29/07/2025
অপমান না করেও যে একজনক ছাত্র-কে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়া যায়! 🥰
- স্যার, আমাকে চিনতে পেরেছেন?
- না বাবা, তোমাকে ঠিক মনে পড়ছে না। তুমি কে?
- আমি এক সময় আপনার ছাত্র ছিলাম, স্যার।
- ও! সত্যি? কী করছো এখন?
- আমি এখন একজন শিক্ষক, স্যার।
এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক আবেগে চোখ বড় করে তাকালেন। উজ্জ্বল মুখে বললেন,
— বাহ! খুব ভালো! আমার পেশা বেছে নিয়েছো? গর্ব হচ্ছে!
ছাত্রটি মৃদু হেসে উত্তর দিল,
আসলে আমি শিক্ষক হয়েছি, কারণ আমি আপনাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। আপনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন স্যার… একজন আদর্শ শিক্ষক হতে।
শিক্ষকের চোখে এবার মুগ্ধতা। তিনি কৌতূহল নিয়ে জানতে চাইলেন, কীভাবে? এমন কী করেছিলাম আমি?
ছাত্রটি তখন স্মৃতির পাতায় ফিরে গিয়ে বলতে শুরু করল—
“স্মরণ আছে স্যার, একদিন ক্লাসে আমার এক সহপাঠী নতুন একটি ঘড়ি পরে এসেছিল। ঘড়িটি এত সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি… সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি যেভাবেই হোক আমার চাই।
এক ফাঁকে, আমি সেটি তার পকেট থেকে চুরি করি। কিছুক্ষণের মধ্যেই সে খেয়াল করে ঘড়িটি নেই, এবং আপনার কাছে এসে অভিযোগ করে।
আপনি সেদিন শান্ত স্বরে বলেছিলেন,
‘যে নিয়েছো, স্বীকার করে ফেরত দাও। কেউ কিছু বলবে না।’
কিন্তু আমার সাহস হয়নি। আমি চুপ করে রইলাম।
তখন আপনি দরজা বন্ধ করে আমাদের সবাইকে দাঁড় করিয়ে গোল হয়ে দাঁড়াতে বললেন। নির্দেশ দিলেন,
‘সবাই চোখ বন্ধ করো। আমি শুধু ঘড়িটা খুঁজে নেব, কেউ কারো দিকে তাকাবে না।’
আপনি একজন একজন করে আমাদের পকেট ও ব্যাগ পরীক্ষা করতে লাগলেন।
এক সময় আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন।
আমার শরীর কাঁপছিল—লজ্জায়, ভয়ে, অপরাধবোধে।
কিন্তু আপনি কিছু বললেন না। আপনি বাকিদেরও ঠিক একইভাবে পরীক্ষা করতে থাকলেন, যেন কেউ না বুঝতে পারে কে দোষী।
পরীক্ষা শেষে আপনি বললেন,
‘ঘড়ি পাওয়া গেছে। সবাই চোখ খুলতে পারো।’
ঘড়ি ফিরে পেয়ে সেই বন্ধু জানতে চেয়েছিল স্যার, কার কাছে পেয়েছেন?’
আপনি শান্তভাবে বলেছিলেন,
‘ঘড়ি পাওয়া গেছে, সেটাই যথেষ্ট। কে নিয়েছিল সেটা জানার দরকার নেই।’
স্যার, সেদিন আপনি আমাকে কোনো তিরস্কার করেননি। আমাকে লজ্জা দেননি, বকাঝকা করেননি, এমনকি পরে একটিবারও সে বিষয়টি নিয়ে কথা বলেননি।
কিন্তু সেদিন আপনি যা করলেন, তা আমার জীবনটাই বদলে দিল।
আমি ভেতরে ভেতরে জ্বলেছি, ভেবেছি, কেঁদেছি… লজ্জায় পুড়েছি। সেই দিনই আমি ঠিক করেছিলাম আর কখনো কোনো অনৈতিক কাজ করবো না।আমি একজন ভালো মানুষ হবো। একজন শিক্ষক হবো আপনার মতো। আপনার কাছ থেকেই শিখেছি, শুধুই শাস্তি নয়, নীরবতা দিয়েও মানুষকে সংশোধন করা যায়। সম্মান রক্ষা করে শাস্তির চেয়েও বড় শিক্ষা দেওয়া যায়।
আপনার মহানুভবতা, আপনার সহানুভূতি… সেই একটিমাত্র দিনের আচরণ আজ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।
ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ ছলছল করে উঠল। চোখ মুছতে মুছতে হালকা হাসলেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন
“ঘটনাটা আমার মনে আছে, বাবা… কিন্তু তোমাকে আমি চিনতে পারিনি… কারণ সেদিন শুধু তোমরা না, আমিও চোখ বন্ধ রেখেছিলাম।
একটু থেমে তিনি গভীরভাবে বললেন
তুমি একটিবার ভাবো, কোনো শিক্ষক কি তার সন্তানতুল্য ছাত্রকে চোরের বেশে দেখতে পারে? আমি চেয়েছিলাম, তোমাদের গর্ব করার মতো মানুষ হতে দেখতে। আর আজ তুমি প্রমাণ করে দিলে… একজন শিক্ষক সত্যিই মানুষ গড়ার কারিগর হতে পারে।