 – চীনের শক্তিশালী বিকল্প

Hong Qi-19 (Red Banner-19) THAAD-এর সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠেছে।

এর বৈশিষ্ট্য:
রেঞ্জ: দুই ধাপের ইঞ্জিন ব্যবস্থায় ৩,০০০ কিমি পর্যন্ত
গতি: ১০ কিমি/সেকেন্ড (THAAD-এর তুলনায় তিনগুণের বেশি)
সর্বোচ্চ উচ্চতা: ২০০ কিমি

রাডার ক্ষমতা: টাইপ ৬১০A দিয়ে ৪,০০০ কিমি পর্যন্ত শনাক্ত করা যায় (THAAD-এর AN/TPY-2 রাডার ৩,০০০ কিমি)

চূড়ান্ত আঘাত (kinetic kill vehicle) ৬০জি পর্যন্ত গতিবিধি সহ্য করতে পারে — যা দ্রুত ও জটিল টার্গেট ধ্বংসে কার্যকর

বিশেষ বহুমুখিতা: এটি ব্যালিস্টিক, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমনকি নিম্ন কক্ষপথের উপগ্রহও ধ্বংস করতে পারে

★ যুক্তরাষ্ট্র কী করছে?

Lockheed Martin এখন THAAD-ER (Extended Range) তৈরি করছে — যার উন্নত রেঞ্জ, গতি, উচ্চতা, রাডার এবং চলাচলের ক্ষমতা থাকবে।
তবে এটি ২০৩০ সালের আগে প্রস্তুত হবে না, এবং যুক্তরাষ্ট্রের পূর্বের প্রকল্পগুলোর দিকে তাকালে বুঝা যায়, এটি আরও পিছিয়ে যেতে পারে।

👉 তাই সে পর্যন্ত, চীনের HQ-19 বর্তমানে বিশ্বের সবচেয়ে সক্ষম ও আধুনিক ABM সিস্টেম হিসেবে বিবেচিত হচ্ছে।
[mh]

06/07/2025

সাবেক মার্কিন জেনারেল ওয়েসলি ক্লার্কের বিস্ফোরক দাবি: যুক্তরাষ্ট্র ৫ বছরে ৭টি সরকার পতনের পরিকল্পনা করেছিল

৯/১১ হামলার পর পেন্টাগনের এক গোপন মেমোতে উল্লেখ ছিল যে, যুক্তরাষ্ট্র ৭টি দেশের সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল:
🇮🇶 ইরাক
🇸🇾 সিরিয়া
🇱🇧 লেবানন
🇱🇾 লিবিয়া
🇸🇴 সোমালিয়া
🇸🇩 সুদান
🇮🇷 ইরান

জেনারেল ওয়েসলি ক্লার্ক বলেন:
"তারা চেয়েছিল আমরা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে দেই, এলোমেলো করে দেই, এবং আমাদের নিয়ন্ত্রণে নিয়ে আসি....”
[mh]

Meanwhile, Israel continues to kill children in Gaza.Many children were burned in an attack carried out by the Israeli m...
05/07/2025

Meanwhile, Israel continues to kill children in Gaza.

Many children were burned in an attack carried out by the Israeli military in Khan Yunis, Gaza.

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Defence News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share