World Defence News

World Defence News worl defence news is a defence news page,we will give all tha 100 percent real news in this page.conected with us

Breaking news
26/08/2025

Breaking news

18/08/2025

পাকিস্তানে ভয়াবহ বন্যা: ৩৫১ জনের মৃত্যু, শতাধিক নিখোঁজ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী মৌসুমী বৃষ্টি, মেঘবিষ্ফোরণের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৩৫১ জনের মৃত্যু হয়েছে।

আর জুন মাস থেকে শুরু হওয়া এই দুর্যোগে মোট মৃত্যুর সংখ্যা ৫৫৬-এ পৌঁছেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক ভারী বৃষ্টিপাত এবং হিমবাহ গলে যাওয়া এই দুর্যোগের প্রধান কারণ।

বিশেষ করে খাইবার পাখতুনখোয়া, গিলগিত-বালতিস্তান এবং আজাদ কাশ্মীরে বন্যা ও ভূমিধসের প্রভাব সবচেয়ে বেশি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী ২১ আগস্ট পর্যন্ত আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।
[mh]

সুদান-পাকিস্তান মধ্যে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তিসুদানের মিলিটারি ইন্ডাস্ট্রি কর্পোরেশন পাকিস্তানের সঙ্গে ১.৫ ব...
17/08/2025

সুদান-পাকিস্তান মধ্যে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি

সুদানের মিলিটারি ইন্ডাস্ট্রি কর্পোরেশন পাকিস্তানের সঙ্গে ১.৫ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে। দেশটির অর্থনৈতিক সংকট চলাকালীন এ চুক্তি তৃতীয় এক "বন্ধুত্বপূর্ণ দেশ" এর অর্থায়নে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। (hn)

16/08/2025

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদ্বয়ের বহন করা দুটি বিমান এখন পাশাপাশি দাঁড়িয়ে।
[mh]

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা শুরু?ইন্দোনেশিয়া প্রথমবারের মতো তুর্কির বানানো আধুনিক KHAN ব...
16/08/2025

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিযোগিতা শুরু?

ইন্দোনেশিয়া প্রথমবারের মতো তুর্কির বানানো আধুনিক KHAN ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনে দক্ষিণ-পূর্ব এশিয়ায় দীর্ঘদিনের এক নিষেধাজ্ঞা ভেঙে দিল। সেই নিষেধাজ্ঞা ছিল, সাধারণত আক্রমণাত্মক অস্ত্র হিসেবে দেখা হয় এ ধরনের ক্ষেপণাস্ত্র রাখা যাবেনা। ফলে এই ঘটনা জাকার্তার সামরিক কৌশলে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।....

হঠাৎ করেই ইউক্রেনের ভূমি দখলের গতি বৃদ্ধি করলো রাশিয়া।একদিকে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের প...
14/08/2025

হঠাৎ করেই ইউক্রেনের ভূমি দখলের গতি বৃদ্ধি করলো রাশিয়া।

একদিকে ট্রাম্প ও পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছে, অপরদিকে,
- রাশিয়ান বাহিনী দোনেৎস্ক প্রদেশে ইউক্রেনের প্রতিরক্ষা লাইনের ভেতর প্রায় ১৮ কিলোমিটার গভীরে অগ্রসর হয়েছে। এর ফলে ইউক্রেনের একটি গুরুত্বপূর্ণ সরবরাহ পথ বিচ্ছিন্ন হয়েছে।

- যদি এই অগ্রগতি আরও শক্তিশালী করা হয়, তাহলে পোক্রোভস্ক এবং এমনকি ক্রামাতোর্স্কের মতো কয়েকটি কৌশলগত শহর ঝুঁকির মুখে পড়বে।

উল্লেখ্য, এটি গত একবছরের মধ্যে রাশিয়ার সর্বোচ্চ দ্রুত অগ্রযাত্রা।
[mh]

পাকিস্তান সেনাবাহিনী নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন করলপাকিস্তান সেনাবাহিনী তাদের নতুন প্রজন্মের সাবসনিক স্থল-ভিত্তিক...
14/08/2025

পাকিস্তান সেনাবাহিনী নতুন ফাতাহ-৪ ক্রুজ মিসাইল উন্মোচন করল

পাকিস্তান সেনাবাহিনী তাদের নতুন প্রজন্মের সাবসনিক স্থল-ভিত্তিক ক্রুজ মিসাইল ফাতাহ-৪ উন্মোচন করেছে।

এই মিসাইলটি দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

ফাতাহ-৪ মিসাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো:

-পরিসর: ৭৫০ কিলোমিটার
-নির্ভুলতা: ৫ মিটার সার্কুলার এরর প্রোবেবল (সিইপি)
-গতি: ম্যাক ০.৭ (সাবসনিক)
-ওজন: মোট ১,৫৩০ কেজি, যার মধ্যে ৩৩০ কেজি ওয়ারহেড।
-লঞ্চ প্ল্যাটফর্ম: চীনের তৈরি তাইয়ান টিএ৫৪৫০ ৮×৮ ট্রাক, যা তিনটি মিসাইল বহন করতে সক্ষম।
[mh]

রাশিয়ার সব সিদ্ধান্তে সমর্থন দেবে উত্তর কোরিয়া: কিম জং উনফোনালাপে কিম জং উন রুশ প্রেসিডেন্ট পুতিনকে আশ্বস্ত করেছেন যে উত...
14/08/2025

রাশিয়ার সব সিদ্ধান্তে সমর্থন দেবে উত্তর কোরিয়া: কিম জং উন

ফোনালাপে কিম জং উন রুশ প্রেসিডেন্ট পুতিনকে আশ্বস্ত করেছেন যে উত্তর কোরিয়া সবসময় রাশিয়ার নেতৃত্বের সিদ্ধান্তে সমর্থন জানাবে এবং দু’দেশের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রতি অনুগত থাকবে।

দুই নেতা পারস্পরিক সহযোগিতা জোরদার ও ভবিষ্যতে সম্পর্ক আরও উন্নয়নের অঙ্গীকার করেন। কিম কোরিয়ার স্বাধীনতার ৮০তম বার্ষিকীতে সোভিয়েত সৈন্যদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পুতিনও উত্তর কোরিয়ার সমর্থন ও কোরিয়ান পিপলস আর্মির সাহসিকতার প্রশংসা করেন। (na)

ডেনমার্ক গাজায় সাহায্য পাঠাতে একটি হারকিউলিস সামরিক বিমান পাঠাবে।-রয়টার্স
12/08/2025

ডেনমার্ক গাজায় সাহায্য পাঠাতে একটি হারকিউলিস সামরিক বিমান পাঠাবে।

-রয়টার্স

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when World Defence News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share