02/04/2023
আল্লাহ, জাগতিক চিন্তা থেকে ফারেগ হলে
আমার আপনার সাথে কথা বলতে ইচ্ছা করে।
অথচ কোলাহল পেলেই আমি আপনাকে ভুলে যাই।
বিপদ পেরিয়ে গেলেই— হয়ে উঠি উদ্ধত!
নিজের হাশরের দিকে তাকালে দেখি;
গোনাহের ভারে নুয়ে আছে আমার মিযান!
পুলসিরাত পার হবো; নেই তেমন কোনো যান!
আল্লাহ, গোনাহ করলেও আমি আপনাকে ভালোবাসি।
পাপী হৃদয়েও অনুভব করি শুদ্ধতার অনুতাপ।
আপনার সাথে আমার কথা বলতে ইচ্ছে করে।
আপনি আমাকে হেদায়েত দান করুন।
ক্ষমা করুন— আমার যাবতীয় পাপ।
অসাধারণ অসম্ভব সুন্দর লেখেন প্রিয় কবি ভাই😍😍
কবিতা : শুদ্ধতার অনুতাপ
বই : আল্লাহকে ভালোবাসি
Md Salman Habib
Salman Habib - সালমান হাবীব