Sonia & Shakir

Sonia & Shakir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sonia & Shakir, Digital creator, Fulbaria.
(2)

আসসালামু আলাইকুম
Sonia & Shakir এই পেইজে বেবিদের+বেবির মায়েদের জন্য গুরুত্বপুর্ন দিক নির্দেশনা, নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গাইড লাইন, মনিটাইজেশন, ফেসবুক মার্কেটিং সহ অনলাইন বিজনেসের গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করবো, আশাকরি অনেকের কাজে আসবে।

10/08/2025

আলহামদুলিল্লাহ!
50k

📉 বাংলাদেশের এইচএসসি = আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণি?বিশ্বব্যাংকের গবেষণায় চমকপ্রদ তথ্য!বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদ...
04/08/2025

📉 বাংলাদেশের এইচএসসি = আন্তর্জাতিকভাবে সপ্তম শ্রেণি?
বিশ্বব্যাংকের গবেষণায় চমকপ্রদ তথ্য!

বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস করা শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান আন্তর্জাতিক মানদণ্ডে মূল্যায়ন করলে, তা মোটামুটি সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীর সমতুল্য।

🔎 কি ধরণের ঘাটতি রয়েছে?
▪️ গণিত ও বিজ্ঞান চর্চায় দুর্বলতা
▪️ সমালোচনামূলক চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতার অভাব
▪️ ইংরেজি ভাষায় দক্ষতার ঘাটতি
▪️ বহু শিক্ষার্থী মুখস্থ নির্ভর, বাস্তবপ্রয়োগে অনভ্যস্ত

📚 এই তথ্য শুধু সংখ্যার খেলা নয় বরং এটা আমাদের শিক্ষা ব্যবস্থার গভীর এক সংকেত।
যেখানে পাশের দেশ ভারত বা ভিয়েতনামের একই স্তরের শিক্ষার্থীরা আন্তর্জাতিকভাবে দশম শ্রেণির মানের কাছাকাছি, সেখানে আমরা কেন পিছিয়ে?

🧠 এই অবস্থার জন্য দায়ী:
পাঠ্যবই নির্ভরতা
পরীক্ষানির্ভর শিক্ষাব্যবস্থা
শিক্ষকের প্রশিক্ষণের অভাব
সৃজনশীলতার যথার্থ চর্চার অভাব

📣 সমাধান কী হতে পারে?
✅ গবেষণাভিত্তিক শিক্ষা
✅ দক্ষতা উন্নয়নমুখী পাঠ্যক্রম
✅ আন্তর্জাতিক মান অনুযায়ী মূল্যায়ন পদ্ধতি
✅ বাস্তব জীবনভিত্তিক শেখার সুযোগ

🛑 এই তথ্য আমাদের হতাশ করার জন্য নয়, বরং জাগ্রত করার জন্য। সময় এসেছে মেধা নয়, এখন চাই মান।

আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা আবেদন করতে পারেন, নিছে একটি ডেমো দিলাম,এইভাবে লিখে আবেদন করে আলহামদুলিল্লাহ...
03/08/2025

আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা আবেদন করতে পারেন, নিছে একটি ডেমো দিলাম,
এইভাবে লিখে আবেদন করে আলহামদুলিল্লাহ একটা অনলাইন বিজনেস পেইজের কন্টেন্ট মনিটাইজেশন পেলাম। যেই পেইজে বুস্ট এবং প্রমোট দুইটাই করা হয়েছিল। অনেকেই বলে বুস্ট/প্রোমোট করলে মনিটাইজেশন আসে না এটা সম্পুর্ন ভুল ধারণা, এ সংক্রান্ত যেকোনো প্রশ্ন/মতামত জানাতে পারেন।
ধন্যবাদ।

"Dear Facebook Team,
I’m excited to join the Facebook Content Monetization Program through my page, (Your page name), with (Id/page follower) followers. Unfortunately, monetization is still not active.

I am committed to creating authentic, engaging videos and following all monetization policies. I kindly request you to review my page and activate monetization.

Thanks & regards,
(Your ID/page Name)"

01/08/2025

পঙ্গু স্ত্রীকে শহর দেখানোর ইচ্ছা থেকে রিকশা আবিষ্কার :

রিকশা জাপানে উদ্ভাবিত হলেও সেটির নকশা করেছিলেন জোনাথন স্কোবি বা জোনাথন গোবলে নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারী । পারকার এফ ক্যালভিনের লেখা জোনাথন গোবলে ইন জাপান বইয়ে এমনটাই দাবি করা হচ্ছে।

মি. জোনাথন ধর্ম প্রচারের কাজে জাপানের ইয়োকোহামা শহরে থাকতেন। তার স্ত্রী এলিজা গোবলে হাঁটতে চলতে পারতেন না।

স্ত্রীকে ইয়োকোহামা শহর ঘুরিয়ে দেখাতে মি. স্কোবি ১৮৬৯ সালে দুই চাকার সামনে হাতল বিশিষ্ট বাহনের নকশা আঁকেন এবং কাঠ দিয়ে তৈরি করেন। সেই বাহনের নাম তিনি দেন জিনরিকশা।

যা কালের বিবর্তনে রিকশা নামেই পরিচিতি পায়।

দুই চাকার এই হাতে টানা বাহনটি রিকশার প্রাথমিক সংস্করণ হিসেবে যুক্তরাষ্ট্রের পেটেন্ট নিবন্ধন পায়।

তারপর সেটির অনুকরণে জাপানে এই বাহনটি নির্মাণ শুরু হয়। তবে এটি কোন মানুষ পরিবহনে নয় বরং ব্যবহৃত হতো মালপত্র পরিবহনের জন্য।

আবার এমনটাও বলা হয় যে, ১৮৮৮ সালে একজন মার্কিন ব্যাপ্টিস্ট রিকশা আবিষ্কার করেছেন।

উইলিয়াম ই লুইসের থ্রু দ্য হার্টল্যান্ড অন ইউএস বইয়ে বলা হয়েছে, রিকশা আবিষ্কার হয়েছিল ১৮৪৮ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওরচেস্টারে। সেখানকার এক কামার অ্যালবার্ট টোলম্যান দক্ষিণ আমেরিকান মিশনারীর চলাচলে সুবিধার জন্য রিকশাটি আবিষ্কার করেছিলেন বলে জানা যায়।

আবার বার্লিংটন কাউন্টি হিস্ট্রিকাল সোসাইটির গবেষণায় বলা হয়েছে, মার্কিন গাড়ি নির্মাতা জেমস বার্চের জাদুঘরে এ ধরণের একটি রিকশার মডেল প্রথম প্রদর্শন করতে দেখা যায়। সেটাও ১৮৬৭ সালের দিকে। মি. বার্চ দাবি করেছিলেন, এটি তার ডিজাইন করা বাহন।

তথ্যসূত্র: বিবিসি বাংলা।

ভারতে সূর্য দেবতার অবমাননার অভিযোগে সরকারি সোলার প্যানেল ভাঙচুর স্থানীয়দের 🤔
29/07/2025

ভারতে সূর্য দেবতার অবমাননার অভিযোগে সরকারি সোলার প্যানেল ভাঙচুর স্থানীয়দের 🤔

অপমান না করেও যে একজনক ছাত্র-কে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়া যায়! 🥰- স্যার, আমাকে চিনতে পেরেছেন?- না বাবা, তোমাকে ঠিক ...
29/07/2025

অপমান না করেও যে একজনক ছাত্র-কে জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়া যায়! 🥰

- স্যার, আমাকে চিনতে পেরেছেন?
- না বাবা, তোমাকে ঠিক মনে পড়ছে না। তুমি কে?
- আমি এক সময় আপনার ছাত্র ছিলাম, স্যার।
- ও! সত্যি? কী করছো এখন?
- আমি এখন একজন শিক্ষক, স্যার।

এই কথা শুনে বৃদ্ধ শিক্ষক আবেগে চোখ বড় করে তাকালেন। উজ্জ্বল মুখে বললেন,
— বাহ! খুব ভালো! আমার পেশা বেছে নিয়েছো? গর্ব হচ্ছে!

ছাত্রটি মৃদু হেসে উত্তর দিল,
আসলে আমি শিক্ষক হয়েছি, কারণ আমি আপনাকে শিক্ষক হিসেবে পেয়েছিলাম। আপনি আমাকে অনুপ্রাণিত করেছিলেন স্যার… একজন আদর্শ শিক্ষক হতে।

শিক্ষকের চোখে এবার মুগ্ধতা। তিনি কৌতূহল নিয়ে জানতে চাইলেন, কীভাবে? এমন কী করেছিলাম আমি?

ছাত্রটি তখন স্মৃতির পাতায় ফিরে গিয়ে বলতে শুরু করল—
“স্মরণ আছে স্যার, একদিন ক্লাসে আমার এক সহপাঠী নতুন একটি ঘড়ি পরে এসেছিল। ঘড়িটি এত সুন্দর ছিল যে আমি লোভ সামলাতে পারিনি… সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটি যেভাবেই হোক আমার চাই।
এক ফাঁকে, আমি সেটি তার পকেট থেকে চুরি করি। কিছুক্ষণের মধ্যেই সে খেয়াল করে ঘড়িটি নেই, এবং আপনার কাছে এসে অভিযোগ করে।

আপনি সেদিন শান্ত স্বরে বলেছিলেন,
‘যে নিয়েছো, স্বীকার করে ফেরত দাও। কেউ কিছু বলবে না।’

কিন্তু আমার সাহস হয়নি। আমি চুপ করে রইলাম।
তখন আপনি দরজা বন্ধ করে আমাদের সবাইকে দাঁড় করিয়ে গোল হয়ে দাঁড়াতে বললেন। নির্দেশ দিলেন,
‘সবাই চোখ বন্ধ করো। আমি শুধু ঘড়িটা খুঁজে নেব, কেউ কারো দিকে তাকাবে না।’

আপনি একজন একজন করে আমাদের পকেট ও ব্যাগ পরীক্ষা করতে লাগলেন।
এক সময় আপনি আমার পকেটে হাত দিয়ে ঘড়িটি খুঁজে পেলেন।
আমার শরীর কাঁপছিল—লজ্জায়, ভয়ে, অপরাধবোধে।
কিন্তু আপনি কিছু বললেন না। আপনি বাকিদেরও ঠিক একইভাবে পরীক্ষা করতে থাকলেন, যেন কেউ না বুঝতে পারে কে দোষী।

পরীক্ষা শেষে আপনি বললেন,
‘ঘড়ি পাওয়া গেছে। সবাই চোখ খুলতে পারো।’

ঘড়ি ফিরে পেয়ে সেই বন্ধু জানতে চেয়েছিল স্যার, কার কাছে পেয়েছেন?’
আপনি শান্তভাবে বলেছিলেন,
‘ঘড়ি পাওয়া গেছে, সেটাই যথেষ্ট। কে নিয়েছিল সেটা জানার দরকার নেই।’

স্যার, সেদিন আপনি আমাকে কোনো তিরস্কার করেননি। আমাকে লজ্জা দেননি, বকাঝকা করেননি, এমনকি পরে একটিবারও সে বিষয়টি নিয়ে কথা বলেননি।

কিন্তু সেদিন আপনি যা করলেন, তা আমার জীবনটাই বদলে দিল।

আমি ভেতরে ভেতরে জ্বলেছি, ভেবেছি, কেঁদেছি… লজ্জায় পুড়েছি। সেই দিনই আমি ঠিক করেছিলাম আর কখনো কোনো অনৈতিক কাজ করবো না।আমি একজন ভালো মানুষ হবো। একজন শিক্ষক হবো আপনার মতো। আপনার কাছ থেকেই শিখেছি, শুধুই শাস্তি নয়, নীরবতা দিয়েও মানুষকে সংশোধন করা যায়। সম্মান রক্ষা করে শাস্তির চেয়েও বড় শিক্ষা দেওয়া যায়।

আপনার মহানুভবতা, আপনার সহানুভূতি… সেই একটিমাত্র দিনের আচরণ আজ আমাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।

ছাত্রের কথাগুলো শুনতে শুনতে বৃদ্ধ শিক্ষকের চোখ ছলছল করে উঠল। চোখ মুছতে মুছতে হালকা হাসলেন তিনি। তারপর ধীরে ধীরে বললেন
“ঘটনাটা আমার মনে আছে, বাবা… কিন্তু তোমাকে আমি চিনতে পারিনি… কারণ সেদিন শুধু তোমরা না, আমিও চোখ বন্ধ রেখেছিলাম।

একটু থেমে তিনি গভীরভাবে বললেন
তুমি একটিবার ভাবো, কোনো শিক্ষক কি তার সন্তানতুল্য ছাত্রকে চোরের বেশে দেখতে পারে? আমি চেয়েছিলাম, তোমাদের গর্ব করার মতো মানুষ হতে দেখতে। আর আজ তুমি প্রমাণ করে দিলে… একজন শিক্ষক সত্যিই মানুষ গড়ার কারিগর হতে পারে।

রাত প্রায় ১টা।একটি সাধারণ মধ্যবিত্ত দম্পতি সামাজিক অনুষ্ঠান শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন। বিশ্রামের জন্য দু’জনই মুখিয়ে।...
28/07/2025

রাত প্রায় ১টা।
একটি সাধারণ মধ্যবিত্ত দম্পতি সামাজিক অনুষ্ঠান শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরলেন। বিশ্রামের জন্য দু’জনই মুখিয়ে।

ঘরে ঢুকেই স্ত্রীর উদ্বিগ্ন প্রশ্ন
“একটা গ্যাসের গন্ধ পাচ্ছো না?”
স্বামী একটু ঘ্রাণ নিয়ে মাথা নেড়ে বললেন,
“আমি দেখি, হয়তো রান্নাঘরে কিছু হয়েছে।”

অবচেতনভাবে তিনি রান্নাঘরে গিয়ে আলো জ্বালালেন…

এক মুহূর্ত। তারপরই—ধ্বংস।
একটা বিকট বিস্ফোরণ।
দেয়াল ভেঙে পড়ল, আগুন গ্রাস করল পুরো ঘর।
স্বামী ঘটনাস্থলেই মারা গেলেন।
স্ত্রী কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে, শেষ পর্যন্ত হেরে গেলেন..

এই মর্মান্তিক ঘটনার কারণ?
রান্নাঘরে জমে থাকা গ্যাস। আর সেই গ্যাসে একটি সাধারণ সুইচ অন করতেই সৃষ্ট হল ক্ষুদ্র স্পার্ক —
সেই স্পার্কই হয়ে উঠল মৃত্যুর ফাঁদ।

তাই মনে রাখুন — গ্যাসের গন্ধ পেলে কী করবেন?
✅ কখনোই ফ্যান, লাইট, সুইচ, এমনকি ফ্রিজও চালু করবেন না।
(এসব থেকে ক্ষুদ্র স্পার্ক সৃষ্টি হতে পারে)

✅ সব জানালা-দরজা খুলে দিন।
(গ্যাস যেন বাইরে বেরিয়ে যেতে পারে)
✅ মেইন সুইচ বন্ধ করে দিন যদি পারেন।
✅ সতর্কভাবে সবাইকে দ্রুত ঘর থেকে বের করে আনুন।

একটি ছোট সচেতনতা বাঁচাতে পারে একটি জীবন…
আপনার একটি শেয়ার পৌঁছে দিতে পারে গুরুত্বপূর্ণ বার্তাটি।

🔁 সতর্ক হোন, নিরাপদ থাকুন।

অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের সন্তানদেরই এতিম করে গেলেন মাহরিন চৌধুরী। 😥দেশের এই বীর শিক্ষককে হারিয়ে শোকাহত তার স...
27/07/2025

অন্যের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের সন্তানদেরই এতিম করে গেলেন মাহরিন চৌধুরী। 😥
দেশের এই বীর শিক্ষককে হারিয়ে শোকাহত তার স্বামী ও ছোট্ট ছেলে দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন।

আল্লাহ তাআলা মাহরিন চৌধুরীকে শহীদের মর্যাদা দিন এবং তার পরিবারকে এই অপূরণীয় শোক সইবার তাওফিক দান করুন। আমিন 🤲

মাইলস্টোনের সেই ক্লাসরুমগুলোতে শীগ্রই ক্লাস শুরু হবে!! যেখানে একসময় বাচ্চারা বই খুলে বসতো, হাসতো, খেলতো—সেই রুমগুলোতেই এ...
26/07/2025

মাইলস্টোনের সেই ক্লাসরুমগুলোতে শীগ্রই ক্লাস শুরু হবে!!
যেখানে একসময় বাচ্চারা বই খুলে বসতো, হাসতো, খেলতো—সেই রুমগুলোতেই এখন ঘষেমেজে পরিষ্কার করা হচ্ছে পো-ড়া দেয়াল, ছা-ই হয়ে যাওয়া বেঞ্চ আর মেঝেতে জমে থাকা র-ক্তের দাগ।

মিস্ত্রীরা আসছে। কেউ রং তুলছে, কেউ মেঝে ঘষছে। পো-ড়া শ-রী-রের ঝ-ল-সা-নো মাং-স, হা-ড়-গো-ড় সরিয়ে ফেলা হচ্ছে ধীরে ধীরে—যেন কিছুই হয়নি, যেন আবার সব ঠিকঠাক হয়ে যাবে।

আবার খুলবে স্কুল।
স্কাই সেকশন, ক্লাউড সেকশনের ছোট্ট শিশুরা ফিরবে সেই চিরচেনা ক্লাসরুমে। কিন্তু তারা দেখবে, বেঞ্চগুলো আগের মতো নেই—কিছু বেঞ্চে রয়ে গেছে ঝ-ল-সা-নো মাং-সের দাগ, আর কিছু বেঞ্চে চিরতরে অনুপস্থিত সেই প্রিয় বন্ধুরা।

এই তো, এ বেঞ্চে বসেই তো তারা একসাথে গান গাইতো, খেলতো, স্বপ্ন আঁকতো।
আজ সেই স্বপ্ন পুড়ে ছাই, অনেকেই আর কোনোদিন ফিরবে না।

স্কুলের মাঠ, দেয়ালের পাশে জমে থাকা ছা-ই—সবকিছুই হয়তো মনে করিয়ে দেবে সেই বিভীষিকার দিনটিকে।

কিন্তু সময় বড় নিষ্ঠুর।
একটা বছর পেরোলেই হয়তো অনেক শিশুই আবারও খেলবে, হাসবে, নতুন স্বপ্ন দেখবে।
পুরনো দুঃস্বপ্নগুলো সময়ের ধুলায় চাপা পড়ে যাবে।

পৃথিবী থেমে থাকে না কারও জন্যই।
ঝ-ল-সে যাওয়া সেই নিষ্পাপ মুখগুলোও হয়তো হারিয়ে যাবে নতুন ঘটনার স্রোতে।

আমরাও ভিড়ে যাব নতুন টপিক, নতুন কনটেন্টের মোহে।

তবে সেই মা?
যে মা তার সন্তানের পো-ড়া দেহ হাতে নিয়েছে, চোখের সামনে দেখেছে তার হৃদয়ের টুকরোটা ছা-ই হয়ে যেত
সে মা কি কোনোদিনও ভুলতে পারবে?

🐟 মাছের মাথার ভেতর কোটি টাকার ব্যবসা?!গল্প না, একেবারে বাস্তব সত্য!বাংলাদেশে মাছ কাটার সময় মাথার অংশটা আমরা অনেকেই ফেলে ...
26/07/2025

🐟 মাছের মাথার ভেতর কোটি টাকার ব্যবসা?!
গল্প না, একেবারে বাস্তব সত্য!

বাংলাদেশে মাছ কাটার সময় মাথার অংশটা আমরা অনেকেই ফেলে দিই। অথচ বিশ্ববাজারে এই ফেলনা জিনিসটাই বিক্রি হচ্ছে লাখ লাখ টাকায়!

এর কারণ?
মাছের মাথার ভেতরেই থাকে এক অমূল্য সম্পদ—
🧠 পিটুইটারি গ্ল্যান্ড (Pituitary Gland)

🔬 পিটুইটারি গ্ল্যান্ড কী?
মাছের ব্রেইনের নিচে থাকা ছোট একটি হরমোন নিঃসরণকারী গ্রন্থি।
এটি প্রজননের জন্য জরুরি।
বিশ্বব্যাপী কৃত্রিম প্রজনন বা Induced Breeding এ এটি ব্যবহার করা হয়।

🌍 এই গ্ল্যান্ড ব্যবহার হয় কোথায়?
🔹 Fish Hatchery Industry–কৃত্রিম প্রজননের জন্য
🔹 Pharmaceutical Research–হরমোন নিয়ে গবেষণায়
🔹 Aqua Tech Companies–ঔষধ ও প্রজনন বুস্টার তৈরিতে

🌏 সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন দেশ:
🇨🇳 চীন
🇻🇳 ভিয়েতনাম
🇹🇭 থাইল্যান্ড
🇮🇩 ইন্দোনেশিয়া
🇵🇭 ফিলিপাইন

💸 এক কেজি পিটুইটারি গ্ল্যান্ডের দাম কত?
🔹 আন্তর্জাতিক বাজারে: $30,000 – $50,000
🔹 অর্থাৎ, প্রায় ৩০–৫০ লাখ টাকা!
🔹 একটি গ্ল্যান্ডের ওজন মাত্র ৫–১০ mg
🔹 ১ কেজির জন্য দরকার হয় প্রায় ৪,০০০–৫,০০০ মাছের গ্ল্যান্ড

🎯 কোন মাছগুলো সবচেয়ে মূল্যবান?
রুই
কাতলা
মৃগেল
পাঙ্গাস
শিং
মাগুর
বোয়াল, বাইম, টেংরা

❄️ সংরক্ষণ পদ্ধতি
✅ -৪০°C ডিপ ফ্রিজ
✅ অথবা ইথানল সল্যুশনে সংরক্ষণ
👉 এরপর রপ্তানি হয় কাঁচা বা প্রসেসড অবস্থায়

📦 রপ্তানির জন্য যেসব লাইসেন্স লাগবে:
✔️ ট্রেড লাইসেন্স
✔️ ব্যবসা রেজিস্ট্রেশন (BIN)
✔️ ভ্যাট নম্বর
✔️ EPB (Export Promotion Bureau) রেজিস্ট্রেশন
✔️ মৎস্য অধিদপ্তরের অনুমোদন
✔️ ফিশ প্রসেসিং ও এক্সপোর্ট লাইসেন্স

🌐 বায়ার কিভাবে খুঁজবেন?
🔸 বিদেশি হ্যাচারি কোম্পানি ও ল্যাব
🔸 Alibaba, Made-in-China, Tradekey
🔸 আন্তর্জাতিক ফিশারিজ ফেয়ার
🔸 সোশ্যাল মিডিয়া ও প্রফেশনাল ওয়েবসাইট

💼 ইনভেস্টমেন্ট কত লাগবে? স্কেল খরচ (টাকা)
ছোট ৪০–৫০ হাজার
মাঝারি ১–২ লাখ
বড় ৫–১০ লাখ

📍 সম্ভাবনাময় এলাকা (বাংলাদেশে)
ময়মনসিংহ
রাজশাহী
খুলনা
বরিশাল
কুমিল্লা
সিলেট

এখানে প্রতিদিন হাজার হাজার টন মাছ কাটাকাটি হয় কিন্তু গ্ল্যান্ডগুলো নষ্ট হয়ে যাচ্ছে অজ্ঞতার কারণে।

🇧🇩 বাংলাদেশের জন্য কেন গুরুত্বপূর্ণ?
✅ নতুন রপ্তানি খাত
✅ উদ্যোক্তাদের জন্য লাভজনক সুযোগ
✅ রেমিট্যান্স আয়ের নতুন পথ
✅ সরকারি সহায়তা পেলে বছরে ৫০+ মিলিয়ন ডলার আয় সম্ভব!

🔥 এখনই পদক্ষেপ নিন!
✔️ মাছের গ্ল্যান্ড নিয়ে রিসার্চ করুন
✔️ স্থানীয় মৎস্য অফিস থেকে তথ্য নিন
✔️ প্রশিক্ষণ নিন, লাইসেন্স নিন
✔️ বিদেশি বায়ারদের সঙ্গে কানেক্ট করুন
✔️ ১০০% বৈধভাবে ব্যবসা শুরু করুন

👉 আপনি যদি স্মার্ট হন, তাহলে ফেলনা জিনিস থেকে লাভবান হোন। মাছের মাথায় লুকানো এই সম্পদ হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মাধ্যম!

#মাছেরগ্ল্যান্ড #রপ্তানি

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০,বলেছে মাইলস্টোন কর্তৃপক্ষ! সংখ্যাটা কি সঠিক? আমার তো মনে হচ্ছে আহতের সংখ্যাটা দ্বিগুনের ...
25/07/2025

বিমান বিধ্বস্তে নিহত ৩১, আহত ৫০,
বলেছে মাইলস্টোন কর্তৃপক্ষ! সংখ্যাটা কি সঠিক?
আমার তো মনে হচ্ছে আহতের সংখ্যাটা দ্বিগুনের বেশি হবে। অভিজ্ঞদের মতামত আশা করছি।

আপনি বাড়িতে যখন একা থাকেন! 🥲
25/07/2025

আপনি বাড়িতে যখন একা থাকেন! 🥲

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonia & Shakir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sonia & Shakir:

Share