
07/12/2024
আপনি কি আবেদন করেছেন?
#ঐশী_বাংলা_সাহিত্য_পুরস্কার_২০২৫
সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ঐশী বাংলা পত্রিকার উদ্যোগে #ঐশী_বাংলা_জাতীয়_সাহিত্য_সম্মেলন_২০২৫ উপলক্ষ্যে "ঐশী বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫" প্রদানের নিমিত্তে আগ্রহী লেখকদের নিকট সংক্ষিপ্ত তথ্য আহ্বান করা হচ্ছে।
🔻 #প্রথম_পুরস্কার: নগদ ৫০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ
🔻 #দ্বিতীয়_পুরস্কার: নগদ ৩০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ
🔻 #তৃতীয়_পুরস্কার: নগদ ২০ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও সনদ
❑ #পুরস্কারের_জন্য_বিবেচিত_বিভাগ:
কবিতা, ছড়া, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গবেষণা,
ছোটোগল্প, শিশুসাহিত্য, আত্মজীবনী, স্মৃতিকথা ও ভ্রমণকাহিনি, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ, অনুবাদ সাহিত্য, গীতিকবিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী এই ১৫ টি ক্যাটাগরিতে ( নূন্যতম ১৫ জনকে) "ঐশী বাংলা সাহিত্য পুরস্কার ২০২৫" প্রদান করা হবে।
❑ #বিশেষ_বিভাগ:
১.সেরা প্রকাশক ২. সম্পাদক (লিটল ম্যাগ) ৩. সেরা সংগঠক ৪. সেরা সংগঠন ৫. সমাজসেবা ৬. সামাজিক উন্নয়ন ৭. শিক্ষা ৮. ক্ষুদ্র উদ্যোক্তা ৯. গণমাধ্যম ১০. গীতিকার ১১. কণ্ঠশিল্পী ১২. নৃত্যশিল্পী ১৩. আবৃত্তিশিল্পী ১৪. অভিনয় শিল্পী ১৫. চিত্রশিল্পী ১৬. চিত্র নির্মাতা ১৭, পেশাজীবী (সফল যারা) ১৮. মানবাধিকার ১৯. বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ২০. নগর কৃষি (ছাদ বাগান)।
েজিষ্ট্রেশন_সম্পন্ন_করুন।
❑ রেজিষ্ট্রেশন সম্পন্নকারিদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় পুরস্কার বিজয়ী নির্বাচিত হবে। উল্লেখ্য, সকলকেই "ঐশী বাংলা সাহিত্য সম্মাননা ২০২৫" প্রদান করা হবে।
❑ পুরস্কারের জন্য মনোনীত সম্মানিত লেখক/ বিশেষ ব্যক্তিবর্গকে ঢাকায় অনুষ্ঠিতব্য একটি জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঐশী বাংলা সম্মাননা ক্রেস্ট, উত্তরীয় এবং সম্মাননাপত্র প্রদান করা হবে।
❑ বিশেষ বিভাগগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কাজের প্রতিবেদন পাঠাতে হবে।
❑ পুরস্কার প্রদানের ক্ষেত্রে সম্মানিত বিচারক মণ্ডলীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
♦️আবেদনের শেষ তারিখঃ ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ।
♦️পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণাঃ ১০ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ।
♦️পুরস্কার প্রদান অনুষ্ঠানঃ ২৫ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ।
♦️সময়ঃ বিকালঃ ৩ ঘটিকা।
♦️ভেন্যুঃ বিশ্বসাহিত্য কেন্দ্র (হল নং১০৩)
বাংলামটর, ঢাকা-১০০০।
♦️যোগাযোগ:
দৈনিক ঐশী বাংলা (প্রধান কার্যালয়)
২২২, পশ্চিম শান্তিবাগ, শাহজাহানপুর, ঢাকা-১২১৭।
🔻রেজিষ্ট্রেশনের নিয়মাবলি:
আপনার নাম, পিতার নাম, জেলা, পুরস্কারে জন্য বিবেচিত বিভাগ, মোবাইল নম্বরসহ ফিরতি মেসেজ পেতে নিন্মোক্ত যেকোনো একটি নম্বরে হোয়াটসএ্যাপ করুন :
01708515535 (সম্পাদক)
01819703921(সাহিত্য সম্পাদক)
❑ ই-মেইল: [email protected]